নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সুন্দরবনের দুবলার চরে আগামী ৭ নভেম্বর কয়েক’শ বছরের ঐতিহ্যবাহী রাশ উৎসব শুরু। রাশ পূর্নিমা উপলক্ষ্যে কয়েকদিন ব্যাপী এ উৎসবে যোগ দেওয়ার জন্য হাজার হাজার পূর্নার্থী ও পর্যটক এ সময়ে সুন্দর বনের দুবলার চরে জমায়েত হয়।
কয়েক বছর যাবৎ যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। আমি সাধারণত দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে থাকি আমাদের ভ্রমণ ক্লাব ভ্রমণ বাংলাদেশের সাথে। এবার আমার দূর্ভাগ্য ভ্রমণ বাংলাদেশের রাশ মেলায় কোন ট্যুর প্ল্যান নাই।
সুতরাং আমাকে নজর হলো অন্য ট্যুরিষ্ট প্যাকেজগুলোর দিকে। ট্যুরিষ্টদের আকর্ষণ করার জন্য ট্যুরিজম কোম্পানীগুলো নানা রকম আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করে থাকে। পরিচিত এক বন্ধুর মাধ্যমে একটা ট্যুরিজম কোম্পানীতে যোগাযোগ করে যেন আমার মাথায় বজ্রপাত ঘটলো। ওরা আমাকে সরাসরি অফার করলো হরিণের মাংস খাওয়ানো হবে। যদিও আমি আগেই আমাদের ভ্রমণ বাংলাদেশের সদস্য আবুবকর ভাইয়ের ট্যুরিম কোম্পানী ইকো ট্রাভেলার্সের মাধ্যমে কথা পাকাপোক্ত করে ফেলেছি।
সুতরাং সরকার বা সুন্দরবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, আমাদের হরিণকুলকে এই তস্করদের হাত থেকে রক্ষা করুন।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: চরম বোইনি......মানুষগুলো কবে যে বুঝবে!!
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সরকার বা সুন্দরবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, আমাদের হরিণকুলকে এই তস্করদের হাত থেকে রক্ষা করুন।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এভাবেই চলছে, আড়ালে-গোপনে !
সরকারের অবশ্যই উচিত পদক্ষেপ নেয়া ।
ধন্যবাদ ভ্রাতা ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২
তুষার কাব্য বলেছেন: অনেকেই যাবে রাসমেলা উপলক্ষে হরিন মাংস ভক্ষণে...নিজেদের সচেতন হওয়াটাও খুব জরুরি...
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৬
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা ভাই।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে সচেতনতা সৃষ্টি হওয়া জরুরী অবশ্যই।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৭
সাজিদ ঢাকা বলেছেন: পোস্টে +++++ মাহমুদ ভাইও একটা ইভেন্ট দিসিলো , রাস মেলার
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
মুহিব বলেছেন: সংহতি প্রকাশ করলাম।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
কলমের কালি শেষ বলেছেন: আকর্ষনের একি আয়োজন !! অত্যন্ত দুঃখজনক ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
রাশ উৎসবের ফিরতি পোষ্ট চাই।
হরিণ নিয়ে কিছু বলার নেই। হরিণ খাওয়া থামানোর মত কিছু নয়। কারণ অনেক ভালো ভালো কিছুই ঠিক করা যাচ্ছেনা।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাদা মনের মানুষ ভাই, আমারও যে যাইতে মুঞ্চায়... কিন্তু এতো এতো মানুষের ভিড়!!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: খুব নিন্দনীয় এই কাজ । দেখেন ভ্রাতা কি করা যায় ! এটা তো রীতিমত বেআইনি !!!
আপনার ভ্রমণে আগাম শুভেচ্ছা রইল