নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ফেওয়া লেক, নামটায় কেমন যেনো একটা সাধারণত্ব আছে। কিন্তু সৌন্দর্য্য তার অসাধারণের থেকেও কিছুটা বেশী!!
লেকের একপাশে কুইন ফরেস্ট নামে পরিচিত ঘন জঙ্গলটা লেক থেকে সাড়িবদ্ধভাবে ক্রমান্বয়ে আকাশ ছোয়ার চেষ্টা করেছে। জঙ্গলে হরেক পাখি পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য ও বটে!
অন্য পাশেই রয়েছে সারাংকোট পাহাড়ের চোখ ধাঁধানো সৌন্দর্য্য। একটু দূরে অন্নপূর্ণা পর্বতমালার বরফ ঢাকা চুড়া, যার ছায়া পড়ে লেকে সৃষ্টি হয় অপার্থিব সৌন্দর্য্য। এখানকার মচ্ছপুছরে শিখরটি ভারী সুন্দর।
লেকের মাঝে রয়েছে বরাহি দেবীর মন্দির, মন্দিরে ভক্তদের আনাগোনা থাকে সর্বদা।
আর এই সৌন্দর্য্য দেখতেই পুরো লেক জুড়েই পর্যটকরা নানা ধরণের নৌযান নিয়ে ঘুরে বেড়ায় আর ক্যামেরায় চালায় ক্লিকবাজি।
আসুন আমার ক্যামেরার ক্লিকবাজিতে দেখি ফেওয়া লেক।
(২/৩) ভোর বেলা ফেওয়া লেক। নৌকাগুলো সব অলস পড়ে আছে, পর্যটকরা এখনো ঘুমে। সকালের সোনা রোদে পাহাড় আর লেকের জলে সৃষ্টি হয়েছে এক অনবদ্য কবিতামালা।
(৪) লেকের পাড়ের সিমেন্ট নির্মিত পথে প্রাতঃভ্রমণকারীদের আনাগোনা বেশ লক্ষণীয়, আর দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা পর্বতমালার বরফ ঢাকা চুড়া!
(৫) পর্যটকদের নিরাপত্তা দানের জন্য নির্মিত টাওয়ারে বসে এক পুলিশ সদস্য ঝিমাচ্ছে, আর কবুতর গুলো টাওয়ারের ছাদে বসে সকালের রোদে শরীরটাকে গরম করে নিচ্ছে।
(৬/৭) অন্নপূর্ণা পর্বতমালার বরফ ঢাকা চুড়াগুলোতে সূর্যের আলো পড়ে একটা সোনালী আভা ঠিকরে বেরুচ্ছে।
(৮) এখানকার কলমী ফুলগুলোর রংটা একটু বেশীই বেগুনী।
(৯) আস্তে আস্তে জেগে উঠছে লেক।
(১০/১১) পর্যটকদের নৌকা বিলাস
(১২/১৩) নানা রকম মানুষ, নানা রকম বাহন, উদ্যেশ্য একটা, নির্মল বিনোদন।
(১৪/১৫) অন্য দিকে মাথার উপর চলছে প্যারা গ্লাইডিং
(১৬) এক সময় আমি নেমে গেলাম ফেওয়ার জলে....
(১৭) আরো অনেকেই নামলো নানা রকম বাহন নিয়ে।
(১৮) লেকের মাঝখানে যেই দ্বীপটা দেখা যায় ওখানেই রয়েছে বরাহি দেবীর মন্দির।
(১৯) লেকের পাশের বাঁশ বনে মা বক ও তার ছানা।
(২০) শেষ বিকেলে আমাদের হোটেল ল্যান্ডমার্কের ছাদে বসে ফেওয়া লেকের শেষ ক্লিক।
১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই......শুভেচ্ছা অবিরত
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০২
জানা বলেছেন:
অসাধারণ ফটোব্লগ @ সাদা মনের মানুষ।
অন্নপূর্ণা'র ছবিগুলো কোথা থেকে তোলা? খুব জানতে ইচ্ছে করছে। আর বিনীতভাবেই একটি অনুরোধ/পরামর্শ রাখতে চাইছি এখানে। তা হলো, আপনার ছবিগুলোতে পুরো বাংলাদেশ, দেশের বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরে থেকে তোলা ছবিগুলো যদি আলাদা আলাদা করে প্রকাশ করেন তাহলে নিজের দেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর বাইরে কি আছে তা আমরা সবাই আলাদা আলাদা করে জানতে পারবো, শিখতে পারবো, আগ্রহী হয়ে উঠবো সুযোগ করে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে অন্তত প্রিয় দেশটিকে আরও জানতে এবং আরও অনুধাবন করতে।
আহা, প্রিয় দেশ আমার! মন ভরিয়ে দিলেন ভাই।
ভাল থাকবেন। অসাধারণ এই উদ্যোগটি যত্নের সাথে লালন করে যান, আমরা সবাই উপকৃত হই।
ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জানা, এই পোষ্টের পুরো ছবিগুলোই নেপালের পর্যটন শহর পোখারা থেকে তোলা। আমারই আসলে একটা ভুল হয়েছে বর্ণনায়, সেটা হলো ফেওয়া লেকের অবস্থানটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
মামুন রশিদ বলেছেন: অসাধারণ!
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, শুভেচ্ছা জানবেন
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: এত রূপ দেখা হেরি দুনয়ন
যতই তাকাই আর ফেরেনা এ মন ।
খুব সুন্দর ছবি গুলু
ভাললাগা ++++++++++++
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১
সাদা মনের মানুষ বলেছেন: এত রূপ দেখা হেরি দুনয়ন
যতই তাকাই আর ফেরেনা এ মন
......শুভেচ্ছা বন্ধু
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
এম এ কাশেম বলেছেন: শুধুই অভিভূত কামাল ভাই
ছবি ৬,৭, ৯, ও ১৯ চমৎকার
ধ্যন্যবাদ সাদা মনের প্রকৃতি প্রিয় মানুষ।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: কাশেম ভাই, আপনি যেহেতু বলেছেন, আমি আর না করি কেম্নে?
৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
ভিটামিন সি বলেছেন: ফেউয়া লেক নেপালে অবস্থিত। এটা আমাদের দেশে নয় @ জানা। ৬ নং পিকচার টাতো অসাম সুন্দর হয়েছে ভ্রাতা।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
মৃদুল শ্রাবন বলেছেন:
পাগল করা দৃশ্যগুলো নিশ্চয় আপনিই ক্যামেরা বন্দী করেছেন???
বলতে হয় দারুণ ক্যামেরার হাত আপনার।
তবে আপনি যেভাবে পোষ্টের নামকরণ করেছেন, প্রথমে ভেবেছিলাম এটী বান্দরবণ বা রাঙ্গামাটির কোন জায়গা। যাইহোক কমেন্টগুলো পড়ে ভুল ভাঙলো।
এত্ত সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শ্রাবন ভাই
৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০
বলেছেন: ++++
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ শ্রাবন ভাই, সবগুলো ছবিই আমার নিজের তোলা, শুভেচ্ছা
৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
তুষার কাব্য বলেছেন: আহা স্মৃতি...! অনেক বছর আগের পোখারা এখনো সতেজ আগের মতই
সাথে চমত্কার সব ছবি..
শুভকামনা...
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য
১০| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
*কুনোব্যাঙ* বলেছেন: ++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ব্যাঙ
১১| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
সঞ্জয় নিপু বলেছেন: এই জায়গাটি তে পরন্ত বিকেলে একা একা হাটার সোউভাগ্য হয়েছিল ।
দারুন জায়গা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার সৌভাগ্য হয়েছিলো পুরো একটা দিন থাকার, ধন্যবাদ
১২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
আদম_ বলেছেন: প্রথম স্থান: ৬
দ্বীতিয় স্থান: ৭
তৃতীয় স্থান: ৮
ডেইলিস্টারে যোগাযোগ করেছিলেন?
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, আপনার হাতের মার্ক পেলে আমি বরাবরই উৎসঘিত হই
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফেওয়া লেক যাইতে মুঞ্চায় ক্যারে ভায়ে...
ছবিসব মাথা নষ্ট!!! +++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষরা ওখানে গিয়া কি করবে?
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১২
ডি মুন বলেছেন:
+++++++++++
চমৎকার সব ছবি।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুন, আন্তরিক শুভেচ্ছা জানবেন
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
কলমের কালি শেষ বলেছেন: অসাধারন ছবিগুলো । ++++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: কালি এখনি শেষ হলে চলবে কেনো......শুভেচ্ছা
১৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: ছবিগুলো দেখেই মুগ্ধ !!!
চমৎকার পোস্ট !!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২
মকসুদ মনি বলেছেন: খুবই চমৎকার! এই শীতে দার্জিলিং আর দিঘাতেই সমাপ্ত-----পরের বার আপনার দেখানো পথে-------
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাহলে তো ভালোই সফর করছেন
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
লিরিকস বলেছেন: +
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
১৯| ২২ শে মে, ২০১৫ রাত ১১:০৮
লিখেছেন বলেছেন: কবে গিয়েছেলেন ?
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ছবি ব্লগ ভ্রাতা +
শুভ সকাল