নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বাংলাদেশের অনন্য সুন্দরতম স্থানগুলোর মধ্যে হলো অন্যতম হলো বৃহত্তর সিলেট জেলা। আর সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিছানাকান্দি হলো সুন্দর স্থানগুলোর মধ্যেও সুন্দরতম, যা ভারতের মেঘালয়ের মেঘের রাজ্যের একেবারে পাদদেশে অবস্থিত।
অনেক দিন বিছানাকান্দি যাওয়ার পরিকল্পনা করেও যাওয়া হয়ে উঠছিলোনা, শেষ পর্যন্ত ভ্রমণ বাংলাদেশের সাথে যখন যাওয়ার পরিকল্পনা করলাম তার কয়েকদিন আগে থেকেই খুব বৃষ্টি হচ্ছিলো। আমাদের যাওয়ার তারিখে যেনো অন্তত বৃষ্টি না হয় তার জন্য অনেক দোয়া দরূদ পড়লাম। কিন্তু আমরা ভোর ভেলায় সিলেটে নামার পর এমন মুসলধারে বৃষ্টি শুরু হলো যে, মনটা ভেঙ্গে গেলো।
কিন্তু কে জানতো ঐ বৃষ্টিতেই আসলে বিছানাকান্দির সেরা রূপটা আমরা দেখতে পেয়েছিলাম, যা পরে অনেকের জন্য আফসোসের কারণ ও হয়েছিলো বটে! বৃষ্টির জন্য ক্যামেরা চালানোটা বেশ কষ্টের ছিলো, তবু যেটুকু তুলতে পেরেছি তার কিছুটা নিয়েই আমার আজকের ছবি পোষ্ট।
(২) সিলেট শহর থেকে সিএনজিতে করে আমরা দেড় ঘন্টার পথ হাদারপার বাজার। হাদারপাড়ে এসেই ট্রলার নিতে হবে বিছানাকান্দি যাওয়ার জন্য। একটা ট্রলারে সর্বোচ্চ ১৬ জন যাওয়া যায়।
(৩/৪) প্রবল বৃষ্টি আর মেঘালয়ের পাহাড়ি ঢলে পিয়াইনের পানি গাছপালাকে অনেকটাই তলিয়ে দিয়েছিলো।
(৫) বিছানাকান্দির দিকে ছুটে চলা আমাদের ট্রলার।
(৬) পথঘাট বৃষ্টিতে তলিয়ে গিয়েছিলো সেদিন।
(৭) ওপারের মেঘালয় পাহাড়টা মেঘের মধ্যে হারিয়ে যেতে বসেছে প্রায়।
(৮) ঝুম বৃষ্টিতেও ওদের পাথর তোলার বিরাম নেই।
(৯) একটি নিঃসঙ্গ কুঁড়ে
(১০/১১) বৃষ্টিতে থেমে নেই কারো জীবন।
(১২/১৩) দূরে মেঘে ঢাকা পাহাড়ের ঐ পাদদেশটাই বিছানাকান্দি, বলতে পারেন স্বর্গের বিছানা।
(১৪) একটা ট্রলার নিয়ে আমাদের আগেই এসে পৌছেছে কিছু পর্যটক।
(১৫) আমরাও এক সময় নামলাম বিছানাকান্দির প্রায় ডুবে যাওয়া পাথরের স্তুপে।
(১৬/১৭) ঝুলন্ত ব্রীজের নিচ দিয়া ওপার থেকে প্রচন্ড গতিতে ছুটে আসছে পাহাড়ি ঢলের স্রোতধারা।
(১৮) ফিরে আসার আগে ভ্রমণ বাংলাদেশ টিমের একটা ফটোসেশন।
(১৯) সর্বশেষ বিছানাকান্দি বিজয়ী ক্যামেরাম্যানের একটা ছবি না হলে কি চলে?
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই, শুভেচ্ছা অবিরত
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
হাসান রাজু বলেছেন: অনেক সৌন্দর্য ।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা রাজু হয়
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
মামুন রশিদ বলেছেন: বৃষ্টিতে বিছনাকান্দির প্রকৃত রুপ ফোটে উঠে । আমরা লাফাংগা পার্টির লোকজন একবার ভরা বৃষ্টিতে পাঙতুমাই, লক্ষণছড়া, বিছনাকান্দি ঘুরে এসেছি । সারাদিন ভিজে সেই রকম পিনিক লেগেছিল ।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০
সাদা মনের মানুষ বলেছেন: আমাদেরও সেই একই অবস্থা, ঝুম বৃষ্টিতে পাঙতুমাই, লক্ষণছড়া, বিছনাকান্দি ঘুরে এসেছি।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
মকসুদ মনি বলেছেন: অসম্ভব সুন্দর মুহর্তগুলো এত সুন্দর বিবরন সহ তুলে ধরায় অনেক ধন্যবাদ। দেখতে যাব সামনে বর্ষায়।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মনি ভাই, শ্রদ্ধা রইলো
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই কেমন আছেন। অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম। বরাবরের মতন দারুন একটি পোস্ট। +++++
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা স্থান। ভরা বর্ষায় বিছানাকান্দির যে সৌন্দর্য তা সহ্য করা খুবই কঠিন। আপনার ছবিগুলোও খুব ভালো লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার দেখার অভিজ্ঞতা আছে বুঝা যায়, শুভেচ্ছা জানবেন ভাই।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
ইভেন বলেছেন: এত কিছু দেখলাম কিন্তু বিছানকান্দি দেখা হল না।
সিলেট শহর থেকে হাদারপার বাজার সিএনজি ভাড়া কত? এবং হাদারপার বাজার থেকে বিছানকান্দি পযর্ন্ত ট্রলার ভাড়া কত?
সিলেট-তামাবিল সড়ক দিয়ে যেতে হয়?
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, এটা তামাবিল সড়কে নয়, সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে হাদারপার বাজারে যেতে সিএনজি ভাড়া ৪০০ টাকা পাঁচজন যেতে পারবেন। হাদার পার থেকে ট্রলার ভারা ৫০০ থেকে ৮০০ টাকা, তবে মাঝি দুই হাজার টাকাও চাইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দরাদরি করে ভাড়া কমিয়ে নিতে হবে, ধন্যবাদ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
মৃদুল শ্রাবন বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি পাইনি তবে লাফাংগা পার্টির সদস্যদের উৎলামিতে বৃষ্টির অভাব বোধ হয় নি। অনেক মজা হয়েছিল। আপনার ছবিগুলো দেখে স্মৃতি জাবর কাটলাম।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণে গেলে অবশ্যই একটু মজা করার লোক থাকতে হয়, অন্যথায় ভ্রমণ হয়ে যায় পানসে
৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
মেহেরুন বলেছেন: সুন্দর জায়গা। জেনে রাখলাম। কখনো সময় সুযোগ হলে ঘুরতে যাবো।
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আমিও এবারের শীতে আবার যাওয়ার একটা চেষ্টা করবো, ধন্যবাদ।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ছবি দেখে এখুনি ছুটে যেতে ইচ্ছে করছে ভ্রাতা +++++++++
ভালো থাকবেন অনেক
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমারো এমন হয়, কোন ভ্রমণ বিষয়ক লেখা পড়লেই ছুটে যেতে ইচ্ছে করে, ধন্যবাদ
১১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
আবু শাকিল বলেছেন: ছবি গুলা দারুন !
লোভ লাগে
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দরের প্রতি লোভ আমারো আছে, ধন্যবাদ শাকিল ভাই
১২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
বলেছেন: ++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
আহসানের ব্লগ বলেছেন: যেতে হবে
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
সাদা মনের মানুষ বলেছেন: যান, ভালো লাগবে
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি অার দারুণ পোস্ট।
গ্রেট +++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, শুভেচ্ছা অবিরত
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
কালের সময় বলেছেন: ভালো ++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছবি , বর্ণনাও চমৎকার ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, শ্রদ্ধা জানবেন
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫
তুষার কাব্য বলেছেন: গত বর্ষার একদম শুরুতে গেছিলাম...তখনও অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি...আমরা কয়েকজন মিলে সারাদিন কাটিয়ে দিয়েছিলাম...ওপার ইন্ডিয়া'র বাজার ঘুরে আসছি...চমত্কার জায়গা...
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ওপারের ইন্ডিয়ার বাজারে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, ধন্যবাদ
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
অপরুপ সুন্দর।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ শোভন ভাই
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
কলমের কালি শেষ বলেছেন: অপরুপ সুন্দর ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
আদম_ বলেছেন: প্রথম স্থান ৯
২য় স্থান ৮
৩য় স্থান ৭
অনেক অনেক সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ামার ছবিগুলোকে এমন করে আর কেউ মূল্যায়ন করে না
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
খেলাঘর বলেছেন:
সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
তৃণ বলেছেন: চমৎকার!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
এমএম মিন্টু বলেছেন: সুন্দর ১ম +