নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন সৈকতে....টেকনাফ টু শিলখালি

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪



‘স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন’ এই শ্লোগান নিয়ে ভ্রমণ বাংলাদেশ প্রতি বছর টেকনাফ থেকে কক্সবাজার ১২০ কিলোমিটার সী-বিচ হাটার আয়োজন করে থাকে, আমরা তিন দিনে এই পথটুকু হেটে শেষ করি। ২০০৯ এ একবার গিয়েছিলাম আর ২০১৪ তে দ্বিতীয় বার যাওয়ার সুযোগ হলো।



একপাশে বিশাল সাগরের অবিরত গর্জন, অন্যপাশে ঝাউ বনের শন শন শব্দ, মাঝখানের নির্জন সৈকতে ঝিনুকের ছড়াছড়ি আর লাল কাকড়াদের দৌরাত্ব, হঠাৎ হঠাৎ উড়ে আসা সীগালদের পানিতে ছোয়াছুয়ি খেলা, একটু দূরে উঁচু পাহাড়গুলো ঠায় দাড়িয়ে অসাধারণ সৌন্দর্য্য নিয়ে......সব মিলিয়ে যদি একে আমি স্বর্গ বলি তাহলেও আমার মনে হয় কমই বলা হবে। আমিতো দেখলাম, আমার ক্যামেরা কতোটুকু দেখলো আসুন সেটাই দেখা যাক....



(২) আমরা চান্দের গাড়িতে করে বিচের কাছাকাছি এসে বাকি পথটা হেটে বীচে চলে আসি।





(৩) প্রথমে মোনাজাত করে একটা গ্রুপ ছবি তুলে তারপর শুরু করি আমাদের হাটা। এখানে আমাদের তাহসিন মামা এবং বোকা মানুষ বলতে চায় ( হাসান ভাই) ও আছেন।





(৪) বিচের ধারে জেলেদের শুটকি বাছাই ও শুকানো চলছে।





(৫) শুরু হলো আমাদের পদযাত্রা।





(৬) এমন সুন্দর পথে হেটে ক্লান্ত হওয়ার কোন কারণ নেই।





(৭) বীচে পড়ে থাকা জালের সুতোয় আটকে এই লাল কাকড়াটা বিপদে ছিলো, আমরা তাকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি।





(৮) একটু দূরে সুপারি বাগানের উপাশে এই পাহাড়টাকে যেনো মনে হচ্ছে কোন বড় প্রাসাদ।





(৯/১০) চাঁদের মতো এই জেলে সাম্পানগুলো দেখতে কিন্তু বেশ লাগে।







(১১/১২) প্রবল ঢেওয়ের মাঝে ওরা কিভাবে মাছ সনাক্ত করে জাল ছুড়ে মারে তা সত্যিই আশ্চর্য্যের বিষয়।







(১৩/১৪) এমন ছোট্ট কুড়েতে বসবাস করেই জেলেরা সাগরের গর্জনকে পাল্লা দিয়ে মাছ ধরে চলে অবিরত।







(১৫/১৬) জেলে সাম্পানগুলো অনেক সময় মনে হয় এই বুঝি পানিতে তলিয়ে গেলো।







(১৭) জেলে পল্লীর শিশুরা।





(১৮/১৯) কোন লোকেশন পছন্দ হলে এমন ভাবেই আমরা ক্যমেরায় ঢুকে পড়ছিলাম।







(২০) ঝাউ বনে বসে বিশ্রাম।





(২১) আমরা একটু আনন্দ উৎসব করেই হাটি, যার জন্য ক্লান্তি আমাদের নাগাল পায়না।





(২২/২৩) বীচে ছোট্ট কাকড়াদের শিল্প কর্ম সব সময়ই মনে আনন্দ দেয়, যেন আমাদের আগমনে ওরা আল্পনা করে রেখেছে।







(২৪) সাগরে নামার জন্য প্রস্তুত হচ্ছে এই সাম্পান।





(২৫) এটা সাগর থেকে ফিরছে ডাঙ্গায়।





(২৬) নির্জন এই বালুকাবেলায় প্রচুর ঝিনুক পরে আছে।





(২৭) ঝিনুক কুড়াচ্ছে....





(২৮) শেষ বিকালে কোন একজনের কাছে একটা সাইকেল পেয়ে আমাদের দুই সঙ্গী সেটা নিয়ে মেতে উঠে।





(২৯) রাত হয়ে আসছে, তাই ছোট্ট পাখিগুলো আজকের মতো খাবারের সন্ধানে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, পানিগুলো ডুবন্ত সূর্যের রং ধারণ করছে।





(৩০) এক সময় সূর্য্যি মামা সাগরের পানিতে ডুবে গেলো, আমরাও পা বাড়ালাম শিলখালি ইউনিয়ন অফিসের দিকে।





মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছবি দেইখা চোখ জুড়াইয়া গেছে। এইবার আরামের এক্ষান নিদ্রা দেই। কাইল আবার কতা কমুনে। :P

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হ, ঘুমান গিয়া আমারো ঘুম পাইতাছে

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +

অসাধারণ মনোমুগ্ধকর সব ছবি :)

ভালো থাকবেন ভ্রাতা।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই, ভালো থাকুন, সব সময়

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

তাহসিন মামা বলেছেন: ছবি তো কথা বলে !!!! :) ২১ এর ক্যাপশন টা ভাল লাগছে :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তাহসিন ভাই, শুভেচ্ছা জানবেন

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৪র্থ ভাল লাগা। ভ্রমন কাহিনীর ছবি ব্লগ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই, ভালো থাকুন, সব সময়

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

কাবিল বলেছেন: ছবি দেখার সময় মনে হচ্ছিলো আমিও আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম।


ভাল লাগল

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শুভেচ্ছা জানবেন

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

কলমের কালি শেষ বলেছেন: হেব্বি পোষ্ট ।+++++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: কালি শেষ হওয়ার আগেই অনেকগুলো প্লাস দিয়ে দেওয়ায় আমি কৃতজ্ঞ

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১০

প্রামানিক বলেছেন: শুধু হাটলেন খাইলেন কি।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হাটার সময় খাওয়ার দরকার কি ;)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

পাজল্‌ড ডক বলেছেন: আমি আপনার ফটোগ্রাফীর ফ্যান হইতেই আছি.... :D

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কৃতজ্ঞতা অনেক

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

নেক্সাস বলেছেন: কাঁকড়াদের শল্পকর্ম দেখে মুগ্ধ

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই খুব চমৎকার ওদের কর্ম

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর...সুন্দর...সুন্দর... একরাশ ভালোলাগা :) +++ উইথ লাইক

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: একরাশ ভালোলাগা :) +++ উইথ লাইক .........হে হে হে ,জা পাইলাম বোকা ভাই =p~

১২| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫৮

বেসিক আলী বলেছেন: বেশি সুন্দর ।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বেশী ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.