নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
‘স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন’ এই শ্লোগান নিয়ে ভ্রমণ বাংলাদেশ প্রতি বছর টেকনাফ থেকে কক্সবাজার ১২০ কিলোমিটার সী-বিচ হাটার আয়োজন করে থাকে, আমরা তিন দিনে এই পথটুকু হেটে শেষ করি। ২০০৯ এ একবার গিয়েছিলাম আর ২০১৪ তে দ্বিতীয় বার যাওয়ার সুযোগ হলো।
একপাশে বিশাল সাগরের অবিরত গর্জন, অন্যপাশে ঝাউ বনের শন শন শব্দ, মাঝখানের নির্জন সৈকতে ঝিনুকের ছড়াছড়ি আর লাল কাকড়াদের দৌরাত্ব, হঠাৎ হঠাৎ উড়ে আসা সীগালদের পানিতে ছোয়াছুয়ি খেলা, একটু দূরে উঁচু পাহাড়গুলো ঠায় দাড়িয়ে অসাধারণ সৌন্দর্য্য নিয়ে......সব মিলিয়ে যদি একে আমি স্বর্গ বলি তাহলেও আমার মনে হয় কমই বলা হবে। আমিতো দেখলাম, আমার ক্যামেরা কতোটুকু দেখলো আসুন সেটাই দেখা যাক....
(২) রাতে বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদ, শিলখালিতে থাকার পর পরের দিন সোনা রোদে আমাদের টিম এগিয়ে চলে বীচের দিকে।
(৩) জেলে কুড়েঁ গুলো সোনা রোদে অপ্রার্থিব লাগছে।
(৪) এই ছোট্ট খালটা পেরিয়েই বীচে পৌছতে হয়।
(৫) মাঝ দড়িয়ায় জাল, পাড়ে জালের মাথার দড়ি ধরে টানছে জেলেরা।
(৬) আমাদের মধ্য থেকেও কেউ কেউ জাল টানায় অংশ গ্রহণ করলো।
(৭/৮) খাবার সরবরাহ টিম, যারা জাল টানছে তাদের জন্য খাবার নিয়ে আসছে তাদের সন্তানরা।
(৯) ক্ষুদে জেলেরা।
(১০) ক্ষুদে জেলেদের ধরা মাছ।
(১১) জালের প্লাষ্টিক বল দিয়ে নৌকা বানিয়ে খেলছে এক জেলে শিশু।
(১২) জেলেরা মাছ ধরে সাম্পান নিয়ে ফিরছে তীরে।
(১৩) মাঝ দুপুরে খাবার খেয়ে ঝাউ বনের ছায়ায় খানিক বিশ্রাম।
(১৪) জেলেদের এই গ্রামটার নাম শ্যমলা পুর বা শ্যমলা গ্রাম, ঠিক মনে নেই।
(১৫) শুধু গাড়িতে না, সাম্পানেও চাকা লাগে।
(১৬) শ্যামলা পুরের জেলেদের জালগুলো।
(১৭) শ্যমলা সুন্দরী।
(১৮) সিগার্ল
(১৯) এই ছোট্ট সামুদ্রিক পাখিগুলোর নাম জানিনা।
(২০) পানিতে খেলা করছে লাল কাকরার দল।
(২১) যদি তোর ডাক শুনে কেউ না আসে......
(২২) উত্তাল সাগরে জীবিকার সন্ধ্যানে এভাবেই চলে ওদের জীবন যুদ্ধ।
(২৩) ওরা ঝিনুক কুড়ানোর দল, ক্যমেরা বন্দি করে নিলাম।
(২৪) এমন রঙের মাছ রাঙা ইনানি ছাড়া অন্য কোথাও আমি দেখিনি।
(২৫) ইনানির সাগরে ডুবে যাচ্ছে সূর্য্য, আমরাও ফিরে যাচ্ছি আমাদের তাবুগুলোতে।
স্বপ্ন সৈকতে….টেকনাফ টু শিলখালি
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম শুভেচ্ছা
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১
সুমন কর বলেছেন: চমৎকার ! চমৎকার ! চমৎকার !
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, ভালো থাকুন, সব সময়
৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত বললেও কম হবে! +++
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কল্পনায় আমাকে ভালোবাসেন বলে একটু বেশীই বললেন, শুভেচ্ছা ভাই
৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
ক্যামেরার চোখে সাদা মনের মানুষটির সিধেসাদা পোষ্টটি রঙিন হয়ে ধরা পড়লো ।
৩,৪, ৫ , ১৪ ও ২২ নম্বরের ছবিগুলো শৈল্পিক ।
শুভেচ্ছান্তে ।
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আন্তিক শ্রদ্ধা জানবেন আহমেদ ভাই
৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি আর বর্ণনায় মুগ্ধ হলাম
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম আপু
৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি
ভ্রমন্ এর ইচ্ছা জাগে দেখলে
শুভ কামনা
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু
৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
পাজল্ড ডক বলেছেন: অসাধারণ!
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিতে মুগ্ধতা।
শ্যামলা সুন্দরীরর সৌন্দর্য এ ভাল লাগা।
ভাল থাকবেন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুগ্ধ করা সব ছবি... একরাশ ভালোলাগা জানিয়ে গেলাম
১০| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৯
বেসিক আলী বলেছেন: চোখ জুড়ানো সুন্দর । বিশেষ করে কাদামাখানো মাছগুলো.... অনেক কথা মনে করিয়ে দিলো।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
এমএম মিন্টু বলেছেন: প্র্রথম ভাল লাগা ভ্র্রমন কাহিনী