![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভুমিকম্পে লন্ডভন্ড নেপাল। তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, এই বিশাল ভূ-বৈচিত্রের জন্য পর্যটকরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে সব সময়। কিছুদিন আগে নেপাল গিয়ে মুগ্ধ হয়েছিলাম তার রূপ দেখে। টিভির পর্দায় দেখা বর্তমান নেপাল আর আমার দেখা নেপালকে যেনো আমি কোন ভাবেই মেলাতে পারছিনা......নেপালী ভাই বোনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার দেখা নেপাল নিয়ে একটা ফটোব্লগ।
(২) আকাশে থেকে তোলা নেপালের ছবি।
(৩) যে বিমানে নেপাল গিয়েছিলাম।
(৪) ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের অংশ।
(৫) এমন নীল আকাশ আর সবুজ পাহাড় দেখলে কার না মন হারায়?
(৬/৭) পর্যটকদের স্বাগতম জানানোর জন্য এমন সব ব্যবস্থা সর্বত্র।
(৮) দুইপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে খড়স্রোতা নদী, ইচ্ছে করবে একটা জীবন এখানেই কাটিয়ে দিতে।
(৯) পাহাড়ের উপরে শতবর্ষী মনোকামনা মন্দিরটি এখনো অক্ষত আছে কিনা কে জানে?
(১০) এমন কেবল কার রয়েছে পর্যটকদের পাহাড়ের উচ্চতা পারি দেওয়ার জন্য।
(১১) নীল আকাশ আর সবুজ পাহাড়ের মাঝে নেপালের শহরগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার!
(১২/১৩) ফেওয়া লেকের চমৎকারিত্বে পর্যটকরা সব সময়ই বিমোহিত হয়।
(১৪/১৫) বরফ ঢাকা পর্বতশ্রেণীর রূপ দেখে ইচ্ছে হয় দু'লাইন কবিতা লেখার।
(১৬) এই যান্ত্রিক ফড়িংগুলোও রয়েছে পর্যটকদের সুবিধার্থে।
(১৭) আর অবারিত সবুজের বুকে রয়েছে চেনা অচেনা হাজারো রকমের পাখি।
(১৮) ভেডিস ফলস্ অব পোখারা।
০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০০
সাদা মনের মানুষ বলেছেন: কষ্ট হয় এই সুন্দরের জন্য, নেপাল আগের মতো ফিরে আসুক এই কামনা করছি.......ধন্যবাদ মানস
২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা।
ধ্বংসস্থপ থেকে বের হয়ে নেপাল হয়ে উঠুক আগের যে আরো মোহনীয়। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন।
০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করু। ধন্যবাদ ইমতিয়াজ ভাই
৩| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ --- সেই নেপাল এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, ভাবতেও অবাক আর কষ্ট লাগে
০৮ ই মে, ২০১৫ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আশা করছি ওরা খুব দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠবে
৪| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর! এখনকার নেপাল তো এক দুঃস্বপ্ন। হ্যাঁ ওথানকার এযারপোর্ট স্টাফরা আমাদের বিমানবন্দর কর্মীদের মত জঘন্য দুর্ণীতিবাজ অভদ্র নয়!
১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ওখানেও থাকতে পারে, তবে ামার জানা নাই
৫| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার তোলা ছবিগুলো দেখে যতটাই মুগ্ধ হয়েছি, ঠিক ততটাই কষ্ট পাচ্ছি! জানিনা এমন সুন্দরী হিমালয় কন্যা এখন কেমন আছে!!!
অনেক অনেক শুভেচ্ছা!!!!!
১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমিও ঠিক আপনারই মতো, এমন সৌন্দর্য ধ্বংস হয়ে গেছে ভাবতে আমার খুব কষ্ট হয়
৬| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার পোস্ট পেলাম। কেমন আছেন?
চমৎকার ছবি পোস্টে ভালো লাগা রইলো।
৪+।
১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
৭| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১১
একজন আরমান বলেছেন:
শেষের ছবিটা চমৎকার !
১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই, শুভেচ্ছা জানবেন
৮| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নেপাল এখন এক দুঃস্বপ্নের নাম, সহস্র মানুষের প্রাণের আর্তনাদের নাম। নির্বিরোধী পাহাড়ি জনপদের এই প্রাকৃতিক সৌন্দর্যভূমি এখন শুধুই এক ধ্বংসস্তুপের নাম... ভাবতেই কষ্ট লাগে। নেপালের জনগণের প্রতি সমবেদনা রইল। আপনার এই ছবিগুলোর মত নানান পর্যটকের লেন্সে ধরে রাখা আলোকচিত্র আর ভিডিও ফুটেজগুলো আগত দিনে আক্ষেপ বাড়াবে বহুগুণে সৌন্দর্যপিয়াসীদের মনে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।
৯| ০৬ ই মে, ২০১৫ সকাল ৯:২২
জাহিদ১৯৭৭ বলেছেন: নেপালি জন`গন আবারো দেশ টাকে গড়ে তুলুক.....।
চমৎকার পোস্ট।
২১ শে মে, ২০১৫ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন হাসান ভাই, তবে ামরা াশা করছি খুব দ্রুত ওরা ক্ষতি কাটিয়ে উঠবে
১০| ০৬ ই মে, ২০১৫ সকাল ৯:২৫
জাহিদ১৯৭৭ বলেছেন: নেপালি জন`গন আবারো দেশ টাকে গড়ে তুলুক.....।
চমৎকার পোস্ট।
২১ শে মে, ২০১৫ সকাল ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জাহিদ ভাই, ওরা খুব তাড়াতাড়িই তাদের দেশটাকে আবার গড়ে তুলবে বলে আশা রাখছি
১১| ০৬ ই মে, ২০১৫ সকাল ১০:২৭
রমিত বলেছেন: সুন্দর পোস্ট। ছবিগুলো সুন্দর তুলেছেন।
তবে এই জাতীয় দৃশ্য তো আমাদের সিলেট, বান্দরবান, চট্টগ্রাম ইত্যাদি জায়গায়ও দেখা যায়।
বরফে ঢাকা পাহাড় অবশ্য আমাদের নেই।
২১ শে মে, ২০১৫ সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশে এর চেয়েও বেশী সুন্দর দৃশ্যই আছে, আমার কিছু পোষ্টেও আপনি দেখতে পাবেন, ধন্যবাদ
১২| ০৮ ই মে, ২০১৫ সকাল ৯:৫৩
প্রামানিক বলেছেন: আপনি পোষ্ট দিয়া কই গেলেন? আপনার দিব কেডা?
২১ শে মে, ২০১৫ সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: কি কইতে চান কবি সাব?
১৩| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৩৪
প্রামানিক বলেছেন: ঝামেলায় পড়ে গেলাম। আমার লেখা পোষ্ট দিলে ড্রাফটে যায় কেন? বুঝতে পারছি না।
২১ শে মে, ২০১৫ সকাল ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো জানিনা ভাই, তবে ড্রাফট হয়ে গেলে ওখান থেকে আবার পোষ্ট দিয়ে দিলেই তো হয়
১৪| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
প্রামানিক বলেছেন: ও ভাই সাদা মনের মানুষ কথা কন না কেন?
১৫| ২০ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৯
সঞ্জয় নিপু বলেছেন: জায়গা গুলো অনেক বেশী পরিচিত ।
কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য অনের খারাপ লাগছে
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৫ দুপুর ১:৩২
মানস চোখ বলেছেন: কঠিঠন....সব ছবি দেখালেন 'সাদা মনের মানুষ'....!!! আপনার ছবি তোলার হাতও খুব ভালো!!!!!
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
ছবির জায়গাগুলো যেন এই মহা দূর্যোগের পরেও স্বমহিমায় টিকে থাকে.... এই শুভ কামনা...!!!