নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পবিত্র ওমরা হজ্জ, মদিনা পর্ব (ফটোব্লগ)

১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৩



হজ্জ করার চিন্তাটা মাথায় ছিলো বেশ কিছুদিন ধরেই, কিন্তু কি করে যেনো মাথায় এলো ওমরা হজ্জটা করে আল্লাহর ঘরটা আগে ভালোভাবে চিনে নেই। আমি যখন যেখানে যাওয়ার ব্যাপারে চিন্তা করি সেটা কোননা কোনভাবে বাস্তবায়িত হয়েই যায়। ইতিমধ্যে বড় ছেলের এসএসসি শেষ হয়ে গিয়েছে, একটা মওকা পাওয়া গেলো। স্বস্ত্রীক উড়ে গেলাম সোনার মক্কা-মদিনায়। ওমরা হজ্জ করার আগে পরে যথেষ্ট সময়ও পেয়েছিলাম, আর সেই সুযোগে মক্কা মদিনার কিছু ছবিও তুলেছি, সেটা নিয়ঐ আমার আজকের পোষ্ট.....


(২) মক্কা থেকে মদিনার দূরত্ব ৪২৩ কিলোমিটার। আর প্রায় পুরো পথটাই ধুঁধুঁ মরুভুমি আর কিছু পাথুরে পাহাড়। মরুভূমির মাঝে মাঝে কিছু ঝোপ জাতিয় গাছপালা আর কয়েকটি খেজুরের বাগান ছাড়া কিছুই নজরে পরেনা।


(৩) মদিনা মসজিদের সামনে লম্বা ভাবে দাড়ানো মিনারের মতো দেখতে জিনিসগোলো আসলে ছাতা, রোদ কিংবা বৃষ্টিতে মুসুল্লীদের সুরক্ষা দেয় এই ছাতাগুলো।


(৪) ছাতাগুলো খোলার সময় যেমন দেখায়।


(৫) ছাতাগুলো খোলার পর এমন সুন্দর একটা অবস্থা দেখা যায়।


(৬) মসজিদের ভেতরের একটা অংশ।



(৭) মসজিদের ভেতরে মুসুল্লীদের পান করার জন্য সব সময় জমজমের পানি সংরক্ষিত থাকে।



(৮) খুব ভোরেই পরিচ্ছন্নতা কর্মীরা এমন গাড়ির বহর নিয়ে ছুটোছুটি লাগিয়ে দেয়।



(৯) মসজিদের সামনের অংশ থেকে বড় বড় বিল্ডিংগুলোর জন্য ভালোভাবে ছবি তোলা খুব কষ্টকর।



(১০) খেজুর গাছগুলোতে সবে মাত্র খেজুর ধরা শুরু করছে।


(১১) উহুদ পাহাড়, এই পাহাড়ের উপরই উহুদের যুদ্ধ হয়েছিলো।


(১২) উহুদ পাহাড়টা একেবারেই ছোট, তাই অনায়াসেই এর চুড়ায় বসে এমন পোজ দেওয়া যায়।



(১৩) উহুদ পাহাড়ের উপর দাড়িয়ে তোলা নিচের ছবি।


(১৪) উহুদ পাহাড়ের পাদদেশে চমৎকার ভাবে সাজিয়ে রাখা ফুটপাতের খেজুরের দোকান।


(১৫) কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। গবেষকদের মতে, কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ (সা.) এই মসজিদে জোহর কারো কারো মতে আসর নামাজ আদায় করছিলেন। জেরুজালেম নগরীর বায়তুল মুকাদ্দাস মসজিদমুখি হয়ে নামাজ আদায় করছিলেন তিনি। দুই রাকাত নামাজ শেষ করেছেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল (সা.)-কে মক্কা নগরীর পবিত্র কাবামুখি হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হজরত জিবরাইল (আ.)। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূল (সা.) নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। সাথে সাথে পরিবর্তন করেন তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবিরা। এ ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে ‘মসজিদ আল কিবলাতাইন’ বা দুই কিবলার মসজিদ হিসেবে।


(১৬) এমন জংলী লতাপাতা ও ফুল মদিনাতে সত্যিই দূর্লভ, ামি ওদের খুঁজে পেয়েছিলাম একটা খেজুরের বাগানে, ওখানে সব সময় পানি দেওয়া হয় বলেই ওরা ফুটতে পেরেছিলো।



(১৭) মসজিদে কুবা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরিফে হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এর ভিত্তি স্থাপন করেন। স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন।


(১৮) সন্ধায় যখন আস্তে আস্তে আলোগুলো জ্বলতে থাকে তখন এই মসজিদ এই অন্যরূপ সৌন্দর্য্য ধারণ করে।


(১৯) মক্কা মদিনাতে ফুটপাতের পসারটা আমাদের দেশের মতোই ব্যাপক, আর ওখানে অধিকাং ফুটপাত ব্যবসাই মহিলারা পরিচালনা করে।


(২০) মসজিদে ননবীর এই অংশেই রসুল (সঃ) এর রওজা মোবারক অবস্থিত।

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:১৩

মুরব্বী বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো ........ কিন্তু আমি কোন ছবি পোষ্ট করতে পারছি না, কিভাবে করবো জানালে উপকৃত হবো।

১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: নিচে দেখুন কাল্পনিক ভালোবাসা কি বললো, ধন্যবাদ ভাই

২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৮

কোনটে বাহে জাগো বলেছেন: খুব ভালো লাগলো। আল্লাহ্‌ সকলকে হজ্জ করার তৌফিক দিন।

১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

৩| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:২৮

উরনচণ্ডী বলেছেন: সুন্দর পোষ্ট। ছবিগুলি সত্যিই অপূর্ব।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক ভালোবাসা জানবেন

৪| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ভাল লাগল।
চমৎকার ছবি ও বর্ণনা।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শামছুল ভাই

৫| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ -- আল্লাহ আমাদেরকে উক্ত পবিত্র স্থানে যাওয়ার তওফিক দিন

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

৬| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:১১

মাইনুল পাভেল বলেছেন: ভাই, সামান্য একটু ভুল রয়েছে। অহুদ পাহাড় হিসাবে যেটাকে বর্ণনা করেছেন, তা আসলে জাবাল রুমাহ, বা রুমাহ পাহাড়, যেখানে নবীজি তীরন্দাজ বাহিনী মোতায়েন করেছিলেন, যারা তাদের অবস্থান থেকে সরে যাওয়ার কারনে যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটে। বস্তুত ১২ ন ছবিতে বাক গ্রাউন্ড এ যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই অহুদ পাহাড়। বেশিরভাগ মানুষই রুমাহ পাহাড়কে অহুদ পাহাড় হিসাবে ভুল করে থাকেন ।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: সেক্ষেত্রে আমাদের মোয়াল্লেম ামাদেরকে ভুল বুঝিয়েছে, ধন্যবাদ মাইনুল ভাই

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: সেক্ষেত্রে আমাদের মোয়াল্লেম আমাদেরকে ভুল বুঝিয়েছে, ধন্যবাদ মাইনুল ভাই

৭| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৯

মো কবির বলেছেন: ধন্যবাদ এই অসাধারন ছবি বগ্লের জন্য।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবির ভাই

৮| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @মুরব্বীঃ আপনি অনুগ্রহ করে ব্লগ ব্যবহারের সাহায্য সহায়িকা টি দেখুন। এখানে আশা করি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন। যদি আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মেইল করুন [email protected] এ।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: মুরব্বীর দৃষ্টি কামনা করছি

৯| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: এমন পবিত্র স্থানের ছবি দেখে মনটা ভরে গেল শান্তিতে!!!
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!
আল্লাহ্‌ আপনাকে শীঘ্রই পবিত্র হজ্জ্ব পালন করার তৌফিক দান করুন!! আমীন!!!

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আন্তরিক মোবারকবাদ

১০| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা ছবি ব্লগ।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

১১| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সাদা মনের মানুষ
ধন্যবাদ আপনাকে পবিত্র স্থানের
ছব্গিুলে শেয়ার করার জন্য।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নূরু ভাই

১২| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আল্লাহ্‌ যেন তাঁর ঘর জিয়ারত না করিয়ে আমাকে মৃত্যু নসীব না করেন। বাসনাটা অনেক আগে থেকেই মনের কোনে লালিত। আজ সেটা শাখা প্রশাখায় বিস্তৃতি লাভ করলো। অনেক ছবিই তো এ পর্যন্ত আমাদের দেখিয়েছেন। আজকের ছবিগুলো সর্বশ্রেষ্ঠ। অনেক শুভকামনা আপনার জন্য।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহ াপনার মনের বাসনা পূরণ করুক

১৩| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: এমন পবিত্র স্থানের ছবি দেখে মনটা ভরে গেল শান্তিতে!!!
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!
আল্লাহতায়ালা আপনাকে শীঘ্রই পবিত্র হজ্জ্ব পালন করার তৌফিক দান করুন!! আমীন!!!


একই কামনা...

ছোট ছোট তথ্যযুক্ত করে দেয়ায় চমৎকার হয়েছে এই পবিত্র স্থানের ছবি ব্লগটি।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, তিনি জানেন আমি ওমরা করতে গিয়েছি, তিনি হয়তো আমাকে মূল হজের কথাই বলতে চেয়েছেন, ধন্যবাদ।

১৪| ১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ভাই সাদা মনের মানুষ এতদিন পরে ছবি দিলাইন, আমি হেই পরথম দিন থাইকাই চাইয়া রইছি। আপনার তোলা ছবি অন্যের সাথে মিলানো মুশকিল। ছবির ব্যাপারে আপনার একটা আলাদা চোখ আছে যা অনেকের নাই।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: প্রামাণিক ভাইয়ের কাছে এতোদিনে আমি প্রমান করতে পারলাম.......(মুচকি হাসির ইমো হবে)

১৫| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৪

রাফসান বড়ুয়া বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের কেও হজ্ব করার তৌফিক ডান করুন।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমীন

১৬| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৩

বোকামানুষ বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: এমন পবিত্র স্থানের ছবি দেখে মনটা ভরে গেল শান্তিতে!!!
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!
আল্লাহতায়ালা আপনাকে শীঘ্রই পবিত্র হজ্জ্ব পালন করার তৌফিক দান করুন!! আমীন!!!

একই কামনা...

ছোট ছোট তথ্যযুক্ত করে দেয়ায় চমৎকার হয়েছে এই পবিত্র স্থানের ছবি ব্লগটি।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: এই বোকা মানুষগুলো সত্যিই কিন্তু অনেক ভালো মানুষ

১৭| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৫

রূপা কর বলেছেন: মন শান্তি করা সব ছবি দিছেন +++্

২২ শে জুন, ২০১৫ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন ভাই

১৮| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

রাবার বলেছেন: আমার সোনার মদীনা দেখে মনটা জুড়ায় গেল ।

২৪ শে জুন, ২০১৫ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১৯| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ আপনার ওমরাহ কবুল করুন, আমিন।

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

২০| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

রাজীব বলেছেন: খুবই ভালো লাগলো।

আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু আপনার ছবি দেখেতো বয়স বুঝা যায় না।

ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, বয়স লুকানোতে তো আমরা ওস্তাদ, আগামী জানুয়ারীতে ৪৬এ পদার্পন করবো।

২১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: নতুন পোষ্ট কই?

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: সপ্তাহে একটা, সেটা তো আগেই বলেছি, আপনার মতো মেধাবী তো আমি নই যে, মুহুর্তেই ছন্দ প্রসব করে ফেলবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.