নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট পাখির গল্প

২১ শে জুন, ২০১৫ দুপুর ১:১২


প্রতি বসন্তে গাছটাতে প্রচুর ফুল ফোটে, আর গ্রাীষ্মে হয় ফল। কিন্তু মধুহীন ফুল আর তেতো ফলগুলো কেউই ছুয়ে দেখেনা। অনেক বছর পর দেখলাম গাছটাতে জন্ম নিয়েছে একটা পরগাছা। পরের শীতে সেই পরগাছায় ফুটলো চমৎকার লাল রঙ্গা ফুল। একদিন মুগ্ধ হয়ে যখন সেই লাল রঙ্গা ফুলগুলো দেখছিলাম তখন সেকানে উড়ে আসলো সুন্দর একটা নীল রঙ্গা পাখি। পাখিটা তার সরু লম্বা ঠোট দিয়ে সেই লাল রঙ্গা ফুল থেকে মধু পান করছিলো। তার পর থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা আমি পাখিটাকে ঐ পরগাছার ডালে উড়ে উড়ে মধু খেতে দেখতাম। ভীষণ ভালো লাগতো আমার, হারিয়ে যেতাম কোন এক স্বপ্ন ভুবনে।

একদিন পাশের বাড়িতে বিয়ের সানাই বাজলো, জমকালো অনুষ্ঠান। বিশাল গেইট করতে গিয়ে ঐ পরগাছা সমেত ডালটা কেটে ফেললো। তারপর আবার বসন্ত এলো, মধুহীন ফুলগুলো ফুটলো। গ্রীষ্ম এলো, তেতো ফলগুলো হলো। শীত এলো, সেই লাল রঙ্গা ফুলগুলো আর ফুটলোনা। এলোনা সেই চমৎকার পাখিটি। আমি অপেক্ষা করলাম অ-নে-ক। আরো বেশ কয়েকটি গ্রীষ্ম, বর্ষা, শীত এলো গেলো, সে এলোনা, কিছুতেই না।

আমি আজো অপেক্ষায় আছি, হয়তো আবার অন্য কোন ডালে পরগাছা হবে পাখিটা ফিরে আসবে। আর আমি ফিরে পাবো সেই সুখানুভূতি।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:২১

কাবিল বলেছেন: পাখিটিও হয়তো অপেক্ষায় আছে সেই পরগাছা চমৎকার লাল রঙ্গা ফুলের।




ভাল লাগলো আপনার সুখানুভূতি।

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এটা আমার জীবনের সত্যি গল্প, আর এটাই সেই ছোট্ট নীল পাখিটা।

২| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাত্র একটা ছবি??

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আরো কয়েকটা ছবি জুড়ে দিচ্ছি এখনি

৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৭

টুন্টু কুমার নাথ বলেছেন: আপনার অনুভূতিটা বেশ।

২৩ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এমন সুন্দর পাখি আর ফুল দেখলে অনুভুতিটা বেশ ফুরফুরে হয়ে যায়

৪| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার হয়েছে কামাল ভাই, এরকম আরও বেশী বেশী লেখা চাই। গল্পের ছলে বলে গেলেন আমাদের সমাজ হতে সুকুমার বৃত্তিগুলোর ক্রমে হারিয়ে যাওয়ার গল্প। +++

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা রইল।

২৩ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়

৫| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৩

জুন বলেছেন: পাখি আমারো অনেক প্রিয় । এমন মুক্ত স্বাধিন পাখি । খুব ভালোলাগলো দেখে ।

২৩ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আবাস হারিয়ে ওরা ক্রমান্বয়ে বিলুপ্ত হওয়ার পথে........শুভেচ্ছা

৬| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:০১

আরণ্যক রাখাল বলেছেন: এভাবেই আমরা অনেক কিছু হারাচ্ছি| ভোতা হয়ে যাচ্ছে অনুভুতিগুলো

২৩ শে জুন, ২০১৫ সকাল ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, কবে যে আমরা প্রকৃতির প্র‌তি দয়াবান হবো?

৭| ২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: হুম !

২৪ শে জুন, ২০১৫ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে

৮| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১৯

ভিটামিন সি বলেছেন: পাখি আমারও ভালো লাগার জিনিস। গত বছর আমার দেশে গিয়ে দেখি আমাদের বাড়ির বাথরুমের পিছনে একটি গাছে পাখির বাসা এবং সেখানে দুটি পাখি থাকে। গায়ের রং অনেকটা ভাত শালিকের মতো কিন্তু দেহ আরো একটু লম্বা এবং সরু। গলার নিচের দিকে সুন্দর রঙএর কারুকাজ করা। সকাল বেলায় তারা রান্নাঘরের পিছনে ঘুরে ঘুরে পোকা মাকড় কায়। সারাদিন আর দেখি না। আবার সন্ধ্যায় আসে। ওই পাখি নিয়ে একটি কাব্য পোষ্টও মনে হয় করেছিলাম এখানে। দেশ থেকে ফিরে আসার সময় একজনকে বলে এসেছিলাম যেন পাখি দুটোকে দেখে রাখে। সে জানিয়েছে তারা এবছর সংখ্যার ৪ জন হয়েছে। তবে খুব উপদ্রব করে। রাথরুমে বিনা অনুমুতিতে প্রবেশ করে সাবান নষ্ট করে। অন্যান্য জিনিসপত্র ছড়ায়ে ছিটায়ে ফেলে। তারপর বাথরুমের আয়নাতে ঠোকরাতে ঠোকরাতে ময়লা মাখা ঠোঁটের দাগ ফেলে যায়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ঈর্ষায় জ্বলে আরকি। সবশেষে যাহা আবশ্যক (টয়লেট করা) তাহাই করিয়া উড়িয়া যায়।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি খুবই হিংসুটে পাখি

৯| ২২ শে জুন, ২০১৫ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



সুন্দর ।
ব্লগার কাবিল এর কথাটাই আবার বলি ----পাখিটিও হয়তো অপেক্ষায় আছে সেই পরগাছা চমৎকার লাল রঙ্গা ফুলের।

ব্লগার বোকা মানুষ বলতে চায় যা বলেছেন তা ও ----- আমাদের সমাজ হতে সুকুমার বৃত্তিগুলোর ক্রমে হারিয়ে যাওয়ার গল্প।


আপনার আর ও কোনও লেখার জন্যে এমনি অপেক্ষাতেই থাকবো আপনার মতো ।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি ভাই, আমি তো লিখতে জানিনা বলে ক্যামেরার ছবি দিয়ে লিখি, তবু যখন বলছেন অপেক্ষায় থাকবেন নিজেকে ধন্য মনে হচ্ছে, শুভেচ্ছা জানবেন।

১০| ২২ শে জুন, ২০১৫ রাত ১১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: সুন্দর গল্পের সাথে অসাধারণ ছবিগুলো!!!
এই দারুন পাখিটার নাম কি?
এমনই একটা সুচালো ঠোটের লাল সবুজ পাখি আমি নেপালে দেখেছিলাম, ওখানকার বাগানে।
আমি কাচের জানালা দিয়ে শুধুই দেখছিলাম। পেটের দিকটা লাল আর সবটুকুই সবুজ।
এতই তিড়িংবিড়িং করছিল, ভালভাবে দেখতেই পাইনি।

অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: পাখিটার নামটা এখন আমার মনে নাই আপু, সৌম্য ভাইয়ের কাছে জেনেছিলাম।

১১| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৯

এমজেডআই বলেছেন: পরগাছা ফুলটির নাম ফরল্লা, বজরঙ্গি, বান্ধা।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ফুলের নামটা জানিয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানালাম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.