নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....২৯

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) খেয়া, যাদুকাটা নদী, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।


(৩) বাংলার তাজমহল। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে নিরিবিলি পরিবেশ পেরাবো গ্রামে অবস্থিত ।


(৪) সাগর পাড়ের জেলে। শিলখালী ও ইনানী বীচের মাঝামাঝি কোন এলাকা থেকে তোলা ছবি।


(৫) তিনি রবিন্দ্রনাথের কোন আত্মীয় কিনা জানিনা, আখাউড়ার খড়মপুরের কেল্লার মাঝার থেকে তোলা ছবি।


(৬) আহসান মঞ্জিল যাদুঘর, ঢাকা।


(৭) এবার তিন মাইল হাটতে হবে।


(৮) সোনাদিয়া দ্বীপ সমুদ্র সৈকত।


(৯) পরিযায়ী পাখি, টাঙ্গুয়ার হাউড় থেকে তোলা ছবি।


(১০) জামরুল ফুলে মৌমাছি, আমার বাড়ি থেকে তোলা ছবি।


(১১) মাছ ধরা, রাজাবাড়ি, রায়পুরা, নরসিংদী থেকে তোলা ছবি।


(১২) কেওকারাডাং এর ওপারের গ্রাম সুংসাং পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।


(১৩) শর্ষে ফুল, গোপালদী, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।


(১৪) মাছ ধরা, টেটিয়া নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।


(১৫) কৃষক, নরসিংদির চিনিশপুর থেকে তোলা ছবি।


(১৬) ফেরিওয়ালা, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে তোলা ছবি।


(১৭) পাখিটা কি বসন্ত বাউড়ি কিনা ঠিক বুঝতে পারছিনা, নরসিংদীর ভেলানগর থেকে তোলা ছবি।


(১৮) যমুনার চড়ের বাড়িঘর, বঙ্গবন্ধু যমুনা সেতুর উপড় দাড়িয়ে তোলা ছবি।


(১৯) মেটো পথ, নরসিংদীর পলাশ থানার পাড়াতলা গ্রাম থেকে তোলা ছবি।


(২০) কেউ বা কাউ ফল, লারমা স্কোয়ার, দীঘিনালা, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫

লেখোয়াড়. বলেছেন:
পোস্টের সাথে অনেক জায়গা ঘোরা হলো, অনেক কিছু দেখা হলো।

আপনি পারেন বটে!!

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: বনে বাঁদাড়ে পোষ্টটা অনেক দিন পর দিলাম, ধন্যবাদ লেখোয়াড় ভাই

২| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো লাগলো, সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৩| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

লেডি বার্ড বলেছেন: কাউ ফল খাইতে মন চাইতেছে।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমারো :)

৪| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি। দারুণ।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, ভালো থাকুন, সব সময়

৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

রেজওয়ান করিম বলেছেন: চমৎকার

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা

৬| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ!!! ফুল পাখি দেখে মন ভরে গেল!!

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: ফুলের রাণীর তো ফুল পাখি দেখে মন ভড়াটাই স্বাভাবিক, গতকালকে আপনাদের সাথে থাকতে না পারায় দুঃখিত

৭| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:২৩

মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর সুন্দর কিছু ছবি দেখলাম। কামাল ভাইয়ের সৌজন্যে।

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ াশিক ভাই, কেমন আছেন আপনি?

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার, পছন্দের এই সিরিজের সাথে আছি। নিয়মিত হচ্ছেন ভ্রমণ পোস্ট নিয়ে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কখন কোথায় নিয়মিত হই আর কোথায় গিয়ে অনিয়ম পড়ে ঠিক বুঝে উঠতে পারিনা, শুভেচ্ছা জানবেন হাসান ভাই

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: খাল বিল গ্রামের ছবিগুলো তো ভালই লাগল। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো এসবে এখন আমার প্রতিদ্বন্দি হয়ে উঠছেন :D

১০| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: প্রতিদ্বন্দী হইতে পারলাম কই। আপনার ধারে কাছেও তো যাইতে পারতেছি না।

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: কেম্নে যাইবেন, আপনি তো এখনো আমার চাইতে চল্লিশ কিলোমিটার দূরে, মানে আপনি থাকেন ঢাকায় আর আমি মাধবদীতে B-)

১১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

তুষার কাব্য বলেছেন: আহা ! প্রাণ জুড়িয়ে গেল :)

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

১২| ১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:০৫

সৌম্য বলেছেন: ১৭ নাম্বারটা ছোট বসন্তবৌরি বা সেকরা বসন্তবৌরি (কপারস্মিথ বারবেট) কোন কোন অঞ্চলে আমতোতা বলে ডাকে।
আর একনাম্বারটা কমন আয়োরা বাংলায় ফটিকজল

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সৌম্য ভাই, আপনার কাছ থেকে পাখির নাম শেখার ক্লাশ করতে হবে

১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

ভিটামিন সি বলেছেন: গ্রাম বাংলার ছবি এতো ভাল্লাগে কেরে?

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আমারো ভাল্লাগে, কিন্তু কেনো লাগে আমিও জানিনা :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.