নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বড় একটা কাঁথা বিছানো, তার উপর রাখা আছে কিছু মোমবাতি আর আগরবাতি, একটা তসবিহ, কয়েকটি ১০/২০ টাকার নোট আর রয়েছে স্বর্পিল আকারের আঁকাবাকা একটা লাঠি। কাঁথায় অর্ধ শায়িত মাঝ বয়সী লোকটা বেশ হৃষ্টপুষ্ট, দুই হাতে অনেকগুলো লোহার বালা। বুকে পিঠে পেচানো অনেকগুলো লোহার শেকল যার মাঝে মাঝে ঝুলছে কয়েকটা তালা। সত্যিই বেশ বৈচিত্রময় পাবলিক তিনি। তার নাম শেকল বাবা। মুখে কোন কথা বলেন না, সবই ইশারায়।
লেমিনেটিং করা কয়েকটি কাগজে লিখা আছে তার বায়োডাটা, যা পড়ে সত্যিই আমি চমৎকৃত হলাম। আপনারাও মনে হয় চমৎকৃত হবেন। তো আসুন দেখি ওখানে কি লিখা আছে।
(১) চিশতিয়া আল কাদেরিয়া তরীকা পীরের আদেশে ৩৬ বছরের জন্য কথা বন্ধ থাকিবে। ২৮ বছর চলিয়া গিয়াছে (এখন ২৯ বছর চলিয়া গিয়াছে, কারণ আমার সাথে ওনার দেখা ১০/০৮/২০১৪ তে)।
(২) কাহারো বাড়িতে যাইতে পারিবে না।
(৩) কাহারো কাছে কিছু চাহিয়া খাইতে পারিবে না।
(৪) শীতের কোন পোষাক পরিতে পারিবে না।
(৫) ৭ দিনে ১ দিন গোসল করিতে পারিবে।
(৬) ভক্ত বৃন্দের বাড়িতে যাইতে পারিবে।
(৭) ছিকল এর ওজন ৫৬ কেজি।
(৮) সপ্তাহে ৩ দিন ভাত খাওয়া বন্ধ।
(৯) ৩ দিন দুধ বা ফল খাইতে পারিবে।
(১০) পীরের নান নজরুল ইসলাম (ননী মিয়া) তাহার শিষ্য ছিকল বাবা।
এই শেকল বাবা তার ৭ পীরের নাম ও অন্য একটা লেমিনেটিং করা কাগজে লিখে রেখেছে, সেটা নিম্নরূপঃ
(১) পীরে কেবলা হয়রত সাহজালাল
(২) তার শিষ্য হযরত বন্দু শাহ
(৩) তার শিষ্য হযরত আফাজ শাহ
(৪) তার শিষ্য হযরত ইলিয়াস শাহ
(৫) তার শিষ্য হযরত মফিজ উদ্দিন শাহ
(৬) তার শিষ্য হযরত নজরুল ইসলাম (ননী মিয়া)
(৭) তার শিষ্য হযরত মঙ্গল (ছিকল মিয়া, পাগলা)
বিঃ দ্রঃ এই শেকল বাবার সন্ধান আমি পেয়েছিলাম আখাউড়া শহীদ কল্লা শাহ এর মাঝারে গিয়ে।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: দুনিয়াতে আমরা সবাঈ তো পাগল, তিনিও তেমনি একজন
২| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: শিকল বাবা, গামছা বাবা, মাটি বাবা
কত কিছিমের বাবা যে আছে আল্লাহ মালুম!!
তবে সবার চেয়ে বড় বাবা নিজের জন্মদাতা বাবা
সময় থাকতে তার সেবা যত্ন করুন তা হলে অন্য বাবার
আবশ্যকতা থাকবেন।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন নূরু ভাই
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পৃথিবীটা সত্যি বিস্ময়কর
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: পৃথিবীর সবাই পাগল
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: পীরের নান নজরুল ইসলাম (ননী মিয়া) তাহার শিষ্য ছিকল বাবা। (১) পীরে কেবলা হয়রত সাহজালাল
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় পাগল তার কামালিয়াত জাহির করার জন্য এসব নামগুলো ব্যবহার করেছে
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে সাধনাটা কিন্তু কম কষ্টের নয়!
ভাবুনতো ৩৬ ঘন্টা কথা না বলে থাকার কথা!
আসলেই পৃথিবীটা পাগলেই ভরা--কেউ ভবের পাগল কেউ পূজির পাগল কেউ ভোগের পাগল কেউ ট্যাকার পাগল, কেউ নারির পাগল ইয়াত্তা নাই......................আমার যেমন ব্লগের (সামুর) পাগল
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাই এক কথায় বলি, দুনিয়ার সবাই পাগল, শুধু তাদের মাঝে রকম ফের আছে
৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
শায়মা বলেছেন: কি সাংঘাতিক!!!
এত এত ওজনের শেকল পরে থাকা!!!!!!!!!!!
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: কতটা সত্য কে জানে?
৭| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সুদীপ কুমার বলেছেন: কি জটিল ব্যাপার।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: জটিলতায় পড়া দুনিয়া, আর মানুষের মনটা আরো বেশী জটিল........শুভেচ্ছা
৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
শায়মা বলেছেন: না না পরেই তো আছে। সত্যিই তো হবে ভাইয়া!
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি বলছি ছাপ্পান্ন কেজি হবে কিনা কে জানে?
৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
আমি ধূসর বলেছেন: আপনি গিয়ে দেখুন শিকল বাবা হয়তো এখন ধোয়া বাবা অথবা পান্তা ভাত বাবার ভং ধরছে।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: অসম্ভব কিছুনা
১০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত বড় একজন কামেলিয়াত আদমিরে আপনি এক বছর গোপন করে রাখলেন ?
আপনারে মাইনাচ
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আসলে পুষ্ট খানা দিলে পাবলিক আমারে আবার পাগল কয় কিনা ভাবতে ভাবতে এক বছর চলে গেলু
১১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
প্রামানিক বলেছেন: এ লোক ঠিক মত ঘুমায় না এই রকম কাত হইয়া থাকে? ঘর সংসার আছে না খালি ঘুইরা বেড়ায়? এত সুন্দর কাঁথাটা দিলো ক্যাডা?
১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৩১
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা তো কথা কয়না, তাই এতোসব তথ্য জানা হয়ে উঠেনি
১২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
সুমন কর বলেছেন: আরো কত বাবা যে সারা বাংলায় ছড়িয়ে আছে..
মজার শেয়ার।
১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কথা সত্য,
১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪
রিফাত হোসেন বলেছেন: লোল
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: খিকজ্
১৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮
মো: আশিকুজ্জামান বলেছেন: বিরাট তরিকার লোক। হাঁটা বাবা দেখেছিলাম। এবার ছিকল বাবা দেখলাম। কালেকালে আর কত বাবারে যে দেখব কে জানে?
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ, ঠিকই বলেছেন আশিক ভাই, কেমন আছেন আপনি?
১৫| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: শিকল বাবার শিষ্য কামাল উদ্দিন, এই নামটা ভুলে বাদ পড়ে গেছে!!
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সিরিয়াল তো আমার পরে হওয়ার কথা না আপু
১৬| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
কামরুন নাহার বীথি বলেছেন: আমার যুক্তির সপক্ষে হার্ড কপি আছে!! আপনার মন্তব্য ভিত্তিহীন!!!
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার হার্ড কপির পুরোটাই আমার বিরোধীদের ষড়যন্ত্র
১৭| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার বিরুদ্ধে যাওয়া লোকসান ছাড়া লাভ নেই!!
নরসিংদীতে ঘুরে দেখার মত কি কি আছে বলুন, সামনের শীতে ঘুরতে যাব।
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬
সাদা মনের মানুষ বলেছেন: শীত আসুক আমি দেখি তখন কি আছে দেখার মতো, পরে বলবো
১৮| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৭
***মহারাজ*** বলেছেন: এরা সব ভন্ড ।
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৯
সাদা মনের মানুষ বলেছেন: রাজার কথা আমি অমান্য করি কি করে?
১৯| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯
মো: আশিকুজ্জামান বলেছেন: কামাল ভাই, ভাল আছি। তবে আর কোন বাবা পেলে জানাবেন আরকি।
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমি তাদের খোঁজে আছি আশিক ভাই
২০| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭
তুষার কাব্য বলেছেন: এতো ওজনের শেকল নিয়ে উনি হাটাচলা করেন কিভাবে ! আরও কত বাবা যে দেখবো
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, বিচিত্র দুনিয়ায় বিচিত্র সব মানুষ
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
মুদ্দাকির বলেছেন: বাবাজী কি চমতকার দেখান?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১২
আশেকুল আরেফিন বলেছেন: পুরো দেশ টাই ভন্ডামিতে ভোরে গেছে!! বাংগালিদের সরলতা আর হুজুগেপনা ই এদের মূল পূজি। সথে অবস্য ধর্মভীরূতা টা ও এরা কাজে লাগাচ্ছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক কইছেন ভাই
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন: আমরা সবাই পাগল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই আপনি গ্রেট
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
লেখোয়াড়. বলেছেন:
এইডা আবার কি দেহাইলেন?
ডর লাগতাসেসস।