নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৩০

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৩


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

(২) কামিনী ফুল, বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।


(৩) দুবাই এয়ারপোর্টের আশেপাশের কোন একটা এলাকা, বিমানে থেকে তোলা।


(৪) মসজিদ। এটা সিলেটের বালাগঞ্জ থানার জগথপুর গ্রামে অবস্থিত।


(৫) বুলবুলি, এই ছবিটা নরসিংদীর মনোহরদী থানার রামপুর থেকে তোলা।


(৬) কাশফুল, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে তোলা ছবি।


(৭) কাপ্তাই লেকে বেলা শেষে, রাঙামাটি থেকে তোলা।


(৮) নয়ন তারা লাল রঙা ফুল, পন্ড গার্ডেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।


(৯) সাদাকালো মাছরাঙ্গা, নোয়াদিয়া শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি।


(১০) সাগরে কর্মব্যস্ততা, শীলখালী বিচ থেকে তোলা ছবি।


(১১) মানব বৃক্ষ, বিশনন্দী ফেরিঘাট, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।


(১২) পাখিটির নাম কমলা বউ, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(১৩) মাইনী নদীর পাশের একটি গ্রাম, লংগদু, রাঙামাটি থেকে তোলা ছবি।


(১৪) সোনাদিয়া দ্বীপের ঝাউবনে ভ্রমণ বাংলাদেশের তাবু।


(১৫) মুসলধারে বৃষ্টিতে চা শ্রমিকরা চা তুলছে, তেলিয়াপারা, হবিগঞ্জ থেকে তোলা ছবি।


(১৬) কাকতাড়ুয়া, নরসিংদীর শিবপুর থেকে তোলা ছবি।


(১৭) কল্লাশাহের মাঝার, আখাউড়া থেকে তোলা ছবি।


(১৮) লম্বা পা ওয়ালা এই পাখিটার নাম কালাপাখ ঠেঙ্গি, বাইক্কাবিল থেকে তোলা ছবি।


(১৯) মেলার দোকান, বিরাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।


(২০) যমুনার চড়ের গ্রামের ছবি, যমুনা ব্রীজে দাড়িয়ে তোলা ছবি।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৫

মিউজিক রাসেল বলেছেন: চমৎকার হয়েছে +++

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা ভাইজান

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০

খাটাশ-২ বলেছেন: ১২ নম্বর ছবিটার পাখির নাম জানতাম না। এই পোষ্ট পড়ে জানলাম যে উনি "কমলা বউ"। এই কমলা বউ আমার বউরে হেব্বি জ্বালাইছে অনেক দিন। প্রতিদিন আমাদের বাথরুমে বিনা অনুমুতিতে প্রবেশ করে বাথরুমের আয়নায় ঠোকরাতে ঠোকরাতে আয়না ময়লা করে ফেলতো, আয়নায় তার প্রতিবিম্ব দেখে রাগে বাথরুমে রাখা ব্রাশ, টুথপেষ্ট, শ্যাম্পু সব আচড়ে ফেলে দিত। শেষে রাগে টয়লেট করে যেত। এখন আর করে না এসব, ভালো হয়ে গেছে। তবে আগে ছিল দুইটা, এখন হয়েছে চারটা। এই পাখি নিয়ে আমার একটা পোষ্ট আছে কবিতার মতো লিখেছিলাম। এরা জোড়ায় জোড়ায় থাকে, একা পাইলেন কেম্নে? ভালো লাগা রেখে গেলাম।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: কমলা আপনার বউরে জ্বালাইছে, এটা আগে কইবেন না? তাহলে তো ওকে জিজ্ঞেস না করে ছাড়তাম না।

ওনারা দুইজনই ছিলো, তবে আগের দিনের ঝগড়াটা পুরোপুরি শেষ হয়নি, তাই একটু দুরত্ব বজায় রেখেছিলো :-B

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

সুমন কর বলেছেন: আপনার এই বনে বাঁদাড়ে...সিরিজের কল্যানে আমরা বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি।

পোস্টে ভালো লাগা।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন ভাই, ভালো থাকুন, সব সময়

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার মুখ

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গাজী

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!!! চমৎকার!!

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক সময় আমিও বনে বাঁদাড়ে ঘুরে বেড়াতাম ।( বাড়ীর আশে পাশে) সেটা অনেক আগের কথা ।
আপনার কল্যাণে আজকে আবার ঘুরলাম । :D

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনি আমার গুরু, ভালো থাকুন গুরু

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫

মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর সুন্দর কিছু ছবি দেখলাম। ভাললাগল। ভাল থাকেবন কামাল ভাই।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়, আশিক ভাই

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯

ভিটামিন সি বলেছেন: ওরে নারে!! আমি এইডা কি দেখলাম রে!! আমার প্রিয় কামিনী রায় থুক্কু কামিনী ফুল দেহি পয়লাই জায়গা পাইছে। আপনার কামিনী ফুল এত বড় হইলো কেম্নে? সার পানি কি বেশী কইরা দেন নাকি? আমার বেড রুমের জানলার পাশের গাছটায় ছোট ছোট থোকা থোকা ফুল ধরে।
বিমান বন্দরের ছবি কিন্তু বন-বাদাড়ে যায় না কইলাম, হুম।
ছবিগুলা বেশ আকর্ষণীয়।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: বনে বাঁদাড়ে যাইতে অনেক সময় বিমানে উঠতে হয়, তখন এমন ছবি চলে আসে, কামিনী কি সব সময়ই ছোট থাকবে নাকি ভাই, বয়স বাড়ছে বড় হবেনা? :-B

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

ভিটামিন সি বলেছেন: কাশফুল দেখলেই ছোটবেলার একটা টিভি বিজ্ঞাপনের কথা মনে পড়ে যায়। ............যেন কাশফুলের নরম ছোঁয়া :):):)

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথা শুইনা অনেক দিন পর আমারই বিজ্ঞাপনটার কথা মনে পইড়া গেলগা =p~

১০| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

কাবিল বলেছেন: ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি, ভাল লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কাবিল ভাই

১১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

আদম_ বলেছেন: প্রথম স্থান ০৭ নং
২য় স্থান ০১ নং
৩য় স্থান ০৪ নং
কিছু ঝাপসা এসেছে মনে হয়, তবে সব গুলোই অসাধারণ

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, কয়েকটা ছবি কুয়াশার সময় তোলা

১২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সুন্দর কিছু ছবি দেখলাম।
ভাললাগল।
ধন্যবাদ
আপনাকে

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নূরু ভাই........

১৩| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

এস কাজী বলেছেন: খুব সুন্দর। আশা করি চলতে থাকবে এই সিরিজ

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাজী সাহেব, আমারও তাই আশা

১৪| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

জেন রসি বলেছেন: বাহ!

ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জেন

১৫| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: বনে বাদারে ঘুরে এলাম আপনার কল্যাণে। চমৎকার, অসাধারন !!!
ফুল আর পাখি------- আহ্‌ !!!!!

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবিগুলোও কিন্তু বেশ ভালো হয় বরবরই, শুভেচ্ছা জানবেন আপু

১৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: দুবাই কবে গেলেন ভাই? শপিং -এ গেছিলেন?!?!

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: কি যে বলেন আপু, শপিংয়ে!! আমি গুলিস্তানের শপার......... :D

ওমরা করে ফিরে আসার সময় দুবাই ট্রানজিট ছিলো, এই সুযোগে বিনা ভিসায় =p~

১৭| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৪

বোকামানুষ বলেছেন: বরাবরের মতোই সুন্দর সব ছবি

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

১৮| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ছবি দেইখা অনেক জায়গা ঘুইরা আইলাম। ধন্যবাদ কামাল ভাই।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: এবার ভিজিট দ্যান

১৯| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: ভিজিট দিতে মন চায় কিন্তু হার্টের দিকে তাকাইলে ভিজিটের নেশা ছুইটা যায়।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হার্ট আমি ব্লক কইরা দিমুনে, এর জন্য ভয় পাইয়েন্না :-B

২০| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাংলাদেশের টুকরো টুকরো ছবি।+++++++


চমৎকার হয়েছে ভাই।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, শুভেচ্ছা

২১| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫

লামাজ বলেছেন: ভালো লাগলো

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

২২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: হার্ট আপনি ব্লক করবেন কতক্ষণে তার আগে একটা লাইন ৯০% ব্লক হইয়াই রইছে। হেইডারে কাইটা ছিঁড়া বালিশ বানানোর পর কোন রকমে ইঞ্জিন চালু আছে।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনার আর কোন ভয় নেই, ভয়কে আগেই জয় করে নিয়েছেন

২৩| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: আজ শুক্রবার, এখন সাড়ে বারোটা বাজে, নামাজ পড়তে যাইবেন না? চলেন কম্পিউটার বন্ধ করেন।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩০

সাদা মনের মানুষ বলেছেন: :D

২৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই সিরিজের ছবিগুলো দেখলেই মন কেমন আঁকুপাঁকু করে, মনে হয় কতদিন কোথাও বেড়াতে যাই না। :(

পোস্টে +++ সাথে ষষ্ঠ ভালোলাগা :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আমারো মন আকুপাকু করে ভাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.