নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
শরতের প্রধান আকর্ষণ কাশফুল। আর কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শ্বেত শুভ্র কাশফুলের নরম পালকে চড়ে মেঘের দেশে হারিয়ে যেতে কার না মন চায়? নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসের দোলায় দুলতে থাকে তখন মনটাও যেন আন্দোলিত হয়। মনে হয় শ্বেত বসনা এক ঝাঁক তরুণী যেন নৃত্য করছে। আজ শরতের কাশফুল নিয়াই আমার ছোট্ট একটা ছবি ব্লগ। ছবিগুলো আমি বিভিন্না জায়গা থেকে তুলেছি।
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই দারুণ দারুণ। +++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম কামরুল ভাই। ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
প্রামানিক বলেছেন: ২নং ছবিটা কোন চরের তা তো কইলেন না?
ছবি দেখে মুগ্ধ। ধন্যবাদ কামাল ভাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: এটা পদ্মার চড়ের ছবি প্রামানিক ভাই
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
ভিটামিন সি বলেছেন: হুম, বোঝলাম কামাল ভাই। এক্কেরে কাশফুলের নরম ছোঁয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, হাছা কতা ভাই
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন!
অনেক ভাল লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বুরহান ভাই, ভালো থাকুন, সব সময়
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
থিওরি বলেছেন: অসাধারণ ছবি। চারদিকে এতো কাশফুল। আপনার ছবিগুলো দেখে কাশফুলের সৌন্দর্য নতুন করে দেখলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এবর এখনো কাশফুলের সন্ধানে বের হতে পারিনি, খুব শীঘ্রই ওদের সবে বের হওয়ার ইচ্ছে
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
রিকি বলেছেন: অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক সুন্দর হয়েছে ভাই ছবিগুলো। ++++++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: খিকজ্ আমনার মন্তব্যে ভিটামিন আছে
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
সাহসী সন্তান বলেছেন: শরতের আগমনী বার্তা জানিয়ে দিয়ে গেলেন বুঝি ভাই? অসাধারন ছবি! আপনিও যেমন সাদা মনের, আপনার আজকের ছবি গুলোও ঠিক তেমনই সাদা মনের! দুটোতে মিলে দারুনস!
ধন্যবাদ ভাই সুন্দর ছবি ব্লগ উপহার দেওয়ার জন্য! শুভ্র কাশ ফুলের শুভেচ্ছা জানবেন!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ্র কাশ ফুলের শুভেচ্ছা জানবেন!!
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫
সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর এসেছে।
৭ম +।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: প্লাস দিয়ে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ সুমন ভাই
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ লাগলো ছবিগুলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করবার জন্য।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: কাশফুল দেরকে একটা উড়ো চিঠিয়ে জানান তো আমি আবারো তাদের নিকট আসছি
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭
পাজল্ড ডক বলেছেন: লাইকড!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
সবচেয়ে উপরের ছবিটা কোন এলাকার?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ওটা বালু নদীর পাড় থেকে তোলা
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ সব ছবি তুলেছেন ভাই ৷