![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ভড়া বর্ষায় বিছানাকান্দি থেকে তোলা ছবি, ঝুলন্ত সেতুটা ভারতে।
(৩) নিঝুম দ্বীপ থেকে তোলা হয়েছে এই ছবিটা।
(৪) আপন মনে বালু নিয়া শিশুটি খেলা করছে কক্সবাজার বীচে।
(৫) বেদে নৌকার ছবিটা তুলেছি নরসিংদীর রায়পুরা থানার মেঘনা নদী থেকে।
(৬) সুর্যাস্তের ছবিটা চট্গ্রামের পতেঙ্গা সৈকত থেকে তোলা।
(৭) নরসিংদীর করিম পুর এলাকা থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো চাই নিয়ে দু'জন মাঝি নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছে।
(৮) হলুদ তোতা পাখিটা তার সঙ্গীকে আঙুল উচিয়ে কি যেনো বলছে, ছবিটা তুলেছি গাজীপুর সাফারী পার্ক থেকে।
(৯) নৃত্যরত গণেশের ছবিটা বগুড়ার যাদুঘর থেকে তোলা।
(১০) মহাস্থান যাদুঘর চত্বর থেকেই বোতল ব্রাশ ফুলের ছবিটাও তুলেছি।
(১১) টুনটুনির ছবিটা উঠানো হয়েছে বটেশ্বর থেকে, সন্ধ্যার অন্ধকারে ছবিটা ভালো আসেনি।
(১২/১৩) ছবি দুটি কাশ্মীর থেকে তোলা, চলন্ত গাড়িতে থেকে তুলেছি। একটা মসজিদ অন্যটা তাদের জমির ধান কাটার পরের ছবি।
(১৪) কি গাছ জানিনা, বিশনন্দি আড়াইহাজার থেকে তোলা ছবি।
(১৫) গরুর পালের বিল পার হচ্ছে, হাকালুকি হাউড় থেকে তোলা ছবি।
(১৬) মাছ ধরছে জেলেরা, মেঘনা বাজার নরসিংদী থেকে তোলা ছবি
(১৭) কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা শালবন বিহারের এই ছবিটা।
(১৮) হবিগঞ্জ জেলার মাধবপুরের মনতলা এলাকা থেকে তোলা ছবি।
(১৯) জ্বালানী মাথায় নিয়ে যাচ্ছে গ্রাম্য বালিকারা, ছবিটা বাইক্কা বিলের।
(২০) বালাপুর জমিদার বাড়ি, নরসিংদী সদরের বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: জমিদাররা কি শীতে কষ্ট করবে?
২| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
নীল ভোমরা বলেছেন: সুন্দর ছবি পোস্ট! শুভকামনা!
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ভোমরা
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: এক নজরে বাংলাদেশ দেখলাম মনে হল। পুরো বাংলাদেশেরই অঞ্চল থেকে কিছু না কিছু আছেই।
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দিগন্ত, ভালো থাকুন, সব সময়
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক হাঁকাইয়া গেলাম , নাম্বার টু ।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
সাদা মনের মানুষ বলেছেন:
নাম্বার টু
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
সুমন কর বলেছেন: আহ্......অসাধারণ এবং +।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: শুধু কাশ্মীর নিয়ে পোষ্ট চাই, অতিশীঘ্র!!!!
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করবো আপু, আসলে খুব ব্যস্ততা যাচ্ছে
৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৬
কিরমানী লিটন বলেছেন: সুন্দর ও মনোরম ছবির- চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ...
শুভকামনা জানবেন ...
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা রইলো ভাই
৮| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক, আমিও আপনার মতো প্রেমিক হতে চাই
৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২
বৃতি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম
১০| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
আদিম রাজা বলেছেন: চালিয়ে যান
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: কিভাবে চালাবো বলুন রাজা, তেলের দাম যে বেশী
১১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
তৌফিক মাসুদ বলেছেন: অনেক দিন পরে আপনার ছবির জগতে ফিরে এলাম।
কেমন আছেন?
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
ধমনী বলেছেন: বড়ই চমৎকার
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
প্রামানিক বলেছেন: জমিদার বাড়ি তো গাছ গাছালিতে ভইরা গেছে। পরিষ্কার করার লোক না্ই নাকি?
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: সবাই জমিদার, কাজ করবে কে?
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
ধমনী বলেছেন: আপনি কি অফিসিয়াল কাজে গিয়েছিলেন নাকি টুরে?
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: কোথায় যাওয়ার কথা বলেছেন? সবগুলোই আমার ট্যুরের ছবি
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
যথেষ্ট সুন্দর ।
৪ ও ৬ নং ছবি দুটোই সবচেয়ে বেশী মন কেড়েছে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জী এস ভাই, ভালো থাকুন, সব সময়
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
আদম_ বলেছেন: প্রথম স্থান ৫ নং
২য় স্থান ৬ নং
৩য় স্থান ১৬নং
সবচেয়ে মজার কমেন্ট ১ এবং ১৩ তবে আপনার উ্ত্তর তার চেয়েও মজার
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখি ভাই, সব কিছুই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আন্তরিক ধন্যবাদ আপনাকে
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
আদম_ বলেছেন: সরি ভুল হৈসে
প্রথম স্থান ০৬, ২য় স্থান ০৭ নং।
বাদবাকি সব ঠিক আছে।
বরাবরের মতই পৃয়তে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন মার্কিংয়ে আমি উৎসাহিত হই বরাবরই
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
জমিদার বাড়ীতে কাঁথা কাপড় এভাবে শুকাতে দেয়া ঠিক হচ্ছে না