![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভু-স্বর্গ কাশ্মীর ভ্রমণটা আনন্দের হলেও সব সময় আমাদের মনে কাশ্মীর নিয়া একটা ভয় কাজ করে। আর এবার আমরা যখন কাশ্মীর ভ্রমণ শুরু করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছে অবরোধ। এ যেনো ভয়ের ষোলকলা পূর্ণ হলো। তবে সেটাই হয়েছিলো আমাদের জন্য শাপে বর, আমাদের ড্রাইভার সাহিল জম্মু শ্রীনগর হাইওয়ের বদলে এমন এক রাস্তা ধরে আমাদেরকে পেহেলগাম নিয়ে গিয়েছিলো তাকে বিনা দ্বিধায় বলা চলে স্বর্গের পথ। কাশ্মীরে বেশ কয়েকটি দৃষ্টি নন্দন মোগল গার্ডেন রয়েছে, তিনটি গার্ডেন দেখার সৌভাগ্য আমার হয়েছিলো। আজকের পোষ্ট তারই একটি নিয়ে, যার নাম চশমেশাহী।
(২) ডাল লেকের পাড়ে একটা দাবায় দুপুরের খাবার খেয়ে ছুটে চললাম মোগল গার্ডেনগুলো দেখতে, চশমেশাহীতে ঢোকার আগেই কঠিন সিকিউরিটি পার হতে হয় বলে কিছুটা ভয় ভয়ও লাগছিলো। অবশেষে চশমেশাহীর গেইটে পৌছে গার্ডেন দেখার টিকিট নিলাম। ১০ রুপী করে টিকেট, ১০ জনের জন্য এক টিকেট ১০০ রুপী।
(৩) মোগল গার্ডেন গুলো সবই পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে পিছনের দিকটা উঁচুতে উঠে গেছে, আর সেখান থেকে পাহাড়ি ঝর্ণাকে গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান রাখা হয়েছে। তাই প্রথমেই সিড়ি বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে।
(৪) উপরে একটা সমতলে অনেক নাম জানা অজানা ফুলের বাগান থেকে আরো উপরে উঠতে হয় সিড়ি বেয়ে। ছবিতে দেখা বিল্ডিংটার মাঝখানে একটা ড্রেনের মতো আছে তা দিয়ে পানি নিচের দিকে নেমে আসছে, শুকনো মৌসুম হওয়ায় পানি অনেক কম।
(৫) সিড়ি বেয়ে পরের ধাপ উঠে নিচের তোলা ছবি এটা।
(৬/৭) ভেড়ার পশমের মতো দেখতে লাল হলুদ এই ফুলগুলো আগে কখনো দেখিনি।
(৮) সর্বত্রই বেশ পরিপাটি করে গোছানো এই বাগান।
(৯) কিছুক্ষণ আগের এক পশলা বৃষ্টি আমাদের গায়ে কাঁপন ধরাচ্ছিলো।
(১০) ভাট শালিক দুটোর ও বেশ শীত করছে।
(১১) প্রত্যেকটা মোগল গার্ডেনেই এই গাছগুলো রয়েছে, নাম জানিনা, দেখতে অনেকটা বনসাইয়ের মতো।
(১২/১৩/১৪) বেগুনী, লাল, হলুদ সাদা কোন রঙের ফুলেরই কমতি নাই চশমেশাহীতে, যা দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়।
(১৫) চশমেশাহীর সর্বশেষ এবং সর্বোচ্চ ধাপ হলো এইটা, এর পেছনেই রয়েছে পাহাড়ি ঝর্ণা, ওখান থেকে পানি এই পথ ধরে পুরো বাগানে ধাপে ধাপে নেমে যাচ্ছে।
(১৬/১৭) তবে এই লাল রঙা ফুলটা একেবারেই অন্য রকম, মেয়েদের লম্বা বিনুনির মতো উপর থেকে নিচে ঝুলে থাকে।
(১৮) ঝর্ণার পানি যেখান দিয়া বাগানে প্রবেশ করছে সেখানে তৈরী করেছে এই মসজিদ আকৃতির ছোট্ট স্থাপনাটা।
(১৯) এই ছবিটা খারাপ হওয়ার জন্য আমি দায়ীনা, যেই আপু এটা তুলেছে সব দায় দায়িত্ব ওনার
(২০) চশমেশাহী থেকে নেমে আসার পর কিছু স্যুভেনির কেনার জন্য বেশ কিছু ছোট্ট দোকান আছে, ইচ্ছে হলেই কেনা যায়।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সেই আপু কোন ব্লগার না
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
এম এ কাশেম বলেছেন: বর্ননা ও ছবি দু'টিই চমৎকার।
শুভেচছা কামাল ভাি।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন কাশেম ভাই?
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনন্য ও অসাধারণ ছবি ব্লগ। মুগ্ধ +++
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারি, ভালো থাকুন, সব সময়
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই শুভেচ্ছা জানিয়ে গেলাম!! ফ্রী হয়ে পরে পড়ছি!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ফ্রী হইয়া আবার আইসেন কিন্তু আপু
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
সারাফাত রাজ বলেছেন: ১৮ নম্বর ছবি থেকে যে পানি বের হচ্ছে, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জহুরুলাল নেহেরু নাকি এই পানিই পান করতেন। এটি নাকি ভারতের সবচেয়ে বিশুদ্ধ আর হজম সহায়ক পানি।
আমিও পান করেছি এই পানি। নিজেকে তখন কেমন যেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনে হচ্ছিল
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ আগে জানলে তো আমিও কিছুটা পানি খেয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার অনুভুতিটা কেমন তা অনুভব করতে পারতাম।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: বর্ণনা আর ছবি মিলে এক দারুণ পোস্ট ।
সবগুলি ছবিই সুন্দর।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ লাগল মোগল গার্ডেন চশমেশাহী !!!
ফুল-পাখি, পানির ফোয়ারা যেন মন আউলা করে দিল।
৬/৭ নাম্বার ফুলটা আমাদের সেই দেশীয় মোরগ-বাঁকার হাইব্রীড!! এখন দেখা যায় ভাল্লুকের মত লোমশ!
১২ নাম্বার ফুলটা ভার্বেনা আর ১৬/১৭ লম্বা বিনুনি তো আমাকেই পাগোল করে দিল!!! আপনিতো পাগল হবেনই!!! কইন্যার লম্বা বিনুনি বলে কথা!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
সাদা মনের মানুষ বলেছেন: কইন্যার লম্বা বিনুনি দেখলে আমার পাগল হওয়ার কথা ছিলো নাকি আপু!! ফুল বিষয়ক এতো জ্ঞানের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা.......সুযোগ পেলে আপনার কাছে ফুল বিষয়ক ক্লাস করবো
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন কামাল ভাই!
১০ নম্বর ছবিতে ভাট শালিক দুটোকে বেশ মোটা লাগছে। কিউট!
বরাবরের মতন চমৎকার ছবি/ভ্রমণ পোষ্ট!
ভালো থাকবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: কুর্চিকে নিয়ে ওই বাগান পরিদর্শনে একদিন বের হয়ে যান
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক নাইস ।
জায়গাটা অনেক সুন্দর
+++++++++++++++
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নাজমুল ভাই
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব ছবি আর পরিচিতি !
আপনার ছবিও সুন্দর হইছে মাশাল্লাহ !
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবিও সুন্দর হইছে মাশাল্লাহ !
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
রক্তিম দিগন্ত বলেছেন: জাস্ট ওয়াও!
ছবির পাশে কালো বর্ডার এডিটিং-এর কারণে ছবিগুলোকে দেখতেই সুন্দর লাগছিলো। আর গার্ডেনটাও অসাধারণ। বিপদে পড়ে হলেও চমৎকার এক জায়গা থেকে ঘুরে এসেছেন। +
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: তবে আমার মনে হয়েছে ওখানে পর্যটকদের ওরা অনেক বেশী শ্রদ্ধার চোখে দেখে, আর কাশ্মীরিরা বাংলাদেশ ও বাংলাদেশীদের ভালোবাসে অনেক বেশী, ধন্যবাদ দিগন্ত
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ধমনী বলেছেন: অদ্ভুত সুন্দর। আপনি কি কাজের ফাকে ভ্রমণ করেন, নাকি ভ্রমণের ফাকে কাজ করেন?!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথায় অনেক ভাইটামিন পাইলাম ভাই
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
সুমন কর বলেছেন: আহ...ছবি দেখে খুব ভালো লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আমারও ছবি দেখতে ছবি তুলতে খুব ভালোলাগে, ধন্যবাদ দাদা
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩
তুহিন সরকার বলেছেন: বরাবরের মত চমৎকার কিছু করার চেষ্টা স্বার্থক হোক, শুভকামনা অবিরত।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই, শুভেচ্ছা অবিরত
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০০
সুলতানা রহমান বলেছেন: সেটা তো বুঝেছি ভাইয়া। একটু মজা করতে চেয়েছিলাম আর কি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
সাদা মনের মানুষ বলেছেন: তাতো বুঝতেই পারছি আপু, শুভেচ্ছা
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চাশমেশাহী গার্ডেন এর ছবিগুলো দারুণ হয়েছে। আমি এখনো পাহেলগাও পৌঁছাইও নাই, মুঘল রোডে আছি
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো বাইপাস মার্তাছি, আপনি ধীরসুস্থে আগান
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: অনেক মুগ্ধ হয়ে ছবি দেখলাম। ধন্যবাদ কামাল ভাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সাদা মনের মানুষ বলেছেন: মুগ্ধ হইলে পান খাওয়ান
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
প্রামানিক বলেছেন: খালি পান খাইবেন না চুন সুপারিও খাইবেন?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সাথে জর্দাও থাকা চাই
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
তুষার আহাসান বলেছেন: আপাতত পোস্ট প্রিয়তে নিই।
পরে মন দিয়ে পড়ব।
ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: ভাই কেমন আছেন, অনেক দিন পর দেখলাম
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
তুষার আহাসান বলেছেন: যদি অনুমতি দেন ,
দু-একটা ছবি,আমার ফেসবুকের পাতা,"কবি ও লেখক বন্ধুরা" তে শেয়ার করব,আপনার নাম সহ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: কি বলেন ভাই, যতো লাগে ছবি নিয়া নেন, পাবলিক যাতে আমার ছবি ব্যবহার করতে পারে তাই এখন আর ছবিতে আমার নামের ট্যাগ লাগাইনা।
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ কামাল ভাই,ভাল থাকবেন সবসময়।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময়
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি, বর্ণনাও অসাধারণ ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদএ সাধু ভাই, উৎসাহিত হলাম
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
তুষার কাব্য বলেছেন: অসাধারণ সব ছবি ।আমাকে যেন ডাকছে ! আবার আয় আয় আয়
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: তুষার নিয়ে যিন কবিতা লিখেন, তিনি তো তুষারের দেশে যেতেই চাইবেন
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
সুলতানা রহমান বলেছেন: এইটা কোন আপু তুলেছে?
সাদা রঙের ফুল আর লম্বা বিনুনি র ফুল গুলো খুব সুন্দর!