![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) লটকন গাছের ডালে বসা পাখিটার নাম ফটিকজল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(৩) এই ব্রীজটা ছোয়ার স্বপ্ন অনেকেরই আছে, কিন্তু ভিসা না লাগিয়ে ওটা ছোয়া যায়না। এটা ভারতের ডাউকি ব্রীজ, যা আমরা সিলেটের জাফলং থেকে দেখি।
(৪) জেলে নৌকায় মেরামতি চলছে, এই ছবিটা নিঝুম দ্বীপ থেকে তোলা।
(৫) মসজিদে নববী, মদিনা শরীফ থেকে তোলা।
(৬) নৌকা ভরে শাপলা নিয়ে যাওয়ার ছবিটা তুলেছি বালু নদী থেকে।
(৭) বেগুন ফুলের ছবিটা তুলেছি নরসিংদী সদর থানার আসমান্দির চড় গ্রাম থেকে।
(৮) সাগরে মাছ ধরার ছবিটা শীলখালী আর ইনানীর মাঝামাঝি জায়গা থেকে তোলা।
(৯) রেল লাইন, চৈতাব ড্রীম হলিডে পার্ক, নরসিংদী থেকে তোলা ছবি।
(১০) কাশ্মীরের পেহেলগাঁও যাওয়ার পথে মুগল রোডের ছবি এটা।
(১১) উঁচু নিচু পানি আর নৌকার ছবিটা তুলেছি হাকালুকি হাওড় থেকে।
(১২) পিটুনিয়ার মতো অনেকটা দেখতে ফুলটার নাম জানিনা, লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(১৩) নাফ নদী, জেলে নৌকাটা বাংলাদেশের, আর নদীর ওপাড়ে সীমান্তরক্ষীদের স্থাপনা এবং কাটাতারের বেড়া মায়ানমারের।
(১৪) ধলা মানিকজোড় খাবার খুঁজছে, কুমিল্লার একটি ধানক্ষেত থেকে তোলা ছবি।
(১৫) ঈসাখার রাজধানী সোঁনারগা।
(১৬) পানির নিচ থেকে খালি হাতে মাছ ধরার ছবিটা তুলেছি নরসিংদীর গাজিরগাঁও গ্রাম থেকে তোলা।
(১৭) মোগল আমলে স্থাপিত প্রাচীন ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা সংলগ্ন মসজিদ।
(১৮) গরুকে ঘাস খাওয়াচ্ছে কৃষক, বর্দ গ্রাম নরসিংদী সদর থেকে তোলা ছবি।
(১৯) সোনাকান্দা দূর্গ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(২০) গাজরা ফুল, মেয়েদের খোপায় এই ফুলের কলি দিয়ে বানানো মালাকে গাজরা বলে, স্থানীয় ভাষায় আমরা বলি কাঠমালতি ফুল।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, ভ্রমণে থাকায় জবাব দিতে দেরী হলো বলে দুঃখিত
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: আমি ২ নম্বর হইছি ডাইল পুরি দেন।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
আপনি দুই নম্বর হইলে কি হইবো আমি কিন্তু আসল এবং ১ নম্বর পুরিই দিলাম
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: ছবি্ দেখতে চমৎকার হইছে। এত ভাল ছবি তুইলা দেখানোর জন্য ডাইল পুরির সাথে চা দিয়েন।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
লুকটা এতো খাই খাই করে না দিয়াও পারা যায় না
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
রিপন বর্মণ বলেছেন: Apnar onek photo te e Narsingdi er lekha dekhi. Apni ki Narsingdi r.?
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, আমার বাড়ি মাধবদী
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
ধমনী বলেছেন: দারুণ সব ছবি। আপনার চোখের ফোকাস বেশ ভালো!!"
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ছবির ব্যাপারে আমি কিন্তু সবিসি পর্যায়ের ফটোগ্রাফার, কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নাই, তবে চেষ্টাটা থাকে সব সময় ভালো করার জন্য।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
জুন বলেছেন: আপনার এই বনে বাদাড়ে সিরিজের ছবিগুলো সব সময়ই দারুন আকর্ষনীয় হয়ে থাকে সাদা মনের মানুষ। অনেক ভালোলাগা।
+
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনারা আমাকে সব সময় উৎসাহ দেন বলেই আমি পথ চলে আনন্দ পাই, শুভেচ্ছা জানবেন
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও অনেক সুন্দর সুন্দর সব ছবি।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার চমৎকার সব ছবি !!!!
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিবেন লিটন ভাই
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
মেহেদী হাসান শীষ বলেছেন: ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: কতোটুকু সুন্দর জানিনা, তবে এটুকু জানি আমরা সবাই নিজ নিজ পোষ্টগুলো সুন্দর করতেই চাই, ধন্যবাদ
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি ব্লগ! একদম মন কেড়ে নেওয়ার মত! ছবি গুলো সত্যিই ছবির মতই সুন্দর! আপনার ছবি তোলার হাতও অসাধারণ এটা অ-স্বীকার করার উপায় নেই! ১৮ নং ছবিটা আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে!
বিঃদ্রঃ ভাই সম্ভাবত পাঁচ নং ছবির ক্যাপশনে একটা টাইপো আছে? ঐটা মনে হয়, মসজিদে ননবী না হয়ে মসজিদে নববী হবে (সিউর নই).......!
পোস্টে প্লাস সহ ভাল লাগা জানিয়ে গেলাম! ভাল থাকবেন!
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: মসজিদে নববীর নামটা সংশোধন করে দিলাম ভাই, ধন্যবাদ
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
ঝকঝকে ছবিতে ভালোলাগা ....
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার চকচকে মন্তব্যের জন্য আন্তরিক শুভেচ্ছা
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
বৃতি বলেছেন: চমৎকার ছবিগুলো
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০
মুদ্দাকির বলেছেন: সুন্দর
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: সেই বেলায় যে কোন সবজীরই প্রথম ফুল আর ফলটি টানতো বড্ড বেশী।। বেড়াতে যাবার সুবাদে দেখেছি বিলে পুরো গ্রামের লোকদের পলো,কুইচা ইত্যাদি দিয়ে মাছ ধরা।। তবে শাপলা তুলেছি বেশ কয়েকবার(সতর্ক দৃষ্টির সীমানায়!!) শহরের কিশোরটির সেই হারানো দিন আর ফিরে আসে না।।
তাই ছবি দেখেই মন ভরাই।।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: নষ্ট্যালজিকতায় না ভুগে মাঝে মাঝে গ্রামে ঢু মারলে তো পারেন
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
নিমগ্ন বলেছেন: আসলেই অসাধারণ একটি ছবি ব্লগ!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি আর বর্ণনায় অসাধারণ ------ মনটাই শান্তিতে ভরে গেল -------
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: মনটাই শান্তিতে ভরে গেল ------- আপনার মন্তব্যে আমারও মনটা ভালো লাগছে আপু
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
খোলা মনের কথা বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আগামী দিনের শুভেচ্ছা রইল
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ভাই
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আমার বাড়ির কাছেরও ছবি আছে দেখছি।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: কোনটা ভাই??
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
রাবার বলেছেন: অসাধারন ছবি।।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
সুলতানা রহমান বলেছেন: নাম না জানা ফুলের ছবিটি অনেক সুন্দর হয়েছে। দুটো বকের ছবি ও অনেক ভাল লেগেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যও অনেক ভালো হয়েছে আপু, শুভেচ্ছা জানবেন
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
নীল কপোট্রন বলেছেন: চমৎকার বেশ কিছু ছবি, ভালো লাগলো খুব।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে খুশী হলাম, ভালো থাকুন, সব সময়
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
-সাইরাস বলেছেন: চমৎকার পোস্ট সাদা মনের মানুষ ভাই
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সাইরাস ভাই
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
আদম_ বলেছেন: ৭ ......১ম স্থান
১......।২য় স্থান
০৯.....৩য় স্থান
পুরান ক্যামেরাটা তুমি কোথায়..........
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার নতুন ক্যামেরাটাও সমস্যা হয়ে গেছে, পুরোনো ক্যামেরাটার একটা আপগ্রেট ভার্সন আনানোর অনেক চেষ্টা করেও পারছিনা, তাই নতুন ক্যামেরাটার একটা আপগ্রেট ভার্সন খুব তাড়াতাড়িই নেওয়ার চেষ্টা করছি, ধন্যবাদ আদম ভাই, আপনিই আমার ছবিগুলোকে সব চেয়ে বেশী মূল্যায়ন করেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: চমৎকার !! +।