![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রথমে পড়ে নেই আমার লেখা একটা পুরোনো কবিতা।
নতুন সূর্য
নব বর্ষের নতুন সূর্য
আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল
মহাকাল মহাধুমে ।
সময় চাকার নাহিকো বিরাম
আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়
কালের ধরালো ঠোটে ।
হতাশ মানব বিরস মনে
আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে
বিদায়ের দিন গোনে ।
পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।
(২) বড়খনা বা কচুরী পানার ছোট ভাই ছোটপানা ফুল, নরসিংদীর পলাশ এলাকা থেকে তোলা ছবি।
(৩) জিনিয়া ফুল, কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।
(৪) দেখতে সূর্যমুখি ফুলের মতো তবে সাইজে অনেক ছোট, নামটা জানিনা। লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(৫) কর্ণফ্লাওয়ার, লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(৬) কাশফুল, সোনারগায়ের মোগরাপাড়া এলাকা থেকে তোলা ছবি।
(৭) জামরুল ফুল, আমার বাড়ি থেকে তোলা ছবি।
(৮) পাহাড়ি এই ফুলটার নামটাও মনে পড়ছেনা, তবে একজন নাম দিয়েছে সিঁদুরে কলমি, নামটা খারাপ না, এই ছবিটা তুলেছি সিপ্পি পাহাড় থেকে ফেরার পথে পাইক্ষংপাড়া আর রোনিন পাড়ার মাঝামাঝি পাহাড় থেকে।
(৯) দুর্বা ফুল, অনেকে এটাকে অফিস ফুলও বলে, কারণ সকাল ১০ টায় এগুলো ফুটে আবার বিকাল ৪টায় মজে যায়। এই ছবিটা তুলেছি বালিয়াটি জমিদার বাড়ি থেকে।
(১০) কি একটা কাঠ গাছ যেন, সেই গাছের ফুল গুলোর ছবি তুলেছি সোনাদিয়া দ্বীপ থেকে।
(১১) ল্যান্টানা ফুল, এটাও সোনাদিয়া দ্বীপ থেকেই তুলেছি।
(১২) বক ফুল, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।
(১৩) ধুতরা ফুল, সুন্দর বনের কচিখালী এলাকা থেকে তোলা ছবি।
(১৪) রক্ত কমল, সুন্দর বনের কাচিখালী এলাকা থেকে তোলা ছবি।
(১৫) পথের পাশে ফুটে থাকা হলুন রঙের এই ফুলটাকে তো হলুদ কলমীও বলা যায় নাকি বলেন? কুমিল্লার কোন এক প্রত্যন্ত এলাকা থেকে তোলা ছবি।
(১৬) কুমিল্লার বুড়িচং এর রাজাপুর স্টেশন থেকে তোলা ছবি।
(১৭) হাতিশুড় ফুল।
(১৮) আজকের পোষ্টের একমাত্র ফরেন ফুল, ভুটানের থিম্পু থেকে তোলা, নাম জানা নাই।
(১৯) শালুক ফুল, নাঙ্গল কোট কুমিল্লা থেকে তোলা ছবি।
(২০) মাধবপুরের ছাতিয়াইন থেকে তোলা ছবি।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্রথম শুভেচ্ছা লেখোয়াড় ভাই, ভালো থাকুন, সব সময়
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
চৌধুরী ইপ্তি বলেছেন: Oh! Awesome Pics!!
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
-সাইরাস বলেছেন: শুভ নববর্ষ ভাই
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ঈশান আহম্মেদ বলেছেন: নতুন বছরে একরাশ ফুলের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও তাই
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সুলতানা রহমান বলেছেন: ফুলেল শুভেচ্ছা!
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
সাদা মনের মানুষ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যও
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: শুভ নববর্ষ আর শুভ জন্মদিন কামাল ভাই!!!
আপনার জন্মদিনে দারুন সব ফুলের ছবি উপহার দিলেন!!!!
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ আপু
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
গোল্ডেন গ্লাইডার বলেছেন: খুব সুন্দর ফুল। ভাই বালিয়াটিটা কোন জায়গায়? +++
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
সাদা মনের মানুষ বলেছেন: মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: বালিয়াটি প্রাসাদ নিয়ে আমার একটা পোষ্ট আছে, এখানে টোকা দিয়ে দেখতে পারেন
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
পাজল্ড ডক বলেছেন: নতুন বছরের শুভেছা সাদা মনের মানুষ ভাই
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমিও সাদা মনে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানচ্ছি ভাই
৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা এবং সুন্দর ছবি ,খুব ভাল লাগল । হ্যাপি নিউ ইয়ার ।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: সব সুন্দর ফুল দিয়েই আপনাকে ইংরেজি বছরের শুভেচ্ছা....
প্রতিটি দারুণ !!
কবিতাও ভালো হয়েছে।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও দাদা, কেমন আছেন?
১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০
কামরুন নাহার বীথি বলেছেন: ৯ নাম্বার ফুলগুলো 'মস রোজ'।
তবে লাল বড়গুলো বাংলাদেশে মর্নিং রোজ, নাইন ও ক্লক, টাইম ফুলও বলেন অনেকে।
১৬ নাম্বারটা সম্ভবত করবী।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপু ফুলের নাম গুলো জানার জন্য আপনার মতো একটা মাষ্টার আমার দরকার
১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: ১ নাম্বার ফুলটা কি ভাটফুল?
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী আপু, এটার অন্য নাম বনজুঁই
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
উইশবার্ড বলেছেন: সুন্দর
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
প্রামানিক বলেছেন: কবি, ছড়াকার, ফটোগ্রাফার সব কাজের জন্য পারফেক্ট লোক কামাল ভাই। তার হাতের তোলা ছবি যেমন সুন্দর তেমনি তার লেখা ছড়াও চমৎকার। নতুন বছরে দুইটাই ভাল লাগল। ধন্যবাদ কামাল ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ফাটিয়ে ফেলবেন না যেনো ভাই
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ তো !
মন ভাল করা পোস্ট !
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: মন ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো, নববর্ষের শুভেচ্ছা জানবেন লিটন ভাই
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর!
নববর্ষের শুভেচ্ছা জানবেন, ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা নিরন্তর
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
গেম চেঞ্জার বলেছেন: মন ভাল করার মতো পোস্ট। লাইকড ইট।
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন ভাই
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই কবিতা তো জব্বর হয়েছে। ট্র্যাভেলার, ফটোগ্রাফার পরিচয়ের কবি পরিচয় পেলাম। আরও কত পরিচয় যে সাদা মনের পেছনে লুকিয়ে আছে!!!
+++
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
সাদা মনের মানুষ বলেছেন: দেখতে থাকেন, সবে তো মাত্র শুরু
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের ফুলেল শুভেচ্ছা ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারি, শুভেচ্ছা জানবেন
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
কিরমানী লিটন বলেছেন: নতুন বছরের ফুলেল শুভেচ্ছা....
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা লিটন ভাই
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
তামান্না তাবাসসুম বলেছেন: খুব সুন্দর ফুল happy New Year
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু happy New Year
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ছবি ব্লগ।ফুলে ফুলে ভরে উঠুক আমাদের ভুবন
নতুন বছরের শুভেচ্ছা
+++++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: সারাটি জীবন যেন আমরা ফুলের মতো সুন্দর সময় পার করতে পারি, ধন্যবাদ জাহেদ ভাই
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
তুষার আহাসান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা,পোস্ট এ +
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা তুষার ভাই, কেমন আছেন আপনি? অনেক দিন পরে দেখলাম
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
আমি ইহতিব বলেছেন: ভুটানের সাদা ফুলটি দেখতে আমাদের সোনালু ফুলের মত। সবগুলো ফুলই সুন্দর।
আপনার চোখে দেখে নিলাম নানান জায়গার নানান রকম ফুল। নতুন বছরের ফুলেল শুভেচ্ছা ভাইয়া।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: নতুন বছরের ফুলেল শুভেচ্ছা আপনাকেও
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
অগ্নি সারথি বলেছেন: ফুলেল শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সারথি ভাই, ভালো থাকুন, সব সময়
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: আরে প্রশাংসা করেছি, পাম তো আর দেইনি যে বেলুনের মত ফেটে যাবেন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: তো সেইটা আগে কইবেন্না??
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেরা কবিতা...
সেরা ফটো পোস্ট
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: সেরা মন্তব্য
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: প্রতিটা ছবিই অনেক সুন্দর।
নতুন বছরের শুভেচ্ছা
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু
২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
রক্তিম দিগন্ত বলেছেন: আমি তো ফুলের ছবি দেখে ভাবছিলাম - এইটা বীথি আপুর পোষ্ট!
ফুলগুলো দেখে হালকা হলেও রঙীন অনূভূতি হচ্ছে। শীতের রাতে রঙীন অনুভূতি - ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি। যদি খারাপ কিছু হয় - তাহলে দোষ কিন্তু আপনার।
পোষ্টটা সুন্দর। উপরের কবিতাটা বেশ ভাল ছিল। কবিতা না বলে, ছড়া বলাই ভাল।
তিন দিন চলে গেল - যাই হোক, নিউ ইয়ারই তো এখনো। হ্যাপি নিউ ইয়ার।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: পুরো জানুয়ারী মাসটাকেই আমরা নিউ ইয়ার ধরে চালিয়ে যেতে পারি, কি বলেন ভাই? শুভেচ্ছা জানবেন
৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যময় ফুলেল পোষ্টে নববর্ষের শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার জীবনেও নতুন বছর আসুক এমন কাব্যময় দীপ্তি আর ফুলের মতো দারুন ষৌন্দর্যময় হয়ে
হ্যাপি নিউ ইয়ার ২০১৬
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার শুভ কামনাটা আমার জন্য বিশেষ প্রয়োজনীয়, সবার জন্য শুভ কামনা সব সময়
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: সবগুলো ছবি কি দারুণ, এত সুন্দর দেখলে, মন খারাপ থাকলেও ক্ষনিকের জন্য মন ভাল হতে বাধ্য।
অনেক অনেক ভাল লাগা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই, ছবি দেখলে আমারও মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে গ্রামের ছবি
৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
ধমনী বলেছেন: আফনের বাড়ি কি লসুন্দি(নরসিংদি)?
ছবি ভালো লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এইডাই কয় মানিকে মানিক চেনে
৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
আদম_ বলেছেন: ১১..............১ম
০৮..............২য়
১৯...............৩য়
ল্যান্টানা ফুলের প্রতি আপনার একটা বিশেষ ভালোবাসা আছে। পোস্টে ঢোকার আগেই ভাবছিলাম যে ল্যান্টানা ফুলের ছবি থাকবেই, হলোও তাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ল্যান্টানা ফুলকে ভালোবাসার বিশেষ একটা কারণ ও আছে, রেল লাইন দিয়ে হাটার সুবাদে রেল লাইনকে যেমন আমার আপন মনে হয়, তেমনি রেল লাইনের পাশে প্রচুর ল্যান্টানা ফুল ফুটে থাকে বলে তাদের সাথেও আমার সখ্যতা সৃষ্টি হয়ে গেছে......শুভেচ্ছা জানবেন ভাই
৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
জুন বলেছেন: মালীর সযত্নে চর্চিত বাগানেরই হোক আর পথের পাশে অনাদরে ফুটে থাকা ভাট ফুলই হোক, দেখতে সবগুলোই কি যে ভালোলাগে সাদা মনের মানুষ । ছবিগুলো দারুন বিশেষ করে পলাশ এর মাঝে শালিকটা তো মন কেড়ে নিল ।
+
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: মালীর সযত্নে চর্চিত বাগানেরই হোক আর পথের পাশে অনাদরে ফুটে থাকা ভাট ফুলই হোক, দেখতে সবগুলোই কি যে ভালোলাগে........সত্যি বলেছেন আপু, ফুল সর্বদাই মন ভালো করে দেয়। শুভেচ্ছা জানবেন
৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।
২৪ শে মে, ২০১৬ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
লেখোয়াড়. বলেছেন:
ফুলে ফুলে ভরে উঠল চারিদিক।
নতুন বৎসরের প্রথম শুভেচ্ছা।
প্রথম +++++++++++++++