![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) গোলাপের মতো দেখতে এই ফুলটার নাম ক্যামেলিয়া, মেঘালয়ের রাজধানী শিলং থেকে তোলা ছবি।
(৩) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।
(৪) নদী-নৌকা-শিশু,ধরাভাঙা গ্রাম সলিমগঞ্জ, নবীনগর থেকে তোলা ছবি।
(৫) মাটির ঘর, শিবপুরের জয়নগর গ্রাম থেকে তোলা ছবি।
(৬) সেন্টমার্টিনের ছেড়াদিয়া দ্বীপ, এটা বাংলাদেশের দক্ষিন পূর্বের সর্বশেষ বিন্দু।
(৭) নিঝুম দ্বিপ, এখানে চড়ে বেড়ানো প্রাণীগুলো কিন্তু হরিণ না, ওখানকার বাসিন্দাদের পালিত ভেড়া।
(৮) শীলখালি বীচ, জেলে কুড়ের পাশ দিয়ে হেটে যাচ্ছে ভ্রমণ বাংলাদেশের সদস্যরা।
(৯/১০) পানাম নগরী, সোনার গাঁ থেকে তোলা ছবি।
(১১) ব্যাঙের ছাতা, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(১২) সবুজ বাড়ি, রাঙামাটির লংগদু থানা থেকে তোলা ছবি।
(১৩) ছাগলের পাল, কাশ্মীরের যাযাবরদের ছাগলের পালের ছবিটা তুলেছি মোগল রোড থেকে।
(১৪) ইষ্টিকুটুম পাখি, বট গাছের ফল খাওয়া রত অবস্থায় আমার বাড়ির পাশেই আমার ক্যামেয় ধরা খায়।
(১৫) খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ থেকে তোলা ছবি। ১৭০৪/৫ সালে ঢাকার প্রধান কাজী, কাজী খান মোহাম্মাদ এবাদউল্লাহ এর নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়। লালবাগ দুর্গের পশ্চিমে পুরনো ঢাকায় আতিশখানায় দাঁড়িয়ে আছে সুন্দর এ মসজিদটি।
(১৬) মাছ ধরা, মাওয়া ঘাট পদ্মা নদী থেকে তোলা ছবি।
(১৭) কদম রসূল দরগা, বন্দরের নবীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১৮) মহেশখালীর বাঁকে, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৯) বালিয়াটি জমিদার বাড়ির পেছনের পুকুর, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে তোলা ছবি।
(২০) সব শেষে আমি দাড়িয়ে আছি বাংলাদেশের পশ্চিম উত্তরের শেষ বিন্দু বাংলাবান্ধায়।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন চমৎকার মন্তব্যে বরাবরই আমি উৎসাহিত, শুভেচ্ছা জানবেন ভাই
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: চৎকার পোস্ট| ঘুরতে পারলে আপনার মত, চমৎকার হত
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ঘুরতে পারলে ভালো লাগে আমারও ভাই, তবে এর বিপরিতে অনেক বাস্তবতা পথ আটকায়
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
জুন বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ .।।সত্যি অপুর্ব সেই নিকানো পুছানো মাটির ঘর , কাপ্তাই লেক কোনটা ছেড়ে কোন ছবিটার কথা বলি সাদা মনের মানুষ । অনেক ভালোলাগা
+
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
সাদা মনের মানুষ বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি বর্ণনা।
আপনার চোখে অনেক কিছু দেখলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, পথে থাকলে এমন অনেক কিছুই দেখা যায়
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: সাগরে পাহারে জলে আর স্থলে এই প্রান্ত থেকে ওই প্রাস্তে অনেক জায়গা ঘুরে এলাম দেখে এলাম আপনার চোখ দিয়ে। ধন্যবাদ কামাল ভাই।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে সাথে নিয়া একটা ট্যুর দিতে চাই প্রামানিক ভাই, বলেন কোথায় নিয়া যাইবেন।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
গেম চেঞ্জার বলেছেন: আপনার কপাল রে ভাই.......হিংসা খালি হিংসাহ
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার হিংসা আমার জন্য অনুপ্রেরণা
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার পোস্টের ছবি দেখলেই মন ভাল হয়ে যায়।
আপনার পোস্ট করা ছবি তো দেখি বড় আসে কিন্তু আমার সব ছবি আসে ছোট ছোট। ছবি বড় করে দেওয়ার নিয়ম কি?
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি যখন ফ্লিকারে ছবি আপলোড করি তখন ছবির সাইজ ছবির ওয়াইড হয় ৮" হাইট ৬" রেজ্যুলেশন হয় ৭২......তারপর ফ্লিকার থেকে ব্লগে শুধু লিঙ্ক দিয়া দেই। ধন্যবাদ আপু
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
প্রামানিক বলেছেন: আমার তো সারা পৃথিবীটাই ঘুইরা ঘুইরা দেখবার মন চায় কিন্তু পারি না এখন আগের দিন নাই। তবে চিন্তা করে দেখি কই যাওয়া যায়।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: চিন্তা করেন, তয় আবার চুল পাকাইয়া ফেইলেন না
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: অবাক করা কিছু ছবি দেখালেন আজ, বিস্মিত আমি!!!!!!
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও তো বরাবরই আমাদের অবাক করেন ছবি দিয়া, আমরা ও কিছুটা চেষ্টা তো করি
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই,
সমুদ্র কিংবা মাটির ঘর অথবা ইট সুরখির জীর্ণ দোতলা যাই হোক ছবিগুলো অদ্ভুত সুন্দর।
ইষ্টিকুটুম পাখি আগে দেখি নাই তাই এক্সট্রা থ্যাংকস।
+++
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: রাজপুত্ররা রাজপ্রাসাদে থাকেন, সুতরাং ইষ্টিকুটুম পাখি দেখার সুযোগ কম থাকে
.........আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
ঘুড়তে থাকা চিল বলেছেন: দারুন!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
কিরমানী লিটন বলেছেন: প্রকৃতির অপার সৌন্দর্য অবলকন করার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় সাদা মনের মানুষ, সতত শুভকামনা রইলো ...।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, আমাকে বরাবরই উৎসাহিত করার জন্য।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ ছবি ব্লগ। খুব ভালো লেগেছে।
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকুন, সব সময়
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন সব ছবি দেখেই মন ভাল হয়ে যায়!
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ছবি দেখলে আমারও মনটা সব সময় ভালো হয়ে যায়
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
নীলসাধু বলেছেন: আপনার এসব পোষ্টে পুরো দেশের একটা চিত্র ফুটে উঠে।
ধন্যবাদ কামাল ভাই। নাইস ফটোগ্রাফি!
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: মাসুদ ভাই, কেমন চলছে দিনকাল?
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫
নীলসাধু বলেছেন: আছি ভাইসাব। তবে সেটল না। এখনো স্থিরতা নেই।
আপনার কি খবর? কেমন কাটছে দিন?
ঢাকায় এলে আওয়াজ দিয়েন। দেখা হলে ভালো লাগবে।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমারও কিছুটা অস্থিরতা চলছে ভাইকান, ব্যবসার অবস্থা বেশ খারাপ.....ঠিকাছে ঢাকা আসলে আওয়াজ দিমুনে
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
সাহসী সন্তান বলেছেন: আমার কাছে যদি কেউ প্রশ্ন করে, ভাই ছবি এবং ভ্রমণ ব্লগ হিসাবে সামুর দুইজন ব্লগারের নাম বলেন তো? আমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই ব্লগার সাদা মনের মানুষ এবং প্রিয় আপু জুনের নামটা বলে দেবো! কথাটা হয়তো অনেকের কাছে তেল মারা মত লাগতে পারে। তবে আমার কাছে যেটা সত্য আমি সেটাই বললাম! সত্যিই বলছি ভাই, আপনার ভ্রমণ ব্লগটা অনেক সুন্দর লাগে আমার কাছে!
পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম! শুভ কামনা জানবেন!
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আমনার মতামতকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, তবে জুন আপার সাথে আমার তুলনা করায় কিছুটা বিব্রত ও বটে। জুন আপা সামু ব্লগে সত্যিই অপ্রতিদ্বন্দি।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
মিঃ এলিয়েন বলেছেন: আমার মন মাতানো অপূরূপ মায়াবী সুনন্দর এই আমার দেশ..অনেক গর্বকরি এই দেশ কে নিয়ে.আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...শুভেচ্ছা আপনাকে
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
মুদ্দাকির বলেছেন: আপনার এই পোষ্ট গুলো বড়ই বেদনাদায়ক কিন্তু বেদনা উপভোগ করার মতই!!
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
সাদা মনের মানুষ বলেছেন: যারা প্রবাসী এবং যারা জীবনের জালে আটকা পড়েছে তাদের জন্য এমন পোষ্ট অনেক সময় বেদনার কারণ হতে পারে, ধন্যবাদ।
২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
ধমনী বলেছেন: বাংলাবান্ধায় এতো শীত.....
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
সাদা মনের মানুষ বলেছেন: শীতের দিনে সাধারণত ওদিকে শীতটা একটু বেশীই হয় ভাই
২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
আদম_ বলেছেন: ০৪..............১ম স্থান
০৫+ ১৪.......২য় স্থান
১৬..............৩য় স্থান।
০৪ নং ছবিতে পুরো বাংলাদেশ এক সাথে ধরা পড়েছে--নদীমাতৃক বাংলাদেশ। আদি অকত্রিম একটা ফ্লেভার আছে।
০৫+১৪ সাধারণ হয়েও অসাধারণ।
১৬ জীবন ও জীবিকার লাইভ টেলিকাস্ট।
২০ নং ফটুর লুকটা কে?? উনার ক্যামরায় আমার একটা ফটুক তুলতে মুন্চায়।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন আপনাকে সামনা সামনি পেলে হয়তো ছবি তোলার সৌভাগ্য আমার হবে........আপনার এমন দূরদর্শি চিন্তা চেতনার জন্যই আপনাকে শ্রদ্ধার আসনে বসিয়েছি ভাই।
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
সাজিল বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। কি ক্যমেরা ব্যাবহার করেছেন ?
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: canon-pc1817
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখানে এসে চমৎকার কিছু সময় কাটল ।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন লিটন ভাই
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
নতুন বাঙ্গাল বলেছেন: আপনাকে দেখে হিংসে হয়, বাংলাদেশের সৌন্দর্যের সবটুকুই আপনি একাই দেখে ফেলছেন প্রায়।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের হিংসা আমার জন্য অবশ্যই শুভ কামনা, সব দেখিনি, আর দেখা সম্ভবও নয়, তবে সর্বোচ্চ দেখার চেষ্টাটা আমার ষোলআনা, ধন্যবাদ ভাই
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
এহসান সাবির বলেছেন: যদি আপত্তি না থাকে তাহলে আপনার মোবাইল নং টা আমাকে ইমেল করে দিবেন প্লিজ।
[email protected]
ডিসট্রাব করব না কথা দিচ্ছি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এফ বি আইডি টা দেন
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
বৈচিত্রে ভরা সিরিজে..
সাগর থেকে কুড়ে, পাহাড় থেকে নদী। এ প্রান্ত থেকে ও প্রান্ত.. দেশ ছেড়ে বিদেশ...
এক ফ্রেমে কত্ত ভ্রমন
+++++++++++