নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৩৬

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) পরগাছার ফুল ধাইরার ঝোপে বসা নীল টুনি, এটা আমার বাড়ির সামনে থেকে তোলা ছবি।


(৩) কোষা নাও নিয়ে দুই কিশোরি গরুর খাবার নিয়ে আসছে জলাভুমি থেকে, ছবিটা নরসিংদীর বর্দ গ্রাম থেকে।


(৪) ফুলে প্রজাপতি, বান্দরবানের হোটেল পর্যটনের সামনে থেকে তোলা ছবি।


(৫) অ্যারো ভ্যালী, পেহেলগাম, কাশ্মীর থেকে তোলা ছবি।


(৬) মিষ্টি পানের দোকান, শহীদ কল্লা শাহের মাজার, আখাউড়ার খরমপুর থেকে তোলা ছবি।


(৭) জেলে সাম্পান, শীলখালি বীচ থেকে তোলা ছবি।


(৮) বোতলব্রাস ফুলে খেলারত বুলবুলি, এই ছবিটা তুলেছি ঘোড়াশাল, নরসিংদী থেকে।


(৯) ঘাস খাচ্ছে হরিণ, বঙ্গবন্ধু সাফারী পার্ক, গাজীপুরের শ্রীপুর থেকে তোলা ছবি।


(১০) বট গাছের মাথায় বসা সাদা বক, এটা তুলেছি নেপালের পোখারা থেকে।


(১১) রাস্তার পাশে উপজাতিয় কূড়ে ঘর, এই ছবিটা তুলেছি রাঙামাটির সাজেক ভ্যালী যাওয়ার পথ থেকে।


(১২) শর্ষে সুন্দরী, এই ছবিটা নারায়ণগঞ্জের গোপালদী থেকে তোলা।


(১৩) ছয়াবীন ফুল, নরসিংদী সদর থানার খড়িয়া এলাকা থেকে তোলা ছবি।


(১৪) গরমের আরাম, শরবত বিক্রির এই ছবিটা চাঁদপুর মতলবের ল্যাংটার মাজার এলাকা থেকে তোলা।


(১৫) মেঘালয়ের পাহাড়ের পাদদেশে পানি ব্যষ্টিত কিছু বাড়িঘর, এটা সুনামগঞ্জের তাহিরপুরের এলাকার হাওড় এলাকা থেকে তোলা ছবি।


(১৬) রিক্সা, যাত্রী এবং রিক্সার ড্রাইভার সবই রিক্সার চেইন দিয়া বানানো, এটা নরসিংদীর চৈতাব এলাকার ড্রীম হলিডে পার্ক থেকে তোলা হয়েছে।


(১৭) বরবটি ফুল, চট্টগ্রামের বাড়বকুন্ড এলাকা থেকে তোলা ছবি।


(১৮) ছাগল এবং মানুষ, ছবিটা তুলেছি বালু নদীর পাড় থেকে।


(১৯) পাসিং পাড়া, এটাই বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম। বান্দরবানের কেউকারাডাং পাহাড়ের পরই এর অবস্থান।


(২০) এটা আমি, কাশ্মীরের আপেল তলায়।

মন্তব্য ৬২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপেল কয়টা চুরি করে খেয়েছেন?

সাবাস! আবার সেই দিন গুলো বোধ হয় ফিরে এল। ১৬ নম্বর ছবিটা ব্যাতিক্রমী। ধন্যবাদ সাদা মনের মানুষ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ওস্তাদ আপ্নে সাথে থাকলে চুরিটা জমতো ভালো :D

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ সুন্দর !

পোস্টে এ++

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যেও এ++ :D

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফটু মাষ্টার, আমারও ওস্তাদ আছে। কোহিনূর মেজদা। তারে কী একটা মেসেজ দিমু?

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ওস্তাদের ওস্তাদ! মেজদা তাহলে সেই লুক!! দাদারে ডাকেন ওনার চাঁন মুখ খানা খুব দেক্তে ইচ্ছা কর্তাছে :-B

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

পুলহ বলেছেন: শীলখালি বীচটা কোথায় ভাই ?
প্রতিটা ছবিই অপূর্ব, অনবদ্য... এতোটাই চমতকার যে- ল্যাপটপে বসে ছবি দেখছি, অথচ মনে হচ্ছে বুঝি ঘাস-মাটির খুব কাছাকাছিই আছি; চারপাশ আলো করা ইলেকট্রিক বাতি, তবুও মনে হয় যেনো রৌদ্র এসে গায়ে লাগছে...
বরবটি ফুলের পাপড়িগুলোকে জোছনায় ভিজিয়ে আনা হয়েছে কি? কিংবা নীল টুনির গায়ে কি কেউ ছিটিয়ে দিয়েছে আবির গুড়ো??

শুভকামনা জানবেন! সত্যিই খুব ভালো লাগলো :)

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: শীলখালি বীচটা ইনানী এবং টেকনাফের মাঝামাঝি একটা জায়গায়.......আপনার মন্তব্যে সত্যিই আমি অনুপ্রাণিত হলাম ভাই, আন্তরিক শ্রদ্ধা জানবেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো । সবগুলোই সংরক্ষন করে রাখলাম । ধন্যবাদ আপনাকে ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা আল আমিন ভাই

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

ফেরদৌসা রুহী বলেছেন: মন ভালো করা সব ছবি।

মিষ্টি পানের ছবি দেখে মনে হচ্ছে এক্ষুনি এক খিলি পান মুখে পুরে দেই।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আগে মিষ্টি পান দেখলেই আমিও খেতাম, কিন্তু পানের সাথে আমার একবার তিক্ত অভিজ্ঞতা হওয়ার পর আর ফিরে তাকাই না, ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



সাদা মনের মানুষের ছবিতে এতো এতো রঙ কেন !!!!!!!!

কোষা নাও নিয়ে দুই কিশোরির ছবিটি যেন জ্যান্ত । পিছনে কুড়েঘর নিয়ে থির থির কাঁপা নদীর জল কি শান্ত সমাহিত একটুকরো আবেশ ধরিয়ে দিয়ে গেলো ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমার ছবির দারুণ অর্থ বের করেছেন ভাই, আমি নিজেও এতোটা ভাবিনা, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা ভাল।

একই পোষ্টে কত্ত কত্ত জায়গায় ঘূরা হয় :)

এই নরসিংদী তো এই কাশ্মীর আবার খড়মপুর তো পরেই সিলেট... বৈচিত্রময় ফটোব্লগ আর দারুন দারুন ফটোর জন্য শুকরিয়া :)

+++++

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনি বরাবরই আমার পোষ্ট মন্তব্য করে উৎসাহিত করে যান

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

কল্লোল পথিক বলেছেন: অসাধারন ছবি ও বর্ণনা।
শুভ কামনা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, আন্তরিক শুভেচ্ছা নিবেন

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ইচ্ছে, একবার আপনাদের সাথে বের হবো।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমারও ইচ্ছে করে , চলেন একবার বের হই

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

শরাফত বলেছেন: মানতেই হবে আপনার ছবি তোলার হাত অসাধারণ ।

আর আপনার পোস্টগুলোও অনেক ভালো লাগে ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ছবি তোলায় আমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নাই, তবে মনের মাধুরী মিশিয়ে তোলার চেষ্টাটা সব সময়ই করে থাকি, ধন্যবাদ শরাফত ভাই

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আজাদ ভাই

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: ছয়াবীন ফুল আপনার কল্যানেই দেখলাম, এর আগে কখনও দেখিনি।
বরাবরের মতই সমৃদ্ধ এবারের ছবিগুলো!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ফুলের রানী হয়ে এসব কি বলেন আপু, আমি তো জানি আপনি সব ফুল চিনেন, সব ফুলের নাম জানেন........ :)

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

হাসান রাজু বলেছেন: অসম্ভব অসম্ভব অসম্ভব টাইপের সুন্দর ছবি ।
পাসিং পাড়ার ছবিটা কলিজায় মোচড় দিয়েছে । যেন চা বাগানের মধ্যে দিয়ে মেঠো পথের ধারে ছোট্ট বাজার কিংবা লোকালয় । মনে হয় ছেলেবেলায় কোন এক রোদেলা দুপুরে এমন কোন জায়গায় কখনো গিয়েছি । সত্যি অসাধারণ ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ি এই জনপদগুলি সত্যিই মনকে নাড়া দেয় সব সময়, ইচ্ছে করে বারেবার ছুটে যাই এমন সুন্দর প্রকৃতি সনে, ধন্যবাদ রাজু ভাই

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো আবার দেখলাম। সত্যিই অসাধারণ! ফটু মাস্টারকে এক কোটি সেলাম।

মেজদা এখন ভাব সঙ্গীত রচনায় ব্যস্ত। তারে ডিস্টার্ব করলে তার ভাব সঙ্গীত ফিল্মের গান হইয়া যাইতে পারে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই, আমি কিন্তু কোটি বার সালামের জবাব দিতে পারমু না........মেজদা লুকটা এখানে আহে না ক্যান কে জানে?

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

টয়ম্যান বলেছেন: অনেক সুন্দর ছবি +++++্

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা নিবেন ভাই

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

ধমনী বলেছেন: আপনার তোলা ছবি দেখলে হিংসে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: এটাতো আমার প্রতি আপনাদের শুভ কামনা

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: ছবিগুলো খুব ভাল লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মুন

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধমনীর মন্তব্যটি একবার দেখুন। শুধু আমিই আপনার রূপে মুগ্ধ না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাকে যেমন ছোট ভাই হিসাবে স্নেহ করেন, তেমন আরো অনেকেই আছে, এটা আমার বাড়তি পাওনা :)

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

জুন বলেছেন: সাদা মনের মানুষ স্ক্রল করে ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম মন্তব্যের ঘরে আমি এই ছবিটার কথা উল্লেখ করবো । কিন্ত শেষ পর্যন্ত পারিনি । একথায় কি আপনার ছবিগুলোর যথার্থ প্রশংসা হলো কি ?
তারপর ও মেঘালয়ের পাহাড়ের নীচে সুনামগঞ্জ ছবিটার কথা বলতেই হয় , কারন সেই পাহাড়ের চুড়ো থেকে আমি এই নীল সায়র দেখেছিলাম ।
+ ৯

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আপু ওই পাহাড়ে যেতে হলে নিশ্চয়ই আগরতলা যেতে হয়, আগরতলায় দর্শনীয় স্থান কি আছে একটু বললে উপকৃত হই, খুব শীঘ্রই ওদিকে যাওয়ার ইচ্ছে আমার।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়তি পাওনা নয়, আপনার প্রাপ্য। এই প্রাপ্যকে যে অস্বীকার করবে, তার দীনতাকে ক্ষমা করে দিয়েন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি যেহেতু ভালোবাসেন আপনি সেটা বলবেন অবশ্যই, শ্রদ্ধা

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

জুন বলেছেন: ভাই সাদা মনের মানুষ আপনি যে জায়গার ছবি দিয়েছেন তা মেঘালয়ের পাহাড় বলেছেন , যা সিলেটের উপরের অংশ। আর মেঘালয় রাজ্যের রাজধানী শিলং গিয়েছিলাম সিলেটের তামাবিল ডাউকি বর্ডার দিয়ে। শিলং এর চেরাপুঞ্জী থেকে ৫টি জায়গা দিয়ে বাংলাদেশ দেখা যায়।
আর আগরতলা হলো কুমিল্লা ব্রাম্মনবাড়িয়ার পাশে ত্রিপুরার রাজধানী। সেখানে আমি যাই নি কখনো। তাই কোন সাহায্য করতে পারলামনা, আমি আন্তরিক দু:খিত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শিলং আমারও যাওয়া হয়েছে, এবার ভাবছি আগরতলা যাবো, ধন্যবাদ আপু

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: আপেল কয়টা চুরি করে খেয়েছেন?

চুরি কথাডা আমি কই নাই আবু হেনা ভাই কইছে। তবে ছবি দেখে মন জুড়িয়ে গেল। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সেই গল্পটার কথা মনে পড়ে গেল, যাক সেটা আজকে আর বলছি না =p~

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

উল্টা দূরবীন বলেছেন: বলতেই হচ্ছে, ছবি তোলার হাত মারাত্মক লেভেলের ভালো আপনার। এমন ভয়ঙ্কর সুন্দর ছবিব্লগে যে কেউই মুগ্ধ হবে। ভালোলাগা রেখে গেলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: ++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

আদম_ বলেছেন: ১ম স্থান ১৮ নম্বর,
২য় স্থান ০৭ নম্বর,
৩য় স্থান ০২ নম্বর।
............................................
সবচেয়ে সুন্দর মন্তব্য ০৪ নং।
..........................................
মনটা উসখুস করছিলো, ভাবলাম সাদামনের বল্গ থেকে ঘুরে আসি। ভেবেছিলাম আপনার কাছে কিছু না কিছু থাকবেই; হলোও তাই। অনেক ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, কেমন আছেন আপনি?

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

আদম_ বলেছেন: ভালো আছি স্যার। আপনি ভালোতো?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি খুবই ভালো আছি ভাই, আপনাদের দোয়ায়

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: বনে বাঁদাড়ে তো আমার প্রিয় সিরিজ।

এক গুচ্ছ ভালো লাগা ভাইয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য দুই গুচ্ছ শুভেচ্ছা :)

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

গেম চেঞ্জার বলেছেন: ফাটাফাটি সব কার কারবার......... :)

খুব ভাল একটি ছবি ব্লগ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: অন্তর ফাটানো শুভেচ্ছা জানবেন ভাই

৩১| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৫

মাদিহা মৌ বলেছেন: ইইইইইই! ১৪ নাম্বারটা চাঁদপুরের!

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপু খাবেন্নাকি এক গ্লাস :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.