নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভু-স্বর্গ কাশ্মীর ভ্রমণটা আনন্দের হলেও সব সময় আমাদের মনে কাশ্মীর নিয়া একটা ভয় কাজ করে। আর এবার আমরা যখন কাশ্মীর ভ্রমণ শুরু করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছে অবরোধ। এ যেনো ভয়ের ষোলকলা পূর্ণ হলো। তবে সেটাই হয়েছিলো আমাদের জন্য শাপে বর, আমাদের ড্রাইভার সাহিল জম্মু শ্রীনগর হাইওয়ের বদলে এমন এক রাস্তা ধরে আমাদেরকে পেহেলগাম নিয়ে গিয়েছিলো তাকে বিনা দ্বিধায় বলা চলে স্বর্গের পথ। কাশ্মীরে বেশ কয়েকটি দৃষ্টি নন্দন মোগল গার্ডেন রয়েছে, তিনটি গার্ডেন দেখার সৌভাগ্য আমার হয়েছিলো। আগে আমি পোষ্ট দিয়েছিলাম মোগল গার্ডেন চশমেশাহীকে নিয়ে। আজকের পোষ্ট মোঘল গার্ডেন নিশাতবাগকে নিয়ে।
কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের পূর্ব পাড়ে পীর পাঞ্জাল রেঞ্জের জাবারওয়ান পর্বতের পাদদেশে মোগলদের একটি বিখ্যাত গার্ডেন হলো নিশাত বাগ। মোগল গার্ডেনগুলো দেখলে চমৎকৃত হবেন না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। এই মোগল গার্ডেন গুলো সবই পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে পিছনের দিকটা উঁচুতে উঠে গেছে, আর সেখান থেকে পাহাড়ি ঝর্ণাকে গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান রাখা হয়েছে। নিশাত বাগ ডাল লেকের পাড়ে হওয়ার এর সর্বশেষ পানিগুলো ডাল লেককে অবিরত পানির জোগান দিয়ে যাচ্ছে।
তো এবার আমার ক্যামেরায় দেখে নেই সেই বিখ্যাত মোগল গার্ডেন নিশাতবাগ কে।
(২) নিশাতবাগে ঢোকার আগে ডাল লেকের পাড়ের রাস্তায় দাড়িয়ে গার্ডেনটাকে এমনই দেখায়।
(৩) মোগল গার্ডেন গুলো সবই পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে পিছনের দিকটা উঁচুতে উঠে গেছে, আর সেখান থেকে পাহাড়ি ঝর্ণাকে গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান রাখা হয়েছে। তাই প্রথমেই সিড়ি বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে।
(৪/৫) গার্ডেনে ঢুকে প্রথমেই প্রিয়াংকার রূপ দেখে মুগ্ধ হতেই হবে।
(৬) আর সদ্য বৃষ্টিস্নাত কাশ্মীরি গোলাপের কথাটা নাইবা বললাম।
(৭) রয়েছে আমাদের দেশী ফুল ডালিয়াও।
(৮) প্রত্যেকটা মোগল গার্ডেনেই এই গাছগুলো রয়েছে, নাম জানিনা, দেখতে অনেকটা বনসাইয়ের মতো।
(৯/১০) সরু লনগুলোর দুই পাশেই নাম জানা অজানা নানা রঙের ফুলের বাহার দেখে নিজের অজান্তেই মোগলদের প্রশংসা করতেই হয়।
(১১) এমন সুন্দর স্মৃতি কার না ধরে রাখতে ইচ্ছে করে।
(১২) নিশাতবাগের মাঝখানে দাড়িয়ে পূর্ব দিকে ক্যামেরা তাক করলে ক্রমান্বয়ে উঁচু হয়ে যাওয়া বাগানের শেষটা দেখা যায় মেঘে ঢাকা জাবারওয়ান পর্বতের পাদদেশে গিয়ে শেষ হয়েছে।
(১৩) আর পশ্চিম দিকে ঘুরে গেলে দেখা যাবে বাগানের শেষ মাথায় দেখা যাচ্ছে চমৎকার ডাল লেক, যার টলটলে জলে পর্যটকরা শিকারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
(১৪) নিশাতবাগে একটু জিরিয়ে নিতে চাইলে পর্যটকদের জন্য রয়েছে এমন সুন্দর ব্যবস্থা।
(১৫) উদয়পদ্ম গাছটা নিশাতবাগেই আমি প্রথম দেখেছি, কিন্তু ফুল দেখার সৌভাগ্য হয়নি।
(১৬) তবে উদয়পদ্মের ফলটা ঠিকই দেখা হয়েছে।
(১৭/১৮) ম্যাপল গাছগুলো থেকে ঝড়ে যাওয়া লাল পাতাগুলো সবুজ ঘাসের উপর বিছিয়ে থাকায় যেন একটা অপ্রার্থিব সৌন্দর্য্যের সৃষ্টি হয়েছিলো নিশাতবাগে।
(১৯) নিশাতবাগ থেকে যখন বের হই তখন সন্ধ্যার আঁধার প্রায় ঘনিয়ে এসেছে, ডাল লেকের পড়ে একটা পাহাড় চুড়ায় দেখা যাচ্ছে মোগলদের একটা দূর্ঘ, যা এখন কারাগার হিসাবে ব্যবহৃত হয়।
(২০) ডাল লেকের পাড়ের ফুটপাতের এই দোকানী থেকে কিছু বাদাম কিনে ড্রাইভার সাহিলকে নিয়ে ছুটলাম পরবর্তি গন্তব্যে........
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আশরাফুল ভাই, ব্লগে না আসলে হয়তো আপনার মতো গুণী লেখকের পরিচয়ও আমাদের পাওয়া হতো না।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
আমজনতা৭১ বলেছেন: চমৎকার ছবি গুলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমজনতা
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
১৯ নম্বরে দৃষ্টি থেমে গেলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনার আর বাদাম খাওয়া হলো না
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: সুন্দর !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলা দেখতে আবার আইলাম।
এইডাই আমার কমেন্ট।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
বাংলার নেতা বলেছেন: এত্ত সুন্দর কেরে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো হেইয়াই কই ভাইজান
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
শচীন দেব বর্মনকে একটু ঘুরিয়ে বলি , তুমি চলে গেছো / ঝরাপাতা বিছানো পথে.....................।
আপনিও ঝরা লাল পাতাদের শুয়ে থাকা পথ দিয়ে আমাদের নিয়ে গেলেন আর এক ভালোলাগার স্বর্গে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে বেশ কাব্য আছে, এমন মন্তব্য পেলে পথ চলতে উৎসাহিত হই ব্যপক
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি
রাস্তায় ছবি তোলেন নাই ?
চমৎকার ভ্রমন পোস্ট
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: গাড়ি দিয়া চলার কারণে আর খুব বেশী তাড়া থাকায় রাস্তার ছবি খুব একটা তোলা হয়নি, তবে কিছু তুলেছি, ধন্যবাদ আপু
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
জুন বলেছেন: ইন্ডিয়ান এক বিখ্যাত গায়িকার গানের ভাষায় আমিও বলি জীএস ভাইয়ের মত ঃ-
ঝরা পাতা ঝড়কে ডাকে
বলে তুমি নাও আমাকে
আমায় তুমি এমনি করে ডাকলে না ।
নিশাতবাগ কবে এমন করে ডাকবে আমাকে অপেক্ষায় থাকলাম সাদা মনের মানুষ
অসাধারন ছবি । মুগ্ধ হয়ে গেলাম ।
+
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, বরাবরই আমাকে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞ আপনার কাছে।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
কল্লোল পথিক বলেছেন: অসাধারন ছবি। ভাই আপনার চোখে অনেক কিছু দেখলাম। ধন্যবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, শ্রদ্ধা জানবেন
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
সাহসী সন্তান বলেছেন: ভাই দুঃখের বিষয় একটা ছবিও দেখতে পেলাম না! মজিলা ফায়ারফক্স-এ একটা ছবিও প্রিভিও হলো না। কেন বুঝলাম না?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: মজিলাতে সমস্যা হলে ক্রোম নিয়ে দেখতে পারেন
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো পোস্টটা। ভাল থাকবেন। দেখে যাবেন, লিখে যাবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় চেষ্টা থাকবে সব সময়
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঝরা পাতা আর ফুলের ছবিগুলো দারুণ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: সালাম প্রফেসার, শুভেচ্ছা জানবেন
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন:
বেশ সুন্দর ছবি । রঙের মেলা।
আশরাফুল ভাইকে দেখে বেশ ভালো লাগলো।
সাদা মনের মানুষ ভাইয়ের জন্য শুভ কামনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: বাবলা ভাই, কেমন আছেন? আপনাদেরকে ব্লগে দেখলে মনে বেশ জোর পাই
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
Gm Al Amin বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ্ !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার, অতি চমৎকার ছবি গুলো!!! আমার জন্যতো অবশ্যই!!!
উদয়পদ্মের ফল জীবনে প্রথম দেখলাম আপনার কল্যাণে!!!
এখন থেকে আপনার সাথে ঘুরতে হবে!!!!
মোঘল বাগানের ফুল আমার বাগানেও আছে, হুম্ম!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা মোগলের স্ত্রীলিঙ্গ কি হতে পারে? মুগলী?
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
মেজদা বলেছেন: এক কথায় চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
সাদা মনের মানুষ বলেছেন: ইমানে কইছেন??
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কফি খাওয়ার লোভে আরও একবার ছবিগুলো দেখে গেলাম। মেজদা বলেছেন, এক কথায় চমৎকার। দুই কথায় কী বেসম্ভব চমৎকার? তাহলে তিন কথায় বেসম্ভব বেসম্ভব চমৎকার।
কী বলেন সাদা মনের মানুষ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ১০০ কথায় কি, এবার সেইটা বলেন আশরাফুল ভাই
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
শ।মসীর বলেছেন: ভাল লাগা.......।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
এহসান সাবির বলেছেন: আমার তো এই সব ছবি দেখলে ক্যালেন্ডারের ছবি মনে হয়।
ভালো লাগা ভাইয়া।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিরানব্বইটা বেসম্ভব আর একটা চমৎকার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি গেয়ানী লুক
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী যে বলেন না! গেয়ানী লুক হইল গিয়া আমাগো মেজদা। তার ভাব সংগীতে পরকালের কত গেয়ান, সেইটা কী দেখছেন? না দেখলে বইমেলায় চইলা যান। মেজদার গেয়ানের বই খই মুড়ির মতো বিক্রি হইতাছে। আপনি গেলে একখান ফ্রী পাইবেন। আমার জন্যেও একখান ফ্রী নিবেন। ফ্রী না দিলে ধারে নিবেন। ইনশাআল্লাহ পরকালে শোধ কইরা দিমু।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: কালকে বই মেলায় যামু, দেখি গেয়ানী লুকটর সাথে দেখা করার সৌভাগ্য হয় কিনা.........ফিরি না দিলে মাগনা নিমু
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: আপনি আগামী কাল মেলায় আসেন আমিও থাকমু। মেজদারে আনার জন্য দরকার পরে গরুরগাড়ি পাঠায়া দিমু। ধন্যবাদ কামাল ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: মেজদার মতো লাশ গরুর গাড়িতে টানতে পারবে বলে মনে হয় না, দেখেন একটা ছাগলের গাড়ির ব্যবস্থা করা যায় কিনা
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: মেজদা এক কথায় চমৎকার কইছে আমি কি কমু বুঝতে পারতেছি না। তবে অসম্ভব সুন্দর কইয়া ছাইড়া দিলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: যাক ছাইড়া দেওয়াতে হাফ ছেড়ে বাঁচলাম
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন ভার্চুয়াল কাশ্মীর ভ্রমনের জন্য ধন্যবাদ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: দারুন।
++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
মুদ্দাকির বলেছেন:
আপনার পোষ্ট পড়ি না , শুধুই দেখি , সুন্দর !!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টে আসলে পড়ার বিশেষ কিছু থাকেও না, ধন্যবাদ আপনাকে
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশী রকমের সুন্দর , চোখ ঝলসে দেবার মতো ছবিব্লগ। ++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক উৎসাহিত হলাম, ধন্যবাদ আপু
৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: আচ্ছা মোগলের স্ত্রীলিঙ্গ কি হতে পারে? মুগলী? -------
মোঘল সম্রাট -এর স্ত্রীলিঙ্গ হইল মোঘল সম্রাজ্ঞী!!!!!
আমি মোঘল নই, বাঙালি!!
আপনি কি বাঙালা ????
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি মুগলী হইলে তো আমি বাঙালা না হইয়া উপায় নাই
৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
স্বাধীনতাকামী বলেছেন: চমৎকার সব ফুলের সমারোহ ...!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি চরম ঠ্যাঁটা!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠ্যাঁটা খায় না পিন্দে বুঝলাম না তো আপু
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: কিছুই যখন বুঝলেন না,তখন খেলমু না!!!!!
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উদয়পদ্মের ফল জীবনে প্রথম দেখলাম। ভাগ্যিস আপনার মতো ভ্রমন পাগল একজন ব্লগার ছিল।
ধন্যবাদ সাদা মনের মানুষ।