![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ঘরে ফেরা, কৃষকের এই ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।
(৩) কয়লা বহনকারী গাড়ির শিশু চালক, এটা সুনামগঞ্জের টেকের ঘাট থেকে তোলা ছবি।
(৪) লেবু ফুল, নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) বাজারের নাম বুড়াবুড়ি, নামটা দেখে চমৎকৃত হলাম। তেঁতুলিয়া পঞ্চগড় থেকে তোলা ছবি।
(৬) হাসন রাজা ব্যবহৃত খড়ম, সুনামগঞ্জের হাসন রাজা মিউজিয়াম থেকে তোলা ছবি।
(৭) তিন নেতার মাজার (হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে-বাংলা এ.কে. ফজলুল হক), পেছনে দেখা যাচ্ছে মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে নির্মিত মসজিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাযর দোয়েল চত্বরের উত্তর পাশ থেকে তোলা ছবি।
(৮) বানরকে খাওয়ানো, এই ছবিটা তুলেছি নরসিংদীর মনোহরদী থানার রামপুর এলাকা থেকে।
(৯) বিজয়ী হাসি, কাকড়াটা মনে হয় তার হাতে চলে এসেছে, তাই এমন বিজয়ী মার্কা হাসি, শীলখালী বীচ থেকে তোলা ছবি।
(১০) পুলিশরা বই বিক্রি করে এই বছরের বই মেলায়ই (২০১৬) আমি প্রথম দেখলাম। কিন্তু কেনার সাহস করতে পারি নাই।
(১১) পাখিটার নাম ফটিকজল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১২) বাসর ফুল, তেতুলিয়া পঞ্চগড় থেকে তোলা ছবি।
(১৩) নাগর দোলা, বিরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১৪) সাগরে নামার জন্য প্রস্তুত একটা জেলে নাও, শীলখালী আর ইনানী বীজের মাঝামাঝি কোন জায়গা থেকে তোলা ছবি।
(১৫) ফুলের নাম দাঁতরাঙা, সিলেট থেকে তোলা ছবি।
(১৬) শাহপরীর দ্বীপ, শাহ পরী টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ।শাহ পরীর দ্বীপের বাম পাশে নাফ নদী। নদীর ঐ পারে বার্মা বা মায়ানমার সীমান্ত।
(১৭) কমলা, মৌলভীবাজার জেলার জুড়ী থেকে তোলা ছবি।
(১৮) কেয়ারি ক্রুজ, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জাহাজ।
(১৯) গাছের নাম কাকড়া, সেই গাছের ফল যেহেতু তাই এটা কাকড়া ফল। সুন্দর বনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি।
(২০) ফুলের নাম শালুক, লাকসামের নাওটি এলাকা থেকে তোলা ছবি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই এই যে নিজের ইচ্ছে ভুবনে হারিয়ে যাওয়ার আনন্দ , এর মতো রঙিন আর কি আছে !!!!!
এরকমই রঙিন হয়ে উঠুক হারিয়ে যাওয়ার আনন্দগুলো ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: যাতা কল থেকে হারাতে না পারলে তো বাঁচিনা ভাই........তাই হারাতে হয়, শুভেচ্ছা
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
এম এ কাশেম বলেছেন: সাদা মনের মানুষগুলো ভাল না। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: তারপর তো আবার ফিরে আসে, কবে জানি চিরতরে হারায়, কেমন আছেন কাশেম ভাই?
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
কল্লোল পথিক বলেছেন: এ যেন চোখের সামনে সারা বাংলাদেশ।
চমৎকার ছবি ব্লগ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা পথিক
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
জুন বলেছেন: ১ম ভালোলাগা সাদামনের মানুষ। ফুলের ছবিগুলো অপুর্ব। দাতভাংগা ফুলটি শ্রীমংগলের গ্রান্ড সুলতানের কাছেই লাউয়া ছড়া জাতীয় উদ্যানের পথের কিনারে অজস্র ফুটে আছে। তখন তার নাম জানতাম না। অনেক অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ফুলের নাম দাতভাংগা আপনাকে কে বললো? শুভেচ্ছা জানবেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
আহা রুবন বলেছেন: ছবিগুলো দারুন!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নিবেন
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
কে এম মিজানুর রহমান বলেছেন: ঘরে বসে দেশের ছবি দেখলাম, মনে হলো নিজেই ঘুরছি আর ছবি তুলছি। ধন্যবাদ ভাইয়া
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহজনক মন্তব্যের জন্য ধন্যবাদ মিজান ভাই
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আপনার ছবিগুলো অনেকেই নিজের নামে চালানোর চেষ্টা করে। আপনার অনেক ছবিই চিনি। তাই ধরতে পেরেছিলাম। হাস্যকর বিষয় হচ্ছে, সেই চেষ্টাটি এই ব্লগেই করা হয়েছে, নূন্যতম কোন সৌজন্য প্রকাশ না করে।
যাইহোক, আপনার ছবিব্লগ মানে চমৎকার স্নিগ্ধ অনুভুতি। আপনার অনেকগুলো ছবি ব্লগের মধ্যে আপনার নিজের পছন্দের একটা সেরা ছবি ব্লগের লিংক কি আমাকে দিতে পারেন?
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আগে আমার ছবিতে ট্যাগ লাগিয়ে দিটাম, এখন লাগাইনা, কেউ যদি আমার ছবি ব্যবহার করে তো সমস্যা কি? আমি বরবগ তাতে খুশিই হই........্তবে আপনি যেটা বলেছেন নূন্যতম সৌজন্যবোধ, সেটা অবশ্য আমাদের মাঝে থাকা দরকার, ধন্যবাদ ভাই।
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার !!
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: দুই কথায় ধন্যবাদ
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খুবই মামলী এবং সাধারণ কোন ছবিও যে উঠানোর গুণে অসাধারণ হয়ে ওঠে সেটা আপনার ছবি ব্লগ না দেখলে বিশ্বাস করা যায় না।
আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, "গাই ভাল হলে তার ছাও ভাল হয়!"
ঠিক তেমনি ভাবে ফটোগ্রাফার ভাল হলে তার ছবিও চমকপ্রদ হয়! তাছাড়া অতিরিক্ত পাওনা হিসাবে আপনার ঝরঝরে বর্ননাতো থাকছেই....
চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা জানবেন!
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ভাই টাইগার, আপনার চমৎকার মন্তব্যে আমি ব্যপক উৎসাহিত হচ্ছি, তবে আপনাকে আমি জানাতে চাই আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই, সৌখিন ফটোগ্রাফার মাত্র, আমার নেশা হলো ঘুরে ফিরে দেশ দেখা, ধন্যবাদ।
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
হামিদ আহসান বলেছেন: দারুন সব ছবি .......
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, কেমন আছেন
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
অগ্নি সারথি বলেছেন: চমতকার ছবিগুলো। আপনার ছবির হাত বেশ। কোন ক্যামেরা?
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:২৩
সাদা মনের মানুষ বলেছেন: nikon fz40, canon-pc1817.......... শুভেচ্ছা জানবেন ভাই
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: কামাল ভাইয়ের পোস্ট মানেই মন ঠাণ্ডা করা পোস্ট।
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এই গরমে ঠান্ডা হইতে পার্লে মন্দ কি, কেমন আছেন আপু?
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম ছবিতেই চোখ আটকে গেল -- সবগুলো ছবিই সুন্দর
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: বাসর ফুল আর ফটিক জল এই দুইটা ছবি অসাধারন ।
বাকি সব ছবি ই সুন্দর
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কমপক্ষে দুটি ছবি হলেও ভালোলাগায়
১৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৩
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ইচ্ছে গুলো অনেক সুন্দর, সাথে ছবিগুলোও।
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে এবং ছবি দুটোকেই সুন্দর করার চেষ্টাটা থাকে সব সময়, ধন্যবাদ মিরান ভাই
১৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:০১
প্রামানিক বলেছেন: প্রাণ ভরে দেখলাম। চমৎকারভাবে চোখ জুড়ালাম। ধন্যবাদ কামাল ভাই।
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: চা খাইবেন্নি কন
১৯| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুই দিন অনলাইনে ছিলাম না। এই ফাঁকে এত চমৎকার ফটু ব্লগ পোস্ট দিয়া ফালাইছেন!
কাকড়া ফল তো শসার মতো লাগে (১৯ নং)। এইডা কী খাওন যায়?
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: কাঁকড়া যেহেতু খাওয়া যায়, ফলটাও কাওয়া যাওয়ার কথা
২০| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাইয়ের পোস্ট মানেই মন ঠাণ্ডা করা পোস্ট।
আমি কই নাই। ফেরদৌসা কইছে। উপরে তাকান।
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: উপরে তো আপনারেই দেখি, বেশী উপরে তাকাতে পারিনা, ঘাড়ে ব্যাথা
২১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং দাঁতরাঙা ফুল দেখলাম। দাঁতভাঙা ফুল নাই?
দাঁতরাঙা ফুল দিয়া কী দাঁত রাঙায়?
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: দাঁতভাঙা ফুল আমাদের ফুলের রাণী কামরুন্নাহার আপার বাগানে আছে, ওনারে বললেই এনে হাজির করবে
২২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
নেক্সাস বলেছেন: দারুন। ভাই আপনি বিশাল ভাগ্যবান সারাদেশ ঘুরে দেখলেন
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: দেশের কিছুই এখনো দেখা হয় নাই ভাই, শুভেচ্ছা আপনাকে
২৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলা আবার এক নজর দেইখা গেলাম। পুলিশের কাছে বই কিনেন নাই (৬ নং), ভালো করছেন। বই কিনার ট্যাকা কই পাইলেন জিগাইলেই তো আপনার হাঁটু কাঁপা শুরু হইয়া যাইত।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, পুলিশরে আমি ডরাই
২৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবির নম্বর ১০ হইব, ভুলে ৬ লিইখা ফেলছি। মাথা আউলাইয়া গেছে। টিভিতে আমার বুড়ির মতো এক বেডিরে দেইখা আমার এই অবস্থা হইছে।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সে ইতা কিতা কন, আমার শরম লাগে
২৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৬
প্রামানিক বলেছেন: চা খামু আমারে আর হেনা ভাইরে চা দেন।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইয়েরটা আপনারে দিমুনা, আপনি আগের বারেরটা নিজেই খেয়েছেন
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন:
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা সহ ধন্যবাদ বিজন দাদা
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
কাবিল বলেছেন: আপনার মত সুন্দর করে ছবি তুলতে পারব কবে?
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: বাংলার প্রকৃতি এমনিতেই সুন্দর, শুধু ক্যামেরার সাটার টিপে দিলেই ছবি উঠে, আমার মাঝে কোন স্পেশালিটি নাই, ধন্যবাদ কাবিল ভাই
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:২৮
আমিই মিসির আলী বলেছেন: ছবি তোলার হাত অনেক ভালো আপনার।
ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত
২৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এ আমাদের বাংলাদেশ।
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছে কান্ডারী, শ্রদ্ধা জানবেন
৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬
এহসান সাবির বলেছেন: আপনার জন্য রাখা ৪০০ এম এল কোক এর ডেট চলে গেছে কুরিয়ার করব ভেবেছিলাম......!!
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ডেটটা আপগ্রেট করে পাঠিয়ে দিন তাড়াতাড়ি
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
মনোহর