নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভু-স্বর্গ কাশ্মীর ভ্রমণটা আনন্দের হলেও সব সময় আমাদের মনে কাশ্মীর নিয়া একটা ভয় কাজ করে। আর এবার আমরা যখন কাশ্মীর ভ্রমণ শুরু করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছে অবরোধ। এ যেনো ভয়ের ষোলকলা পূর্ণ হলো। তবে সেটাই হয়েছিলো আমাদের জন্য শাপে বর, আমাদের ড্রাইভার সাহিল জম্মু শ্রীনগর হাইওয়ের বদলে এমন এক রাস্তা ধরে আমাদেরকে পেহেলগাম নিয়ে গিয়েছিলো তাকে বিনা দ্বিধায় বলা চলে স্বর্গের পথ।
পেহেলগাম বা পেহেলগাঁও হোটেল আবসারে থেকেছিলাম দুই রাত, আর সেখানে থেকে দেখা হয়েছলো আরু ভ্যালী, বেতাব ভ্যালী, চন্দনওয়ারি, আপেল বাগান ইত্যাদি। আজকে আসুন আমার ক্যামেরায় ঘুরে আসি চন্দনওয়ারি থেকে। পেহেলগাঁও থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার, উচ্চতা প্রায় ৯৫০০ ফুট। হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ গুহায় পদযাত্রার শুরুর বিন্দুও এই চন্দনওয়ারি।
(২) পেহেলগাম এ হোটেল আবসারে সকালের নাস্তা সেরে ভোরের মিষ্টি রোদ গায়ে মেখে সবাই বেড়িয়ে পড়লাম চন্দনওয়ারীর উদ্দেশ্যে।
(৩) হোটেলের লনে চমৎকার কাশ্মীরি গোলাপটা দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে।
(৪) স্থানীয় বাসিন্দারা ঘোড়াতে করে কিছু নিয়ে হেটে যাচ্ছে।
(৫) লিডার নদী অতিক্রম করে আমরা এগিয়ে চললাম চন্দনওয়ারির দিকে।
(৬/৭) চমৎকার এমন পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চললো, এটা নিঃসন্দেহে স্বর্গের পথ।
(৮) এমন ভেড়ার পালের মুখোমুখি হতে হয়েছে আমাদের অনেক বার।
(৯) নীচের উপত্যকাটার নাম বেতাব ভ্যালী, বলিউডের বিখ্যাত ’বেতাব’ সিনেমাটি এখানে চিত্রায়িত হয়েছিল। তারপর থেকেই এর নাম বেতাব ভ্যালী।
(১০) এক সময় আমরা চলে এলাম চন্দনওয়ারীতে।
(১১) একজন গাইড নিয়ে আমরা চন্দনওয়ারীর আরো ভেতরের দিকের সৌন্দর্য্য উপভোগে এগিয়ে চললাম।
(১২/১৩) পাথরের ফাঁক গলে উপরের পাহাড় থেকে নেমে আসছে দুধ সাদা বরফ ঠান্ডা জল।
(১৪) আর এই জলের যোগান যে ঐ বরফ ঢাকা চূড়া গুলো থেকে আসছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।
(১৫/১৬) বড় বড় পাথরের ফাঁকে ফাঁকে ফুটে আছে এমন কিছু নাম না জানা ফুল ও ফল।
(১৭) এমন চমৎকার জায়গার স্মৃতি ধরে রাখতে কার না মন চায়?
(১৮) ফেরার আগে স্যুভেনিরের দোকান থেকে কিছু কেনাকাটা।
(১৯) দুইজনকে পাওয়া গেলো চন্দনওয়ারীর ঐতিহ্যবাহী পোষাকে।
(২০) এবার ফেরার পালা, কারণ কাশ্মীরের সবই এখনো দেখা বাকী।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহরিয়ার ভাই, আপনার মন্তব্যে উৎসাহিৎ হলাম।
২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যিই ভূস্বর্গ! তার ওপর আপনার তোলা অবিশ্বাস্য সুন্দর সব ছবি।
ধন্যবাদ কামাল ভাই।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার ছবি তোলার কোন কেরামতি নাই, আপনাকে আর কতো বলবো?
৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি- এমন সিল্কি গোলাপ কাশ্মীরের বাইরে বোধহয় আর কোথাও জন্মে না। দারুণ!
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, আপনি গিয়ানী লুক
৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার ছবি ও বর্ণনা।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন পথিক
৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাস্তাটা সত্যি অসাধারন!
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পুরো কাশ্মীরটাই অসাধারণ সুন্দর, যদিও আমার ছবিতে ঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারিনি।
৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
বর্ণহীণ বলেছেন: Very nice!
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংকু
৭| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
অন্তঃপুরবাসিনী বলেছেন: অসাধারণ!!! বেতাব ভ্যালী যেতে ইচ্ছা হচ্ছে!!!!
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: বেতাব ভ্যালী নিয়ে পরে পোষ্ট দিবো ইনশাআল্লাহ
৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২
মিজানুর রহমান মিরান বলেছেন: ছবিতে কাশ্মীর ঘুরে আসলাম। দারুন সব ছবি!
আমারও খুব ইচ্ছে যাওয়ার।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার আরো কমপক্ষে দুইবার যাওয়ার ইচ্ছে আছে, ধন্যবাদ মিরান ভাই, ভালো থাকুন, সব সময়
৯| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ১৯ নম্বর ছবির ভদ্রলোক আর ভদ্রমহিলা'কে কোথায় যেন দেখেছি?
চমৎকার পোস্ট, দেখেই চান্দানওয়ারি যেতে ইচ্ছে হয়। পোস্টে +++ এবং ভালোলাগা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইবে সতত।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি বোকা মানুষ, আপনার কথা কে বিশ্বাস করবে বলুন?
১০| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: যেতে পারব কিনা আল্লাই জানে,
আপাতত ছবি দেখে শখ মিটিয়ে নি,
✌✌✌✌✌✌ চমৎকার
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে প্রবল থাকলে সুযোগ এসে যায়, ইচ্ছেটাকে হৃদয়ে ধরে রাখুন........
১১| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবিটা আপনার অনুমতিসাপেক্ষে আমার মনিটরের ওয়াল পেপার হিসাবে রাখতে চাই।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: মনিটরে এই রাইখা মজা পাবেন না, রেজ্যুলেশন কমিয়ে ব্লগে দেওয়া হয়েছে, মনে হয় ছবিটা ফেটে যাবে
১২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: সব ছবিই ডাউনলোড করে রাখলাম,
আবার ফিস খুইজেন না কিন্তু *♦
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি আমার ছবিতে নাম লিখে দিতাম, এখন দেইনা.......কারণ আমি চাই প্রয়োজনে আমার ছবি লোকেরা ব্যবহার করুক।
১৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফটু মাষ্টার নাম কী আর এমনি এমনি দিছি আপনারে? সত্যিই ছবি ফেটে গেল। আহারে! এত সুন্দর ছবিটা ওয়াল পেপারে দিতে পারলাম না। আফসোস!
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে ছবি হালকা করে না দিলে পোষ্ট ওপেন হবেনা, তাই এমনটি করতে হয়, সমস্যা নাই, কোন এক সময় আপনাকে আসল ছবিটাই দিয়ে দিবো আমি।
১৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫
মুসাফির নামা বলেছেন: চমৎকার পোস্ট।ধন্যবাদ ভাই।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মুসাফির
১৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮
মুদ্দাকির বলেছেন: চমৎকার !!
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মুদ্দাকির ভাই
১৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮
নীলসাধু বলেছেন: এক কথায় চমৎকার পোস্ট।
অসাধারণ সব ছবিতে মুগ্ধতা।
ধন্যবাদ কামাল ভাই।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
সাদা মনের মানুষ বলেছেন: সাধু ভাই, একেবারে ডুব মাইরা রইলেন নাকি?
১৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ সুন্দর ছবি গুলো ।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ছবিতে যা দেখছি তাই ভালো লাগছে।
বাস্তবে তো আরো বহুগুন বেশি সুন্দর।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই আরো অনেক বেশী সুন্দর, শুভেচ্ছা জানবেন আপু
১৯| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেরদৌসা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলেছে। আমিও তো এইডাই কইতাম চাই। আবার দেখে গেলাম ছবিগুলো।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ওখানে তো যা বলার আমি বলেই দিয়েছি
২০| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++++
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: কান্ডারি জিন্দাবাদ
২১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি সহ সুন্দর ভ্রমণ পোস্ট। আমিও গিয়েছিলাম ২০১৫এর মাঝামাঝি।
যাইহোক ছবিগুলি দেখে আমার একটু খটকামত লাগতেছে। এটা চন্দনওয়ারি না কি আরু ভ্যালির ছবি?
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
সাদা মনের মানুষ বলেছেন: খটকা লাগার কোন কারণ নাই ভাইজান, সবগুলো ছবিই চন্দনওয়ারির, আরু ভ্যালী নিয়ে পরে আমি পোষ্ট দিবো।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪
সাদা মনের মানুষ বলেছেন:
এই ছবিটা আরু ভ্যালীর
২২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ লিখেছেন। অপুর্ব সব ছবি আর সুন্দর লেখা, দারুণ ভাল লাগল।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী, আন্তরিক শুভেচ্ছা জানবেন।
২৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
জুন বলেছেন: কি সুন্দর একটি দেশ। দেখার মত, ছবির মত সাদামনের মানুষ।
+
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অনেক সুন্দর কাশ্মীর, কিন্তু আপু আপনি এতো এতো দেশ ঘুরেছেন, কাশ্মীর তো অবশ্যই যাওয়ার কথা।
২৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাশ্মীরি গোলাব!!!!!!!!!!!!!!!!!!!!
আহা!
কি ভ্রমন করালেন- শূন্যতায় বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল!!!
আহা প্রকৃতি.. কি সুন্দর, নির্মল আর মনোমুগ্ধকর!!!!!!!!! এমন জায়গা পেলে কে আর স্বর্গে যেতে চায়!!!
++++++++++
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাইতো ইহাকে বলা হয় ভুস্বর্গ.......শুভেচ্ছা
২৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
প্রীতম বলেছেন: দেখে এতো ভালো লাছে, যেনো মনে হয় আমি নিজেই আপনার জায়গায়। দেখা হয়নাই নিজের দুচোখে কিন্তু সত্যিই নয়ন জুড়িয়ে গেলো। আপনার সুন্দর উপস্থাপনার জন্যই এতোটা উপলব্ধি করতে পারছি। ধন্যবাদ। আপনার ভ্রমনের বাকী অংশও পড়তে ও দেখতে পাবো সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের এই ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে 'বোকা মানুষ বলতে চায়' ওনার পোষ্টগুলো দেখুন, আমার পোষ্টগুলোতে শুধু ছবি। ওনার পোষ্ট তথ্যব হুল, ধন্যবাদ।
২৬| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেতাব ভ্যালী পছন্দ হইছে।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: বেতাব ভ্যালী আমারও পছন্দ হয়েছে
২৭| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
ইমালদা বলেছেন: আপনার ছবি গুলো কাশ্মীরকে "ভু-স্বর্গ " বলার কারণ উপস্থাপন করছে...। ধন্যবাদ এই অসাধারণ ছবি গুলো দেয়ার জন্য।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইমালদা, শ্রদ্ধা জানবেন
২৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
রুদ্র জাহেদ বলেছেন: দৃশ্যগুলো অসাধারন।ভূস্বর্গ বলে কথা।অসাধারন ছবি ব্লগ
+++
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই, ভালো থাকুন, সব সময়
২৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হায়!হায়!! এটা কি হইল, সব ছবি স্কিন এ কেমন জানি ঝাপসা দেখাচ্ছে,
এই ছবিগুলো কি এডিট করে ব্লগে দেওয়া হয়েছে?
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী হৃদয় ভাই, আসল ছবি ব্লগে দিলে ব্লগ ওপেন হবেনা, টাই ছবিগুলোকে হালকা করে ব্লগে দিয়েছি।
৩০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
সোজোন বাদিয়া বলেছেন: ঘোল যদি এতো সুন্দর লাগে দুধটা না জানি কেমন হবে। যাব হয়তো একদিন এবং আপনার কথা মনে পড়বে।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ বলেছেন ভাই, দুধ সত্যিই অনন্য
৩১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
সাহসী সন্তান বলেছেন: কিছুক্ষণের জন্য যেন স্বপ্নের জগতে হারিয়ে গেলাম! এত সুন্দর জায়গা আর এত সুন্দর ছবি, সত্যিই অসাধারণ!
কাশ্মিরী গোলাপটাকে ডাউনলোড করে রাখলাম ভাই! আমার জান্টুস কইতরি আবার হেই গুলারে খুব ভালা পায়! জীবনে হয়তো যাইতারুম না, সেই জন্য ছবিটা দেখাইয়া লোভ দেখামু যে, বিয়ার পর হানিমুন করুম কাশ্মীর!
চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা জানবেন!
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে ঠিকই সাহসী সন্তান, নইলে আমার তোলা এমন ফালতু ছবি দেখাইয়া জান্টুসকে হানিমুনের কথা বলতেন?
৩২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০২
আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
মনমুগ্ধকর পরিবেশের ছবি। ভালো লাগলো ছবি গুলো!
চোখ জুড়িয়ে গেল।
১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মিসির ভাই, (কানে কানে বলি আমি কিন্তু হিমু এবং মিসির আলীর ভক্ত)
৩৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাশ্মীর সফরের উপর আর কোন পোস্ট কী দিবেন?
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আরো কিছু পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে আশরাফুল ভাই
৩৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮
খোলা মনের কথা বলেছেন: আপনার ছবিতে সবসময় এক্সসেপশনাল কিছু থাকে। আগামীদিনের জন্য শুভ কামনা রইল ভাই
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন শুভ কামনা আমার অনেক বেশী প্রয়োজন, ধন্যবাদ ভাই
৩৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
নিঃসন্দেহে স্বর্গের মতো কি দারুন সব ছবি । হিংসা হতেই পারে !
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমার ছবি দেখে হিংসা করাটা আমি মনে করি আমার প্রতি আপনাদের শুভ কামনা
৩৬| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও অল্প অল্প হিংসা করি।
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো আমার জন্য অল্প শুভ কামনা করলে হবে না আশরাফুল ভাই, বেশী বেশী হিংসা চাই
৩৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস যদি যেতে পারতাম !!!
কী সুন্দর জায়গা !! চমৎকার ছবি আর কথামালা --সত্যি মুগ্ধ হয়ে গেলাম
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হবে আপু, ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।
৩৮| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
বৃতি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বৃতি, শ্রদ্ধা জানবেন
৩৯| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
প্রামানিক বলেছেন: ছবিতে যা দেখলাম কাছে গিয়ে এত কিছু দেখা সম্ভব নাও হতে পারে। এজন্য ধন্যবাদ দিয়ে গেলাম।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাকে নিয়ে যান, একেবারে কাছেনিয়ে আপনাকে দেখিয়ে আনবো
৪০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: নয় নং ছবিটা সেই রকম।
+++++++++++
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
সাদা মনের মানুষ বলেছেন:
৪১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অসহ্য সৌন্দর্য্য!!!
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হ, হাছা কতা
৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯
মাদিহা মৌ বলেছেন: কেমন ফাঁকা ফাঁকা অনুভূতি হয় এই টাইপের সৌন্দর্য দেখলে …
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: যাদের মনের ভেতর এ্যডভেঞ্চারের নেশা ওদেরই এই অনুভুতিটা হয় আপু।
৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১
আব্দুল মোমেন বলেছেন: আপনার লেখা পড়ে আমি মুগ্ধ ! আমি যাওয়ার প্ল্যান করেছি এই জানুয়ারীতে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: জানুয়ারীতে যাওয়া মানে তো অন্য রকম ফ্লেবার, এখন তো শুধু বরফ ঝড়ার কথা..........শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
(৩) হোটেলের লনে চমৎকার কাশ্মীরি গোলাপটা দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে।
আমি আপনার ছবি ব্লগের সকল ছবির প্রেমে পড়ে গেলাম।
ধন্যবাদ ভাই।