নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বাংগালী নাকি আড্ডা প্রিয় জাতি, আমি নিজেকে দিয়ে বিচার করেই জানি কথাটা মোটেও মিথ্যা নয়। তাছাড়া শুক্রবারটা ছুটির দিন হওয়ায় আড্ডানোর সুযোগটাও পাওয়া যায় বেশী। আমি নিজে শুক্রবারে অন লাইনে বসার সুযোগ পাই একটু বেশী, তাই ভাবছি প্রতি শুক্রবারে একটা করে আড্ডা পোষ্ট দিবো, অবশ্য যদি ভালো না জমে তাহলে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবো।
আড্ডার কোন বিষয়বস্তু নাই, যে কোন বিষয় নিয়েই আড্ডা চলবে এখানে, তবে রাজনীতি আর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি ধরনের কোন মন্তব্য কেউ করবেন না বলেই আশা রাখছি। আসুন একটু আড্ডা দিই মনকে ফ্রেস করি.........
এখন বসন্ত কাল, অনেকের মনেও হয়তো চলছে এই বসন্ত, তাই বসন্ত নিয়ে আজকে একটা আড্ডাবাজী হতেই পারে.....
চলছে টিটুয়েন্টি বিশ্ব কাপ, বাংলাদেশের ছেলেদের ১টি এবং মেয়েদের ২টি ম্যাচ হয়েছে, আর সবগুলোতেই টাইগাররা পরাজিত, সামনের ম্যচগুলো কেমন হতে পারে এটা নিয়েই আজকে আড্ডা কথা হতে পারে।
আড্ডা হতে পারে ভ্রমণ বা ফটোগ্রাফি নিয়ে।
আড্ডা হতে পারে মানব জীবনের অপরিহার্য্য প্রেম ভালোবাসা নিয়েও।
যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন...........তো শুরু হোক আমাদের মনখোলা আড্ডা।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ২য়
২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বসন্ত হলো ভাব ভালোবাসার মাস। আমরা বুড়োরা কী এসব করতে পারবো?
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে একটা গল্প বলি, পাক বাহিনীর হামলায় পড়ে মহিলারা দৌড়ে পালানোর সময় এক লোক জিজ্ঞেস করে কিগো বুড়ি মা তুমি দৌড়াও কেন? যারা যুবতি আছে তারা তো ইজ্জতের ভয়ে দৌড়াচ্ছে, বুড়ির জবাবঃ ওদের মাঝে কিছু বুড়ো সৈনিক ও আছে
৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেষ ছবিটার মতো নারিকেল গাছে বইসা ভাব ভালোবাসা করতে চাই। অবশ্য গাছ ভাইঙ্গা পড়লে ...........
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাতের ব্যথা কমছে?
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফার্স্ট ম্যাচে হেরে গিয়ে
মনে উঠে জেদ;
আমি জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: জুনায়েদের নাম হুনলে আমার খালি ডর লাগে
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডায় লোক নাই, মনে বড় খেদ
জুনায়েদ জুনায়েদ।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন: সবে তো সকাল হলো, এখনি লোক নাি বলছেন কেনো, সারাটা দিন তো সামনে পড়েই রয়েছে
৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে একটা গল্প বলি, পাক বাহিনীর হামলায় পড়ে মহিলারা দৌড়ে পালানোর সময় এক লোক জিজ্ঞেস করে কিগো বুড়ি মা তুমি দৌড়াও কেন? যারা যুবতি আছে তারা তো ইজ্জতের ভয়ে দৌড়াচ্ছে, বুড়ির জবাবঃ ওদের মাঝে কিছু বুড়ো সৈনিক ও আছে
লইজ্জা পাইছি।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হে হে পেছনে পইরা গেলাম,
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: কই আপ্নে তো আমার সামনেই আছেন, নেন চা খান
৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আরে ভালোবাসার কথা বলছেন?
ভালবাসা মানে শুধুই কষ্ট,
ভালবাসা নিষ্পাপ জিবনটারে করে নষ্ট,
ভালবাসা স্বপ্নিল আকাশের
মত সত্য,
শিশির ভেজা ফুলের মত
পবিত্র।
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে
অবহেলিত..!!
(কষ্ট হয় কেউ যখন ভালবেসে
কাছে ডেকে দূরে ঠেলে দেয়।
প্রিয় মানুষের অবহেলা মৃত্যু
থেকে ও ভয়ংঙ্কর।)
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২
সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছি আপনি অভিজ্ঞ লোক
৯| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আর বাংলাদেশ এর পরাজয়ের ব্যাপারে,
দূঃখ করার কিছু নেই।
জয়-পরাজয় সব সময়
এক পাড়ায় বাস করে।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২
সাদা মনের মানুষ বলেছেন: সামনে ভালো করবে সেই প্রত্যাশায় বুক বাধলাম
১০| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চার গ্লাস শরবতে এত মানুষের কী হবে? আন্নে বড়ই কঞ্জুস।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৬
সাদা মনের মানুষ বলেছেন: এগুলো তো খাওয়ার জন্য দেওয়া হয় নাই ভাই, শুধু দেখার জন্য দেওয়া হয়েছে
১১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
হাবীব কাইউম বলেছেন: আপনাকে ভাই আমাদের বৈঠকে স্বাগত জানাচ্ছি। Click This Link
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: বৈঠকে যোগ দিয়া আইলাম
১২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: সকাল থেকে লোডশেডিং,
চার্জ বিপদ সীমার নিচে অবস্থান করছে।
মনে হয় বিরতি নিতে হইব,
বিদ্যুৎ আইলে দেখা হইব।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: সকাল বেলাই আপনার চার্য শেষ! না মানে আমি বলতে চাইছি আপনার ইউপিএসের কথা
১৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টি টুয়েন্টি বিশ্বকাপ চলছে। ফোর টুয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আইসিসি কী কিছু ভাবছে? ফোর টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাই।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশ ফোর টুয়েন্টি দলের অধিনায়ক বানামু আপ্নাকে
১৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আপ্নে যে চা দিলেন,
সেইটা যে এতো কুখ্যাত কে জানত,
এক চুমুকে শেষ করে দিলাম,
পরে দেখি আসল মজা,
আচ্ছা একটা গল্প বলি,
রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড়
বড় কবিদের আড্ডা
হচ্ছে।
বল্টু সেখানে সবার জন্যে চা
বানিয়ে নিয়ে গেছে।
বল্টুর বনানো চা খেয়ে
প্রথমে "কবিগুরু" বললেন,
.
'আমারো পরাণো যাহা চায়,
তার কিছু নাই, কিছুই নাহি
এই চায়ে গো......'
.
এটা শুনে বিদ্রোহী কবি নজরুল
লাফ দিয়ে উঠে বললেন,
"আমি বিদ্রোহী রণক্লান্ত,
আমি
সেইদিন হব শান্ত!
যদি ভালো করে কেউ চা
বানিয়ে আনতো!"
.
নজরুলের কথা শুনে..
উদাস মুখে জীবনানন্দ দাস
বললেন,
'আর আসিবনা ফিরে,রবি
ঠাকুরের
নীড়ে, গরম চায়ে মুখ দিয়ে
ঠোঁট
গিয়েছে পুড়ে...'
.
খানিক পরেই
কবি সুকান্ত বললেন,
'কবিতা তোমাকে দিলাম
বিদায়, এক
কাপ চা যেনো ঝলসানো ছাই!
'
.
হেলাল হাফিজ তখন গুমরে
বললেন, 'নষ্ট পাতির সস্তা
চায়ে মুখ
হয়েছে তিতা!
কষ্ট চেপে নষ্ট চায়ে, মুখ
দিয়েছি কিতা ?'
.
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নরম
কন্ঠে বললেন,
'ভালো আছি,ভালো থেকো!
চায়েতে চিনি বেশি মেখো!
দিও তোমার...... ---
তাকে থামিয়ে দিয়ে..... __
.
কবি নির্মলেন্দু গুণ বললেন,
'আমি হয়তো মানুষ না, মানুষ
গুলো
অন্যরকম!
মানুষ হলে এমন চায়ে চুমুক
দিতাম না!'
.
পরিশেষে রবীন্দ্রনাথ অসহায়
চোখে বল্টুর
পানে তাকিয়ে বললেন..
"ওরে অধম, ওরে কাচা !
ভালো করে চা বানিয়ে,
আমাকে তুই বাচা!"
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ লিখতে চাই, কিন্তু পারিনা, আমাকে কিছুটা রেসিপি দেন্না হৃদয় ভাই
১৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: ২য় প্লাস।
আড্ডাইলাম।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: এক্কেরে ছুটু আড্ডা
১৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হৃদয়ের প্যারোডি বড় মজা পড়তে
এতটুকু দ্বিধা নেই প্রশংসা করতে।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কথা সত্য
১৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: ৯টা আডডডডডডডা ১১টায় দিলাম।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি ১২ টায়
১৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: কফি দেন।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
নেন, তয় একলা খাইয়েন্না, আশরাফুল ভাইকেও এক চুমুক দিয়েন
১৯| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমারেও কফি দিয়েন। আমাদের বাড়ির সবাই কফি খায়। কাজের বুয়া তো কফি না খাইলে কাজই করতে পারে না।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
আপনার কাজের বুয়ার জন্য কফি
২০| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভ্রমনের যে ছবিটা দিয়েছেন, সেখানে ছয়জনের মধ্যে কী আমি আছি? নাকি যে লুকটার শুধু পেট দেখা যায়, ওইডা আমি?
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমি পোষ্ট দেওয়ার সময় আপনি ছিলেন, পরে কি সেকান থেকে চলে গেলেন!!
২১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
বিজন রয় বলেছেন: দারুন!!!!
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
নেন চা খান
২২| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামমা ভাই..
আপনের ভ্রমনের তো আগেই ফিদা ছিরাম আজ আপনার সেন্স অব হিউমারে আরেকবার ফিদা হইলাম
সামমা মানে বুঝেন নাই? নাকি ভাইঙ্গা কইতে হইব।
আড্ডাতো দারুন জমে উঠেছে .. চলুক
মাঝে মাঝে হাজিরা উঁকি তো থাকবেই
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
সাদা মনের মানুষ বলেছেন: সামমা বুঝি নাই, আমি এক্কেরে সাদা মনের মানুষ
২৩| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
তাসলিমা আক্তার বলেছেন: আমারে ছাড়াই আড্ডা জমায়ে দিলেন? বিজন রয়কে দেয়া বকুল ফুলের চা আমারো চাই। দিতেই হবে দিতেই হবে-এইটা যুগের দাবী
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
সাদা মনের মানুষ বলেছেন:
আপু আপনার জন্য দুধ চা
২৪| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজন রয়কে যে কফি দিলেন ওটা থেকে ধোঁয়া ওঠে কেন? কফিতে আগুন লাগছে নাকি?
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
সাদা মনের মানুষ বলেছেন:
আগুন না শুধু, ওখানে টাইম বোম সেট করা আছে, এই ফাটলো বলে
২৫| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
কানিজ রিনা বলেছেন: যাই ডেকচিতে খানিক সকালের চা আছে
খাইয়া প্রান জুরাই। হাসতে হাসতে চায়ের
নেশা লাগল। হাঁসা বলে হাঁসী এই বলে
হাঁসা হাঁসি করে হাসা হাসী। কয়েক দিন
খুব মেজাজে ছিলাম, আবার কখনও
কেঁদেও যারে যার হলাম। ব্যংকের টাকা
গুলো হ্যাকার নিয়ে। তাই ধন্যবাদ।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাকারগুলো যখন বেকার থাকে তখনই মনে এই আকাম করে
২৬| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হ হ, আমাদের কাজের বুয়া এই কফি না খাইলে কাজই করবার পারে না।
জুম্মার নামাজ পড়তে গেলাম। এখন আড্ডা দিলে হুজুর বদ দোয়া করবো।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হুজুরের বদ্দোয়ার কথা শুইনা হার্টটা খালি জানি কিমুন কর্তাছে
২৭| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আবার আমি এসেছি ফিরে
আড্ডার পোস্টে,
লোডশেডিং এর জ্বালায় বাচিনা
আছি বড় কষ্টে,
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
সাদা মনের মানুষ বলেছেন: কষ্ট করে এলেন
কিছু কি ফেলে গেলেন?
২৮| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ পারভেজ উদ্দিন হৃদয়, আপমার হৃদয়ের কষ্ট বিদ্যুৎ বিভাগের লোকেরা বুঝলো না। ওদের হৃদয় নাই, ওরা নির্দয়।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথা শুইনা মনে হইতাছে আপনি একটা পিডিবি
২৯| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হ, হাচা কইছেন ভাই,
আপ্নে বুঝবার পারছেন,
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা কিন্তু সব সময়ই হাচা কয়, তয় গল্প লেখার সময় একটু আধটু........(এটা কোন ব্যাপারনা টাইপের ইমো হবে)
৩০| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: একটা সত্যিকারের ভালোবাসা
একটা অসহায় জীবনকে নতুন
রূপ দিতে পারে,
আবার একটি মিথ্যে ভালোবাসা
একটা সুন্দর জীবনকে
ধ্বংস করে দিতে পারে।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
সাদা মনের মানুষ বলেছেন: কতা হাছা, কি খাইবেন কন
৩১| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ হৃদয় ভাই, কথা তো হাচা কইছেন, কিন্তু সত্যিকারের ভালোবাসা, মিথ্যাকারের ভালোবাসা কোনডাই তো জীবনে পাইলাম না। আর কুনো ভালোবাসা নাই?
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হায় হায়, বুড়া বয়সে এসব কিতা কন!!............তাহলে তো দেখছি আপনার জীবনের ১০ আনাই মিছে
৩২| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
গেম চেঞ্জার বলেছেন: যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন...........তো শুরু হোক আমাদের মনখোলা আড্ডা।
আমি বুঝতে পারছি না কি অবস্থায় আছি, এটাকে কি মন ভাল বলে? নাকি ভাল না!!
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: বুঝার দরকার কি? অপশন তো দুইটাই, যেই অপশনেই থাকেন আড্ডাইতে বাধা নাই
৩৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
গেম চেঞ্জার বলেছেন: অপশনটা ঠিকঠাক ধরতে হইপে না
অপশন ঠিক করেই তো কমেন্টাইতৈবেক।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কম খারাপ বলেন্নাই
৩৪| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
গেম চেঞ্জার বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হা হা প গে
৩৫| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্তব্য পড়ে আসতেয়াছি।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আইয়েন, আবার দিশেহারা হইয়া যাইয়েন্না
৩৬| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
খায়োনদাওনেরে আয়োজন কম ক্যান?
বিকাল হয়য়া গেল চা কফি পাইলাম না। আমি আবার চাইয়া খাইতে অভ্যস্ত না।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন:
৩৭| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
সুলতানা রহমান বলেছেন: আড্ডা দেখি একদম ঠান্ডা, একটা গান দিয়া দ্যান।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: কি গান শুনাবো ওগো বন্ধু, পেজের লোড বাড়িয়ে লাভ নাই আপু
৩৮| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫
আমিই মিসির আলী বলেছেন: জুসের গেসাল নজরে রইলো
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
সাদা মনের মানুষ বলেছেন: গলায় ঢালেন মিসির ভাই
৩৯| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ গেম চেঞ্জার, এক হাতে দুইটা তরমুজ তুলে দেখানো কোন ব্যাপারই না। দুই তিনদিন বয়সী তরমুজ ক্ষেত থেকে এক হাত দিয়ে তুলে মোশাররফ করিমকে দেখিয়ে দেন। ঐ সময়ের তরমুজ ছোট ছোট আলুর সাইজের থাকে। হে হে হে। দেখছেন, আমি কত গেয়ানী!
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, গেয়ানী লুকেরা কত্তো সহজে সমাধান খুইজা বের করে পেলে
৪০| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো। তবে আপনার আর হেনা ভাইয়ের জন্য সামুতে চ্যাটের ব্যবস্থা করা উচিৎ । কি ভুল টা না করলো সামু মামু। বড় মাথায় কি করে যে এমন ভুল করলো বুঝতে পারলাম না। চ্যাটের ব্যবস্থা থাকলে দুজনে খোশালাম ভাল মজাতে পারতেন ।
যাই হোক ধন্যবাদ জানবেন ভাই
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই বুড়া মানুষ, ওনার সাথে চ্যাট কইরা মজা পামুনা
৪১| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
গেম চেঞ্জার বলেছেন: @আবুহেনা ভাই,
ভালু সমাধান দিছেন তো!
তয় আপ্নারে কামাল ভাই বুড়া মানুষ কইছে। এর উপ্রে কিন্তু কইছে মজা পাইবো নাহঃ
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সাদা মনের মানুষ বলেছেন: চেঞ্জার ভাই, আপনি হেরে গেছেন সেটা কেন আমাদের চ্যাট দিয়ে ঢাকতে চাচ্ছেন?
৪২| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগে কী সোন্দর চ্যাট করিতাম!
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কবে হেইডা?
৪৩| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ গেম চেঞ্জার, কামাল ভাই বুড়ারে বুড়া না কইয়া ছোঁড়া কইলে তো আপনাগো ঝাড়ি খাইব। এই লুক চালাক আছে।
৪৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
গেম চেঞ্জার বলেছেন:
(দুইজনে মিল্লা কট দিলেন। )
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নার কট খাওয়া হাসিটা ব্যফক ভাইটামিন যুক্ত
৪৫| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আড্ডা তো একদম জইমা গেছে গ্যা,
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আধা জমা হইয়া উঠছে
৪৬| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশ টি টুয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাশরাফি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশ ফোর টুয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, আপনারা জানেন কী? জানেন না তো! এই দলের ক্যাপ্টেন হলাম আমি (১৩ নং কমেন্টে কামাল ভাই জোর জবরদস্তি আমারে এই দায়িত্ব দিছেন। আমিও না করবার পারি নাই)।
এখন সামু ব্লগের কে কে ফোর টুয়েন্টি ক্রিকেট দলে খেলতে চান, হাত উঠান।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি দর্শক হিসাবে গ্যালারীতে থাকমু ইনশাআল্লাহ্
৪৭| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গেম চেঞ্জারের কট খাওয়া হাসির তুলনা হয়না। দারুন, অসাধারণ, দুর্দান্ত, চমৎকার, ফ্যান্টাসটিক ও রমনীমোহন।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: রমনীমোহন জিনিসটা কি আশরাফুল ভাই?
৪৮| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফেলারটিং চলতেছে মুন কয়!!!
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ফেলারটিং কিতা?
৪৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২
গুলশান কিবরীয়া বলেছেন: আজো আড্ডা জমেছে এখানে , আর আমি জানিই না । কফি খাওয়ান , খুব ঠাণ্ডা পরেছে ।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
৫০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: উপড়ে দেখলাম ক্যমমাইল টি , ওটাও আছে আপনার সংরক্ষণে ? ওটা হলেও হবে
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপা ওটাতে কালো গাইয়ের দুধ ঢালা হয়েছে, তাই এমন কালচে রূপ ধারণ করেছে
৫১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২
গুলশান কিবরীয়া বলেছেন: এটার মধ্যে কি মিশিয়েছেন , এতো কালো কেন ? আবার বিষ নাতো ? না না কি সব বলি আপনি সাদা মনের মানুষ আপনি এই কাজ করতেই পারেন না ...
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক কইছে আপু, আমি এক্কেরে উড়োজাহাজ মার্কা আলকাতরার লাহান সাদা
৫২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন:
৫৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ সাদা মনের মানুষ, রমনীমোহন কী আপনি জানেন না? আমার লগে ফিচলামো করেন? ফিচলামো মানে কী এইডা জানেন তো? নাকি এইডাও জানেন না। নাবালক পোলাপানরে আর কত গেয়ান দিমু?
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু উপরে সাদা কালো রমনীরা এতো কষ্ট কর্তাছে কিল্লাই?
৫৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাই হোক আড্ডা দেখে এলাম যদিও এখন বাংলাদেশে রাত আমার এখানে সন্ধ্যাক্ষন। তবে বলুন এখন চা কি পাব?
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: নিচে দেখেন
৫৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন:
নাস্তাটা রেডি হোক একবারেই দেই
৫৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহমুদুর রহমান ভাইকে একদল পাগলের মধ্যে স্বাগতম।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে পাগল দেখলেন কুন্ডাই
৫৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জানেন গতরাতে ফিসিংএ গেছিলাম বিচ এ কিন্তু মাছ যদি আদার না খায় কি করবন ৫ ঘন্টায় মিল ১০/১২ টা পিচ্চি মাছ। তাই সরিরটা ঘুম ঘুম ভাব ভাবছিলাম চা খেলে হয়তো ক্লান্তিভাবটা যাবে তাতেও দেরি ! সবি কপাল ভাই । কতজনরে কত কি দিলেন আমার বেলায় নিচে তাকান , সাগর দিলনা মাছ আপনি...!
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন:
সুজন ভাই, আপনার জন্য প্রামানিক ভাই চা নিয়া রওয়ানা দিছে
৫৮| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: হাহা সারাদিন ছিলাম না আড্ডার পিছনে পড়ে গেলাম। আমার চা কফি কই?
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে তো ফাইন করা উচিৎ, সবার শেষে আইসা আবার চা খাইতে চান
৫৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হে হে খেলা দেখছি, কি মাইর চলছে রে,
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ইংল্যান্ড তো কঠিন খেলা দেখাইল
৬০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আমার মত কেউ আছে কি মধ্যরাতের অতিথি,
মানে রাতের নিশাচর,
থাকলে আওয়াজ দেন,
সারারাত আড্ডা হইব
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি আছি মধ্য দিনের অতিথী
৬১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হ্যা,আমিও আশরাফুল ভাইয়ের ফোর
টুয়েন্টি ক্রিকেট দলে খেলতে চাই,
কবে হেইডা?
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: লাইনে খাড়ান, যারা আগে আইছে তাদের তালিকাভুক্তি আগে হোক
৬২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৭
মিজানুর রহমান মিরান বলেছেন: সারাদিন আড্ডা তে ছিলাম না! এখনো অনেক রাত হলো, তাই বিদায়!
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আবার সকালে আইসেন মিরান ভাই, দেখা হবে আড্ডাবাজিতে
৬৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:২৬
কল্লোল পথিক বলেছেন: আমি রাতে এসে ছিলাম এবং চলে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমি সকালে এলাম এবং রয়ে গেলাম
৬৪| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: মনে হয় সবাই এখনো ঘুম থেইক্কা উটে নাই,
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমি উঠছি, শুভ সকাল
৬৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার জন্য এখন শুক্রবার ছাড়া অন্য সবদিন শুক্রবার ||
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে অন্য সবদিনই আপনার সাথে আড্ডামু, নো চিন্তা
৬৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন:
৬৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
সাদিয়া আফরোজ বলেছেন: আজ শনিবার
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আজ রবিবার
৬৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১২
প্রামানিক বলেছেন: রাইতে আইছিলাম, চা কফি কিছু দেন নাই, উল্টা জরিমানা করছেন, নেন এবার সকালে আইলাম, এহন চা দেন।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ঐ সময় উল্টা জরিমানা করছি, এই বার আর উল্টা না, সঠিক ভাবেই জরিমানিত হবেন
৬৯| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৪
মিজানুর রহমান মিরান বলেছেন: চা কফি কিছু নাই???!!
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: মিরান ভাই, উপরে নিচে কিছু পাবেন, চলে যান ওখানে
৭০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাত দশটার পর আমার উনি হাত ধরে আমাকে টেনে হিঁচড়ে আড্ডা থেকে তুলে নিয়ে গেছেন। তাই আবার শনিবারে আসতে হলো।
গুড মর্নিং এভরিবডি। চা টা কিছু হবে?
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: চা বিস্কুট শেষ, আগামী শুক্রবারে আবার আইসেন
৭১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটা ধাঁধা দিলাম। বলুন তো নিচের কথাগুলো কোথায় লেখা আছে?
বিভিন্ন ভাষা রপ্ত করা বিশেষ গুন তবে, সবার আগে মাতৃভাষা। গৌরবময় জাতীয় জীবনে মাতৃভাষার সঠিক এবং বহুল চর্চার বিকল্প নেই।
এত সহজ ধাঁধা ট্যাকা দিলেও পাইবেন না। মায়ের পেটে থাকা পোলাপানও কইতে পারে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: হা হা প গে
৭২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
তাসলিমা আক্তার বলেছেন: সারাদিন খালি চা খেয়ে পেটে চড়া পইড়া গেলো। চায়ের সাথে টা দেন। এই আড্ডায় আবু হেনার এতো দাপট মানিনা মানবো না। প্রামানিক অনুপ্সথিত ক্যান, মাইকে নিখোঁজ সংবাদ ঘোষনা দেয়া হোক। এট্টূ বাইরে গেলাম। আবার আইতেয়াছি। আড্ডার জয় হোক।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন আপু চায়ের সাথে টা দিয়া গেলাম, আর প্রামানিক ইতিমধ্যেই প্রমান করেছে তিনি এখনো জেগে আছে, তাই মাইকের ার দরকার নাই।
৭৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২
তাসলিমা আক্তার বলেছেন: আবার সংশোধনের জন্য আসছি। কমেন্টের পরে প্রামানিকরে খুঁজে পাইছি। তেনাকে আমার বিশেষ প্রয়োজন। ছড়া শিক্ষার তালিম নিতেছি। জয় গুরুজী।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আপু আমিও আপনার সাথে ওনার কাছ থেকে ছড়ার তালিক নিতে চাই.........তয় আমি কিন্তু কুনু বেতন দিতে পারুম না।
৭৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
প্রামানিক বলেছেন: বইনরে আমি আইসা পড়ছি। আর অসুবিধা নাই মাইকের ভাড়াডা আমারে দেন ওইডা দিয়াই চা খামু। আড্ডায় দুই চারজন দাপুটে না থাকলে আড্ডা জমে না। কাজেই আবু হেনা ভাই আছে বলেই আড্ডা একটু বেশি জমে। কাজেই আবু হেনা ভাই আছে যখন থাকতেই হবে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: সামনে থেকে শুক্রবারের আড্ডার মালিকানা দিয়া দিমু হেনা ভাইরে, আর সহ মালিকানা দিমু প্রামানিক ভাইরে, আমি গ্যালারীতে দর্শকের সাড়িতে থাকতে চাই।
৭৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ লুকটা গেল কই? হের লাইগা কি মাইক ভাড়া করা লাগবো নাকি।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: মাইক আন্তে এতকুন লাগে?
৭৬| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
তাসলিমা আক্তার বলেছেন: @আবু হেনা মো: আশরাফুল ইসলাম, হুম, এইটা জানি আমি কই দেখছি দেখছি লাগে। উম, দাড়ান ভাই মাথাটা চুলকাইয়া লই
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: মাথায় চুলকানি না উঠলে কন, উঁকুন ছাইড়া দেই
৭৭| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ বোন তাসলিমা আক্তার, আমিই সেই হতভাগা, যে বউ চুরির গল্প লিখেছিল।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: অন্যের কাছে দিলে ছিড়ে ফেলতে পারে, তাই নিজের ঢোলটা নিজেই বাজান
৭৮| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজ রবিবার কী আড্ডা চলবে? চললে বলেন। মেহমান বিদায় করে আসি।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলুক না
৭৯| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আড্ডা কি শেষ হয়ে গেছে?
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আড্ডা শেষ হবে আগামী বৃহস্পতিবারে
৮০| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজকের আড্ডা পোস্ট কই?
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: একটু দেরী হয়ে গেলো আজকের আড্ডা পোষ্ট দিতে
৮১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: এটাও মিস
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১
সাদা মনের মানুষ বলেছেন: মিসেস কোনটা?
৮২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: কঠিন আড্ডা জমেছে!!!!!
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: শুক্রবারের আড্ডাটা ভালো জমছেনা, তাই আমি এখন আর এটা দিচ্ছি না আপু
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম।