| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা মনের মানুষ
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

বাংগালী নাকি আড্ডা প্রিয় জাতি, আমি নিজেকে দিয়ে বিচার করেই জানি কথাটা মোটেও মিথ্যা নয়। তাছাড়া শুক্রবারটা ছুটির দিন হওয়ায় আড্ডানোর সুযোগটাও পাওয়া যায় বেশী। আমি নিজে শুক্রবারে অন লাইনে বসার সুযোগ পাই একটু বেশী, তাই ভাবছি প্রতি শুক্রবারে একটা করে আড্ডা পোষ্ট দিবো, অবশ্য যদি ভালো না জমে তাহলে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবো।
আড্ডার কোন বিষয়বস্তু নাই, যে কোন বিষয় নিয়েই আড্ডা চলবে এখানে, তবে রাজনীতি আর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি ধরনের কোন মন্তব্য কেউ করবেন না বলেই আশা রাখছি। আসুন একটু আড্ডা দিই মনকে ফ্রেস করি......... 
যে ম্যাচ ভারত হেরে গিয়েছিলো সেই ম্যাচ আমরা হারলাম, এতে দোষটা কার? বা কার কেমন লাগছে এটা নিয়েও আড্ডাবাজি করতে পারি।
আড্ডা হতে পারে ভ্রমণ বা ফটোগ্রাফি নিয়ে।
যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন...........তো শুরু হোক আমাদের মনখোলা আড্ডা। 
আজ বুধবার অগ্নিঝরা মার্চ মাসের পঁচিশতম দিবস। ১৯৭১ সালের মার্চের কালোরাতে পাকিস্তানি বাহিনীর অতর্কিত নিরস্ত্র-নিরীহ বাঙালি নিধনযজ্ঞের ইতিহাসের সর্বকালের ঘৃর্ণিত বর্বতা এই নিরীহ বাঙালিদের হত্যার ইতিহাস। এই দিনে পাকিদের প্রতি ঘৃণা সহ সকল সহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ২য় ![]()
২|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পর পর দুই সপ্তাহে ফার্স্ট হইছি। আমারে পিতলের ভেজাল বিহীন স্বর্ণপদক দেন।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: 
৩|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
প্রামানিক বলেছেন: হেনা ভাই পেত্থম হইছে চা দেন।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
সাদা মনের মানুষ বলেছেন: চা খাইবেন না কফি? আগে সিদ্ধান্ত নেন
৪|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
প্রামানিক বলেছেন: হেনা ভাইরে খাঁটি পিতল পদক দেন, আর আমারে চা দেন।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন চায়ের সাথে বিস্কুট আর ফুল ফিরি
৫|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই আজ সেকেন্ড হইছে। তারে তামার ভেজাল বিহীন পিতলের পদক দেন।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই সেকেন্ড হইছে টার কোন প্রমান আছে? উপরে তাকায়া দেখেন সেকেন্ড কেডা
৬|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জালিয়াতি করে সেকেন্ড হয়েছেন। এইডা ব্লগার সমাজ মানে না, মানবে না।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হইছি, আপনি জালিয়াতি বল্তে পারেন্না
৭|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজ রক্তাক্ত ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ সারা দেশের নিহত অগনিত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: বিষয়টা আমার মনে ছিলোনা, এড করে দিচ্ছি, ধন্যবাদ।
৮|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী বীভৎস ছিল সেই দিনগুলো! ওই সময় আমি ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র। আজও সব কিছু চোখের সামনে জ্বল জ্বল করে জ্বলছে। আজও এই নির্মমতার কথা মনে হলে আমি ক্রোধে অন্ধ হয়ে যাই।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি তখন মায়ের কোলে তিনমাসের শিশু.........
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: নিচে লম্বা লাইন পড়ে গেছে আপনার গল্প শোনার জন্য, তো শুরু করেন
৯|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
তার আর পর নেই… বলেছেন: আড্ডা জমাইতে আসছি। একদম নীরস। আবু হেনা, আপনি পঁচিশে মার্চ এর দিনের কথা বলেন।
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
সাদা মনের মানুষ বলেছেন:
নিরস বইলা চইলা যাইয়েন্না, দেখেন রসের ব্যবস্থা হইতাছে ![]()
১০|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
শায়মা বলেছেন: এই আড্ডায় হেনা ভাইয়ার গল্প শোনাটাই সবচেয়ে দরকার। ভাইয়া সেদিনের কথা বলো।
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপুর সাথে সুর মিলিয়ে হেনা ভাইকে সেই দিনেগুলোর গল্প বলার জন্য অনুরোধ করছি
১১|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ আশরাফুল ভাই, শুরু করেন
১২|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০
প্রামানিক বলেছেন: চয়ের সাথে ফুল ফ্রি দিলে তো বেতন ছাড়া স্কুলে পড়াশুনার মত হইল।
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: এই বয়সে আবার স্কুলে আপ্নাকে কেউ কি ভর্তি করব?
১৩|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
শায়মা বলেছেন: সাদা মনের মানুষ ভাইয়া তোমার আড্ডা পোস্ট দেখে বেশ অবাক হলাম। তোমাকে গুরু গম্ভীর নিজের মনে নিজেই থাকা মানুষ ভাবতাম। তুমি আড্ডা দিতে জানো মনেই হয় না একদম! ![]()
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, একমাত্র আপ্নিই আমাকে চিন্তে পার্লেন আপু, প্রামানিক, হেনা ভাই, ওরা আপনার সঠে একমত হতেই চাইবে না ![]()
১৪|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আবুহেনা ভাই কই গেলেন?
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা উপরে নিচে আছে ![]()
১৫|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: আসলাম।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৬|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: বসবো?
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: পাটিটা টান দিয়ে মাটিতে বসে পরেন, প্রামানিক ভাই আজকের খাবারের দায়িত্বে আছে ![]()
১৭|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: তাহলে যাই।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: যাওয়ার সময় যাই বলতে নাই, বলেন আসি ![]()
১৮|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পরাজয় অনেক কষ্টের! এটলিষ্ট তাসকিনের সাথৈ যে বাজে আচরণ করছে তার জবাব দেয়ার জন্যও বিজয়টা প্রয়োজন ছিল! আর বিজয়তো এসেই ছিল মুঠোয়... যেন অবহেলায় চলে গেল!!!
![]()
১৯|
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
কবীর বলেছেন:
![]()
২০|
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্মৃতিচারণঃ বেঁচে আছি আজও
উপরের লিংকটি খুলে দেখুন ১৯৭১ সালের এই সময় আমার অভিজ্ঞতা কী ছিল।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ওটা তো আগে পড়েছি, নতুন একটা বলেন ![]()
২১|
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপরের লিংকে যে ঘটনার কথা বলা হয়েছে, তা' ২৮ মার্চ তারিখের। ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানী সেনাবাহিনী আমাদের রাজশাহী শহরে লাগাতার কারফিউ জারি করে রাখে। ২৮ মার্চ বিকেলে মাত্র তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে ওরা। ওই সময়ের মধ্যেই প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করে এবং অন্যান্য কাজকর্ম সেরে যার যার বাসায় ঢুকে পড়তে হবে- এই ছিল নির্দেশ। ওই তিন ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা আছে লিংকে।
২২|
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগে লিংক দেওয়া জানতাম না। আজ একটু চেষ্টা করে নিজে নিজে শিখে গেছি। কী চমেতকার, তাই না?
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: মিষ্টি খাওয়ান
২৩|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
বিদগ্ধ বলেছেন: পাকিস্তান বনার অস্ট্রেলিয়ার খেলা চলছে। আড্ডাবাজ নিজেও সেখানেই আছেন। তাই মন্তব্যের উত্তর নেই।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, আমি অন্য কোথাও ছিলাম ![]()
২৪|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০
প্রামানিক বলেছেন: আবু হেনা ভাইয়ের ৭১-এর ঘটনা পড়লাম। বিপদেই পড়েছিলেন বটে।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: এবার আপনি একটা বলেন প্রামানিক ভাই
২৫|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
গেম চেঞ্জার বলেছেন: চা খাইতে মুঞ্চায় কামাল ভাই। ![]()
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: 
২৬|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ প্রামানিক ভাই, সেদিন (২৮ মার্চ, ১৯৭১) আমি মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি। শাহী জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব না থাকলে পাকিস্তানী সৈন্যরা আমাকে গুলি করে মেরে ফেলতো। নিশ্চয় আল্লাহর নির্দেশে আমার জীবন বেঁচেছে।
২৭|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ শায়মা বোনকে বলছি, সাদা মনের মানুষ বেশুমার আড্ডাবাজ। সে জলে স্থলে অন্তরীক্ষে সব জায়গায় আড্ডা দেয়। তার বাড়ির লোক সবাই আড্ডাবাজ। কাজের বুয়াও আড্ডাবাজ। আমরা তার দেখে আড্ডা দিতে শিখে গেছি।
২৮|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খেজুর গাছের রস চুরি করে কেঠা? ![]()
২৯|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: খেজুর গাছের রস চুরি করে সম্ভাবদ কামাল ভাইয়ের লুকজন।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
না বলে অন্যের গাছ থেকে রস পেরে খেয়েছি, তবু চুরি করি নাই
৩০|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই জমিয়ে তুলতে পারলাম না বলে দুঃখিত
৩১|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিয়ের অনুষ্ঠান? আপনার নিজের নাকি? ![]()
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: নিজের বিয়েটা এতো সাধ করে কাইতে পারলাম কই ![]()
৩২|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রস চুরি করেন নাই, ঠিক আছে। রসের হাঁড়িটা তো চুরি করছেন। ![]()
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: চুরি করলাম কোথায়, রস খেয়ে হাড়িটা বাড়িতে নিয়ে চলে এসেছি ![]()
৩৩|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সওয়াবের কাম করছেন।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ![]()
৩৪|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: লুকটার বুদ্ধি আছে বটে, রস চুরি করে নাই, না কইয়া খাইছে।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো গুরু থাক্লে যা হয় আরকি ![]()
৩৫|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
তাসলিমা আক্তার বলেছেন: সারাদিন দাওয়াতে ছিলাম। লুকজন এত কম ক্যারে? কিছু ভাল্লাগেনা। কিমুন জানি পাইন্সা। ![]()
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: হ, একটু পাইন্সাই হইছে, লবনটা আর একটু লাগবো মনে হয় ![]()
৩৬|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: চা পুরোটা চাই না, পিরিচে একটু ঢেলে দিলেই হবে।। আর সিগারেটের শেষ অংশটুকু পেলে নিয়মিতই আসবো।।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের ব্যাপারে হেনা ভাইয়ের কোন আপত্তি নাই, কিন্তু সিগারেটের শেষাংশ দিতে ওনি অপারগতা প্রকাশ করেছেন ![]()
৩৭|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: 
৩৮|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল
৩৯|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলসে কত বুঝ এবার
আসতে হলো দেরী;
নিজ গুণে ক্ষমো বাপু
আয়াম ভেরি সরি।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: নাস্তা ঠান্ডা হইতাছে হাত লাগান, ছন্দে বরাবরের মতোই চমৎকৃত
৪০|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেরী দেখে যত খুশী
দ্যাও সাজা,নাই খেদ;
আম......... জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ। ![]()
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: জুনায়েদের নাম হুনলে ডর লাগে, আমি এক_কেরে সাদা মনের মানুষ ![]()
৪১|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৬
তাসলিমা আক্তার বলেছেন: নির্দুস একটা পাখির ফটুক দিয়া বাবরি চুল ঝাকাইয়া খালি জুনায়েদের নাম কয়। আমার ডর করে, অরে(ককভনপ) কন আর এই নাম না কইতে। হার্ট এ্যাটাক আসতে পারে আমার
![]()
৪২|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজ শনিবারের আড্ডা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এখন পিসি খুলে জুনায়েদের নাম দেখে ঘাবড়ে গেলাম।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমিও
৪৩|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কমেন্ট নং- ৩৭, ৩৮ মিষ্টি আর ফলমূল গুলো তো আমার একারই লাগবে। অন্য ব্লগার বন্ধুরা কী খাবে? এ যে হাতির মুখে সাবুদানা! ![]()
৪৪|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাসলিমা আক্তার বলেছেন: নির্দুস একটা পাখির ফটুক দিয়া বাবরি চুল ঝাকাইয়া খালি জুনায়েদের নাম কয়। আমার ডর করে, অরে(ককভনপ) কন আর এই নাম না কইতে। হার্ট এ্যাটাক আসতে পারে আমার
আকাম করে জুনায়েদ
আমি খাই ঝাড়ি;
সাদা ভায়া কিছু কর
নাইলে জন্মের আড়ি। ![]()
৪৫|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মারে ধরে একজনে
অপরেতে ঝাড়ে জেদ;
আমি..........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
![]()
০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: বেচারা এখন রিমান্ডে আছে
৪৬|
০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলবো আমি আলসে মেয়ে (ছ্যারা)
ঘুমিয়ে তুমি থাকো;
পোষ্ট দিয়েছি কোন সাঁঝেতে
এখনো দেখলেনাতো।
এক্ষুনি দেখো
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সাতদিন ব্লগে অনুপস্থিত ছিলাম, আজ ইনশাআল্লাহ সবই দেখবো ![]()
৪৭|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন
৪৮|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২
সাদা মনের মানুষ বলেছেন: 
৪৯|
০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫০
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু কেন??
৫০|
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: পুরো মার্চ আর এপ্রিল এর অর্ধেককাল ব্যস্ত থাকায় আপনার আড্ডা পোষ্ট মিস করেছি!!
চলতে থাকুক প্রতি শুক্রবারেই!
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে কিন্তু সামনের শুক্রবারে আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনি না থাকলে আড্ডাটা পানসে হয়ে যায়।
৫১|
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: থাকতে চেষ্টা করব ভাই, কোন ব্যস্ততায় যদি জড়িয়ে না পরি!!
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: ওকে তাহলে এই শুক্রবারে আড্ডাইটে প্রস্তুতি নিচ্ছি
৫২|
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: Rip আড্ডা
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম।