নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
গাংয়ের বা নদীর উপর উড়ে বেড়ায় এমন চিল বিশেষ পাখিকেই আমরা গাংচিল বলে থাকি। অন্যান্য পোকা মাকড় খেলেও বকদের মতোই এদের প্রাধান খাদ্য মাছ। তাই গাংচিলদের সাধারণত আমরা দেখতে পাই জলাশয় নদী ও সাগরের আশেপাশে। তবে আমাদের আভ্যন্তরিন নদীতে এদের কমই দেখা যায়। বাংদেশে এদের সাধারণত দেখা যায় সাগরের আশেপাশে। কয়েক দিন আগে নারকেল জিনজিরা দ্বীপে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরে গাংচিলগুলো সারাক্ষণ কিচির মিচির করে আমাদের জাহাজের পিছু নিয়ে যেভাবে সঙ্গ দিয়ে আমাদের ভ্রমণ আনন্দটা অনেক গুন বাড়িয়ে দিয়েছিলো। আর ওদের ছবি তুলে আমিও খুবই মজা পেয়েছিলাম। আজকের ছবি পোষ্ট আমার ক্যামেরায় ধরা পরা সেই গাংচিলদের নিয়েই।
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
(২১)
(২২)
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
জুন বলেছেন: অপুর্ব ছবিগুলো দেখে বিস্মিত হোলাম সাদা মনের মানুষ । পাখি প্রেমিক আমি গাংচিলের রাজকীয় ভঙ্গীতে উড়ে যাওয়া দেখে সত্যি মুগ্ধ । দারুন তুলেছেন ।
আপনার ছবির সাথে মিলিয়ে আমার কবিতাটি দিয়ে গেলাম
গাংচিলের ডানায় ভেসে আসা বাসন্তী সুবাস
+ ১
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: যারা প্রকৃতি প্রেমিক, ফুল, পাখি প্রেমিক এবং ঘুরতে ভালোবাসে তারা বরাবরই ভালো মানুষ তথা বড় মনের মানুষ হয়.......আপনার মতো ভালো মানুষদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
শায়মা বলেছেন: এই মায়াবিনী গাংচিলের ছবি খুলতে খুলতে আমার পেইজ ও উড়তে শুরু করলো ভাইয়া!
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: পিসিতে তালা মেরে রাইখেন, পিনি যেনো আবার উড়াল না দেয় শায়মা আপু
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: সাদা মনের মানুষ আর বোক মানুষ বলতে চায় আমাদের ব্লগের বড় তারকা।
আচ্ছা, আপনাদের দুজনের মাঝে কি পরিচয় আছে?
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
এই ছবিতে হাসিখুশি বোকা মানুষটার সাথে হাওড়া স্টেশনে বসে আছি আমি। তবে আপু আমাকে বড় তারকাদের কাতারে ফেলে বিব্রত না করলেই আমি খুশি হবো, ধন্যবাদ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
মুসাফির নামা বলেছেন: অপূর্ব আর অবারিত।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন মুসাফির
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
সাথিয়া বলেছেন: সুন্দর ছবি ব্লগ +++++
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, চেষ্টা করি ভালো ছবি তোলার
৮| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফ্যান্টাসটিক! আপনার এযাবৎ কালের সবচেয়ে দৃষ্টিনন্দন ফটো ব্লগ। শুধু অসাধারণ বললেও কম বলা হয়। ভারতে কবে গিয়েছিলেন?
ধন্যবাদ কামাল ভাই।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: ভারতে বছরে একবার যাওয়া হয়, কেমন আছেন আশরাফুল ভাই? এই সপ্তাহে ভ্রমণে থাকায় শুক্রবারের আড্ডাটা মিস করলাম।
৯| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: করেছেন কী? সব গাঙচিল ক্যামেরা বন্দি করে ফেলেছেন তো! অামার এককালে গাঙচিল হওয়ার ইচ্ছে ছিলো । Click This Link
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সব বন্দি করতে পারিনি, তবে অনেকগুলো করেছি এটা নিশ্চিৎ, ধন্যবাদ সাধু ভাই
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুক্রবার আড্ডা না হওয়ায় আমার ধারণা হয়েছিল আপনি হয়তো অসুস্থ। এখন থেকে এরকম হলে ধরে নেব আপনি ক্যামেরা নিয়ে কোন না কোন সফরে আছেন। সেখান থেকে ফিরলেই চমৎকার কিছু ছবি দেখা যাবে।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ধরে নেওয়ার বিষয়টা বেশ ভাইটামিন যুক্ত
১১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর একবার ছবিগুলো দেখে গেলাম। অদ্ভুত সুন্দর! এই পোস্টটি নির্বাচিত পাতায় ঠাই পাবে আগেই জানতাম।
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: গেয়ানী লুকেরা জানবে, এটাই তো স্বাভাবিক
১২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি। কবে গেলেন জিঞ্জিরা, একটু জানালেন না ভাই পোস্টে +++
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ২৬ মার্চ গিয়েছিলাম, ৩০ মার্চ ফিরে এসেছি।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
প্রামানিক বলেছেন: হায়রে গাংচিল! বাস্তবেও দেখার সৌভাগ্য হয়েছিল আপনার তোলা ছবিতে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। ধন্যবাদ
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ১৩ নাম্বারে এসে আবার চা চেয়ে বসবেন্না যেন
১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
জুন বলেছেন: সাদা মনের মানুষ আমার গল্পে ব্যবহার করা মাটির কুটিরের ছবিটি কি আপনার তোলা? আমি নেটে সার্চ দিলে অনেক মাটির ঘরের সাথে এ ছবিটিও এসেছিল আর আমারও কল্পনার সাথে মিলে গেল পুরোপুরি। একটু জানাবেন কিন্ত অপেক্ষায় রইলাম আর কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: না আপু, ওটা আমার তোলা ছবি না, আমি ভাবছিলাম পশ্চিমবঙ্গের কোন গ্রাম থেকে আপনার তোলা ছবি এটা, কারন ওদিকে আমি এমন ঘর দেখেছি অনেক।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
তাসলিমা আক্তার বলেছেন: অক্ষরে কিছু লিখার দরকার নেই। ছবিই সব বলে দিয়েছে। কিন্তু সমস্যা হল, কাছে গিয়ে ওদেরকে আদর করতে ইচ্ছে করছে
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: অক্ষরে লেখায় দূর্বলতা আছে আপু, তাই ছবি দিয়েই শেষ করতে চাই, শুভেচ্ছা জানবেন
১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: গাঙচিলের খেলা ভাল লেগেছে । ছবিগুলো ক্লিয়ার স্থির যেন গাঙচিল স্বয়ং পোজ দিয়েছে !!
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ওরা আমার ক্যামেরা দেখে পোজ দিয়েছে বলেই তো এমন করে তুলতে পেরেছি ভাই
১৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার সব ছবি , অনেক ভাল লাগা রইল । শুভ কামনা ।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইল আন্তরিক শ্রদ্ধা
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দারুন ছবি,শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
সুজন কুতুবী বলেছেন: খুব সুন্দর ছবি
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কুতুবী ভাই, ভালো থাকুন, সব সময়
২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৮
উল্টা দূরবীন বলেছেন: দারুণ।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২
লেডি বার্ড বলেছেন: চমৎকার সব ছবি তুলেছেন।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টাটা সব সময় করি ভাই, ধন্যবাদ
২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার এলাম, দেখলাম এবং চলে গেলাম।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কই যান ভাই, একটু চা টা খেয়ে যান
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬
তাহসিন মামা বলেছেন: চমৎকার সব ছবি। মুগ্ধ হলাম।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ছবির জগতে আপনি তো আমার গুরুজন
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
রিপি বলেছেন:
ছবিগুলি দারুন হয়েছে ভাইয়া।
জ্বলতে চাই, ভাসতে চাই নীলে.....
রাখতে চাই দুচোখ ঐ ডানা মেলা গাংচিলে.....
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: জ্বলতে চাই, ভাসতে চাই নীলে.....
রাখতে চাই দুচোখ ঐ ডানা মেলা গাংচিলে.....
..........আন্তরিক শুভেচ্ছা রইল
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: সুন্দর !
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: আমি কিছুতেই ছবি যুক্ত করতে পারছি না তাই আজ একটা রেসিপি পোষ্ট করতে পারলাম না । সহজ নিয়ম থাকলে আমাকে
একটু হেল্প করুন প্লীজ , আমি ল্যাপটপ ব্যবহার করি । শুভ রাত্রি ।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন:
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯
ফারিহা নোভা বলেছেন: এত এত্ত সুন্দর ছবি, মুগ্ধতা ছুঁয়ে গেল।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন আপু
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
নেক্সাস বলেছেন: দারুন সব ছবি। ভাই আপনি অনেক লাকি
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো তাই, শুভেচ্ছা জানবেন ভাই
৩০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
ফয়সাল রকি বলেছেন: চমৎকার... অনেক পরিশ্রম গেছে তাই না?
+++
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: পরিশ্রম কোথায়! সবটাই তো মজা
৩১| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: অফিস শেষে ঘর।। এই আমার সীমানা।। মোল্লার দৌড় মসজিদের মতই।। দেশে গেলেও দেখতে পাই না ধানের শীষে কুয়াশার মুক্তো।। ভরসা আপনাদের ছবি ব্লগই।।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সচেতন ভাবে বলেছেন তো আপু?
৩২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: গাংচিল!
দারুন সব ছবি!
অসাধারন গাংচিল ফটোপিডিয়ার জন্য ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা বিদ্রোহী
৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব আপনার তোলা ? স্যালুট নেন ভাই !
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সব আমারই তোলা, স্যালুটের দরকার নাই ভাই, ভালোবাসা দিয়েন
৩৪| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
অপু দ্যা গ্রেট বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগ এ আসলাম .।.।.।
ছবি গুলো মন ভাল করে দিল
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
৩৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩১
আরজু পনি বলেছেন:
একেবারে নির্দিষ্ট বিষয় নিয়ে ...তাও আবার উড়ন্ত গাঙ চিল অথবা বলি সাগর চিল।
দারুণ লাগলো দেখতে।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন মন্তব্যে উৎসাহটা আমার বেড়ে গেলো আপু, ধন্যবাদ আপনাকে।
৩৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
অপূর্ব । গাংচিল এর মেলে দেয়া ডানার মতোই মুগ্ধতার সব ছবি ।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জী এস সাহেব, শুভ নববর্ষ
৩৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আড্ডা পোস্ট গেল কৈ?
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আড্ডা পোষ্ট ভালো জমছেনা বলে মনে হচ্ছে, তাই আপাতত স্থগিত রেখেছি ভাই
৩৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮
আলভী রহমান শোভন বলেছেন: খুব সুন্দর পোস্ট।
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আলভী ভাই
৪০| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: উড়ন্ত গাংচিল, আহা ---------------
এই সৌন্দর্য্য থেকে চোখ ফেরানো যায় না!!!
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!!
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা আপনাকেও
৪১| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
গেম চেঞ্জার বলেছেন: পরাণটা জুড়িয়ে গেল ভ্রাতা!!
গাংচিল শব্দটাও অনেক সুন্দর!!!
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি বলছেন ভাই, গাংচিল শব্দটা আমার কাছেও খুবই ভালো লাগে শুনতে
৪২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪
এহসান সাবির বলেছেন: সমুদ্রের গাংচিল.....!!!
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: সমুদ্রটাও তো একটা গাং, নাকি ভাই
৪৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫
মাদিহা মৌ বলেছেন: দৃষ্টিনন্দন!
৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নেবেন আপু
৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
স্রাঞ্জি সে বলেছেন:
সব ছবিই দৃষ্টিনন্দন। গাংচিলের সাথে যেন আমিও উড়তেছি। সাগরের মাঝে ভয়হীন উড়তেছি। স্বাধীন। আহ! ইহা শুধু স্বপ্ন।
ছবি ব্লগে ++++
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এমন স্বাধীনতা আমাদের নাই, পুরোনো পোষ্টে মন্তব্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২
বিজন রয় বলেছেন: সব কি আপনার ক্যামেরায়?