নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ছেড়া দ্বীপ, বাংলাদেশের সর্ব দক্ষিণ বিন্দুর নাম হলো ছেড়া দ্বীপ। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি: মিটার দক্ষিণে এ দ্বীপটির অবস্থান। ছেড়া দ্বীপের আয়তন তিন কি: মিটার। ২০০০ সালের শেষের দিকে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়।
(৩) বরুণ, বর্ণা বা বৈন্যা ফুল। নুনের টেক, সোনারগাও, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
(৪) দোচুলা পাস, ভূটানের সবচেয়ে পরিচিত পাস দোচুলা পাস। রাজধানী শহর থিম্পু থেকে ৩০ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩১৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই পাসটি শাদা মেঘে আচ্ছন্ন থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে এখান থেকে হিমালয়ের সুন্দর দৃশ্য দেখা যায়।
(৫) জাল, নদী, নাও, মেঘনা নদী আনন্দ বাজার সোনারগাও থেকে তোলা ছবি।
(৬) রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর থেকে তোলা ছবি।
(৭) ডাল লেকের মাঝি, কাশ্মীরের ডাল থেকে তোলা ছবি।
(৮) বাদামী কসাই পাখি, নুনের টেক, সোনারগাও, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
(৯) লবন চাষের মাঠ, টেকনাফ থেকে তোলা ছবি।
(১০) পাহাড়ি গ্রাম, সাজেক যাওয়ার পথের ছবি এটা। রাঙামাটি থেকে তোলা।
(১১) একটি পাহাড়ি বাড়ি,এটা বান্দরবানের সিপ্পি পাহাড়ের রোনিন পাড়া থেকে তোলা ছবি।
(১২) কুমার বাড়ি, কুমিল্লা দক্ষিণ সদরের গাংকুল গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) জামতলা সী-বিচ, সুন্দরবন থেকে তোলা ছবি।
(১৪) এই ফলের আঞ্চলিক নাম পেলা গোটা, পুস্তকিয় কোন ভাসা আমার জানা নাই। এগুলো পাকলে কালচে রং ধারণ করে। বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।
(১৫) পদ্মা রিসোর্ট, পদ্মা নদীর গা ঘেঁষে জেগে ওঠা চড়ের মধ্যেই অপূর্ব সুন্দর জায়গাটি তৈরি করা হয়েছে। চারদিক সবুজ দিয়ে ছেয়ে থাকা রিসোর্টের পাশেই বয়ে চলেছে পদ্মা নদী।
(১৬) নাম না জানা ফুল।
(১৭) ইসাখাঁর রাজধানী সোনারগাঁ।
(১৮) ছোট্ট ফড়িং, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) বৃষ্টি মুখর সবুজ গাছ। বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(২০) ভুটানের একমাত্র অন্তর্জাতিক বিমান বন্দর “পারো” শহরে আমি
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: চা ষ্টলে গিয়া আমার নাম বলেন, তয় নিজ দায়িত্বে বললেন, আগের জনের রশি খুলে আপনাকে বেধে ফেললে আমি দায়ী নই
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: আপনার ছবি দেখে অনেক জায়গা ঘুরে এলাম। ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
ধন্যবাদের জন্য এক কাপ
৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ছবি ব্লগ। নাম না জানা শিরোনামের ১৬ নম্বর ছবিটা কেতর ফুল বলে পরিচিত।
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকুন, সব সময়
৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
মুসাফির নামা বলেছেন: ছবিগুলো অসাধারণ।
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন মুসাফির
৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: outstanding,
ঘোরে এলাম ছবির জগত থেকে,
অসাধারণ!! "
বিশেষ করে ৪ আর ১০ বেশ লাগল,
আর ওদিকে প্রমানিক ভাই এসেই কিন্তু খাওনের বায়না
ধরছে, ওরে কয়েকটা খাবারের ছবি দিয়ে দেন.
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন দিয়া দিলাম
৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: আপনি তো অনেক ঘোরাঘোরি করেন মনে হয়। পোস্ট আকর্ষণীয়।
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, ঘোরাঘুরিটা এখন আমার মজ্জাগত হয়ে গেছে।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: অসাধারন ছবি ।
প্রতিটি ছবিই মন ছুয়ে যায় ।
১ও ৪ নং ছবি সবচেয়ে ভাল লেগেছে।
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বুরহানউদ্দীন ভাই, ভালো থাকুন, সব সময়
৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
ফয়সাল রকি বলেছেন: সুন্দর ফটোব্লগ +++
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রকি ভাই
৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ছবি তোলার হাত তো বেশ!
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: সব সময়ই চেষ্টা করি মিরান ভাই, যদিও আমার ছবি তোলায় কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, ধন্যবাদ।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মিজানুর রহমান মিরান বলেছেন: কি বলেন! সত্যি বলছি, একজন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার এর মতই আপনার হাত।
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ! কন কি!.......আপনার মুখে ফুল চন্দন পড়ুক
১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
রাবার বলেছেন: ছবিগুলি সুন্দর লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাবার
১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: আপনারও দেখছি বিশাল মাথা, কোথায়, কবে, কোন ছবি তুলেছেন তাও মনে আছে!!!!!!
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার প্রত্যেকটা ভ্রমণের জন্য আলাদা ফাইল আছে, সুতরাং এটা মনে রাখা কোন ব্যাপারই না
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: সব ছবিগুলো, ছবির মতই সুন্দর!!! (২০ নাম্বার ছাড়া!! ওই ছবিটা মোটা মাথাওয়ালা মানুষের মত!! )
পদ্মা রিসোর্টে আমিও ঘুরে এসেছি।
খুব ভাল লেগেছে আমার!
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ২০ নাম্বার ছবিটা আবার কোথ্থেকে আইলো
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৪
সাদ আলী বলেছেন: অসাধারণ একটি ছবি লিখেছেন, আপনার তোলা ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাদ ভাই, উৎসাহিত হলাম
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
ডি মুন বলেছেন:
ছবিগুলো চমৎকার।
ভ্রমণপিপাসু মানুষগুলোকে আমার ঈর্ষা হয়
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণপিপাসু মানুষগুলোকে আমার ঈর্ষা হয়...........আমারো
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা কি বোর্ড দিয়ে কথা সাজাই আর আপনি সাজান ছবি দিয়ে। এক হাজার শব্দ লিখে আমরা যা বোঝাতে পারি না, আপনি তা' মাত্র একটা ছবি দিয়ে বুঝিয়ে দিতে পারেন। স্যালুট ফটো মাস্টারকে।
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: বুড়া মানুষের স্যালুট আমি গ্রহণ করিনা
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ নং ছবি। পাখিও কসাই হয়? ওরা কী জবাই করে?
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আরো কয়েক প্রজাতির কসাই পাখি আছে আশরাফুল ভাই
কসাই পাখি (ইংরেজি: Shrike) বা লাটোরা একদল ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। পৃথিবীতে ৪ গণে যে ৩১ প্রজাতির (মতান্তরে ৩ গণে ৩০ প্রজাতি) কসাই দেখতে পাওয়া যায়, তারা সকলেই Laniidae (ল্যানিডি) গোত্রের অন্তর্গত। এরা সকলেই প্যাসারিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় গণ ল্যানিয়াস নাম এসেছে ল্যাটিন lanius থেকে যার অর্থ কসাই। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। ........উইকি
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
মানস চোখ বলেছেন: অসাধারণ সব ছবি 'সাদা' ভাই!!!!
খুবই ভালো লাগলো!! ভালো থাকবেন সব সময়!!
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময়
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
নেক্সাস বলেছেন: ভাই প্রথম ছবিটা দিয়া আমার মাথা খারাপ করে দিছেন। হায় শৈশব! হায় শিমুলের ফুল !
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমারো মাঝে মাঝে ছবি দেখলে মাথা কারাপ হয়, আহেন গলাগলি ধইরা কান্দি
২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
বোকামানুষ বলেছেন: বরাবরের মতোই ভাললাগা
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষদেরও ভালোলাগা মন্দ লাগা নামে কিছু আছে নাকি?
২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উইকিপিডিয়ার লিংক দিয়ে ভালোই করেছেন। ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে চা খাওয়ান
২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
জুন বলেছেন: ধান ক্ষেতের সবুজের মাঝে লাল টুকটুকে শিমুলের কুড়ি দেখে আমি তাকিয়ে রইলাম সাদা মনের মানুষ।
প্রকৃতি বড্ড সুন্দর। মাটির সোঁদা গন্ধ মাখা অসাধারন আপনার এই বনে বাদাড়ে সিরিজটি।
+
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
সাদা মনের মানুষ বলেছেন: উহ্ আপু, উৎসাহিত হলাম ব্যাপক
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: জব্বর ছবি দিয়েছেন!
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সাধু খাটি কথা কইছেন
২৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা শুধু নববর্ষে নয়, সব সময়ই আমার দরকার হয়......ধন্যবাদ
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫
মাহফুজ নাজিম বলেছেন: সুন্দর ছবি ব্ল। সুন্দর ফটোব্লগ +++
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নাজিম ভাই
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭
প্রামানিক বলেছেন: ১ম হইছি, দুপুরের খাওন দেন।