নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শুক্রবারের আড্ডা - ৩

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০


বাংগালী নাকি আড্ডা প্রিয় জাতি, আমি নিজেকে দিয়ে বিচার করেই জানি কথাটা মোটেও মিথ্যা নয়। তাছাড়া শুক্রবারটা ছুটির দিন হওয়ায় আড্ডানোর সুযোগটাও পাওয়া যায় বেশী। আমি নিজে শুক্রবারে অন লাইনে বসার সুযোগ পাই একটু বেশী, তাই ভাবছি প্রতি শুক্রবারে একটা করে আড্ডা পোষ্ট দিবো, অবশ্য যদি ভালো না জমে তাহলে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবো।
আড্ডার কোন বিষয়বস্তু নাই, যে কোন বিষয় নিয়েই আড্ডা চলবে এখানে, তবে রাজনীতি আর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি ধরনের কোন মন্তব্য কেউ করবেন না বলেই আশা রাখছি। আসুন একটু আড্ডা দিই মনকে ফ্রেস করি.........


১৪২৩ বাংলা বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছাসহ আড্ডাবাজী হতে পারে নরবর্ষ কে কিভাবে উৎযাপন করলাম সেটা নিয়ে।


আড্ডাবাজি হতে পারে দেশ-বিদেশ ভ্রমণ নিয়ে।


ইদানিং অনেক বাংলা ব্লগই বন্ধ হয়ে যাচ্ছে, আবার কয়েকটা ঝিমাইতেছে, অবস্থা এখন যায় তো তখন যায়। এমতাবস্থায় আমাদের বাংলা ব্লগের পথিকৃত সামহোয়্যারইনের ভবিষ্যত কি তা নিয়ে একটা জম্পেস আড্ডাবাজী করা যায়।


আড্ডাবাজি হতে পারে ফটোগ্রাফি নিয়েও।

যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন...........তো শুরু হোক আমাদের মনখোলা আড্ডা।

মন্তব্য ২৭৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭৫) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

সোহানী বলেছেন: দারুন একটা ইনেসিয়েটিভ। মন ভালো নেই কারন এবারেই প্রথম পহেলা বৈশাখ কোন দিক দিয়ে গেল টের পেলাম না। প্রবাসে পহেলা বৈশাখ অাছে তবে সেটাতো আর বাংলাদেশের মতো নয় কিছুতেই............

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: হতাশ হওয়ার কিছু নেই, দেশে যখন ফিরে আসবেন তখন আবার বৈশাখী ফ্লেবার পাবেন :)

২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

সোহানী বলেছেন: আমিই কি প্রথম আড্ডায় এলাম????????? তাহলে আম ভর্তা একা খাবেন না.... আহ্ ইউনিভার্সিটির মামুর হাতের আম ভর্তা ....

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: মামুর ফোন নাম্বারটা দেন তো ভাই :-B

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

এহসান সাবির বলেছেন: আড্ডায় ঠিক মতো থাকতে পারবো না, একটু কাজে বের হয়ছি, যতক্ষন থাকা যায় আছি।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: অসুবিধা নাই, বেঠিক মতো থাকলে ও এখানে কোন সমস্যা হবে না :D

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

এহসান সাবির বলেছেন: কই আড্ডার হোস্টরই তো কোনো খবর নাই X(

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এই আড্ডায় সবাই হোষ্ট, তারপরেও আছি ভাইজান, কন কি খাইবেন :D

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আড্ডার ডাক দিয়ে হোস্ট ভেগে যায়... এ আর নতুন কী!


কই আবুহেনা ভাই কই?
কই পেদুসা আফা....?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও মইনুল ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলি.............

কই আবুহেনা ভাই কই?
কই পেদুসা আফা....?
নাহার আপা কই......?

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

এহসান সাবির বলেছেন: সব ভাগছে....

সাদা মনের মানুষ ভাই ফিরে আসুন কিছু খাইতে চাইবো না....... ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: খাইতে চাইবেন কওয়ায় ফিরে আসতেই হলো :-B

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

প্রামানিক বলেছেন: আড্ডার পোষ্ট দিয়া আপনি কি বাড়ি আছেন না কোথাও বেড়াইতে গেছেন?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

সাদা মনের মানুষ বলেছেন: কিছু ভদ্রতা আপনার শেখা উচিৎ :P ........দেখেন এই পোষ্টে সোহানী আপু প্রথম হয়েছেন কিন্তু আপ্নার মতো খাই খাই কর্তাছে না B-)

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

বিজন রয় বলেছেন: আমার মন ভাল আছে, তাহলে আড্ডায় আসার দরকার নেই।

প্রামানিক ভাই আইজকাইল পরর্থম হইতারে না।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন: যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন.......... এমন একটা শর্ত কিন্তু আড্ডাবাজদের উপর বিদ্যমান :D

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: এই আড্ডাটা মাঝে মাঝে বাস্তবে করা যায় কিনা???

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

সাদা মনের মানুষ বলেছেন: করা যায়, এবং অনেক সময় হয়েছেও.........কিন্তু আমার কেন যেন মনে হয় বাস্তবে কাছে না আসলেই ভালো হয় :D

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তরমুজের ছবি দেখে মনে হলো বাংলাদেশের কোন তরমুজ ব্যবসায়ী ওটারে টিকা দিয়েছে....

/:)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এখন তো শোনি সব তরমুজকেই নাকি টিক্কা দেয় :D

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাকে ছাড়া এই আড্ডা মানি না। আবার প্রথম থেকে শুরু করতে হবে।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন:
আপ্নে পরথ হইছেন চা খান, এক্লা খাইয়েন্না কেতলী ভড়া আছে, সবারে একটু আধটু দিয়েন........বিশেষ করে মইনুল ভাইরে :D

১২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

এহসান সাবির বলেছেন: গরমে এক গ্লাস লেবুর শরবত দেন দেখি ভাই, লেবু না থাকলে লেবুর পাতা দিলেই চলবে..

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন:
বাড়িতে লেবু নাই, বিলম্ব ছিল নিয়া আইলাম :D

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তরমুজের এই বেহাল দশা করলো কেঠা? বেচারী কাইন্দা শেষ।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে লয় এইটা মেজদার কারিশমা B-)

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাইকেলে আমার কী জায়গা হবে? হইলে কন। কম্বল বালিশ নিয়া অহনই আইতাছি।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হ হইবো, রড খালি আছে, তাড়াতাড়ি দৌড় লাগান

১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: খাওন চাওয়াটা যদি অভদ্রতা হয় চাওয়ার পরে খাওন না দেয়াটা কি?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নারে আবার কেডা অভদ্র কইলো, খাওন না দিলে না খাইবেন, অভদ্র হওয়ার কোন দরকার আছে কি??? =p~

১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় আমার এত দেরী!!!!!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রধান আড্ডিবাজ (মানে আড্ডাবাজের স্ত্রীলিঙ্গ নাকি এটাই হয়) =p~

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাই চা খায় না। তারে কফি দেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: কফি শীতকালীন সব্জি, এখন এসব পামু কই?

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

কামরুন নাহার বীথি বলেছেন: সকল আড্ডাবাজ বন্ধু-বান্ধবী ভাই বোন, আপা-দুলাভাই, দাদা-আদী, নানা-নানীকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!!!
আশা করছি সবাই কুশলেই আছেন!!! :D

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি হাত তুললাম :D

১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামরুন নাহারের পাঁচশো টাকা ফাইন। লেট ফি হিসাবে টিনের বাক্সে রাইখা দেন কামাল ভাই।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপু নাকি আপ্নাকে ফ্ল্যাক্সিলোড কইরা দিয়া দিছে B-)

২০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাথরুমে গেলাম। ছোট কাম সাইরা এক্ষুনি আইতাছি।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: :(

২১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপ্নারে বেডায় এম্নে মার্তাছে কেরে??

২২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইংলিশ ক্লাসে আর কুনোদিন যামু না / স্যারের ইমুন প্যাদানী আর খামু না। =p~

২৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: হেনা ভাই, আপনি মুরুব্বী মানুষ। আপনার কথা কি ফেলতে পারি!!
সকালে নাশতা বানিয়ে খাইয়ে-দাইয়ে আসতে আমার প্রতি আড্ডায় আসতে দেরী হয়ে যাবে, তাই ফাইন বেশী করেই দিলাম!!
দেরীর জন্য ক্ষমা কইরেন!! :(

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: এইডা জাল টাকা, চলত ন

২৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে হাঁ, মেজদা লুকটা কই? বেশি গরমে তার কী লুজ মোশান হইছে? তার জন্য এক মুঠা গুড়, এক চিমটি লবন আর ওয়াসার পানি পাঠাইয়া দেন কামাল ভাই।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আপু আপ্নারে বেডায় এম্নে মার্তাছে কেরে?? -----

আপনাকেই করছে, এইমাত্র জেন্ডার ভুল করলেন!!! :)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

সাদা মনের মানুষ বলেছেন: ছুডু বেলায় সবাই কমন জেন্ডার থেকে এইডা আমি আপনারে কতো আর বুঝামু?

২৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। কামরুন নাহারের ট্যাকা নকল।

২৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাইর খাওয়া পোলাডা আমি। এতদিন দেইখাও কামাল ভাই চিনতে ভুল করে।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মাইর খাওয়ার সব কাহিনীই তো জানি, এইডা আবার কবে কাইলেন?

২৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: হেনা ভাই ইংরেজী না পড়া ডাক্তারী পড়েন আবার নতুন করে!! :)

২৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না হেসে এক দিন পার করলেন তো জীবন থেকে একটা দিন নষ্ট করলেন- চার্লি চ্যাপলিন।

৩০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বলেছেন: হে হে হে। কামরুন নাহারের ট্যাকা নকল। ---

টাকা নকল করার মত নকলনবিশ আমি নই ভাই!! :)

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাইর খাওয়া পোলাডা আমি। এতদিন দেইখাও কামাল ভাই চিনতে ভুল করে। ----- হুম্ম, কামাল ভাই একটা ইয়ে!!! :)

৩১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ কামরুন নাহার। আমি তো আগে থেকেই হাতুড়ে ডাক্তার। কত রুগীরে বেহেশতে পাঠাইয়া দিছি।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হেতেরা গিয়াই কি আপনারে আবার ইহ দুনিয়াতে পাডাইয়া দিছে?

৩২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: সুন আমরা মোবাইলে ইংরেজী শিখি। হেনা ভাই কি থাকবেন??? :)

আমিনা - I'm not.
তারাবাতি - They are light.
কারবারি - Whose home?
কেনা - Who isn't?
জীবন - Yes, sit.
বখাটে - Sit on the bed.
সেতারা - She is star.
তারকাটা - His thorn.
কারাবন্দি - Who're captive?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, ব্যফক মজাদার

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হেনা ভাই, কামরুন নাহার আপা কী অপরাধ করেছেন যে, পাঁচ হাজার টাকায় নোট দিয়ে জরিমানা আদায় করলেন? X((
দেশের টেহার কি দাম নাই??? X(

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমিও বুঝিনা বুড়া মানুষের এতো টেকার দরকারটা কি??

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

দিনাজপুরিয়া বলেছেন: চমৎকার লিখেছেন ।আর ফটোগ্রাফি গুলোতে বেশি মজা পেয়েছি। অসাধারণ

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে আমিও মজা পাইছি :D

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কামাল ভাই/হেনা ভাই/ প্রামানিক ভাই, কফি খাওয়া ছেড়ে দিচ্ছি....
চা খাই... সেটাও দুধ চিনি ছাড়া... জীবনটা তেনাতেনা হয়ে গেলো |-)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

সাদা মনের মানুষ বলেছেন: তো আর খাওয়ার দরকার কি?

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: এই ব্লগে মন্তব্য কপিপেষ্ট করে জবাব দিয়ে আড্ডা দিতে মজা পাই না!!!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: জানা আপুরে আপনার বাসায় দাওয়াত দেন, আর নিচে মইনুল ভাই কি কইতাছে হেদিকে নজর দেন.........আমিও বলি কপিপেষ্ট কেন আপু!!!!!!!!!!!!!!!!!!!!

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: @কামরুন নাহার বীথি বলেছেন: এই ব্লগে মন্তব্য কপিপেষ্ট করে জবাব দিয়ে আড্ডা দিতে মজা পাই না!!!


কেন.... আপনি তো সরাসরি লেখতে পারেন... মন্তব্যের বক্সে!!

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: এইডা জাল টাকা, চলত ন -------- হুম্ম চলত ন, জানেন আপনি ।
বাংলাদেশ ব্যাঙ্কের সীল-ছাপ্পর মারা, গভর্নরের সই করা টাকা চলত না!!!

চলবে ১০০ বার চলবে!!
মইনুল ভাই গেয়ানী লুক, তারে জিগান!!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: চাকা লাইগাইলে এটা চলবে আমিও নিশ্চিৎ :-B

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আবুহেনা ভাই তো আরও বেশি গ্যায়ানি.... তিনি তো জানার কথা যে বাংলাদেশে পাঁচ হাজার টাকার নোট হয়েছে.... এক লাখ পঞ্চার হাজার টাকার নোট আসলো বলে!

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: দুই লাখ টাকার নোটের কথাটা বলেন্নাই ক্যান!!

৪০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

এহসান সাবির বলেছেন: পুলিশে খবর দেব আমি, জাল টাকা লেনদেন হচ্ছে এখানে..... ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: সাবির ভাই, আমি কিন্তু এসবে নাই.........সব দুষ হেতেগ

৪১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কেন.... আপনি তো সরাসরি লেখতে পারেন... মন্তব্যের বক্সে!! -----

এই যে আপনার মন্তব্যের জবাব কি আমি সরাসরি দিতে পারলাম?
আপনি কি আমাদের অতীত ভুলে গেছেন, এভাবে আমরা আড্ডাইছি???
একটা মন্তব্যের দশজনেও জবাব দিয়েছি আমরা!!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এইডা ঠিক করতে হলে জানা আপুরে আপনার রান্না করা পায়েশ না খাওয়াইয়া পারবেন্না আমি কইয়া দিলাম :-B

৪২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: এহসান সাবির বলেছেন: পুলিশে খবর দেব আমি, জাল টাকা লেনদেন হচ্ছে এখানে..... ;) -------

কী লাভ ভাই, আরেকটা নোট ধরিয়ে দিলেই হলো!!!! ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

সাদা মনের মানুষ বলেছেন: এমন চিত্রটা জনগনের সাথে পুলিশের ভালোবাসারই প্রতিক :#)

৪৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

ইন্দ্রনীলা বলেছেন: আড্ডা পোস্ট দেখে মনে হলো আড্ডাবাজের সংখ্যা বড় কম।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নারে নিয়া একজন বাড়লো :D

৪৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

এহসান সাবির বলেছেন: বীথি আপুর চারিদিকে নেটওয়ার্ক..... আসলেই কোনো লাভ নাই :(

মাঈনউদ্দিন ভাই আবুহেনা ভাই দুজনই গেয়ানী লুক, ঐ টাকা চলত নাকি চলত না বলেন তো?

চললে আমাকে কেউ গিফট করবেন... B-))

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি গিফট্ পাইলে আমাকে একখান ফটোকপি দিয়েন :D

৪৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্রাউজারে সমস্যা আছে কিনা দেখুন... @কামরুন নাহার আপা! :)
আমি তো কি বোর্ড ইংরেজি রেখেই এখানে বাংলা লেখতে পারি...

কিন্তু প্রথম আলো ব্লগের আড্ডার মজা এখানে পাবেন না :(

৪৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

এহসান সাবির বলেছেন: ইন্দ্রনীলা বলেছেন: আড্ডা পোস্ট দেখে মনে হলো আড্ডাবাজের সংখ্যা বড় কম।

অধিক সন্যাসীতে গাঁজন নষ্ট.... এই রকম কি একটা কথা আছে না... ;)
আমরা এই কয়জনই কম আড্ডাবাজ?

৪৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

জুন বলেছেন: কামরুন্নাহার বিথী আপার মত রন্ধনপটিয়সী, বাগান বিলাসী লোকজন থাকতে আড্ডায় কোন খাবার নেই, ফুল- ফল নেই :(
কাহিনী কিতা #:-S /:) =p~
এই নেন আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার :P

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

সাদা মনের মানুষ বলেছেন: নাহার আপুর রান্না এখনো শেষ হয়নি আপু। এই বিলুপ্ত প্রজাতির পিঠা দিয়া আপ্যায়িত করার জন্য ধন্যবাদ আপু

৪৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


@এহসান সাবির :)

পাঁচ হাজার টাকার নোটটি অবশ্যই চলবে। তেরো হাজার টাকার নোট ছাপালেও সেটি চলবে... গ্যারান্টি!
শর্ত হলো লেনদেনে এগুলোকে ব্যবহার করবেন না। শুধু নিজেদের মধ্যে চালাচালি করবেন। :)

৪৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

@ঝুনাফা!!! আড্ডাবাজদের জন্য কিছু ভ্রমণের ছবি এখানে পোস্ট করুক্কা!!!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও হেইয়াই কই

৫০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

এহসান সাবির বলেছেন: মাঈনউদ্দিন ভাইয়া তাই সই.... আমি ঐ নোট আপনাকে দেব আর আপনি আমাকে আপনার ল্যাপটপটা দিয়ে দিবেন B-)) ব্যাস নিজেদের মধ্য লেনদেন শেষ ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আমরা কিছুই শুনিনি :D

৫১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

এহসান সাবির বলেছেন: জুনাপু হোস্ট তো কিছু খাওয়াবে না সো তো আপনার টা দিয়েই......

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের আড্ডা পোষ্টের খাদ্যমন্ত্রী হিসাবে কামরুন্নাহার আপু সব সময় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে জুন আপা দায়িত্ব নিলে ও আমাদের কোন আপত্তি নাই সাবির ভাই, আপনার আছেনি?

৫২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

এহসান সাবির বলেছেন: মইনুল ভাইয়া হেনা ভাই পুলিশের ভয়ে পালাইছে তাই না? B-))

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: দুঃসাহসী লুক, তাই ভাইগা গেছে B-)

৫৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

জুন বলেছেন:
ভ্রমনের ছবি দেখতে চাইছেন :-* ওক্কে থাইল্যান্ডের এক প্রত্যন্ত অঞ্চলের চিড়িয়াখানা থেকে তোলা ছবি দিলাম আপনার জন্য @ মাইনুদ্দিন মইনুল :P

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ছাগল দিয়া চিড়িয়াখানা ভইরা রাখছে ক্যান আপু?

৫৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

ইন্দ্রনীলা বলেছেন: ৪৬. ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০ ০
এহসান সাবির বলেছেন: ইন্দ্রনীলা বলেছেন: আড্ডা পোস্ট দেখে মনে হলো আড্ডাবাজের সংখ্যা বড় কম।

অধিক সন্যাসীতে গাঁজন নষ্ট.... এই রকম কি একটা কথা আছে না... ;)
আমরা এই কয়জনই কম আড্ডাবাজ?



তবে আর সন্যাসী, সন্যাসিনী বাড়িয়ে কাজ নেই। আমি আমার মতই থাকি।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আজকে নষ্ট গাজন নিয়াই একটা জম্পেস আড্ডাবাজি হয়ে যাক.........কি বলেন? :-B

৫৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

এহসান সাবির বলেছেন: ইন্দ্রনীলা @ তা কেন হবে.... আপনিও থাকুন না আমাদের সাথে.. ন হয় একটু গাঁজন নষ্টই হল :)


সাদা ভাই আমার কোন আপত্তি নাই...

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: আড্ডার মাঝে আবার ভেদাভেদ কি? মোদের এক পরিচয় হোক, আমরা আড্ডাবাজ লোক :>

৫৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: জুন আপুকে আমাদের সবার আড্ডায় স্বাগতম, আমার বাগানের সুগন্ধী ফুলের শুভেচ্ছা!!!



২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: হাস্নাহেনা ফুলের ছবিটা দেখে এখনি ইচ্ছে করছে সুবাস নিতে

৫৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: বল্টু আর পল্টু দুই বন্ধু বেড়াতে গেল
জাপান। তারা সেখানে বড় একটা
হোটেলে উঠল।
:
পল্টুঃ খুব খিদে পেয়েছে দোস্ত।
:
বল্টুঃ তোর এই খাই খাই সভাবটা
আর গেলনা।
:
পল্টুঃ চল না, দোস্ত
:
বল্টুঃ বল কি খাবি ?
:
পল্টুঃ তুই ওর্ডার দে।
:: ::::::
বল্টু ওয়েটার কে ডাকল
ওয়েটার খাবারের মেনু
বইটা দিল। বল্টু ভাষা না
বুঝে আন্দাজে একটা টিক
দিয়ে দিল। একটু পরে খাবার
আসল, পরাটা আর মাংস
দু'জনে খুব মজা করে খাচ্ছে
:
বল্টুঃ খুব টেস্ট, এটা খাসির মাংস
:
পল্টুঃ আরে দুর ব্যাটা এটা গরুর মাংস
:
এই নিয়ে দু'জনের মাঝে ভিশন ঝগড়া
লোকজন জরো হয়ে গেল,ওয়েটার কে
ডাকল। ওয়েটারত এদের ভাষা বোঝেনা।
তাই এরা মাংসের টুকরা হাতে নিয়ে।
:
বল্টুঃ এইটা,,, ম্যা ম্যা,,,,,,,
:
পল্টুঃ এইটা,,, হাম্বা হাম্বা,,,,,,
:
ওয়েটার কিছুক্ষণ চুপ থেকে বলল
:
:
ইট'স,,,,, ঘেউ ঘেউ,,,,,,
-------

(বল্টু= বোকা মানুষ বলতে চায়, পল্টু= কামাল ভাই , এরা দুইজনে খালি বেড়ায় আর বেড়ায় :) )

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: একজন বোকা পাইয়া অন্য জন সাদা পাইয়া কি খাওয়াইলেন আপু? কাফফারা কিন্তু দিতে হবে X(

৫৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

ইন্দ্রনীলা বলেছেন: আমি দুপুরবেলা গাঁজন খাইনা। আপনারা খান।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: গাঁজন কিতা ভাই? গাজা নাকি?!

৫৯| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

সাহসী সন্তান বলেছেন: বীথিপুর ফুলের ছবি আমারে লগইন করতে বাধ্য করছে! এই পথ দিয়ে যাওনের সময় হুট কইরা হাসনাহেনার গন্ধ পাইয়া দেখলাম, কামডা বীথিপুর! ;)

আড্ডাবাজিতে কি অংশগ্রহণ করতারি সাদা ভাই?

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

সাদা মনের মানুষ বলেছেন: এইতো আমাদের সাহসী পোলা আইয়া পরছে, এবার কেউ কিছু কইলে খবর কইরা ছাড়মু না? :-B

৬০| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্রাউজারে সমস্যা আছে কিনা দেখুন... @কামরুন নাহার আপা! :)
আমি তো কি বোর্ড ইংরেজি রেখেই এখানে বাংলা লেখতে পারি...

কিন্তু প্রথম আলো ব্লগের আড্ডার মজা এখানে পাবেন না :(
----- হ্যা, এটাই সমস্যা!!!!
আমিও ইংরেজি লিখে বাংলা দেখি------ :) :)

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ইংরেজি লিখে বাংলা দেখি......মানে হইলো ফোনেটিক, আমিও ফোনেটিক পাবলিক।

৬১| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান বলেছেন: বীথিপুর ফুলের ছবি আমারে লগইন করতে বাধ্য করছে! এই পথ দিয়ে যাওনের সময় হুট কইরা হাসনাহেনার গন্ধ পাইয়া দেখলাম, কামডা বীথিপুর! ;) -------

হ্যা কামডা বীথিপুরই :) এবার আপনার কইতরিরে নিয়া দ্যান!!

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: কইতরি কিডায়?? ;)

৬২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: জুনাপু মুরুব্বি মানুষ এইহানে কিতা করে? এত আড্ডা দেওয়া ভালু না!

মোর কইতরি কয়, আড্ডাবাজ পোলারা নাকি ভালু পুলা না! তাই আমি আড্ডা দিই না, ইয়ার্কি মারি..... :P

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও ইয়ার্কি মারা শিখতে ইচ্ছো কর্তাছে.........শিখাইবেন্নি সাহসী পুলা ভাই

৬৩| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: সাস ভাই-এর জন্য এই শুভেছা আর আশীর্বাদ ----

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: এইডা তো না করতে পারবেন্না যে আপনার ছুডু বেলার ফডো না B-)

৬৪| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

জুন বলেছেন: :( :( @সাহসী সন্তান

৬৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

সাহসী সন্তান বলেছেন: সাদা ভাই আপনি টেনশন নিয়েন না, কেউ কিছু কইলে তারে 'এটেম্প টু মরে গেছি' কেসে ফাঁসাই দিমু না? সুতরাং ধুমসে আড্ডা মারেন!

বীথিপুর ফুলের ছবি কইতরির কাছে ট্রান্সফার হয়ে গেছে! তিনি এখন হাস্নাহেনার সুবাস গ্রহণ করছেন আর মনে মনে বীথিপুরে ধন্যবাদ দিচ্ছেন!

৬৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



@এহসান সাবির!

ওটা তো লেনদেন হয় গেলো! :(
টাকা নিয়ে কোন লেনদেন নয়। তাহলে অনেক টাকার মালিক হতে পারবেন :)



@ঝুনাফা! থেংকু.......

বাট চাগলের চবি দেখে একটু ভিমড়ি খাইলাম... খুনু কারাপ মতলব নেইতো B-)

৬৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: ●হাসপাতালে নার্স : অভিনন্দন,
আপনার ঘরে ছেলে হয়েছে।
সাহসী সন্তান : আরিবাবা !
কি টেকনোলজির
যুগ, বিবি
হাসপাতালে আর আর
ছেলে ঘরেই হলো ।
;)

৬৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

সাহসী সন্তান বলেছেন: বীথিপু কি আমারে কিছু কইলেন?

দেখেন আমি কিন্তু ভাল পুলা! কচুপুড়া ঘরে সার্টিফিকেট আছে কইলাম। আপনি এভাবে একজন ইমানদার পোলার বিরুদ্ধে খারাপ কিছু প্রচার করতারেন না? এবার কিছু কইয়া দেখেন, সোজা কইতরির কাছে নালিশ দিয়া দিমু! হুউউউউউউউ.......!!

জুনাপু মন খারাপ করনের কিছু নাই! আপনে মুরুব্বি মানুষ, তাই ফাকে পাইয়া একটু মজা লইলাম আর কি! ;)

৬৯| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: কামাল ভাইঃ এটিএম থেকে টাকা
তুলছিলেন।
.
পিছন থেকে বোমা ভাই
বললেন, "হে...হে ! আমি
আপনার পাসওয়ার্ড দেখে নিয়েছি,
ওটা
হলো চারটে অ্যাসটেরিকস (****)
.
বল্টু : 'হাহা ! আপনি ভুল,
ওটা হলো ২৭৮৬'
------ :)

৭০| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

সাহসী সন্তান বলেছেন: বীথিপুতো দেহি টেনশন বাড়াই দিচ্ছেরে! বিয়ার আগেই পোলার সু সংবাদ! বিষয়টার মধ্যে বিরোধী দলের ষড়যন্ত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য সাদা ভাইয়ের কাছে জোর অনুরোধ করা গেল!

৭১| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: আমি আবার আইসা পড়ছি।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

সাদা মনের মানুষ বলেছেন: টুথ পেষ্টের বিজ্ঞাপন এহানে নিয়া আইয়া কি প্রমান করতে চান প্রামানিক ভাই?

৭২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান বলেছেন: বীথিপু কি আমারে কিছু কইলেন?

দেখেন আমি কিন্তু ভাল পুলা! কচুপুড়া ঘরে সার্টিফিকেট আছে কইলাম। আপনি এভাবে একজন ইমানদার পোলার বিরুদ্ধে খারাপ কিছু প্রচার করতারেন না? এবার কিছু কইয়া দেখেন, সোজা কইতরির কাছে নালিশ দিয়া দিমু! হুউউউউউউউ.......!!
----

নালিশ দেয়ার আগেই কি কান্না শুরু করেছেন ???? :)

৭৩| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান বলেছেন: বীথিপুতো দেহি টেনশন বাড়াই দিচ্ছেরে! বিয়ার আগেই পোলার সু সংবাদ! বিষয়টার মধ্যে বিরোধী দলের ষড়যন্ত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য সাদা ভাইয়ের কাছে জোর অনুরোধ করা গেল! -------

এইডা ডিজিটাল যুগ!!!! আগেই জানা যায় বিয়ের পরের রেজাল্ট!! :)

৭৪| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: পকেট মারের সুবিধার জন্য তৈরী করা এত লম্বা নোট নাহার আপা পাইল ক্ই জাতি জানতে চায়?

৭৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

সাহসী সন্তান বলেছেন: বীথিপু,
কান্না করমু ক্যান? কথায় আছে না, পরাজয়ে ডরে না বীর!

খালি হেড অফিসের বিষয়টা আপনার কানে উঠাই দিয়া আপনারে একটু ভয় ধরাইলাম আর কি!

প্রামানিক ভাইরে চা দেন!

৭৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: শুক্রবারে খাওয়া ছাড়া আড্ডা জমে নাকি!!! কামাল ভাইতো সেই কঞ্জুস!!!
আমি কিছু দিয়ে গেলাম !!!





২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

সাদা মনের মানুষ বলেছেন:

এই গরমে এসব খাবার বুঝি কেউ খায়, নেন আমি দিলাম গরমে ঠান্ডা হওয়ার খাবার :D

৭৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক বলেছেন: পকেট মারের সুবিধার জন্য তৈরী করা এত লম্বা নোট নাহার আপা পাইল ক্ই জাতি জানতে চায়? ---

আরে এর মধ্যেই ভুলে গেলেন? আপনি যে আমার জন্মদিনে শ্যুভেনির হিসেবে গিফট করলেন!!! ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ওদিকে জন্মদিনে গিগট্ নেওয়া দেওয়া চল্তাছে, আমার জন্মদিনে কেউ ফিরেও তাকালোনা :((

৭৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

কামরুন নাহার বীথি বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: জুতার মালা পদকটা ওদের জন্য খুবই প্রযোজ্য হতো

৭৯| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

কামরুন নাহার বীথি বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপু নিজের অভিজ্ঞতার আলোকে করা কার্টুন নিশ্চয়ই B-)

৮০| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন:

৮১| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

আরজু পনি বলেছেন:

আড্ডাপোস্টেকেমনযেনোঅস্থিরলাগেবেশিরভাগসময়,তাইঢুকতেইচ্ছেকরেনা।
আপনারদেয়াকাচাআমেরছবিরআমগুলোপেলেব্লেন্ডকরেজুসবানিয়েখেতেইচ্ছেকরছে।
তবে বোকামানুষবলতেচায়আমাকেভ্রমণপোস্টদেয়ারতাগাদাদিয়েছেন।
ভাবছিভিন্নস্বাদেরভ্রমণপোস্টদেয়ার B-))

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার লেখা সব এমন লেগে গেছে ক্যান এক সাথে?

৮২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

গেম চেঞ্জার বলেছেন: এইখানে কি চলিতেছে #:-S B-)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

সাদা মনের মানুষ বলেছেন: চেঞ্জ চল্তাছে.......মানে ঘুমোট ভাব কাটিয়ে মনকে ফ্রেস করা চল্তাছে আরকি B-)

৮৩| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: মহাসড়কে তিন চাকা নিষিদ্ধ।অগত্যা - দুই চাকা !!!

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা হইছে ;)

৮৪| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার আইলাম। নাহার বোনের ছবিগুলা দেইখা হাসতেছিলাম। তাই কমেন্টাইতে দেরি হইয়া গেল।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সে বেশী হাসা দাঁতের জন্য ক্ষতিকর :#)

৮৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ কামরুন নাহার। ৬৩ নং কমেন্টে আপনি আমার ছুডু বেলার ছবিটা সকলরে দেখাইয়া কামডা ভালাই করছেন। সবাই বুঝবে ছুডু বেলায় আমি ক্যামন বদের বিচি ছিলাম। থ্যাঙ্কু।

৮৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮০ নং কমেন্টের মর্জিনা নোটটা না ছিঁড়ে আমাকে দিয়ে দিয়েছে। বলেছে, বদমাশটা যত ট্যাকা দিব সব আপনারে দিয়া দিমু।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আর আপ্নে দিয়া দিয়েন আমারে, আমি আপ্নারে রাজশাহীর আম খাওয়ামুনে :-B

৮৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। উপরের কমেন্টে হাসতে ভুলে গিয়েছিলাম।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: এইবার নিচের কমেন্টে চেষ্টা কইরা দেখেন হাসি আহে কিনা :D

৮৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

৮৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি একটু ঘুমায়া ছিলাম, আর এই চান্সে বীথি আপু আমারে ঘেউ ঘেউ খাওয়ায় দিলেন? এই দুক্ষু কুতায় রাখি? :((

আমি তো ভাবছিলাম বল্টু হইল প্রামানিক ভাই, উনি তো খালী খাই খাই করে। আর বীথি আপা, আমি সম্প্রতি ভারত ট্যুর শেষে indianfoodrack থেকে যে খাবার আনছিলাম, আপনি সেটি নিজের নামে চালায়া দিলেন? :P এইটা কিছু হইল?

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো সজাগ থাইকাও ধরা খাইয়া গেলামগা :((

৯০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মইনুল ভাই, কফি-চিনি-দুধ যখন বাদ দিছেন চা পাতাও বাদ দেন। দেখবেন সেইরাম একটা পানীয় হইবে। যত মন চায় পান করবেন, নো চিন্তা, ডু ফুর্তি ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমিও হেইডাই কইতে চাইছিলাম, আপনি আমার মনের কথাটা জানলেন কিভাবে হাসান ভাই? ;)

৯১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

গেম চেঞ্জার বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে বেচারাদের অবস্থাটা কি???

৯২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গেমু ভায়া, তার মানে কি লবন দিয়ে শশা খেলে শশা মোটা হইবেক? :-B

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শশা দিয়া লবন খাইলে কি হয় সেটা জাতি জান্তে চায়

৯৩| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

গেম চেঞ্জার বলেছেন: বোমবচ!

ব্যালেন্স করে তো!!! :-B

ফেবুতে ম্যাশকিনের কোপাকুপি দেখছেন??

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথা চুলকায়, ম্যাশকিন ক্যাডা? মাশরাফি আর তাসকিন নাকি?? :D

৯৪| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আইজ সকালে ঘুমের মধ্যে স্বপ্নযোগে আপনার মনের খবর জানলাম। বাকী সব খবরও কি কই দিমু? ভাবতেছি পীরালী ব্যবসা ধরমু। ;) @ কামাল ভাই।

=p~ =p~ =p~

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: জয় ল্যাংটা পীর বোকা মানুষের জয়..........পারসেন্টেস দিলে আমরাও সাথে থাক্তে চাই :D

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ত্য ব্যবসাটা বালা, ধইরা ফালান, আমার খুবই পছন্দের ব্যবসা :-B

৯৫| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

গেম চেঞ্জার বলেছেন: ম্যাশকিন মানে মাশরাফি তাসকিন। এইটা নিয়া সন্দেহ থাকা নাজায়েজ!! ;) ;)

ভিডু লিংক

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: দেখলাম, তয় কোপাকুপিটা আর একটু বেশী হইলে ভালো হতো :)

৯৬| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:
চোরে আমার গাড়ির ড্রাইভিং সিট খানা চুরি কইরা নিছে, কি আর করা পেলাষ্টিকের চেয়ারই ভরসা :-B

৯৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: বোমা পীরের কাছে কামাল ভাই!!


২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

সাদা মনের মানুষ বলেছেন: বোমা পীর নাকি বোকা পীর?

৯৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি একটু ঘুমায়া ছিলাম, আর এই চান্সে বীথি আপু আমারে ঘেউ ঘেউ খাওয়ায় দিলেন? এই দুক্ষু কুতায় রাখি?

আমি তো ভাবছিলাম বল্টু হইল প্রামানিক ভাই, উনি তো খালী খাই খাই করে। আর বীথি আপা, আমি সম্প্রতি ভারত ট্যুর শেষে indianfoodrack থেকে যে খাবার আনছিলাম, আপনি সেটি নিজের নামে চালায়া দিলেন? :P এইটা কিছু হইল?
-----------

অসময়ে ঘুমালে এমনটাই হয়! তাহলে খবরটা ভুল বলিনি!!! :)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো কই ঘরের কতা পরে জানল কেম্নে? আসলে সবই স্বপ্নে পাওয়া ;)

৯৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

কামরুন নাহার বীথি বলেছেন: কামাল ভাই আর বোমা ভাই-এর চিন্তা শুধু ঘোরাঘুরি --------

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনেও কিন্তু তাই B-)

১০০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
সুবচন -------------

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

সাদা মনের মানুষ বলেছেন: মহা বিপদ তো দেখতাছি B:-)

১০১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: @ গেমু ভায়া, ব্যালেন্স মানে তো বিল রাখার পর কত টাকা ফেরত পাব সেইটা? তাই না? যাই পাওনা আছে, দিয়ে দেন। ;)

@ কামাল ভাই, শেষে জামা-কাপড় খুলে নিয়ে এই ভরা মজলিসে ল্যাংটা কইরা ছাইরা দিলেন, এই লজ্জা রাখি কুনে?

@ বীথি দাদীমনি, ইস্ত্রি ব্যাগে আনা শিখছি সেই প্রাইমারীতে থাকতে ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

সাদা মনের মানুষ বলেছেন: সেই প্রাইমারী থেকেই শুরু........তিনি আমাদের বোকা গুরু (মানে ল্যাংটা পীর বোকা মানুষ) :D

বাস্তবে তা হওয়ার দরকার নাই, নামের মাঝে ল্যাটা জাতীয় কিছু লাগাইয়া দিলে পাবলিক গিলে ভালো, তাছাড়া কাপড়ের নিচে তো আমরা সবাই তাই :P

১০২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: বোমা পী-- বোকা মানুষ পীর। উনিইতো স্বপ্নে পাওয়া পীর!!

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপু বোমা টোমা দিয়া লুকটারে লাল দালানের ভাত খাওয়ার ব্যবস্থাটা না করলেই কি নয়?

১০৩| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কামাল ভাই, আসলেই স্বপ্নে সব পাওয়া যায় ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি যে সব পান তা তো আমি ঠিকই বুঝতে পেরেছি...........অন্যথায় :-B

১০৪| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

কামরুন নাহার বীথি বলেছেন: বীথি দাদীমনি, স্ত্রী ব্যাগে আনা শিখছি সেই প্রাইমারীতে থাকতে!!! -------

তাই------------------- এমন ইচড়ে পাকা!!!! @বোমা ভাই

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাবছিলাম বীথি আপু বাচ্চা মানুষ, এখন তো দেখছি দাদীমনি মানে বুড়া মানুষের সাথে আড্ডাইতাছি........হায় হায়, এখন আমার কি হইব গো :((

১০৫| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
হেনা ভাই-এর জন্য------------

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমারে দিয়ালান B:-/

১০৬| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

গেম চেঞ্জার বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: @ গেমু ভায়া, ব্যালেন্স মানে তো বিল রাখার পর কত টাকা ফেরত পাব সেইটা? তাই না? যাই পাওনা আছে, দিয়ে দেন। ;)


হেঃ হেঃ হেঃ ঠিকাছে। দিয়া দিতাছি। তয় আরেকখান নেন-

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভাইটামিন যুক্ত :D

১০৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
সাহসী পোলা গেছে কই----------- তার তরে। -----

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কতো রঙ্গ দেখাইলা আপু ...........কিন্তু অনেক দেরীতে দেখাইলা =p~

১০৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: @ গেমু ভায়া, ব্যালেন্স মানে তো বিল রাখার পর কত টাকা ফেরত পাব সেইটা? তাই না? যাই পাওনা আছে, দিয়ে দেন।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: এই রে ধরা খাইয়া গেলো বুঝি

১০৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

গেম চেঞ্জার বলেছেন: বীথিপু এত কিছু কই রাখে?? B-)

১১০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বীথিপু এত কিছু কই রাখে?? --- বলা যাবে না এখানে !!! :)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: দেয়ালের কান আছে শুনতে পারবে, কিন্তু মুখ নাই, বলতে পারবে না :-B

১১১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মিয়া গেমু, বীথি আপু কে কইছে? হ্যাতে মোগো হগলের দাদী আম্মা, বুইজঝো? ;)

১১২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: গেম চেঞ্জার, নাতি আমার -------- আরেকটা ব্যালান্স !!!

১১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বীথি দিদা, আজকাল কিন্তু দেয়ালের চোখও আছে। ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

সাদা মনের মানুষ বলেছেন: খাইছে আমারে B:-/

১১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মিয়া গেমু, বীথি আপু কে কইছে? হ্যাতে মোগো হগলের দাদী আম্মা, বুইজঝো? -- এত্ত নাতি রাখি কই, সবাইরে নিয়া বেড়ায়ে আসি!! :)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষটা ডিব্বায় ক্যানো??

১১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: বীথি দিদা, আজকাল কিন্তু দেয়ালের চোখও আছে। ;) ---

কামাল ভাই কইছে মুখ নাই!!! তারে আমি গুরু মানি!!!

১১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কামাল ভাই ভুল কইছে, ভুল গরুর (থুক্কু গুরু) ভুল থিউরি। ;)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে পীর মানু, আপনার গুরু হওয়ার সাধ্য কি আমার, আপ্নে একজন মহিলা পীরের দরবারে গিয়া মুরিদ হয় =p~

১১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আপু নিজের অভিজ্ঞতার আলোকে করা কার্টুন নিশ্চয়ই B-) ----

শুধু কি আমার অভিজ্ঞতার আলোকে, আপনার নাই ???!!!!
আজ সারাদিন বসে আছেন কম্পুতে!!

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

সাদা মনের মানুষ বলেছেন: ওনারা তো কেউ নানুর বাড়ি, কেউ বাপের বাড়ি, আমি এখন কি করতাম?

১১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

কামরুন নাহার বীথি বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: কামাল ভাই ভুল কইছে, ভুল গরুর (থুক্কু গুরু) ভুল থিউরি। ;) ---

হ্যা------------- এইডাই হইল আপন নাতির কাম!!
গুরু চেনায়ে দিলেন!!!! :)

১১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষটা ডিব্বায় ক্যানো?? =p~ =p~ =p~

যাই, একটু হাওয়া খাইয়া আসি, রাতে দেখুম নে, কার কি হালত।

টাটা বাই বাই,
ভাই-ভাবী আপা-দুলাভাই।

ওহ সরি, দাদীমনি অলসো। :P

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: হ, ঘুইরা আয়েন, আমি কালকে ঘুরতে বের হমু

১২০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: পহেলা বৈশাখ কাঁচা আম খাইয়া কাটায় দিছি! :P

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ১লা বৈশাখটা আপনার খুব সুখেই কেটেছে, আমার ১লা বৈশাখে কোন স্পেশালিটি ছিলো না।

১২১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: কাচা আম দেখে মন চাচ্ছে এক্ষনি কচকচ কইরা খাই

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: খাওয়ার জন্যই দেওয়া, খেতে থাকেন আপু, শেষ হবে না :D

১২২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আড্ডা দিতে মন চাই কিন্তু সময়ের সাথে পারিনা

১২৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ম্যালা আড্ডাইছেন এবার রুটি খান

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: রুটির সাথে একটু গুড় হইলে ভালো হতো B-)

১২৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



@বোকা মানুষ বলতে চায় বলেছেন: মইনুল ভাই, কফি-চিনি-দুধ যখন বাদ দিছেন চা পাতাও বাদ দেন। দেখবেন সেইরাম একটা পানীয় হইবে। যত মন চায় পান করবেন, নো চিন্তা, ডু ফুর্তি

একদম আসল কথাটি বলে দিয়েছেন... ওটাই করছি!
কিন্তু মাঝে মাঝে জীবনের মানেটা দিয়ে একটু দ্বন্দ্ব লাগে... এই যা!


২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে জীবনের মানেটা দিয়ে একটু দ্বন্দ্ব লাগলে তখন জীবনের ভাই তপনের সাথে কথা কইয়েন :D

১২৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এইটা কি আপ্নার বড় বেলার ছবি?

১২৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:

১২৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ কামরুন নাহার। ১০৫ নং কমেন্ট- ওই টাকা আমি নিমু না। কামাল ভাইরে দিয়া দেন।

১২৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন:
হায়রে আড্ডা রে - -- হ্যাগো আড্ডার চোটে গাছে উইঠাও শান্তি পাইতাছি না। খালি আড্ডাইতে মুন চায় - -- -

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: গাছে উঠছেন বালা কতা, এই তাল গাছ কিন্তু আমার :D

১২৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, আন্নে গাছে উঠছেন কিল্লাই?

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: কাঁচা আম পাড়তে বেচারা তাল গাছে উঠছে, সমস্যা নাই, আম না থাকলে আবার নেমেই আসবে :-B

১৩০| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

গেম চেঞ্জার বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মিয়া গেমু, বীথি আপু কে কইছে? হ্যাতে মোগো হগলের দাদী আম্মা, বুইজঝো? ;)

সুরি!!! সুরি!!!

বীথিদি!! ব্লগে আমার একজন দাদীও জুটে গেলো। হাঃ হাঃ হাঃ B-)

@প্রামাণিক ভাই,
আপনার সেই বেলার ছবিটা সিরামমমমমমমম :-P

১৩১| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাচা আম দেখে মন চাচ্ছে এক্ষনি কচকচ কইরা খাই

ফেরদৌসার কচকচ কইরা খাইতে ইচ্ছা করে, এদিকে আমার পোকায় খাওয়া দাঁতগুলা শির শির করে।

১৩২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন:
সাশ্রয় কাহাকে বলে ১১৪ নং ছবিতে নাহার আপার ছোটখাটো ফ্যামিলি তা বুঝায়া দিল।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তা কম খারাপ বলেন্নাই

১৩৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ১২৯ নং মন্তব্য ঃ হেনা ভাই, ভাল নেটওয়ার্ক পাইলে ভালো আড্ডাইতে পারমু হের লাইগা গাছে উঠছি।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: তয় দেইখেন আপনি পিছলা খাইলেও হাতের দা যেন পিছলা না খায় B-)

১৩৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, কামাল ভাই রুটির সাথে গুড় খেতে চেয়েছেন। তারে এক নম্বর ফরমালিনযুক্ত চিটা গুড় দিয়া পাঠান।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: লোকটা কিপ্টুস তাই ফর্মালিন দিবোনা, কিন্তে ট্যাকা লাগবোনা? :-B

১৩৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: হেনা ভাই চিটা গুড় পাইলাম না আপাতত জিলাপী দিলাম।হেনা ভাই চিটা গুড় পাইলাম না আপাতত জিলাপী দিলাম।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কার রেসিপি মাইরা দিলেন, ব্যাটায় তো আপনার কাছে পুলিশের নামে বিচার দাখিল করবো :)

১৩৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২

কামরুন নাহার বীথি বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ কামরুন নাহার। ১০৫ নং কমেন্ট- ওই টাকা আমি নিমু না। কামাল ভাইরে দিয়া দেন। -------

কামাল ভাই লাইনের প্রথমেই দাঁড়িয়ে এখনও!! :)

১৩৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মিয়া গেমু, বীথি আপু কে কইছে? হ্যাতে মোগো হগলের দাদী আম্মা, বুইজঝো? ;)

সুরি!!! সুরি!!!

বীথিদি!! ব্লগে আমার একজন দাদীও জুটে গেলো। হাঃ হাঃ হাঃ B-)


১৩৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

গেম চেঞ্জার বলেছেন: B-) B-)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ভাই আপনার হাসিতে যেন ঝিনুক জড়ছে ;)

১৩৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন:
অনেক আড্ডাইছি এখন একটু রেস্ট লই।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ভাই আপ্নারে ইমুন দেহাইতেছে ক্যারে?

১৪০| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

লালপরী বলেছেন: হায় আল্লাহ আড্ডা কি শেষ নাকি ভাইয়া?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: পরীদের ছাড়া আড্ডা শেষ হয় কি করে? আপনি আসছেন আমাদের আড্ডায় ফুল কিংবা হূল ফুটাইবেন তারপর না হয় আড্ডা শেষ হবে :)

১৪১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মুই কি একটু চান্স পাইতারি? হগ্গলেই দেহি বিয়াপুক আড্ডাবাজ!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হয়, আপ্নে আইছেন বসেন আড্ডা দেন, আমি পান তামুকের ব্যবস্থা কর্তাছি

১৪২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন:
হালের গরু নাই আপাতত এইভাবেই- - -- - -

১৪৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন:
বাইডি মোরে একটু লই যান- - -

১৪৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন:
তাইতো কই নাহার আপার টেবিলে এত রেসিপি আসে কিভাবে -- - - - ?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: নাহার আপু কি পিছনে শেষ পর্যন্ত থাকতে পেরেছিলো?

১৪৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন:
প্রামানিক বলেছেন:তাইতো কই নাহার আপার টেবিলে এত রেসিপি আসে কিভাবে -- - - - ? ---

আমি একাই বাজার করি সাথে কাউকে লাগে না প্রামানিক ভাই!!!

আমিতো দেখছি পিছে আপনার গিন্নী, সামনে কে-------????? :)

১৪৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলুন আড্ডা করতে করতে চা হয়ে গেলে মন্ধ হয়ন।

চলুন আড্ডা করতে করতে চা হয়ে গেলে মন্ধ হয়ন।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: সুজন ভাই খেজুরটা খুব মজা হইছে, কেডা রান্না করছে? :-B

১৪৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার খিদা লাগছে,

আমি আড্ডামু না |-) :`>

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: উপরে তাকায়া দেখেন খালি খাওন আর খাওন :D

১৪৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: @প্রামাণিক ভাই,
আপনার সেই বেলার ছবিটা সিরামমমমমমমম
:-

প্রামানিক ভাই এর কমেন্ট দেখে প্রতিয়মান হচ্ছে, উনার মাথা গরম হইছে, জলদি পানি ঢালেন ;)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: লুকটারে খাচায় পুড়ল ক্যাডায়??

১৪৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন:
বোকা ভাই আমার মাথা ঠিক আছে, দেখেন কামাল ভাই কি করতেছে

১৫০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি একাকী।।সঙ্গে কেও ছিলো না।। যদিও অনেকেই আছে আশে পাশেই।।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা আছি আপনার আশেপাশে, আপনি সচেতন ভাবেই সব সময় হ্যাপী থাকুন এটাই আমাদের চাওয়া :D

১৫১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

প্রামানিক বলেছেন:
সকাল বেলা নাস্তার দাওয়াত রইল।

১৫২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, এখন জাতি দেখুক আইটেম কার বাসায় বেশী হয়!!!!! ;)
এত্ত হাবিজাবি দিয়েছেন আর আন্ডা দেন নাই!!

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এইডা ক্যামিকেল দিয়া বানানো আন্ডা, খাইতামনা :D

১৫৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই নাস্তায় আমার একারই তো হবে না। এ তো দিছেন হাতির মুখে সাবুদানা। =p~

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি নিজেকে আবার হাতির কাতারে নিয়া গেলেন ক্যান ভাই?

১৫৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামরুন নাহারের এই ডিম তো উটপাখির ডিমের মতো লাগে। খাইয়া উটের মতো চেহারা হইব না তো?

১৫৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাগো অত্যাচারে কামাল ভাই আড্ডা ছাইড়া পলাইছে। আন্নেরা খালি 'খাবো' 'খাবো' করেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: দাওয়াত ছিলো আজকে তিনটা, সবগুলো কভার করা স হজ ছিলো না, সব শেষ করে এলাম।

১৫৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

আমিই মিসির আলী বলেছেন: ♬আড্ডা টাইম মিস করলুম!! :(

কাঁচা আম খাইবার মন চায়!

১৫৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার আইলাম। আড্ডাঘরে লোক নাই ক্যান? কামাল ভাইয়ের লগে সবাই দাওয়াত খাইতে গেছে নাকি?

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি ফেরৎ আইছি, আপনারাও সবাই চলে আসুন :)

১৫৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গরমের দিনে দাওয়াত খেয়ে পাকস্থলী ভালো আছে তো?

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: সব সময়ই একটু কঠিন খাবার খেলে আমার সমস্যা হয়, কিন্তু এবারের গরমের কারণেই মনে হয় আমার কোন সমস্যাই হয়নি B-)

১৫৯| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৭

আমির হোসেন বলেছেন: এখানেও আড্ডাবাজি চলে....। রাখেন আগামীতে আইতেছি....

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, চালাইতে জানলে সব খানেই চালান যায়, কেমন আছেন আমির ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.