নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) গোধূলি, কক্সবাজার সীবিচ থেকে তোলা ছবি।
(৩) লাল শাপলা বা রক্ত কমল, জাহাঙ্গীর নগর থেকে তোলা ছবি।
(৪) কৃষকদের খাবার খাওয়ার এই ছবিটা তুলেছি নরসিংদীর বাহের চর নামক মেঘনা নদীর একটা চর থেকে।
(৫) পাথর তোলার এই ছবিটা সুনামগঞ্জের তাহির পুরের যাদুকাটা নদী থেকে তোলা।
(৬) শিশু, বান্দরবান থেকে তোলা ছবি।
(৭) শাপলা-শালুক ফুল বিক্রেতার এই ছবিটা তুলেছি ডুলাহাজারা সাফারি পার্কের সামনে থেকে।
(৮) মাছ বিক্রি করে গ্রামে ফেরৎ আসার এই ছবিটা তুলেছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাইক্কা বিলে যাওয়ার রাস্তা থেকে।
(৯) উয়ারী-বটেশ্বরে ২০০৬ সালে ইট নির্মিত এই প্রাচীন স্থাপত্যটি আবিস্কৃত হয়। শস্যক্ষেতের নালা কাটার সময় দৈবাৎ স্থাপত্যটির ইট বের হয়। ২০০৭,২০০৮ ও ২০০৯ সালেপ্রত্নতাত্ত্বিক খননে ৩২ ফুট বাই ১৮ ফুট আয়তনের ইটের এই বিশেষ স্থাপত্যটির অভ্যন্তর ভাগ উম্মোচিত হয়। মাটির নিচে ১২ ফুট উচ্চতায় ৪টি ইটের দেয়াল এখনো দাঁড়িয়ে আছে। স্থাপত্যে কোন দরজা জানালা নেই। স্থাপত্যটি ধাপে ধাপে নেমে গিয়ে উল্টো পিরামিডের আকাড় ধারণ করছে। স্থাপত্যটি কোন ধরনের কর্মকান্ডে ব্যবহৃত হয়েছিল কিংবা কোন ধরনের প্রযুক্তি জ্ঞানের প্রয়োগ এই ব্যতিক্রমী স্থাপত্য-নির্মাণে ব্যবহৃত হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে গবেষণার এ পর্যায়ে সুনিদ্রিষ্ট নির্মাণকাল জানা না গেলেও স্থাপত্যটি খ্রিষ্টপূর্বাব্দ সাংস্কৃতিক স্তরকে নির্দেশ করে বলা যায়।
(১০) বাংলাদেশের সিমান্ত উপজেলা তেতুলিয়ার তেতুল তলায় একজন দোকানী।
(১১) মায়া দ্বীপ (নুনের টেক), সোনার গাঁও থেকে তোলা ছবি।
(১২) ফড়িং, নরসিংদী সদরের সোনর গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) আগুন লাগা এই শাপলা পুরকুটাও সোনর গ্রামেরই।
(১৪) ঝালমুড়ির দোকানের এই ছবিটা নরসিংদীর রায়পুরা থানার পীরপুরের ফতেহ আলী শাহ এর মাজার এলাকা থেকে তোলা।
(১৫) রাজবিবি মসজিদ চাঁপাইনবাবগঞ্জের খানিয়াদিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ, যা গৌড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় ১৪৮০ খ্রিস্টাব্দে কোন এক রাজবিবি মসজিদটি নির্মান করেন।
(১৬) সেন্টমার্টিন দ্বীপ থেকে তোলা ছবি।
(১৭) সোনাদিয়া দ্বীপ যাওয়ার পথের ছবি।
(১৮) মেঘনা নদীর পারে কোন একটা নাম না জানা গ্রামের ছবি।
(১৯) পরিযায়ী পাখি, টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।
(২০) জেলে নাওয়ের এই ছবিটা তুলেছি নিঝুম দ্বীপ থেকে।
০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
২| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:০৯
ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার দৃশ্য সব দেখে মন জুরিয়ে গেল ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়
৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৯
প্রামানিক বলেছেন: ছবি্ দেখে বেদিশা হয়ে গেলাম। এত সুন্দর ছবি কেমনে তোলেন?
০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: গোপন কথা কইতে চাইছিলাম না, তবু কইয়াই ফেলি......ক্যামেরা দিয়া
৪| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:২৮
আদম_ বলেছেন: ১৩ নম্বর ১ম স্থান
১ নম্বর ২য় স্থান
১৯ নম্বর ৩য় স্থান
০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনিই আমার অনুপ্রেরণা, কেমন আছেন ভাই?
৬| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৯
আদম_ বলেছেন: ভালো আছি ভাই।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৩
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । চা বিস্কটি ইফতারের পর সদব্যাবহার হবে । ভাল থাকুন এ কামনা থাকল ।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই ইফতারের পরে, ধন্যবাদ ভাই
৮| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮
নিরব জ্ঞানী বলেছেন: বাহ! আপোনার ছবি ব্লগে দেশের অনেক জায়গা থেকে ঘুরে এলাম। +++
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: এমন ভাবে সমগ্র দএশটা চষে বেড়াতে আমার ইচ্ছে করে সব সময়, ধন্যবাদ নিরব ভাই
৯| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ হয়েছে। আপনি কি প্রফেশনাল ফটোগ্রাফার? কয়েকটা ছবি দেখে মনে হল।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: মোটেও না ভাই, ঘুরতে ভাল্লাগে আর ছবি তুলতে, মনের সুখে আমি তাই করি, ধন্যবাদ
১০| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৭
ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর সুন্দর ছবি, অভিনন্দন
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
১১| ০৮ ই জুন, ২০১৬ রাত ৮:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: খুব সুন্দর! সাদামাটা জীবনের ছবিগুলোও কি ভীষন সুন্দর!
ধন্যবাদ আপনাকে।
০৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, এই তো আমার বাংলাদেশ
১২| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:২৯
পুলহ বলেছেন: আপনার ছবিগুলিকে আমার এক একটা গল্প মনে হয় ভাই; মানুষের গল্প, জীবনের গল্প.... অদ্ভূত সুন্দর প্রতিটা ছবি, মাশাল্লাহ।
খুব ভালো থাকবেন।
পোস্টে একাধিক লাইক দেয়ার ব্যবস্থা নাই, তাই একটাই দিতে হোল লাইক
০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: কর্তৃপক্ষের নিকট আপনার জন্য একাধিক লাইক প্রদানের ক্ষমতার জন্য আমি আবেদন করবো
উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
১৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ২:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার ছবি ব্লগ
০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?
১৪| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: ১। ক্যাপশন ছবিটা খুব সুন্দর। সাদা মনের মানুষের ছবিতে সাদার আধিক্য থাকবে, এটাই তো স্বাভাবিক।
২। প্রথম ছবির নীচে যে ইচ্ছেগুলোর কথা লিখেছেন, সেগুলোও তো শ্বেত, স্নিগ্ধ। কামনা করি, আপনার এসব ইচ্ছে যেন পূরণ হয়।
৩। ‘রক্তকমল’ এর ফুল ও কুঁড়িগুলো খুব সুন্দর (৩ নং ছবি)!
৪। ৪ নং ছবিতে ‘নরসিংদীর বাহের চর’এ মেঘনা নদীর তীরে বসা কৃষকদের ভাত খাওয়ার ছবিটা দেখে আমার ছোটবেলায় নানাবাড়ী-দাদাবাড়ীতে দেখা কৃষকদের ভাত খাওয়ার কিছু দৃশ্য মনে উদয় হলো। তখন অবশ্য কৃষকদের খাওয়া আসতো মাটির সানকিতে করে। আর সাথে নিত্য অনুষঙ্গ হিসেবে থাকতো কালো হুঁকো আর তামাকের ছিলিম।
৫। ৬ নং ছবির এই শিশু তিনটে হয়তো মারমা বা মং গোত্রের হবে। হয়তো এতদিনে ওরা অনেক বড় হয়ে গেছে। নিষ্পাপ এই শিশুগুলো আপনার মত সাদা মনের মানুষে পরিণত হোক, এই কামনা করি।
৬। মাছ বিক্রি করে শ্রীমঙ্গলের বাইক্কা বিলের রাস্তা ধরে জেলেদের ঘরে ফেরার দৃশ্যটি (৮ নং ছবি) খুব সুন্দর হয়েছে। বিশেষ করে রাস্তার বাঁক আর দূরের দিগন্তরেখা ছবিটাতে বিশেষ মাত্রা যুগিয়েছে।
৭। উয়ারী-বটেশ্বরের এই দূর্লভ চিত্রটি (৯ নং ছবি) আর তথ্যের জন্য বিশেষ ধন্যবাদ।
৮। তেতুলিয়ার তেতুল তলার ক্রেতাহীন তরকারিওয়ালার ছবিটা দেখে (১০ নং ছবি) ঢাকার বাজারগুলোর সাথে এর বৈপরীত্যের কথা মনে হলো।
৯। মায়া দ্বীপ (নুনের টেক) এর ছবিটা (১১ নং ছবি) মনে মায়া ধরিয়ে গেলো। টিনের চালার সামনে খড়ের স্তুপ ও বিছানো বিচালি খাওয়া গবাদি, আর পেছনে নদী মিলে নদী সিকস্তি মানুষের অস্থায়ী বসতি ভাঙা গড়ার নিত্য সংগ্রামের কথা মনে করিয়ে দেয়।
১০। নরসিংদী সদরের ‘সোনার গ্রাম’ এর লাল মাথা কালো পাখা আর সোনালী শরীরের ফড়িঙটি (১২ নং ছবি) খুব সুন্দর! আর তার পরের হিরন্ময় শাপলা পুকুরের ছবিটা সত্যিই খুব অপূর্ব, চোখ জুড়ানো।
১১। চাঁপাইনবাবগঞ্জের খানিয়াদিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ, রাজবিবি মসজিদ এর ছবিটা (১৫ নং ছবি) দেখে মনেই হয়না এটা এতটা প্রাচীন। সেই রাজবিবি আজ না জানি কোথায়, অথচ তার কীর্তি স্বমহিমায় মূর্ত।
১২। সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথের ছবিটাও (১৭ নং ছবি) খুব সুন্দর হয়েছে। দূর আকাশে নীল সাদা মেঘ, সামনে সবুজ গাছ গাছালি আর নীল জলরাশি, নৌকোয় বর্ণিল ছাতা, এসব মিলে ছবিটা খুব সুন্দর হয়েছে। আর তার পরের মেঘনা নদীতীরে নাম না জানা গ্রামের দৃশ্যটিও খুব সুন্দর।
১৩। টাঙ্গুয়ার হাওড়ে বসা পরিযায়ী পাখিদের মেলা দেখে (১৯ নং ছবি) নয়ন জুড়িয়ে গেলো।
১৪। পরিশেষে, এই সুন্দর ছবি ব্লগটার জন্য ধন্যবাদ ও অভিনন্দন!
০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই, আমার পোষ্টের এতোগুলো ছবি নিয়ে এমন বিশ্লেষনি মন্তব্য আগে কেউ কখনো করেছে বলে মনে পড়ছে না, আপনার মন্তব্যে সত্যিই আমি ব্যপকভাবে উৎসাহিত হলাম।
১৫| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৮
রমিত বলেছেন: অদ্ভুত সুন্দর সব ছবি!!!
এত চমৎকার ছবিব্লগ উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রমিত ভাই, ভালো থাকুন, সব সময়
১৬| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:১১
মহা সমন্বয় বলেছেন:
১০ ই জুন, ২০১৬ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
১৭| ১০ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৬
বিপ্লব06 বলেছেন: ছবিগুলা অনেক ভালা পাইছি! থ্যাঙ্ক ইউ
১০ ই জুন, ২০১৬ সকাল ৯:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নার মন্তব্য আমিও ভালা পাইছি ওয়েলকাম
১৮| ১০ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ সব ছবি।
বাংলার সৌন্দর্য দিকটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার ছবিতে। প্রিয়তে নিলাম।
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা নিবেন ভাই
১৯| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার !!!!!
১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?
২০| ১৪ ই জুন, ২০১৬ রাত ১২:০৬
জ্ঞানহীন বিজ্ঞানী বলেছেন: ছবিগুলি ভাল লাগলো । আপনার এই সিরিজটা আমার ভালোই লাগে। আশা করি নিয়মিত আরও ছবি পাব । তবে কষ্ট করে ছবি গুলি পোষ্ট্ করার জন্য ধন্যবাদ ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিজ্ঞানী, আন্তরিক শুভেচ্ছা নিবেন।
২১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭
মাদিহা মৌ বলেছেন: পুরো বাংলাদেশ ঘুরে ফেলেছেন!!!! আমিও ঘুরবো, হু!
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: খুবই অল|প দেখেছি আমার দেশকে, তবে আরো দেখার ইচ্ছে আছে
২২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২
মুদ্দাকির বলেছেন: চমৎকার সব ছবি, ঈদ মুবারাক
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মুবারাক
২৩| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ নং- উয়ারী- বটেশ্বরের এই পুরাকীর্তি দেখার ইচ্ছা আছে। বেঁচে থাকলে যাব একদিন।
০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য আমি অপেক্ষাইতাছি বড় ভাই
২৪| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং- শাপলা পুকুরের ছবি তোলার মধ্যে আপনার মুন্সিয়ানা ফুটে উঠেছে। অসাধারণ!
২৫| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এতোদিনে বুজলেন ভাই?
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪
কল্লোল পথিক বলেছেন:
ছবিতে উঠে এসেছে সারা বাংলা।