নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
খুব ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে আসাটা আমার প্রতিদিনের অভ্যাস। আজ ও তার ব্যতিক্রম হয়নি । অফিসে বসে সবে মাত্র পত্রিকাটায় আয়েশ করে চোখ বুলাচ্ছিলাম । এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠে, চেয়ে দেখি গিন্নীর ফোন । বাড়ি থেকে সবে মাত্র এলাম এখনি আবার ফোন কেন ? নিশ্চয়ই বাজারের ফর্দি! চোখে বিরক্তি নিয়ে হাসি মুখে বললাম হ্যালো ...
ওপাশের কন্ঠ শুনে বিস্ময়ের ধাক্কায় আমি বিমুঢ় হয়ে গেলাম । গিন্নী বলল তোমার বাবা একসিডেন্ট করেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। রওয়ানা হওয়ার আগেই আবারো ফোনটা বেজে উঠে, এবার বলল তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দ্রুত হাসপাতালে গেলাম, কিন্তু তখনো বাবাকে নিয়ে ওরা হাসপাতালে পৌছেনি, একটু অপেক্ষার পরই দুজন লোক একটা রিক্সায় করে বাবাকে নিয়ে এলো । কিন্তু একি হাল বাবার ! তার কান থেকে রক্ত ঝড়ছিল, আর চোখ দুটি ছিল খোলা । সেই খোলা চোখে আবার কিছুটা ধুলির আস্তর । বাবা যেন আমাকে বলছে " আমাকে বাঁচাও বাবা"।
তাড়াতাড়ি বাবাকে কোলে করে হাসপাতালের বিছানায় শুইয়ে দিলাম, বুকে আলতো চাপ দিলাম, এবার বাবা বড় করে হা একটা শ্বাস নিলেন, সেই সাথে কি আমাকে আরো কিছু বলতে চেয়েছিলেন বা বলেছিলেন যা আমি শুনতে পাইনি!
ডাক্তার এলো পরিক্ষা-নিরিক্ষার পর ঘোষণা করল বাবা আর বেঁচে নেই, বাবার বুকে ঝাপিয়ে পড়লাম, অনেক আকুতি করলাম বাবা একটি বার চোখ খোল । তুমি কি বলতে চেয়েছিলে বুঝতে পারোনি বলে অভিমান করেছ বাবা ? তোমার শেষ আকুতি আমি রক্ষা করতে পারিনি বাবা, ক্ষমা করো তোমার এই অধম সন্তানকে।
----------------------------------------------------------------------------------
বাবার কবরের পাশে লাগানো পাতা বাহারের গাছগুলো এক যুগ পর ডাল পালা ছড়িয়ে সুন্দর হয়ে উঠেছে, করবের উপরের ঘাস গুলোতে গোলাপী রঙের ফুল ফুটেছে........আর এসব দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুধুই বেড়ে চলছে, জানিনা কবে এর শেষ হবে............
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বিজন দাদা
২| ১৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: টাচিং!
২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুঃখজনক। কিভাবে এক্সিডেন্ট হলো?
২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কা লেগেছিল
৪| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কান্না পেল লেখাটা পড়ে কামাল ভাই। আপনার বাবাকে জান্নাতবাসী করুন আল্লাহ্ তায়ালা এই দোয়া রইল।
২০ শে জুন, ২০১৬ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিন........
৫| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার বাবাকে আল্লাহ যেন বেহেশতবাসী করেন, কায়মনোবাক্যে এই দোয়া করছি।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমিন
৬| ২১ শে জুন, ২০১৬ রাত ১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করছি ।
এক্সিডেন্ট মানুষকে অতি অসময়ে নিয়ে যায় । কিন্তু মৃত্যুকে তো মেনে নিতে হয় । আফসুস রয়ে গেলে বাবার শেষ কথাটা আপনি শুনতে পারেন নি, আসলে কী বলতে চেয়েছিলেন তাই বুঝতে পারেন নি, হয়তো কিছু বলতে চান নি যা আপনার আন্দাজ ছিলো হয়তো উনি কিছু বলতে চেয়েছিলেন । সে যাই হোক তবুও এটুকু সারাজীবন মনে ভেতর উসখুস করবে, আর মন ভারী করে দেবে।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমার স্পষ্ট মনে আছে বাবা শব্দহীন ভাষায় আমাকে কিছু বলেছিলেন
৭| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:৩২
রানা আমান বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন । আল্লাহ্ আপনার বাবাকে বেহেশতবাসী করুন এই দোয়া রইল।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিন
৮| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো! আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন!
আমাদের দেশে এভাবেই বাস ট্রাক চালকদের হাতে কত প্রাণ ঝরে যায়, কত পরিবারে কান্না নেমে আসে! আল্লাহ সকলকে হেদায়েত করুন!
০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহ যেন আমাদের সবাইকে এমন দূর্ঘটনা থেকে রক্ষা করে, ধন্যবাদ খায়রুল ভাই
৯| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:২০
জুন বলেছেন: এরকম ছোটখাটো অনেক ঘটনার কথা মনে হলে আমিও নতজানু হই, অনুতপ্ত হই সাদামনের মানুষ । কেন করেছিলাম ? কেন ? কেন ?
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আফসুসগুলো মনের ভেতর এমনই ভাবে চিৎকার করে উঠে ক্ষণে ক্ষণে
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: আপনার বাবাকে শ্রদ্ধাঞ্জলি।
আপনাকে শুভকামনা।