নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মহেশখালী--বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬


বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার শহরের উত্তর- পশ্চিম কোণায় ৫/৬ কি: মি: দূরত্বে স্ব-মহিমায় দণ্ডায়মান এ দ্বীপাঞ্চল। বাঁকখালী নদীর কিছু অংশ এবং বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে যেতে হয় মহেশখালী। আবার চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ ব্রিজ হয়ে সড়ক পথেও যাওয়া যায় মহেশখালী।

ভূ-তাত্ত্বিকদের মতে মহেশখালী মূলত: কোন দ্বীপ ছিল না, কোন মহা প্রাকৃতিক পরিবর্তন বা দুর্যোগের কারণে মূল ভূখ- হতে বিচ্ছিন্ন হয়ে এ দ্বীপের সৃষ্টি। টেকনাফ হতে সিলেট পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অবিচ্ছেদ্য অংশই দ্বীপ মহেশখালীর দক্ষিণ থেকে উত্তর জুড়ে অবস্থিত। যেখানে রয়েছে মুসলিম, হিন্দু ও রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যের সংমিশ্রণে বাঙ্গালী জাতিসত্তার এক অপূর্ব সম্মিলন। মহেশখালীতে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রাচীন তীর্থস্থান আদিনাথ মন্দির ও সু-উচ্চ আদিনাথ পাহাড়।
৫৮০ খ্রিস্টাব্দে দক্ষিণ চট্টগ্রামে আরাকানী শাসন শুরু হলে মূল ভূ-খন্ড থেকে পৃথক থাকার কারণে মহেশখালী দ্বীপের উপর শাসকগোষ্ঠীর কোনো নিয়ন্ত্রণ ছিলোনা বরং এখানে একটি সংঘবদ্ধ জলদস্যুদের আবাসস্থল গড়ে ওঠে বলে তিনি অনুমান করেছেন। মূলত কোম্পানী শাসনামলেই মহেশখালী দ্বীপটি ইংরেজদের নজরে পড়ে। সাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি, ১৭৭৯ খ্রিস্টাব্দে রবার্ট ওয়ারলেজ নামক জনৈক ইংরেজ কর্মচারী বন্দোবস্তি নেবার জন্য আবেদন করলে, ১৭৮২ খ্রিস্টাব্দে চট্টগ্রামে দ্বীপটির বন্দোবস্তি সংক্রান্ত দলিল সম্পাদিত হয়।

কয়েকদিন আগে খুব অল্প সময়ের জন্য মহেশখালী যাওয়ার সৌভাগ্য হয়েছিলো, আর এই সময়ে মহেশখালীর কোন কিছুই ভালোভাবে আমার জানার সুযোগ হয়ে উঠেনি, বলতে পারেন এই যাওয়াটা ছিলো আমার ভবিষ্যতে ওখানে যাওয়ার রিহার্সেল মাত্র। আজ আমার ছবিব্লগ মূলত সেই সল্প সময়ে দেখা মহেশখালীকে নিয়েই।


(২) কক্সবাজারের ফিসারি ঘাট থেকেই ট্রলার আর স্পিড বোট গুলো ছাড়ে, ট্রলারে প্রায় এক ঘন্টা আর স্পিড বোটে ২০ মিনিটের মতো সময় লাগে মহেশখালী যেতে।


(৩) মাছ ধরার ট্রলারগুলো যখন গভীর সমুদ্রের দিকে ছুটে চলে তখন এভাবেই তারা প্রচুর খাবার পানিও জ্বালানী নিয়ে যায়।


(৪) আমাদের ট্রলার যখন মহেশখালী পানে ছুটে চলে তখন ফিসারী ঘাটের বিপরিত দিকে এমনি একজন মাছ ধরায় ছিল মগ্ন।


(৫) স্পিড বোটগুলো অনেক সময় এমনিভাবে প্রতিযোগি্তা করে ছুটে চলে মহেশখালী পাণে।


(৬) বাকখালি নদী আর সাগরের মোহনায় সীগার্লগুলো যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলছিলো।


(৭) গলাগলি ধরে সাগর থেকে ফিরে আসছে জেলেদের দুটি ট্রলার।


(৮) এক সময় মেহেশখালী জেটি ঘাট আমাদের নজরের ভেতর চলে এলো।


(৯) বিশাল লম্বা জেটির ওই পাশ দেখাই যায় না, আর জেটির দুই ধারে সুন্দরী আর গোল পাতার নতুন বনায়ন করা হয়েছে।


(১০) জেটি পার হয়ে মহেশখালীতে পা রাখলেই এখানে আদিনাথ পাহাড়ের পাদদেশে প্রচুরে ঝুপরি দোকান, আর প্রতিটি দোকানেই ডাবের প্রসার পর্যপ্ত এবং সব দোকানীই মহিলা। এখানেই বাংলাদেশের সব চেয়ে সস্তায় ডাব পাওয়া/খাওয়া যায়।


(১১) আদিনাথ মন্দিরে উঠার জন্য পাহাড়ের গায়ে সিমেন্ট দিয়ে সিড়ি নির্মান করে দেওয়া হয়েছে, আর এখানে রাখাইনদের হস্তশিল্পের প্রচুর দোকান, যা সিড়ির ধাপে ধপে আদিনাথের দিকে উঠে গেছে।


(১২) যে পাহাড়টার মাথায় অদিনাথ মন্দিরটি নির্মিত, স্থানীয় জনশ্রুতিতে এটাই সেই পৌরানিক মৈনাক পর্বত।
পৌরনিক কাহিনী অনুযায়ি রাম রাবনের যুদ্ধের সময়, রাবন অমরত্ব পাবার আশায় কৈলাস থেকে শিবরূপি উর্ধমূখি শিবলিঙ্গকে বহন করে নিয়ে যাবার সময় দেবতাদের দৈববানী ভুলে গিয়ে এই মৈনাক শিখরে রেখেছিল। কিন্তু দৈব্যবানী অমান্য করায় সে শিবকে আর এখানে থেকে সরাতে পারেনি, আর মহাদেব তারপর থেকে এখানেই অবস্থান নেয়। শিবের আরেকটা নাম হলো মহেশ, এই মহেশের নামানুসারে এই দ্বীপের নাম হয়েছে মহেশখালি।


(১৩) আদিনাথ মন্দির থেকে সিড়ি বেয়ে আরো কিছুটা দূরে গেলে এই স্তুপটা দেখা যায়, এটা অবশ্যই বৌদ্ধদের হওয়ার কথা।


(১৪) পান নিয়ে যাচ্ছে দুইজন শ্রমিক, মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান, দেশ-বিদেশে যার রয়েছে যথেষ্ট চাহিদা ও সমান জনপ্রিয়তা। তাইতো চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষের কণ্ঠে ধ্বনিত হয়েছিল: ‘‘যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একখান মুখ পাইতাম, মইশ খাইল্যা পানের খিলি তারে বানাই খাওয়াইতাম’’


(১৫) ভেতরের দিকে দেখতে পাওয়া যায় এমন প্রচুর মুলি বাঁশ, পানের বরজ আর লবন চাষের জমি।


(১৬/১৭) বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহার।



(১৮/১৯) গৌতম বৌদ্ধের মুর্তি, বিশাল কাঠ গোলাপ গাছ....এখানে বিরাজমান পবিত্র একটা আবহ।



(২০) এখানেও রয়েছে রাখাইনদের হস্তশিল্পের অনেক দোকান।


(২১) নতুন জেটি ধরে এখানে এলেও পুরোনো জেটি ধরে ফিরে চললাম আমরা, সেখান দিয়ে কিছু জেলে ফিরছিল মাছ ধরা শেষ করে।


(২২) ট্রলারে চেপে বসলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছুই দেখা হয়নি মহেশখালীর, তাই কানে কানে তাকে বললাম আবার আসব ফিরে, সে আমাকে কি প্রতি উত্তর দিয়েছিল ট্রলারের শব্দে তা আর শোনা হয়নি.......হয়তো বলছিলো তোমার অপেক্ষায় থাকলাম।

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

২১ নম্বর ছবি। জেলেকে একদম হাতেনাতে ধরেছেন, সাদামন ভাই :)

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, একেবারে পড়বি তো পড় মালীর ঘাড়ে ;)

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অন্যরকম বাংলাদেশের ছবি তুলে ধরেছেন।

আগি গিয়েছিলাম মাত্র দু'বছর হলো। মায়াময় এক দ্বীপ। জেলেদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছিল। জেলেরা অনেক সহজ সরল।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি খুব শীঘ্রই আবার যাওয়ার ইচ্ছে রাখি, কারণ ওখানের কিছুই আমার দেখা হয়নি।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১০

খোলা মনের কথা বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

২১ নম্বর ছবি। জেলেকে একদম হাতেনাতে ধরেছেন, সাদামন ভাই :)

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এখন শুধু হ্যান্ডকাপ লাগানো বাকী :-B

৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

কল্লোল পথিক বলেছেন:







আপনার চোখে ঘুরে এলাম মহেশ খালী!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পথিক

৫| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৯

আবুল হায়াত রকি বলেছেন: সাধারণের মাঝে অসাধারণ হয়েছে ছবিগুলা ভাই।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রকি ভাই, উৎসাহিত হলাম

৬| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: কক্সবাজারে ছিলাম তিন মাস। কিন্তু আমি পানি ভয় পাই তাই ভয়ে যায়নি কখনো। ছবিগুলি অনেক সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: তাও ভালো, শুধু ভয় পাইছেন, ডরাইলে তো আরো বিপদ ছিল :-B

৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

জুন বলেছেন: আমার চোখে দেখুন ২ পর্বে :/
সাদা মনের মানুষ খুব ভালো লাগলো আপনার মহেশখালি ভ্রমন। আমার দুটি পর্বে চোখ বুলিয়ে আসবেন সময় পেলে :) আর মিল খুজে পাবেন হয়তো।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: দিপিকার বাড়ি থেকে বেড়িয়ে এলাম আপু

৮| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! মহেশখালী ঘুরে আসতেই হবে এবার :)

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: আমারও :)

৯| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১২

রানা আমান বলেছেন: এগারো বছর আগে সর্বশেষ গিয়েছিলুম মহেশখালী , তারপর আর যাবার সময় ও সুযোগ হয়ে পেলুম না । আপনার ছবিগুলো দেখে খুব , খুবই ভালো লাগলো, পুরনো কথা মনে পড়ে গেল অনেক । মনে হলো অনেককিছুই পরিবর্তন হয়েছে । সময় করে আবার যেতে হবে ওদিকে ।

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি আগামী এক বছরের ভেতরেই মহেশখালীর সবটা দেখে নেব আমি, ধন্যবাদ রানা ভাই

১০| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বলতে পারেন এই যাওয়াটা ছিলো আমার ভবিষ্যতে ওখানে যাওয়ার রিহার্সেল মাত্র। আজ আমার ছবিব্লগ মূলত সেই সল্প সময়ে দেখা মহেশখালীকে নিয়েই।

রিহার্সালের ছবিগুলো দেখেই অজ্ঞান হবার মতো অবস্থা। প্রকৃত ভ্রমণের ছবিগুলো দেখলে 'আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ'।

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সেও সেি কচি বেলার গান গাইতাছেন, বলি ভীমরতি ধইরাছে নাকি? :-B

১১| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাখাইনদের হস্তশিল্পের মান কেমন? বেচাকেনা কেমন হয়?

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: দেখার সময় হয়ে উঠেনি ভাইজান

১২| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভীমরতির সাথে বুড়ো বয়সের একটা সম্পর্ক আছে না! হে হে হে। =p~

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমি ঠিকই অনুমান করছিলাম =p~

১৩| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: যেমন বর্ননা তেমন ছবি দেখে প্রাণ জুড়িয়ে গেল, তবে হেনা ভাইয়ের মত জ্ঞান হারায় নাই। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি অসুস্থ মানুষ, আপনি জ্ঞান হারানোর বুঝবেন কি!!

১৪| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫০

জুন বলেছেন: দিপীকার বাসা থেকে ঘুরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ। তবে আমার লিংকটা ছিল মহেশখালি নিয়ে দু পর্বে দেয়া ছবি ব্লগ। যা আপনার চোখে দেখার মতই :)

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্ক দুটো দিলে ভালো হতো আপু

১৫| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




আপনাদের এভাবে ঘুরে ঘুরে বেড়ানোতে হিংসে হয় । নানাবিধ কারনে আমার তা হয়ে ওঠেনা বলে আপনাদের সুন্দর সুন্দর নয়নাভিরাম ছবিগুলো দেখে চোখ জুড়াই । কি আর করা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে আপনিও হয়তো কোন এক সময় বেড়িয়ে পড়তে পারবেন ভাই

১৬| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি। সস্তা ডাবের কথা বলছেন। দামটা তো বললেন না।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ২০ টাকা মাত্র

১৭| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: ৬ নং ছবির বাঁকখালি নদী আর সাগরের মোহনায় ওড়া সী গাল গুলোর পথ দেখিয়ে নিয়ে চলার ছবিটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। বাকী ছবিগুলোও বেশ সুন্দর। মহেশখালী নিয়ে পরবর্তী বিশদ ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন বড় ভাই

১৮| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১

জুন বলেছেন: ৭ নং মন্তব্যে হাইপার লিংকে প্রথম লাইনটি তো আমার চোখে ২ পর্বে লেখা মহেশখালি দেখার লিংক। মন্তব্য নয় এটা দেয়ার একমাত্র উদ্দেশ্য হলো এমন মহেশখালি কি দেখেছেন আপনি সাদা মনের মানুষ ?

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ! আমি কত বুকা :``>>

১৯| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার শেয়ার । আপনার ক্যামেরা চোখে দেখে নিলাম মহেশখালী । যদি সম্ভব হয় কখন যাবো ।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আবার যাবো, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

২০| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

পবন সরকার বলেছেন: চমৎকার ছবি। খুব ভালো লাগল।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

২১| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

সিগনেচার নসিব বলেছেন: মহেশখালী--বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ
যদি সম্ভব হয় দেখে আসব ভাই
ছবি সিরাম হইছে

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ছবি ভালো হয়তো না, তবে সব সময় চেষ্টা করি ভালো ছবি তুলেসুন্দর জায়গাগুলোর স্মৃতি ধরে রাখতে, ধন্যবাদ ভাই

২২| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০২

ভিটামিন-সি বলেছেন: বাংলাদেশটা এতো সুন্দর কেরে? এতো ভালো লাগে কেরে? মহেশখালীর বৌদ্ধ মন্দির দেখে বিদেশের বৗেদ্ধমন্দির গুলোর মনে হলো। সব প্রার্থণার ঘর একই আদলের হয়। সিঙ্গাপুরে দেখেছি এমন মডেল, নকশার মন্দির।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই কই, এত্তো সুন্দর কেরে........ভাই আপনাকে আবার পেয়ে ভালো লাগছে।

২৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১২

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ছবি দেখে আর মহেশখালির ইতিহাস জানতে পেরে ভাল লাগল।

পঞ্চম ভাল লাগা :)

২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য পাঁচ কেজি ভালোবাসা :)

২৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

ভিটামিন-সি বলেছেন: আমার আগের আইডিতে লগইন করতে পারি না। কারণ যে ইমেইল এড্রেস দিয়ে আইডি ওপেন করেছিলাম, সেটা ভুলে গেছি। তাই পাসওয়ার্ড রিসেট করে আর আইডি উদ্ধার করতে পারি নাই। এ নিয়ে কা.ভা এর সাথে একচোট হয়েও গেছে বিতর্ক। পরে সামু থেকে আমার নাম্বারে কল দিয়ে নতুন ইমেইল এড্রেস চেয়ে নেয়। কিন্তু সেটাতেও পাসওয়ার্ড রিসেট এর লিঙ্ক যায় না। তাই আবার নতুন করে আইডি খুললাম। পূর্বেরটা ছিল "ভিটামিন সি" আর এখন ভিটামিন-সি"।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: যাক সমস্যা নাই, ভিটামিন সি তো রয়েই গেল :D

২৫| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৮

মাদিহা মৌ বলেছেন: লবন চাষের জমির ছবি কই?

আপনাকে আমার খুব হিংসে হয় …

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন: লবনের জমির ভালো ছবি তুলতে পারিনি, অটোতে থেকে দেখেছি শুধু আর সময় স্বল্পতা তো ছিলই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.