নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৪৩

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) রূপসা নদীর পাড়ে, গোলপাতা নির্মিত বাড়িঘর, এখানে জেলে এবং নিম্ন আয়ের লোকদের বসবাস, খুলনা থেকে তোলা ছবি।


(৩) মায়ের পিঠে বানর ছানা, নরসিংদীর মনোহরদীর রামপুর থেকে তোলা ছবি।


(৪) মাছ ধরার এই ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।


(৫) দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সব মসজিদের ফজিলত সমপর্যায়ের হলেও চারটি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে ভিন্ন। তন্মধ্যে বায়তুল্লাহর মর্যাদা সবার ওপরে। এরপর ধারাবাহিকভাবে মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবা। প্রথমোক্ত তিন মসজিদের ফজিলত সর্বজনবিদিত হলেও চতুর্থটির ব্যাপারে খুব একটা আলোচনা হয় না।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, তার নাম কুবা মসজিদ। এখানে তিনি সর্বপ্রথম নামাজ আদায় করেন। হিজরী প্রথম বর্ষে এটা নির্মিত হয়।

মসজিদে কুবা মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে ও মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।


(৬) জিরাফ, গাজীপুরের সাফারি পার্ক থেকে তোলা ছবি।


(৭) পাখির নাম বড় কুবো, এটা সোনারগাঁয়ের মায়া দ্বীপ থেকে তোলা ছবি।


(৮) খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথের ছবি, পাশে কিছু উপজাতিয় কুঁড়ে।


(৯) সাগরে জেলেদের মাছ ধরার নৌকা, টেকনাফ এবং শিলখালীর মাঝামাঝি কোন জায়গা থেকে তোলা ছবি।


(১০/১১) সাদা কালো দোয়েল এবং লাল সবুজ জামরুল, দুটো ছবিই ওয়ারী বটেশ্বর থেকে তোলা।



(১২/১৩) সাদা ও কমলা দুটি ফুলের ছবিই তুলেছি সেন্টমার্টিন থেকে, একটার নামও আমি জানিনা।



(১৪) কোষ্টগার্ড পোষ্ট, সুন্দরবন, শরণখোলা, বাগেরহাট থেকে তোলা ছবি।


(১৫) কমলা, জুড়ি, মৌলভীবাজার থেকে তোলা ছবি।


(১৬) কদম ফুল, শেখের চর, নরসিংদী থেকে তোলা ছবি।


(১৭) রোমানা পাড়া ঝর্ণা, বান্দরবান থেকে তোলা ছবি।


(১৮) শাক তোলা, নরসিংদী সদরের কলাকান্দা গ্রাম থেকে তোলা ছবি।


(১৯) টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।


(২০) বালাপুর জমিদার বাড়ি, নরসিংদীর বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।

মন্তব্য ৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১

নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো ছবিগুলো । ++

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পরী

২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

সিগনেচার নসিব বলেছেন: আলহামদুলিল্লাহ ! আল্লাহ মহান
আপনার ইচ্ছে গুলো নিশ্চয় পূরণ করবেন ।

খুব চমৎকার ক্যামেরা বন্দি
শেয়ারের জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া !!

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই

৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪১

হৃৎ কোমল বলেছেন: ভালো লাগা রইলো

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কোমল, ভালো থাকুন, সব সময়

৪| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:




সবচেয়ে উপরের ছবি, কিশোরীরা মাছ ধরার চেস্টা করছে, কোথায় তোলা এই ছবি; এখনাে দারিদ্রতার ভয়ানক চেহারা দেখা যাচ্ছে; চট্টগ্রামে মেয়েরা মাছ ধরতে যায় না; মর্মান্তিক।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা কুমিল্লার কোন একটা এলাকা থেকে তোলা, সবাই শুধু দারিদ্রতার জন্যই মাছ ধরতে যায়না, এখানে একটা মজাও আছে।

চট্টগ্রামে মেয়েরা মাছ ধরতে না যাওয়াটা মর্মান্তিক কেন বুঝলাম না।

৫| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৭

muftisiraji বলেছেন: নির্বাচিত পোস্টে স্থান হয়েছে কী?

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো হয়ে যাবে, ধন্যবাদ

৬| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার কিছু ক্যামেরাবন্দী দৃশ্য। আশা করি আপনার দেশ ভ্রমণ আমাদের এমন আরও অনেক দৃশ্য দেখার সুযোগ করে দিবে। ভাল লেগেছে পোস্ট।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই আশা করি আপু

৭| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

হাসান রাজু বলেছেন: খাটি বাংলার ছবি । অপূর্ব, সুন্দর, অসাধারণ ....

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন রাজু ভাই

৮| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবসময়ের মতোই দারুন সুন্দর প্রকৃতির মতোই নির্মল পোষ্ট!!!!!!!!!!!!

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হয়েই আমি চেষ্টা করি কিছু ভালো ছবি তুলতে, ধন্যবাদ জানবেন ভাই

৯| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

জুন বলেছেন: আপনার তোলা ছবি মাত্রই চমৎকার তবে ৩ আর উনিশ নম্বর ছবি দেখে মুগ্ধ হোলাম সাদা মনের মানুষ ।
+

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ২টা ছবি হলেও আপনার মনে ধরেছে জেনে খুশি হলাম।

১০| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

রানা আমান বলেছেন: সুন্দর সব ছবির জন্য ধন্যবাদ কামাল ভাই ।

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন রানা ভাই

১১| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

জ্ঞানহীন বিজ্ঞানী বলেছেন: দেখার মতো ছবি গুলো ।
ভাই আপনার ফেইসবুকের লিংক টা কি দিতে পারেন?
ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিজ্ঞানী, এই নিন আমার এফবি লিঙ্ক https://www.facebook.com/kamal.uddin.359

১২| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

মাদিহা মৌ বলেছেন: বাংলাদেশের সব জেলায় পা রেখে ফেলেছেন??? :O

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এখনো অনেক বাকী, তবে এক সময় বাকী থাকবেনা ইনশাআল্লাহ

১৩| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

আহলান বলেছেন: সুন্দর ...

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

১৪| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

শহিদুল ইসলাম সাজু বলেছেন: ছবিগুলো যেনো জীবন্ত! অসাধারণ!

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শহিদুল ভাই

১৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

পুলহ বলেছেন: রোমানা পাড়া ঝর্ণাটা একজ্যাকটলি কোন জায়গাটায় ভাই? একটু ডিটেইলস ইনফর্মেশন জানালে উপকৃত হতাম।
থাংকস ইন এডভান্স
(পোস্টে +++++ অবশ্যই)

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এই ঝর্নটা বান্দরবানের এলটা দূর্গম পাহাড়ি এলাকায়, পথ হয়তো আরো আছে, তবে আমি যে পথে গিয়েছি সেটাই বলছি। বান্দরবান শহর থেকে রুমাতে যেতে হবে, ওখান থেকে সর্বোচ্চ বগালেকের কাছাকাছি চান্দের গাড়িতে করে যেতে পারবেন, তারপর বগালেক, কেউকারাডাং, সুংসাংপাড়া হয়ে রুমানা পাড়া, রুমানা পাড়ার আরো একটু গ হীনে এই ঝর্ণাটা......আর এই পথের পুরোটাই আপনাকে দুইদিনে পাহাড় ট্রাকিং করে যেতে । ধন্যবাদ।

১৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

সাহসী সন্তান বলেছেন: আপনার ছবি ব্লগ মানেই বাড়তি কিছু পাওনা! অসম্ভব ভাল লাগলো!

শুভ কামনা ব্রাদার!

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো সাহসী সন্তানদের অনুপ্রেরণায় আমি এগিয়ে চলার রসদ পাই..........শ্রদ্ধা জানবেন ভাই

১৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কি অসাধারণ সব ছবি। দারুণ পোস্ট। সিরিজ চলতে থাকুক ...........

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, আপনাদের শুভ কামনা থাকলে অবশ্যই চালিয়ে নেওয়ার চেষ্টা করবো।

১৮| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

মহসিন ৩১ বলেছেন: অনেকে মনে করেন যে প্রকৃতির কাছে এলে নিজকে ছোট মনে হয়; সান্নিদ্ধে এলে আমরা যারা দুর্বল মানুষ তাদের অনেকসময় এরকম হতে পারে। সবকিছুর পরেও যা সত্য সেটা হল; আমরা হলাম এই প্রকৃতির সন্তান। আমাদেরকে যা ভাবায় অহর্নিশ সেটা হল এই অপরূপ প্রকৃতি। সুন্দর ছবিগুলির জন্য ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: প্রকৃতির কাছে গেলে মনে হবে এটাই স্বর্গ, অথচ আজকাল অনেক বিপথগামী মানুষ মেরে স্বর্গে যেতে চায়..........ধন্যবাদ মহসিন ভাই সুচিন্তিত মতামতের জন্য।

১৯| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

গেম চেঞ্জার বলেছেন: বানর ছানাটা খুব কিউট.....। শাক তোলা আর মাছ + হাওরে নৌকা........

খুব করে টানলো। চাঁদগাজী সাহেবের বক্তব্য পরিস্কার করার অনুরোধ জানাচ্ছি।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এমন ছবিগুলো আমাকেও খুব করে টানে, তাইতো ঘরে থাকতেই পারিনা, আমার মনে হয় এই তো স্বর্গ

২০| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুই দিন ব্লগে ছিলাম না। এই ফাঁকে পোস্ট দিয়া ফালাইছেন। আপনার ফাইন হওয়া দরকার।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ছিলেন না ক্যান? কই গেছিলেন আমারে না নিয়া?

২১| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৫ নং- কুবা মসজিদের ছবি দেখে ভালো লাগলো।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, কানে কানে বলি, গত দুইদিন আমিও অফলাইনে ছিলাম।

২২| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭ নং ছবি- পাখির নাম বড় কুবো! প্রথম শুনলাম। আর এই সোনারগাঁও কী ঢাকার অদূরের সেই সোনারগাঁও?

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: বড় কুবো পুস্তকিয় নাম, আমাদের আঞ্চলিক ভাষায় এর নাম আইরাগুতি, নামটা সুন্দর না? :-B

২৩| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি- এই বালাপুর জমিদার বাড়ি কী এখন সরকারি সম্পদ নাকি এখনো এর উত্তরাধিকারী আছে?

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: উত্তরাধীকারীরা মনে হয় নাই, তবে একঝাক দখলদার আছে।

২৪| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

কল্লোল পথিক বলেছেন:


বরাবরের মতোই চমৎকার।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, ভালো থাকুন, সব সময়

২৫| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২২

নতুন বিচারক বলেছেন: সুন্দর চিত্রা মেলা ।লাল সবুজের ঘেড়া আমার সোনার বাংলা ।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন বিচারক, শুভেচ্ছা জানবেন

২৬| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

মুসাফির হাসান বলেছেন: আপনার ফেজবুক আইডি কি পেতে পারি?

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এই নিন আমার এফবি লিঙ্ক https://www.facebook.com/kamal.uddin.359

২৭| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আইরাগুতি! দারুণ নাম তো!

৯ নং ছবি- মাছ ধরার নৌকাগুলো দৃষ্টিনন্দন।

১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এলাকার আঞ্চলিক নাম কি?

২৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার, দুই কথায় কি হবে জানি না, তবে ছবি দেখে মুগ্ধ।

১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: দুই কথায় দেরী কইয়া আসার কাফফারা দিতে হবে :D

২৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ সব ছবি। মুগ্ধকর।

৩০| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ সব ছবি। মুগ্ধকর।

১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: দিশেহারা বোধ করছেন নাকি ভাই, ডাবল ক্যান :-B

৩১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, বাক্যে সমস্যা হয়ে গেছে; ১ং ছবিতে ২ কিশোরী মাছ ধরছে, এটা মজার মাছ ধরা হয়, এটা দারিদ্রতা, এটা মর্মান্তিক।

চট্টগ্রামে মুসলিম ও হিন্দু মেয়েরা মাঠে কাজ করে না, এভাবে মাছ ধরে না।

৩২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, উপরে আমার মন্তব্যের বাক্যে সমস্যা হয়ে গেছে; ১ং ছবিতে ২ কিশোরী মাছ ধরছে, এটা মজার মাছ ধরার ছবি নয়, এটা দারিদ্রতা, এটা মর্মান্তিক।

চট্টগ্রামে মুসলিম ও হিন্দু মেয়েরা মাঠে কাজ করে না, এভাবে মাছ ধরে না।

১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: চট্টগ্রামে মুসলিম ও হিন্দু মেয়েরা মাঠে কাজ করে না, এভাবে মাছ ধরে না.........হয়তো ওনারা জীবনটাকে উপভোগ করার অনেকগুলো দিকের সাথে পরিচিত না :-B

৩৩| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

ভিটামিন-সি বলেছেন: কি আর বলব, আপনার ছবি তো বরাবরই সুন্দর হয়। কি নিখুত হাত আপনার, নিশানা কি সঠিক!

খুব দেরী করে হলেও চলে এসেছি, নতুন নামে, নতুন নিকে। আমার পুরাতন নিকটা "ভিটামিন সি" উদ্ধার করতে পারি নাই। তাই ব্রান্ডটা ঠিক রাখতে "ভিটামিন-সি" তে ফিরে আসলাম। কেমন আছেন কামাল ভাই?

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: খুব ভালো আছি ভাই, ভিটামিনের অভাবে আমাদের তো মরো মরো অবস্থা, যাক এখন আশা করছি উৎরে যাবো, ওয়েলকামব্যাক

৩৪| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৭

সানজিদা দিয়া বলেছেন: ১ নং ছবিটির মতই জলে আর কাদায় মাখানো ছিল আমার ফেলে আশা শৈশব। যা আজ অবধি আমার সৃতির জানালায় অম্লান। অসাধারণ লিখছেন!

২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কাদা জলের স্মৃতি মাখা শৈশটাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করে আজো.........শুভেচ্ছা জানবেন আপু।

৩৫| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:



চমৎকার সব ছবি... অথবা স্মৃতি...

শুভকামনা...

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল আন্তরিক শুভ কামনা

৩৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ ছবিগুলো থেকে চোখ ফেরানো যায় না!!!

(৭) পাখির নাম বড় কুবো, এটা সোনারগাঁয়ের মায়া দ্বীপ থেকে তোলা ছবি। ----------

এই পাখিটাকে আমি কুহক নামে চিনি, আমার জানা কি ভুল?

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হইতে পারে, আপনে তো আর মিছা কওয়ার লুক না

৩৭| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: ৪ নম্বর ছবিটাতে কিছু মাছ দেখতে পেলে আরো ভালো লাগতো। ৫ নং ছবিতে মাসজিদে কুবা সম্বন্ধে দুটো কথা বলার জন্য ধন্যবাদ। ৭ নম্বর ছবির বড় কুবো পাখিটা দেখতে খুব সুন্দর। এ ছাড়াও ১৪ থেকে ১৯ নং ছবিগুলো ভালো লেগেছে। তবে সবচেয়ে কিউট ছবি ৩ নম্বরের বানরছানাটির।
পোস্টে + +

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আমার পুরো ব্লগ নিয়া আপনার এমন বিশ্লেষণধর্মী মন্তব্যে সব সময়ই আমি অনুপ্রাণিত হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.