নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বিদ্যুৎ আমাদের প্রয়োজন এ কথা সত্য; কিন্তু তার চেয়ে নির্মম সত্য হচ্ছে সুন্দর বন আমাদের নিকট তারচেয়ে বেশি প্রয়োজন। এক সুন্দর বন কে ঘিরে বছরে লক্ষ মানুষের জীবন-জীবিকা। সুন্দর বন প্রাকৃতিক দূর্যোগ অর্থাৎ ঝড় জলোচ্ছাস ইত্যাদি থেকে সমগ্র দক্ষিণ অঞ্চল কে রক্ষা করে। একটি পূর্ণাঙ্গ গাছ বছরে ৬০ পাউন্ড বিষাক্ত গ্যাস বাতাস থেকে গ্রহণ করে সমপরিমাণ বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে।
বিদ্যুৎ আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু সুন্দর বন কে বিসর্জন দিয়ে নয়। গুটি কয়েক মুনাফাখোর পুঁজিপতির স্বার্থ রক্ষার্থে বিশ্ব ঐতিহ্য সুন্দর বন কে আমরা বিসর্জন দিতে পারি না।
রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, আমি বিপক্ষ দলেরই লোক, আমরা সুন্দরবনকে রক্ষায় রামপালের বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কঠোর বিরোধীতা করছি। অন লাইনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিকর দিক নিয়া বেশ কিছু কার্টুন রয়েছে, তার থেকে কয়েকটি কার্টুন নিয়াই আমার আজকের ছবি পোষ্ট।
(২) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৩) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৪) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৫) কার্টুনিস্ট মোরশেদ মিশু এঁকেছেন এই কার্টুনটি
(৬) জহিরুদ্দীন জুমন এঁকেছেন
(৭) জহিরুদ্দীন জুমন এঁকেছেন
(৮) কার্টুনিস্ট মেহেদী হক রামপাল চুক্তি নিয়ে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এঁকেছিলেন এই কার্টুনটি
(৯) রয়েলঃ বাঘ না বাঁচাতে পারলে প্রশংসা হিসাবে এটাকেই ধরে নিন
(১০) কালা কাউয়া
(১১) কালা কাউয়া
(১২) কালা কাউয়া
(১৩) বিপ্লব করের কাজ
(১৪) বিপ্লব করের কাজ
(১৫) ধীমান সরকারের কাজ:
(১৬)
(১৭) লেখাঃ শেখ মাহফুজুর রহমান, আঁকাঃ মানবেন্দ্র
(১৮) এঁকেছে সাদাত:
(১৯) মনির মৃত্তিক এর কাজ:
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি যখন বিচারক হিসাবে পুরান হবেন, তখন যেন আবার দৃষ্টিভঙ্গি না বদলায়, ধন্যবাদ
২| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: যে করেই হোক সুন্দর বনকে আমাদের সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে ।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আমাদের মতো নিরিহ ব্লগারদের অনুভুতির দাম দেওয়ার মতো লোক সরকারের ভেতর আছে কিনা সন্দেহ
৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বিচারকের মন্তব্য পড়ে/ আমরা পাগল হতে পারি। নিজের ভালো বুঝতে পারি। সরকার তো তাই বলে পাগল নয়/
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বিচারক, রাজপুত্র, সাধারণ মানুষ সবাই আজ আমরা দিশেহারা
৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
নতুন বিচারক বলেছেন: @ রাজপুত্র ভাই । সরকার পাগল হলে বাংলাদেশের পাগলা গাড়দটি কে চালাবে ?
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: সেক্ষেত্রে নতুন বিচারকদেরই দায়িত্ব নিতে হবে।
৫| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, আমি বিপক্ষ দলেরই লোক, আমরা সুন্দরবনকে রক্ষায় রামপালের বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কঠোর বিরোধীতা করছি।
++
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
৬| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
সিংগাপুর সরকার বন্যপ্রাণী যাতায়াতের জন্য রাস্তার উপর পশুদের উপযোগী ওভার ব্রীজ নির্মান করে বন্যপ্রাণী সংরক্ষণ করে।
আর আমরা সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদন করি।
৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ইছামতির তী্রে বলেছেন: মন্তব্য করতেও কস্ট হয়!!
আমরা কোন দেশে বাস করি!!
সরকার কি ক্ষমতায় থাকার জন্য সব বিকিয়ে দিবে???
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কিচ্ছু জানিনা, বুঝিও না
৮| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রতিবাদের ভাষা হিসাবে ছবিগুলো অসাধারণ। দশ হাজার শব্দে লিখিত প্রতিবাদের চেয়ে এইরকম কিছু কার্টুন ছবির মাধ্যমে প্রতিবাদ করা অনেক বেশি কার্যকর। আপনি সেই মোক্ষম কাজটি করে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ কামাল ভাই।
আচ্ছা, বাংলাদেশে এত জায়গা থাকতে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে কেন?
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা, বাংলাদেশে এত জায়গা থাকতে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে কেন? .........কে জানে??
৯| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমরা রুখতে পারছি কই!!!!!
সরকার আমাদের স্বার্থ কেন দেখবেন, দেখবেন রাঘববোয়ালদের স্বার্থ!!!
হোমরা চোমরাদের কোন বালবাচ্চা এ দেশে থাকেও না আর থাকবেও না!!!!!
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নিজেকে বড়ই অস হায় মনে হয়
১০| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৬
গেম চেঞ্জার বলেছেন: পরবর্তী প্রজন্মের জন্য ক্যান্সারের কারখানা তৈরি করে যাব আমরা!
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: একেবারে সঠিক একটা কথা বলছেন ভাই, ধন্যবাদ।
১১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭
নীলপরি বলেছেন: খুব ভালো উপস্থাপন ।
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু কোন কার্যকরী না, আফসোস সেখানেই
১২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: তবুও কি টনক নড়বে !!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: জানিনা সরকার মানুষের মনের ভাষা পড়তে পারবে কিনা।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১১
অশ্রুকারিগর বলেছেন: সুন্দরবন বাঁচলে, বাঁচবে দেশ।
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সরকারকে এটা বুঝাবে কে??
১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৫
Backdated বলেছেন: জঙ্গীরা যাতে বনে আশ্রয় নিতে না পারে তাই বন পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ব্যকডেটেড হলেও এই একটা কথা বলেছেন অনেক আপডেট।
১৫| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩
মামুন রেজওয়ান বলেছেন: এভাবে কি প্যাডে ঝড় তুলে মনে হয় না খুব একটা লাভ হবে??যদি সত্যি কিছু করতে হয় তবে সকলকে মাঠে নেমেই করতে হবে।
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছে, এখন মসীর চেয়ে ক্ষমতার শক্তি অনেক বেশী
১৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৭
শান্তির দেবদূত বলেছেন: সবাই বুঝে খালি সরকার বাহাদুর বুঝে না
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান বুঝে না ভাইজান?
১৭| ০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২৯
সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলির ভাষাই আমাদের প্রতিবাদ আর বিবেকের তাড়নার চেয়ে অনেক বেশী।। পারবো না।। হ্যাঁ আমরা পারবো না এটা রুখতে।। চুক্তি শেষ।। একদিন দেখা যাবে কাজও শুরু হয়ে গেছে।।
সবচেয়ে ভাল হয় আমাদের ভাগর সুন্ধরবনটাও চুক্তি করে দিয়ে দিলে।। তাহলে আর কছু না হোক বনটা তো বাচবে।।
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সবচেয়ে ভাল হয় আমাদের ভাগর সুন্ধরবনটাও চুক্তি করে দিয়ে দিলে।। তাহলে আর কছু না হোক বনটা তো বাচবে।। ........মনের ক্ষোভ থেকে আমরা এমনটা বলতেই পারি।
১৮| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০০
মাদিহা মৌ বলেছেন: চমৎকার প্রতিবাদ। খুব সুন্দর সাজিয়েছেন। প্রতিবাদ চলুক।
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: অনলাইনের ইয়ার্কি নামক একটা ফান ম্যাগাজিন থেকে সংগ্রহ করা ছবিগুলো, প্রতিবাদী কার্টুনগুলো আরো বেশী মানুষের নজরে আনার চেষ্টায় ব্লগে আমি ছবিগুলো পোষ্ট করেছি।
১৯| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০১
চাঁনপুইরা বলেছেন: পশ্চিমা বিশ্বের কোন এক দেশে থাকার সুবাধে স্বচক্ষে যা দেখছি - অনেক বড় রাস্তা এমনকি ৪ লেন করে দু পার্শ্বে ৮ লেনের হাইওয়েও যেসব জায়গায় বনাঞ্চলের মাঝখান দিয়ে গিয়েছে সেখানে প্রায় মাঝে মধ্যেই চোখে পরে কোন খাল নালা বা নদী ছাড়াই ছোট খাট কালভার্ট বা ব্রিজের মত , যা শুধু মাত্র বন্য প্রাণী দের পারাপারের জন্য তৈরি।
যাই হোক, সুন্দর বনের ক্ষেত্রে আপসোস এটাই যে , স্বাধীন দেশের নাগরিক হয়ে তদীয় সরকারের গোচরে প্রায় কোন জনদাবীই বিশেষ করে এক নম্বর দেশপ্রেমী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এপর্যন্ত কার্যকর হতে দেখি নাই , আর তাই মনে হয় সমগ্র বাংলাদেশের জনগন ( শুধু একজন বাদে) এক হয়ে ও এ বিষয়ে কান্নাকাটি করে কোন লাভ নাই।
যৌক্তিক ভাবেই সন্দেহ হয় , দাবী দাওয়ার কান্না কাটি কি তাহলে অন্য কোথাও গিয়ে করতে হবে ?
সবশেষে লেখক কে ধন্যবাদ অনেক, সুন্দর রচনার জন্য।
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রতিবাদী মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। তবে আমি এখনো যথেষ্ট আশাবাদী যে, রামপুরায় কয়লা বিদ্যুৎ প্রকল্প হবে না।
২০| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭
জুন বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার বাস্তব চিত্র, শুভেচ্ছা জানবেন আপু
২১| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২০
জুন বলেছেন: বিদ্রোহী ভৃগুর পোষ্টে এ ব্যাপারে যে মন্তব্য করেছি তা এখানেও বলছি... এক ভারত যদি বলে এই প্রকল্প বন্ধ করতে তবেই যদি কাজ হয়। আমাদের দেশ, জনগন আর পরিবেশ ধ্বংসকারী কালো ধোয়া শত শত মাইল অতিক্রম করে তাদের যদি সামান্য ক্ষতি করে সেই ভয় থেকে তারা এটা বন্ধ করার জন্য হুকুম দিতেও পারে। আমরা ভারতের কাছে তখন অনেক কৃতজ্ঞ থাকবো সাদা মনের মানুষ। আমাদের সবার হোক এই প্রার্থনা।
মনটা ভার হয়ে যায় এসব দেখলে আর শুনলে। কোথায় জন্মেছি আমরা!!
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
২২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬
ক্লে ডল বলেছেন: আলোকিত বন নয়
আলোকিত মানুষ চাই
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আলোকিত বন নয়
আলোকিত মানুষ চাই
২৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রতিবাদের সহজাত ভাবেই চিরসঙ্গী
আগেো বলেছিলাম- একটা অনলাইন সাইন আপ ক্যাম্পেইন কি করা যা না? ১ মিলিয়ন সাইন নিয়ে ইউনেস্কো সহ আন্তর্জাতিক পরিবেশ আদালতে এটা নিয়ে মামলা করা বা বন রক্ষার জন্য নূন্যতম চেষ্টা করা।
দারুন প্রতিবাদের সহজাত ভাবেই চিরসঙ্গী
আগেো বলেছিলাম- একটা অনলাইন সাইন আপ ক্যাম্পেইন কি করা যা না? ১ মিলিয়ন সাইন নিয়ে ইউনেস্কো সহ আন্তর্জাতিক পরিবেশ আদালতে এটা নিয়ে মামলা করা বা বন রক্ষার জন্য নূন্যতম চেষ্টা করা।
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের অবশ্যই নুন্যতম চেষ্টাটা হলেও করা উচিৎ
২৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯
সাহসী সন্তান বলেছেন: গতকাল ইয়ার্কি নামক একটা ফান ম্যাগাজিনে আমি এই ছবি গুলো দেখেছিলাম। রামপাল বিদ্যূৎ কেন্দ্রের প্রতিবাদ সরুপ ছবিগুলো আসলেই খুব সুন্দর! তবে আরো ভাল হতো, প্রত্যেকটা ছবির ক্যাপশনে যদি তার ডিজাইনারের নামটা লিখে দিতেন!
কারণ এত পরিশ্রম করে যারা এই স্যাটায়ার মূলক ছবিগুলো তৈরি করেছেন, নিঃসন্দেহে তারা এর ক্রেডিট পাওয়ার যোগ্য! পোস্টটা খুব ভাল্লাগছে সাদা মনের মানুষ ভাই!
শুভ কামনা রইলো!
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রত্যেকটা ছবির ক্যাপশনে যদি তার ডিজাইনারের নামটা লিখে দিতেন .........ঐ পেলের লিঙ্কটা থাকলে দিয়েন, আমি আর খুঁজে পাচ্ছিনা, ধন্যবাদ ভাই
২৫| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সময়োপযোগী পোস্ট। অনেক ভালো লাগলো ভাই।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, শ্রদ্ধা জানবেন।
২৬| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪২
খোলা মনের কথা বলেছেন: নিজের পায়ে নিজে কুড়াল মারা মত অবস্থা। আমাদের প্রতিবাদের কন্ঠ থাকবে অবিচল বাকিটা আল্লাহ ভরসা.....
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই যার যার নিজ আঙিনা থাকে এর প্রতিবাদ করেই যাবো, দেখা যাক কি হয়।
২৭| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আজ থেকে ২০বছর পরের কথা
স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছে:
এক যে ছিল সুন্দরবন।সেখানে ছিল "রয়েল বেঙ্গল টাইগার"
বাকিটা ইতিহাস।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ২০ বছরেই যদি শেষ হয়ে যায় তো আমরাও সেই ইতিহাস দেখার সাক্ষ্য থাকার সম্ভাবনা রয়েছে।
২৮| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
সিগনেচার নসিব বলেছেন: সাদা মনে মানুষের মতই পোস্ট +++++
ধন্যবাদ ভাই
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: কি আর বলবো ভাই, নিজের পায়ে নিজে কুরোল মারলে তা আর ঠেকায় কে?
২৯| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সোহানী বলেছেন: লজ্জা আর ঘৃনায় কিছু বলতে ও খারাপ লাগে। পাগলেও নিজের ভালো বুঝে, আমরাতো পাগলের ও অধম......
লিখায় বরাবরের মতই +++++++++++++
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: পাগলেও নিজের ভালো বুঝে, আমরাতো পাগলের ও অধম......হয়তো তাই
৩০| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিবাদ সমগ্র।
কিন্তু কে শুনিবে আমাদের কথা?
কারই বা এত মাথা ব্যাথা?
বন-নদী-খাল সব হবে গ্রাস,
আমরা দেখব চেয়ে, ফেলে দীর্ঘশ্বাস।
পোস্টের জন্য ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষরাই বুঝে নিলো, অথচ...............
৩১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৩
সাহসী সন্তান বলেছেন: এখানে ক্লিক করুনঃ-
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এডিট করে দিলাম
৩২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৬
মধ্য রাতের আগন্তক বলেছেন: বন্ধু যখন ভারত, তখন কি আর কারো শত্রুর দরকার আছে ?
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এখানে আপনার সাথে আমি একমত নই
৩৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৮
অন্তু নীল বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: এমনটাই আমাদের ভবিষ্যত
৩৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২
ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে ।
অান্দোলন ছাড়া
কেন বিকল্প নাই ।
সুন্দরবন ছাড়া তাদের
যেমন বিকল্প নাই
অামাদেরো তেমন
আন্দোলন ছাড়া
আর কোন পথ
নাই ।
শুভেচ্ছা রইল ।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১১
সাদা মনের মানুষ বলেছেন: অান্দোলন ছাড়া
কেন বিকল্প নাই ।
সুন্দরবন ছাড়া তাদের
যেমন বিকল্প নাই
অামাদেরো তেমন
আন্দোলন ছাড়া
আর কোন পথ
নাই ।
৩৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২২
অদৃশ্য বলেছেন:
কার্টুনে চমৎকার প্রতিবাদ...
শুভকামনা...
০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও আন্তরিক শুভকামনা
৩৬| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের সরকারের কেন সুন্দরবনের চিন্তা নাই তাই বুঝিনা।
আশা করি জনগনের চাওয়ার মূল্য সরকার দিবে।
বেচে থাকুক সুন্দর বন।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আশা করি জনগনের চাওয়ার মূল্য সরকার দিবে।
বেচে থাকুক সুন্দর বন।
৩৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২১
পরিবেশ বন্ধু বলেছেন: আসুন আমরা সুন্দরবন কে রক্ষা করতে একাত্ততা ঘোষণা করি ।
১০ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই করতে হবে, আমাদের ভবিষ্যতকে তো আমরা অন্ধকারে রেখে যেতে পারিনা।
১০ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই করতে হবে, আমাদের ভবিষ্যতকে তো আমরা অন্ধকারে রেখে যেতে পারিনা।
৩৮| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৯
সোহাগ সকাল বলেছেন: মোক্ষম প্রতিবাদী ছবি। কোথায় পেলেন?
১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সবই নেট থেকে পাওয়া, সাথে থাকার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯
নতুন বিচারক বলেছেন: পাগলেও তার ভালো দিকটা বুঝে অথচ আমরাই বুঝলাম না । কেন সুন্দর বন সারা কি দেশের আর কোন জায়গা ওদের চোখে পড়লো না ।ধন্যবাদ ভাই । ওরাই পরিবেশ দূষন কারী ।