নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নোহকালিকাই জলপ্রপাত

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০


মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত নোহকালিকাই জলপ্রপাতটি ভারতের বৃহত্তর জলপ্রপাতগুলোর মধ্যে একটি। উচ্চতায় ১১৭০ ফুট। এটি ধাপে ধাপে না পড়ে একবারে সোজাসুজি পাহাড় থেকে নিচে পড়ছে। এই জলধারা নিচে একটি জলাশয়ের সৃষ্টি করেছে, যার রং পান্নার মতো সবুজ ও স্বচ্ছ। দিনের রোদে সব সময় এর জলে খেলা করে বেড়ায় রংধনুর সাতটি রং। জলপ্রপাতটির বিশালতা আর ঝরে পড়ার ঐশ্বরিক সৌন্দর্যে অভিভূত হতে হয়। এই জলপ্রপাতটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বলে দাবি করা হয়। চেরাপুঞ্জির জলপ্রপাতগুলোর যৌবন দেখতে হলে অবশ্যই বর্ষাকালে যাওয়া উচিৎ, কিন্তু আমি গিয়েছিলাম বসন্তকালে। বসন্তে ঝর্ণাগুলোতে পানি প্রায় থাকেনা বললেই চলে।

চেরাপুঞ্জির বৃষ্টিভেজা রূপ দেখতে হলে সেখানে যেতে হবে ভরা বর্ষায়। পাইনগাছ শোভিত অনুচ্চ পাহাড়শ্রেণির ভিতর দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে ছোট ছোট গ্রাম, খণ্ড খণ্ড কৃষিজমি আর ফলের বাগান। এছাড়া দেখা যাবে পাথর এবং কয়লার খোলোমুখ খনি। শিলং থেকে ৫৬ কিলোমিটার দূরবর্তী চেরাপুঞ্জি (উচ্চতা ৪,২৬৭ ফুট) যাওয়ার পথেই খাসি পাহাড়ের নয়নভিরাম শোভা দেখে মন ভরে যাবে।


(২/৩) শিলং থেকে যখন পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে থাকবেন তখন মনে হবে এই দূরত্ব আরও বেশি হলেই বোধহয় ভালো ছিল। চলার পথে সঙ্গ দেবে চারপাশের অসাধারণ সুন্দর সব পাহাড়।



(৪) এক সময় রাস্তা কিছুটা সরু হয়ে এলো, রাস্তার পাশে কিছু বাড়িঘরও দেখা গেল আর মাঝে মাঝেই এমন কিছু গরু-ছাগলের পাল এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো।


(৫) এক সময় আমরা চলে এলাম কাঙ্খিত সেই নোহকালিকাই জলপ্রপাতের কাছে।


(৬) নোহকালিকায় মানুষ প্রবেশ করতে লাগে ১০ রুপী, ক্যামেরা প্রবেশ করতে লাগে বিশ রুপী। আমরা তিন জনও এক ক্যামেরায় লাগলো পঞ্চাশ রুপী।


(৭) টিকেট কেটে ভেতরে ঢুকেই সেই কাঙ্খিত ঝর্ণা, শুকনো মৌসুম বলে ঝর্ণায় পানি কম ছিলো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য্য ছিল অফুরন্ত।


(৮) পড়ন্ত জলপ্রপাতের একটা অংশে সুর্য্য কিরণ লেগে চমৎকার রংধনু সৃষ্টি করছিলো অপ্রার্থিব একটা আভা।


(৯) প্রপাতের পানি পড়ে নিচে সৃষ্ট জলাধারটিতে যে পানি জমা হচ্ছিল তা স্বচ্ছ সবুজাব।


(১০) পাহাড়ে পর্যটকদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে লোহার রেলিং।


(১১) নিচে ঝর্ণার কাছাকাছি যাওয়ার জন্য পাহাড়ের গা ঘেষে তৈরি করা হয়েছে সিড়ি।


(১২/১৩) বসন্ত কাল বলে ছোট বড় প্রায় সব গাছেই ফুল ফুটছিলো।



(১৪) পাহাড়ের উপরের অংশটা প্টায় পাথুরে এবং সমতল, সেখানেই বসার জন্য তৈরি করা হয়েছে এমন পাথুরে চেয়ার টেবিল।


(১৫) এমন চমৎকার জায়গায় কিছু স্মৃতিতো থাকাই উচিৎ।


(১৬/১৭) কয়েকটা টিনের ছাপড়ায় খাসিয়াদের বাড়িঘরগুলোই স্যুভেনিরের দোকান ও খোলা হয়েছে, এই সময়ে পর্যটক কম থাকায় অনেকটা অলস সময় কাটাচ্ছে দোকানীরা।



(১৮) খাসিয়া মহিলারাই সাধারণত পরিবারের প্রধান কাজগুলো করে, পুরুষরা শিশু সামলাতে ব্যস্ত থাকে।


(১৯/২০) ফেরার আগে কিছু খেয়ে নেওয়া যাক, কালি মুখে কতো আর ঘুরা যায় :)



গুগুল মামুর কাছ থেকে ধার নেওয়া নোহকালিকার বর্ষাকালিন ছবি

মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আহা মেঘালয় ,শিলং ,লাবান ,লাইতুমখাড়া ,উম্পলিং ....
আমার স্কুল জীবনের দু বছর কেটেছে এখানে।
নস্টালজিক করে দিলেন ,অসাধারণ আপনার ফটোগুলো। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এতো চমৎকার একটা এলাকায় দুই বছর কাটাইছেন, নিশ্চয়ই আপনার অনেক দেখা হয়েছে এই স্বর্গীয় দৃশ্য.....শুভেচ্ছা জানবেন ভাই।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল নয়নাভিরাম ছবিগুলি । আবার ভারত ভ্রমনের সময় নেখানে যাওয়ার ইচ্ছা রাখি ।
শুভেচ্ছা রইল ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বর্ষায় ওদিকে যেতে পারলে সব থেকে ভালো হবে ভাই, ধন্যবাদ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় হায়, এইগুলা ছবি নাকি বাস্তব? জলপ্রপাতের ছবিগুলো সামান্য ঝাপসা হয়েছে। তবে মনে হয় জলপ্রপাতের পানির ক্ষুদ্র ক্ষুদ্র কনা চারদিকে ছড়িয়ে পড়ায় একটা কুয়াশার মতো সৃষ্টি হয়েছে। অন্য ছবিগুলো তো ঝকঝকে কাঁচের মতো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ছবি উঠানো শুরু করেন আশরাফুল ভাই, আমি তো ছন্দের হাতে খড়ি নিচ্ছি :D

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২/৩ নং ছবির রাস্তায় মর্নিং ওয়াক করতে মুঞ্চায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: উষ্ঠা খেয়ে পড়লে হাটুর বাটি ভাঙ্গবো :-B

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯/২০ কী খেয়েছিলেন? মেনু বলেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: বুট, বাদাম, ঝালমুড়ি, খাইবেন্নি ভাই?

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি সেলফি উঠাইতে পারি। হে হে হে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: সেলফি পাইলেন কই আশরাফুল ভাই?

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) খাসিয়া মহিলারাই সাধারণত পরিবারের প্রধান কাজগুলো করে, পুরুষরা শিশু সামলাতে ব্যস্ত থাকে।



আমাদের দেশে এই সিস্টেম চালু করা যায় না? আমার পোলাপান বড় হইয়া গেছে। অগো সামলানোর কাম নাই। আমার কী আরাম হইত!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: সরকারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, না আপনি করবেন?

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্রেফ মুগ্ধতা!!!!!

নিরবে অনুভব ! আর স্ব চক্ষে দেখতে না পাবার যন্ত্রনা!!!

ছাতকে যখন ছিলাম -- ঐ দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে!

আজ ভার্চুয়ালে আক্ষেপের অবসান ঘটিল! ;) কৃতজ্ঞতা!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: চেরাপুঞ্জি তো আমাদের সিলেটের প্রতিবেশী এলাকা, তাই সিলেট এলাকায় থেকে দেখতে না পারাটা কিছুটা হলেও আফসোস থাকতেই পারে, বাস্তবে আপনার আফসোসের অবসান কামনা করছি.......ভালো থাকুন, সব সময়।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগল জায়গাগুলো দেখে। গিয়েছিলাম একদা শিলং, সম্ভবত এই জায়গাটাতেও গিয়েছিলাম, তবে জলাধারটি চোখে পড়ে নি...

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এই জায়গায় তো মানুষ যায়ই এই জলপ্রপাতটি দেখার জন্য, চোখে না পরার কি কোন কারণ থাকতে পারে?

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: আপনার চোখ দিয়া কত কি যে দেখলাম। দেখে খুব মজাই পেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ম,জা পেলে চা খাওয়ান :)

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ঝরঝরা সব ছবি। খুব ভাল লাগল। লেখায় কিছু টাইপো আছে। ঠিক করে নিয়েন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন, ঠিক করে নেবো, ধন্যবাদ

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

রক্তিম দিগন্ত বলেছেন:



১৮/০৪/২০১৪ তে ভ্রমণে গিয়েছিলেন? টিকিটের ডেট দেখে মনে হল আর কী!

শুকনো ঝর্ণা অতটা সুন্দর দেখায় না। তবে সূর্যের রশ্মিতে রংধনুটা চমৎকার।
আপনার ছবি তোলার অ্যাঙ্গেলে ছবিগুলোকে বেশ বাস্তব দেখাচ্ছে।

১৮ নং ছবিটা বেশি জোস ছিল। =p~ চমৎকার দেখাশোনা করছে লোকটা। B-))

+।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই ১৮/০৪/২০১৪ তেই আমি এই ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম, উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি সিলেটে অবস্থানকালে পুরোটা না হলেও কিছুটা দেখেছি।। তাও বাংলাদেশের অভ্যন্তরে।।
ওপার যাও গিয়েছি, বেনাপোল হয়ে।। ভাললাগা রইলো।।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ওকে, সৌন্দর্য্য পিপাসুরা যেটা দেখার ইচ্ছে করে সেটা দেখার সুযোগ কোন না কোন ভাবে হয়েই যায়, শুভেচ্ছা জানবেন ভাই

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারণ সব ফটো।

এই সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন রহমান ভাই

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১

শামছুল ইসলাম বলেছেন: ওফ, দারুণ ।

( ক্যাপশনটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল । )
৭ নং মন্তব্যকারী হেনা ভাই্য়ের সাথে আমি একমত, সরকার মহোদয় ব্যাপারটা চিন্তা করে দেখতে পারেন ।

ভাল থাকুন । সবসময় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও হেনা ভাইয়ের মতো বাদাইম্মা কাজ করার ছুতা খুঁজছেন B-)

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো খুব সুন্দর । বর্ননা আরেকটু দিলে মনে হয় আরও ভাল হত। পড়ে মন ভরল না ভাই

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি বর্ণনায় দুর্বল তাই ছবি দিয়েই কাজ সেরে ফেলি ভাই, কিছু মনে করবেন না। শুভেচ্ছা জানবেন।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

শামছুল ইসলাম বলেছেন: সাদা ভাই, শরৎ চন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাস পড়েছিলাম '৮০ দিকে । ওনার লেখার মাধ্যমেই জানতে পারি, বর্মি পুরুষেরা ঘর-সংসার দেখে, মেয়েরা বাইরেটা দেখে - আয়-রোজগার করে, খুবই কর্মঠ । তখন থেকে এই অলস মানুষটার মনে মৃদু ইচ্ছা ছিল, সেই রকম একটা আয়েশী জীবনের । সে আশা বোধ হয় এ জীবনে পূরণ হচ্ছে না ।

হা...হা...হা..

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমি দোয়া করি আপনার আয়েশী জীবনের ইচ্ছেটা পুরণ হোক B-)

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর। রামধনু আলাদাভাবে দৃষ্টি কাড়লো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র, ভালো থাকুন, সব সময়

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন: একবার ঘুরে আসতে মুঞ্চায়!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার মুন্চায় বার বার ঘুরে দেখতে B-)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন:


২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

সাদা মনের মানুষ বলেছেন:

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে গেলাম, চমৎকার। !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা, কেমন আছেন?

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

রানা আমান বলেছেন: এবারের ঈদে আমার আম্মা ওদিকে যাবার প্ল্যান করেছিলেন কোরবানীর দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে । বলাবাহুল্য আম্মা দেশে বা বিদেশে যেখানেই ঘুরতে যান পরিবারের মহিলারাই সফরসঙ্গী হন (তারা সবাই পুরুষ সফরসঙ্গী নেয়ার বিরোধী) । ওদিকে আমারো যাওয়া হয়নি তাই একবার ঘুরে আসব ভাবছিলুম । আপনার লেখা পড়ে আর সুন্দর ছবিগুলো দেখে যাবার ইচ্ছেটা বেড়ে গেল আরো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

সাদা মনের মানুষ বলেছেন: আম্মা দেশে বা বিদেশে যেখানেই ঘুরতে যান পরিবারের মহিলারাই সফরসঙ্গী হন, এটা সত্যিই ব্যতিক্রমী কারবার, সমস্যা নেই আপনি একদল পুরুষ সঙ্গী নিয়া ঘুরে আসতে পারেন।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

পুলক ঢালী বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হয়েছে, সাথে আপনার বর্ননাও ভাল হয়েছে, রংধনূর ছবিটা দেখে তো আমার ওখানে থেকেই যেতে ইচ্ছে করছিলো, যখন ভাবছি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, তখন মনে হলো খাসীয়া মেয়ে বিয়ে করে নিলেই হবে, তারপর আর কি কি করবো ভাবতে গিয়ে ঘোর কাটলো, আরে, 'আমিতো যাই নাই সাদা ভাইই না গিয়েছে! :P আহারে কি সুন্দর দিবাস্বপ্নটা ভেঙ্গে গেল :( ,বর্ষাকালে মূল ঝর্নাটি অনেক ছেলে মেয়ে নাতি নাতনীর জন্ম দেয়? দারুন সুন্দর লাগছে গুগল মামুর ছবিটি, ওইটাই তাহলে আসল বেড়াবার মৌসুম। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

সাদা মনের মানুষ বলেছেন: গুগল মামুর ছবিটির মতো ছবি তোলার আমার খুব ইচ্ছে.......আমাদের দেশের পুরুষগুলো অলস হয়ে যাচ্ছে, সবাই খালি খাসিয়া মেয়ে বিয়ে করতে চায় :-B

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

পুলক ঢালী বলেছেন: ভাইজান,আপনি এমনিতেই ভাল ছবি তোলেন, আমার ছবি ব্লগে ক্যামেরার মডেল দিয়ে ছবি তোলার বিষয়ে পরামর্শ চেয়েছি কারন আমি ছবি তুলতে ভীষন ওস্তাদ আমি আপনার ছবি তুললে নিজেকে চিনতেই পারবেন না B-) =p~ =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ঢালী ভাই, আপনাকেই আমি খুঁজতাছি, চলে আসেন দুই ভাই গলাগলি ধইরা বনে বাঁদাড়ে ঘুড়ে বেড়াই :D

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

আবু ইশমাম বলেছেন: যাবার মন চায় তো....

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও......

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

সিগনেচার নসিব বলেছেন: ১৫ নং দেখে ভাল লাগল !!!


ভাল থাকবেন কামাল ভাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, প্রকৃতির মাঝে আমি আর আমার বন্ধু...........আপনিও ভালো থাকুন, সব সময়

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর নয়নাভিরাম সব ছবি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

মাদিহা মৌ বলেছেন: আশ্চর্য! নিচের লেকে স্বচ্ছ পানি সবুজ কেন হবে? প্রপাতের পানিতে রং ধনুর সাত রং এলো কোত্থেকে? শুকনো মৌসুমেও এত সুন্দর কেন??

আপনি ওখানে গেলেন কবে? আপনার না রেমাক্রি যাওয়ার কথা ছিল ঈদের পর? ওই পোস্ট কই?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি ওখানে গিয়েছিলাম ২০১৪ সালে, রেমাক্রি যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি, কারণ সাঙ্গুর পানি বেড়ে যাওয়ায় থানচি যাওয়ার পর বিডিআররা আর যেতে দিলোনা। সিদ্ধান্ত নিয়েছিলাম পরের দিন যাবো, থানচিতে হোটেলও নিয়েছিলাম কিন্তু বিদ্যুৎহীন থানচিতে প্রচন্ড গরম থাকায় বান্দরবানে ফিরে আসি আর সেই পুরোনো যায়গাগুলোই আবারো দেখে ফেরৎ আসি। আপনি কি বান্দরবানে গিয়েছিলেন আপু?

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১

জুন বলেছেন: শিলং বিশেষ করে চেরাপুঞ্জী আমার কাছে অনাবদ্য লেগেছে। ভারতের অনেকগুলো হিল স্টেশন যা আমি দেখেছি তার মাঝে শিলং সেরা। এটা কি সেই ফলস যেখানে মেয়েটি প্রেমে ব্যার্থ হয়ে সুইসাইড করেছিল সাদা মনের মানুষ? আমাদের খাসী গাইড লিন্ডা এমন একটি কাহিনী শুনিয়েছিল। বরাবরের মতই সুন্দর ছবি।
+

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

সাদা মনের মানুষ বলেছেন: এই জলপ্রপাতটির নামের অর্থ হচ্ছে ‘Jamp of Ka Lakai’। এই স্থানের আদিবাসীদের লোককথা অনুযায়ী লাকাই নামের একজন নারী পারিবারিক দুর্ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে এই প্রপাত থেকে লাফ দিয়ে আত্মহনন করেন। এবং এর পর থেকেই এই জলপ্রপাতটির নাম নোহকালিকাই জলপ্রপাত।.........একটা সাইটে এমন ইতিহাস পেলাম।

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



ছবিগুলো দৃষ্টিকাড়া হলেও এবার লিখেছেন কিন্তু অসময়ের নোহকালিকাই এর যৌবন ক্ষয়ে যাওয়া মতোই নিরস ...........
ব্যাপারটা কি ?

ভালো থাকুন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: জলপ্রপাতগুলোর যৌবন বার বার ফিরে আসে, কিন্তু মানুষের একবারই :D

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১১

মাদিহা মৌ বলেছেন: আমি তো এখনো যাইনি। ডিসেম্বরে যাব। আগে আগে খোঁজ খবর নিয়ে যেতে হবে, বুঝেছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

সাদা মনের মানুষ বলেছেন: ডিসেম্বরে অসাধারণ ভিউ পাবেন থানচি টু রেমাক্রি যাওয়ার পথে সাঙ্গু নদীতে, আমার মতে ডিসেম্বর/জানুয়ারিই ওদিকটা ভ্রমণের সেরা সময়। তখন নদীতে জল কম থাকায় বড় পাথর এলাকাটা অসম্ভব সুন্দর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠে, আমারও ঐ সময়টাতে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়।

৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি-- রেলিং-এর ভেতরে একটা কুঁড়ে ঘর তৈরি করে বাস করতে মুঞ্চায়।



একলা, শুধু একলা আমার থাকতে সেথা মন চায়
যদিও জানি এসব আমার স্বপ্নে দেখা খায়েশ হায়!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন:
একলা থাকলে স্বর্গেও মন টেকা হয় দায়
ভাবীকে সাথে নেন এই সৌন্দর্য্য দেখায়

৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই জলপ্রপাতের জলে গোসল করলে কী নবযৌবন পাওয়া যাবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সে এসব কিতা কন, আমার লইজ্জা লাগে :-B

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: শেষমেষ ঝাল মুড়ি কি কি দিয়া খাইলেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ঝাল মুড়ি মচিচের ফাকি দিয়া ঝাল করেই খেলাম

৩৬| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬

পবন সরকার বলেছেন: ছবি বর্ণনা ভাল লাগল।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়

৩৭| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাল্লাগলো ছবি আর বেড়ানোর গল্প।
শুভেচ্ছা আপনাকে।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে পেলাম আপু। কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.