নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

কিশোরগঞ্জের পাগলা মসজিদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০১


ভাবছেন এই মসজিদে সব পাগলরা নামাজ পড়ে? কিংবা পাগলদের আখড়া? তেমন কিন্তু নয়। কথিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিতু হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকূল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে উঠে। ফলে কালক্রমে মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিত পায়। কিছু মানুষের বদ্ধমূল বিশ্বাস, যে কেউ একনিষ্ঠ নিয়তে এ মসজিদে কিছু দান-খয়রাত করলে তার ইচ্ছা পূর্ণ হয়। ফলে সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান-খয়রাত করে থাকেন।


মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারুয়া নামক এলাকায় অবস্থিত। শহরের যেকোনো স্থান থেকে রিক্সাযোগে মসজিদে যাওয়া যায়। যাই যাই করেও এই মসজিদে যাওয়া হয়ে উঠছিলো না, তো এবার কোরবানীর ঈদের পর আর মিস করলাম না। আসুন দেখে নেই কিশোরগঞ্জের পাগলা মসজিদটি।


(২/৩) নরসুন্দা নদীর পানি এখন আর আগের মতো স্বচ্ছ বা খুব একটা ব্যবহার যোগ্য নয়। তবু মসজিদের পাশে নদীতে নামার জন্য রয়েছে সান বাধানো ঘাট।



(৪) মসজিদের একটা সাইনবোর্ড।


(৫/৬) মসজিদের দুটি প্রবেশ পথ।



(৭) মসজিদের ভেতরে।


(৮) দানের টাকার জন্য এমন বিশাল কয়েকটি সিন্দুক রয়েছে।


(৯) টাকা পয়সা সোনা দানা কারো হাতে না দিয়ে সিন্দুকে ফেলার কথা এখানে লিখা রয়েছে।


(১০) পাগলা মসজিদের অজুখানা।


(১১) মসজিদের পাশের দোকানগুলোতে অধিকাংশই কুরআন শরীফ, মোমবাতি টুপি এসব জিনিসের ব্যপক সমাহার।


(১২) নরসুন্দা নদীর উপর নির্মিত সুন্দর ব্রীজটার উপর দাঁড়িয়ে তোলা একটা ছবি।


(১৩) মসজিদ ছেড়ে একটু পুর্ব দিকেই গুরুদয়াল কলেজের পাশের পার্ক এটি।


(১৪) নরসুন্দা নদীতে মাছ ধরছে কয়েকজন জেলে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাগলা মসজিদ এর নাম শুনলেও কখনো দেখা হয়নি, কিশোরগঞ্জ যাওয়া হয়নি বলে।
আপনার মাধ্যমে দেখা ও জানাও হল, কৃতজ্ঞতা রইল ভাই।


শুভ সকাল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আমার শুধুই ঘুরে ঘুরে দেশ দেখতে ইচ্ছে করে, তাই তো ছুটে চলা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে ছবি ও বিবরণ । এই মসজিদে নামাজ আদায় করার সৌভাগ্য আমার হয়েছে । মসজিদটির ঠিক উল্টাদিকে নরসুন্দা নদীর অপর পারে আমার নানার বাড়ী । ছোট কালে নানার সাথে অনেকবার গিয়েছি এই মসজিদে । আমার ছোটকালে নরসুন্দা নদীর উপর এমন সুন্দর ব্রীজ ছিল না । ছিল বাশের খুটির উপর কাঠের পাটাতন । মাঝে মাঝে ভাঙ্গা কাঠের ফাক দিয়ে পা পড়ে যেত । তবে নদীর পানিতে পরিনি কখনো । সে সময় নরসুন্দার পানি ছিল টলমল । সকলে মিলে আনন্দ করে গোসল ও সাতরানো যেত মঝা করে । প্রায় ৬০ কিলোমিটার লম্বা এই নদীটি পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে জন্ম হয়ে হোসেনপুর উপজেলার দক্ষিণ সীমান্ত কাওনা ব্রিজের নীচ দিয়ে প্রবাহিত। নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের উপর সিদ্ধেশ্বরী বাড়ি এবং নীলগঞ্জ হয়ে ধনু নদীতে মিলিত হয়। এককালে এ নদী দিয়ে পালতোলা নৌকা চলাচল করত। এ নদী পথেই বিভিন্ন পণ্যসামগ্রী কিশোরগঞ্জ শহরে আনা-নেয়া হত। কিশোরগঞ্জ শহরের মাঝদিয়ে প্রবাহিত এককালের খরস্রোতা এই নরসুন্দা বর্তমানে মৃতপ্রায়। একে খনন করে নাব্য করার প্রচেষ্টা নেয়া হয়েছে কয়েকবার কিন্তু নদী খেকোদের হাত থেকে এটা রেহাই পাচ্ছেনা ।

মসজিদটির আরো শ্রীবৃদ্ধি কামনা করি সেই সাথে কামনা করি নরসুন্দা ফিরে পাক তার হারানো যৌবন ।

পোষ্ট টি দিয়ে স্মৃতিকে অনেক পিছনে নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন স্মৃতিগুলো মনটাকে নষ্ট্যালজিক করে, ঐ এলাকা নিয়ে আমার বিশেষ কোন ধারণা নাই, আপনার কাছ থেকে অনেক কিছুই জানা হলো, ধন্যবাদ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


"কথিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিতু হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকূল সমবেত হন। "

-এলাকার লোকগুলো মিথ্যুক, মনে হয়। মসজিদের সাথে মিথ্যা গল্প জুড়ে দিয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: এমন মিথগুলো আমার কাছে বেশ ভালোলাগে, যদিও এসব আমি মোটেও বিশ্বাস করি না।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

মলাসইলমুইনা বলেছেন: এই হারুয়া জায়গাটা কি কিশোরগঞ্জ শহরের কাছেই ? এই মসজিদটা খুবই সুন্দর আর বড় | আমি কিশোরগঞ্জে গিয়েছি কিন্তু এটার কথা কখনো শুনিনি কেন ? আপনার পোস্ট দেখে মনে হচ্ছে মসজিদটার নাম অন্তত শোনা উচিত ছিল | যাক সুন্দর ছবি আর বর্ণনার জন্য ধন্যবাদ | জানা হলো অনেক কিছু |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা কিশোরগঞ্জ শহরের একেবারে কাছে, অটো রিক্সাতে ১০/১৫ টাকা ভাড়া হতে পারে।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: ধরেন কেউ যদি বলে জেসাস ল্যাজারাসকে মারা যাবার তিনদিন আবার জীবন দান করেননি, বা জেসাস কোনো অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেননি, অথবা কোনো কুষ্ঠ রোগীকে ভালো করেন নি তাহলে কি বলা যাবে ওই লোককে?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: জেসাস ল্যাজারাস লোকটা কে ?

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০২

মলাসইলমুইনা বলেছেন: বাইবেলের বর্ণনা অনুযায়ী জেসাস (হজরত ঈসা) তার এক অনুসারী ল্যাজারাস মারা যাবার তিনদিন পর তাকে পুনর্জীবিত করেছিলেন | কুরআনও হজরত ঈসার অলৌকিক ক্ষমতার কথা বলেছে |গালগল্প মনেই হতে পারে কিন্তু এটাই সত্যি |ধর্মীয় গ্রন্থগুলি, সূত্রগুলো সেটাই বলছে | "কথিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিতু হন..." আপনার বর্ণনার উত্তরেই হয়তো মন্তব্যটা |তার পরিপ্রেক্ষিতে হজরত ঈসার ঘটনাটা বললাম | পাগলা মসজিদের ঘটনাটা খুবই আশ্চর্যজনক | কিন্তু পাগলবেশী আধ্যাত্মিক পুরুষের ঘটনাটা যে ঘটেনি তা এক কথায় উড়িয়ে দেওয়া যাবে কি ?হজরত ঈসার ঘটনাটাও আশ্চর্যরকমের, হয়তো ব্যাখ্যারও অতীত কিন্তু তাকেও কি মিথ্যে বলে উড়িয়ে দিতে হবে ? কেউই হয়তো বাইবেলের ঘটনাটা অপ্রমাণ করতে পারবে না কিন্তু তবুও নানা কথা বলবেই |সে জন্যই বলা |অনেক ধন্যবাদ আবারো চমৎকার লেখাটার জন্য |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: এই বৃস্টি বাদলের দিনে আবার কই গেলেন B:-/

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এই বাদলা দিনে ঘরে থাকাতো যায় না, সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি, ধন্যবাদ আপু।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

কামরুল হুদা দুর্জয় বলেছেন: অনেকদিন পর । আপনার ছবি ব্লগ তো বরাবরের মতোই সেরা । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনাকে অনেক দিন পরে দেখালাম, কেমন আছেন ভাই?

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টে ৬ টা ছবি কম আছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আগের পোষ্টে দুটি ছবি বেশী আছে, সুতরাং আপনি আরো চারটি ছবি পাওনা রইলেন B-)

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) টাকা পয়সা সোনা দানা কারো হাতে না দিয়ে সিন্দুকে ফেলার কথা এখানে লিখা রয়েছে।



কাউকে বিশ্বাস নাই। লিখে ঠিক কাজই করেছেন মসজিদ কর্তৃপক্ষ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কর্তৃপক্ষকে কতটা বিশ্বাস করা যায়? :)

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাবছেন এই মসজিদে সব পাগলরা নামাজ পড়ে? কিংবা পাগলদের আখড়া?


আমি তো প্রথমে সেরকমই ভেবেছিলাম এবং সেখানে নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছিলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমারে সাথে নিয়েন, আমিও তো আপনারই মতো :-B

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) পাগলা মসজিদের অজুখানা।



এই অজুখানায় জুতা খুলে প্রবেশ করতে বলছে। আশেপাশে জুতাচোর নাই তো?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? না থাকলে কি নাম লেখানোর ইচ্ছে আছে নাকি!! =p~

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

সাগর মাঝি বলেছেন: আপনার পোষ্ট দেখে মসজিদ'টি দেখার আগ্রহ উঠেছে মন।
সময় হলে একদিন যাবো দেখতে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: মাঝিদের জন্য কিন্তু নৌকায় করে ওখানে যাওয়াটা অনেক সহজ B-)

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

কানিজ রিনা বলেছেন: পৃথিবীতে এখনও অনেক আশ্চর্য নিদর্শন
আছে যা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনা।
নিজ দেশের ছবি ফুটিয়ে তোলা আপনার
মত এত সুন্দর আর হয়না। অনেক ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: পৃথিবীতে এখনও অনেক আশ্চর্য নিদর্শন
আছে যা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনা।


...........এই কথাটা আমি মানি আপু, তবে মিথগুলো আমি মোটেও বিশ্বাস করি না। তবে শুনতে খুব ভালো লাগে, ধন্যবাদ।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

কামরুল হুদা দুর্জয় বলেছেন: জ্বি ভালো ! আপনি কেমন আছেন ? সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলেন কখনো ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: চন্দ্রনাথ পাহাড় নিয়া আমার একটা পোষ্ট আছে এখানে টোকা দিয়া দেখতে পারেন

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যান? না থাকলে কি নাম লেখানোর ইচ্ছে আছে নাকি!! =p~


পুরাতন জুতা চুরি করে শুধু শুধু হাত গন্ধ করা। আমি এত ছোটলোক চোর নই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হ, আপনি তো অনেক বড় হইছেন, কম করে হলেও ৭০ বছর বয়স। সেই হিসাবে তো আপনি সত্যিই বড় লুক B-)

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: এই মসজিদ কি গ্রামের ভিতর?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এটা শহুরে এলাকাই তো মনে হল আমার কাছে

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার মসজিদ ও সুন্দর বর্ণনায় জীবন্ত হয়ে ফুটে উঠেছে পাগলা মসজিদ।
ধন্যববাদ সাদা মনের মানুষ চমৎকার উপস্থাপনার জন্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: অ নূরু ভাই, কেমন আছেন আপনি?

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

জাহিদ হাসান বলেছেন: যতই হোক, নামটা কেন যেন মধুর বলে মনে হল না। কিশোরগন্জ মসজিদ হলেও তা মধুর শোনাত। :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো বা তাই, তবে নামটা পরিবর্তন করার ক্ষমতা আমার নাই।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: গিয়েছিলাম বাবার সাথে ১৯৮৮-৮৯ এর দিকে আমি তখন ৪-৫এ পড়ি..

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, অনেক আগের কথা

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মানিজার বলেছেন: প্রীত হইলুম ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মসজিদে আধুনিকতারর ছোঁয়া লেগেছে।

ভালো লাগল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম,শুভেচ্ছা জানবেন ভাই।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: লেখা পড়ে আর ছবি দেখে ভালো লাগল।

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

জটিল ভাই বলেছেন: পোস্ট পড়ে আধ্যাত্মিক ভ্রমণমূলক পোস্ট মনে হলেও কমেন্ট পড়ে মনে হচ্ছে যেনো রম্যরচনা!!! এখন যদি বলি আমার বাড়িও কিশোরগঞ্জ আর মসজিদটি খুব নিকটেই তবে কি কেউ বিশ্বাস করবে? নাকি আমাকেও পাগলদের কাতারে স্থান দেবে??? :(

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: জটিল মন্তব্য করলেন ভাই, দুনিয়ার সবাই যে আমরা পাগল সেটা কি এখনো আপনি জানেন না! B-)

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: পাগলা মসজিদ!! আরও কত্ত রকমের নাম যে শুনতে হবে।
ছবি গুলো ভাল হয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: অজানা এমন সব নামগুলো, অজানা মিথগুলো শুনতে আমার খুবই ভালো লাগে........শ্রদ্ধা জানবেন সোহেল ভাই।

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক আগে গিয়েছিলাম একবার। আপনার লেখা পড়ে মনে করার চেষ্টা করলাম আবার।

পোস্টের জন্যে অনেক ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, আমার এবারই প্রথম যাওয়া

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

আবু আফিয়া বলেছেন: এই মসজিদের নাম কখনও শুনিনি, আপনার মাধ্যমে জানতে পেরে ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ

১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমাদের অজানা কতো কিছুই রয়ে গেল, এক জীবনে কটাই বা আর জানা যায়?

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

আকরাম বলেছেন: কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ১০ বস্তা টাকা। গণনা করে মিলেছে এক কোটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৫৮৫ টাকা। মাত্র তিন মাস ছয় (৯৬) দিনে মিলেছে এ টাকা। সিন্দুক খুলে আজ সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত টাকা গণনার কাজ চলে।

গণনার দায়িত্বে নিয়োজিত কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, তিন মাস বা চার মাস অন্তর অন্তর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। এবার খুব কম সময়ে এত টাকা পাওয়া গেছে।

http://www.bd-pratidin.com/country/2018/10/13/367926

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: টাকাগুলোর সঠিক ব্যবহার হলেই হয়। ধন্যবাদ ভাই, তথ্যটা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.