নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শত বছরের প্রাচীন নগরী পানাম।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩


প্রথম বার যখন পানাম নগরে গিয়েছিলাম তখন সেটা ছিল অরক্ষিত পরিত্যক্ত একটা ভুতুরে নগরী। ইতিউতি কিছু লোকজন তুলনা মূলক ভাবে ভালো বাড়িগুলোতে বসবাস করতো, গরু বাধতো বা খড়ের গাদা স্থাপন করতো। এবার অনেক দিন পর গেলাম। টিকেট কাটতে হলো, তবু ভালো লাগলো যে, এই প্রাচীন ইতিহাসকে রক্ষা করার চেষ্টাটা এখন করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর হল পানাম নগর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। তো আসুন ঢুকে পড়ি প্রাচীন এই নগরীতে........


(২) টিকেট কেটে ঢুকার পরই এখানকার ইতিহাস লেকা বইটার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম।


(৩/৪) এটা নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর।



(৫/৬) আলোক স্বল্পতায় ছবিগুলো ভালো তোলা যায়নি।



(৭/৮) ভাঙ্গাচোরা এই বাড়িগুলো শত বছর ধরে টিকে আছে, আর কতটা সময় টিকতে পারবে কে জানে?



(৯) একটা বাড়ির পেছনের দিক থেকে তোলা ছবি।


(১০) প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এমন কূপ।


(১১) কম করে হলেও চারটি লক্ষ্মী পেঁচা মরে পড়ে থাকতে দেখেছি ওখানে। আমার বিশ্বাস কেউ ওদের হত্যা করেছে।


(১২) কাশীনাথ-ভবন এর নাম ফলক বলছে এই ভবনের বয়স ১২০ বছর। আমার পোষ্টের প্রথম ছবিটা কাশীনাথ ভবনের।


(১৩) এটা একটা নাচ ঘরের অভ্যন্তরের ছবি।


(১৪) সজনে ডালে বসে থাকা একটা কাজল পাখি বা বাদামী কসাই।


(১৫) এমন বেশ কিছু বসার আসন রয়েছে যা পর্যটকদের বসার জন্য নতুন ভাবে স্থাপন করা হয়েছে।


(১৬) একটা পুকুরের পাড়ে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম।


(১৭) পুকুরের পাশের বিশাল গাছটা অচেনা, সুতরাং এর ফলকে চেনার তো কোন উপায়ই নাই।


(১৮) সেই গাছে বসে ক্ষণে ক্ষণে ঢেকে উঠছিল একটা চিল।


(১৯) একজন বিদেশী দেখলাম খুব মনোযোগ দিয়ে ছবি তুলছে।


(২০) এই পুলটাও সম্ভবত ঐ সময়কারই। এটা পানাম নগরে ঢোকার বিপরিত পাশে অবস্থিত।

*** এটা মূলত একটা ছবি ব্লগ, কেউ অন্য কিছু মনে করলে হতাশ হবেন।

মন্তব্য ৮৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংস

২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২

আবু আফিয়া বলেছেন: আলোকচিত্রগুলো ভাল লাগল,
মনে হয় পরিবার নিয়ে ভালই কাটিয়েছেন। শুভকামনা রইল

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওটা ভালো সময়ই ছিল, ধন্যবাদ।

৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২

মনিরা সুলতানা বলেছেন: ছবিগুলো সব সময়ের মত ভালো এসছে !!!
আর সবচাইতে ভালো লাগোলো এসব চমৎকার স্থাপনা রক্ষায় কিছু পদক্ষেপ নেয়া হয়েছে সেটা জানতে পারে।


শুভ কামনা।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সত্যিই স্থাপনাগুলো রক্ষার পদক্ষেপ নেওয়াটা ভালো লক্ষণ।

৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: লক্ষীপেঁচা গুলোর জন্য কষ্ট লাগলো।
সময়করে ভাবছি একদিন ঘুরে আসবো...
সুন্দর পোষ্ট+

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার বিশ্বাস কোনও বিল্ডিং এ প্যাচাগুলো নোংরা করায় কোনভাবে ওদের হত্যা করা হয়েছে।

৫| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: দুইবার যাওয়ার সুযোগ হয়েছিল এখানে। অসম্ভব ভালো লাগার একটি জায়গা। আপনার পোস্ট টি দেখে স্মৃতি গুলো আবার তাজা হয়ে উঠল।
ছবি এবং তার সাথে লেখাগুলো সবই ভালো লেগেছে।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমিও এইবার নিয়ে দুইবার গেলাম, আপনার কথার ফুলঝুরি ভালো লাগলো :D

৬| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো। একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সাদা মনের মানুষ বলেছেন: সময় নিয়ে দেখলে এর প্রতিটি ইটের গাথুনিতে ইতিহাসের মাধুর্য্যতা পাওয়া যায়, ধন্যবাদ ভাই।

৭| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ব্লগ ভাল হয়েছে।+++
ভাইয়া আপনি মালেশিয়া বেড়াতে গিয়েছিলেন কি ট্যুরিস্ট ভিসায়।
মালেশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যেতে গেলে কি কি দরকার হয় বা প্রসেসিংটা কি যদি একটু বলতেন?

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমি আসলে একটা ট্যুরিজম কোম্পানির প্যাকেজে গিয়েছিলাম। প্রসেসিং তো সব ওরাই করলো, আমি শুধু ওদের কথামতো কাগজ পত্র যোগান দিয়েছিলাম।

৮| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মৌরি হক দোলা বলেছেন: বইতে পড়েছিলাম পানাম নগরের বর্ণনা। যেমনটা কল্পনা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি সুন্দর! :)

কবে যে এই সুন্দর নগরটা নিজে গিয়ে দেখতে পারব!! :) :)

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই সুন্দর, ইচ্ছে করে ওখানে অনেকটা সময় কাটিয়ে দিতে, শুভেচ্ছা জানবেন আপু।

৯| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: ওখানে গেলে মনটা যেন কেমন হয়ে যায়।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মনে আমাদের মতো কতো মানুষের স্বপ্ন এখানে ছিলো, আজ সবই অতীত।

১০| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্যরকম অনুভূতি। যেন অতীতের কোন পরিবার এখনো দেখছে আধুনিক পর্যটকদের। সোনারগাঁও-মোগরাপাড়া আমার পছন্দের একটা জায়গা...

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমারো ঐ এলাকাটা খুব প্রি, ওদিকটায় প্রচুর ইতিহাস আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ধন্যবাদ ভাই।

১১| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


১৭ নং, ফলটা মনে হচ্ছে, কাঠ বাদাম

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা কাঠ বাদাম না গাজী ভাই।

১২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিব্লগ সাদা মনের মানুষ ভাই। একবার পিকনিকে গিয়েছিলাম পানাম নগরে। পুরনো জিনিসপত্র, স্থাপত্য দেখতে আমার খুব ভালো লাগে :)

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: যারা ঘোরাঘুরি পছন্দ করে ঐতিহাসিক স্থাপনাগুলো তাদের টানবে এটাই স্বাভাবিক........শুভেচ্ছা জানবেন আপু।

১৩| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: ছাত্র জীবনে পিকনিকে গিয়ে ছিলাম। অনেক কিছুই মনে নেই।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: যাক তাহলে এই ইতিহাস ছোয়ার অভিজ্ঞতা আমার থেকে অনেক আগেই আপনার হয়েছে, শুভেচ্ছা জানবেন কবি।

১৪| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাদা ভাই!!;)
আরেকটা ওভার বাউন্ডারি!!!;)

১৫) ছবিটা কার??
চিলের ছবি ভাল হয়েছে!:)
পেঁচা খবরে খারাপ লাগল:(

আপনার ক্যামেরার জুম কত???
30X??

১৬ ই মে, ২০১৮ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: জীবনে ক্রিকেট খেলেছি খুবই কম। সেই কম সময়ে ওভার বাউন্ডারি মারতে পারিনাই এটা শতভাগ নিশ্চিৎ, আজই প্রথম মারলাম =p~

১৫ নং আমার ছোট ছেলে নাদিম।

আপনার ক্যামেরার জুম কত???
50X

১৫| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 50X??? B:-)


তাইতো বলি পক্ষিদের, অমন সুন্দর ছবি তোলেন কিভাবে???

১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমার এক্স বাড়ানোটা মুলত পক্ষীদের জন্যই নিজাম ভাই :)

১৬| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, পানাম নগরের বাড়ি গুলোতে যারা এখন থাকে, তারা কী ভাড়া দিয়ে থাকে? ভাড়া দিলে কাকে দেয়? সরকারকে? আর বিনা ভাড়ায় থাকলে তাড়াতাড়ি কন, বউ পোলাপান গরু ছাগল নিয়া আমিও আইসা পড়ি।

১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: যারা বর্তমানে থাকে তাদেরকে সরকার ভাড়া দেয়, ওরা হলো কয়েকজন পুলিশ সদস্য আর প্রত্নতত্ত্বের লোকজন :-B

১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আপনি এখানে থাক্তে চাইলে এসবে যোগ দিতে পারেন #:-S

১৭| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। পাখির নাম বাদামী কসাই? নামটা বাদাইম্মা কসাই হলে আরও ভালো হতো।

১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বাদাইম্মা দিলে আপনার নামের সাথে মিলে যালেই হয়তো =p~

১৮| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২ নং ছবি। লিখেছেন ইতিহাস লেখা বইটার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছেন। কিন্তু পোস্ট দিয়েছেন মাত্র একটা। বাঁকিগুলা গেল কই?

১৭ ই মে, ২০১৮ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: বইয়ের পাতা উল্টান, সব পেয়ে যাবেন =p~

১৯| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবি। আপনি যে বিদেশী লোকটার ছবি তুললেন, সে খুশি হইয়া দশ বিশ টাকা দেয় নাই আপনারে?

১৭ ই মে, ২০১৮ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি বলছিলাম দিতে, কিন্তু উনি বললো আপনি নাকি এ্যডভান্স নিয়ে নিয়েছেন ;)

২০| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নম্বর ছবি। এই ফলের নাম ফাটা ফল। বনে জঙ্গলে ঘুরলেও আপনি অনেক ফুল ফলের নাম জানেন না। ছবি পোস্ট দিয়া খালি আমারে কইবেন, হাফ সেকেন্ডে নাম কইয়া দিমু। হে হে হে।

১৭ ই মে, ২০১৮ সকাল ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: দুষত খালি আমার একার না, আপ্নে এতোগুলো বছর পৃথাবী দাপিয়ে বেড়িয়েও নাম জানেন্না, আমিতো মাত্র পুলাপান :)

২১| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

সোহানী বলেছেন: পেচাঁর মৃত ছবিটা দেখে মন খারাপ হয়ে গেল।

বরাবরের মতই অসাধারন। এবার মনে হয় দলবল সহ গেছেন :)

আর হেনা ভাইকে আপনার পোস্টে দেখে পোস্ট পড়িবার স্বার্থকতা খুঁজিয়া পাইলাম ;)

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন দূর্লভ প্রজাতির প্যাঁচাগুলোর মৃত দেহ দেখে আমিও যার পরনাই কষ্ট পেয়েছি। হুমম, এবার পারিবারিক আবহেই ভ্রমণটা হয়েছে। হেনা ভাই সত্যিই অনন্য।

শ্রদ্ধা জানবেন আপু।

২২| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে। অনেক আগে একবার গিয়েছিলাম।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার মতোই অনেকটা, ধন্যবাদ দাদা

২৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার একেকটি পোষ্ট পড়ে কতকিছু যে জানা যায়। বেশিরভাগ মানুষের দুনিয়াটা ভীষন ছোট হয়। বাড়ি অফিস ক্লাস এরমধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনার দুনিয়া বিশাল, এবং আপনার কারণে সেই বিশালত্বের ছোঁয়া আমরাও কিছুটা পাই। আন্তরিক কৃতজ্ঞতা ভাই।

অনেক ভালো থাকুন।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আপনার মতো চমৎকার করে আমি লিখ্তে পারিনা বলেই ছবি দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করি।

২৪| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৫

তৌফিক বলেছেন: ব্যাপক কাজ করেছেন ভাই। আমিও কিছুদিন আগে গিয়েছিলাম। লিখতে চেয়েছিলাম, তবে এতো সুন্দর করে উপস্থাপন করতে পারতাম কিনা সন্দেহ ছিল, কিন্তু আপনার লেখা ও ছবি দেখে খুব ভাল লাগলো।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাড তৌফিক ভাই, লিখে ফেলুন যতটা পারেন। আমাদের লেখনিতে কিন্তু বাংলা ভাষার আর্কাইভ সমৃদ্ধ হচ্ছে।

২৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৪

ওমেরা বলেছেন: সুন্দর ছবিব্লগ।

১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।

২৬| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ! মন পাগলা করা ছবি। আগে না দেখার জন্য দুঃখিত। সাদা মনের সাদা ছবির জন্য কৃতজ্ঞতা জানাই ।


অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় সাদামনের ভাইকে।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: দুখিত হওয়ার কিছু নাই, সবাই আমরা ব্যস্ত মানুষ। শুভেচ্ছা নেবেন।

২৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পানামকে নিয়ে আমার একটি কবিতা আছে।

পোস্টে ++

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: পরে খুজে দেখবো আপনার কবিতা, ধন্যবাদ।

২৮| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান সময়ে কয়েকবার যাওয়া হয়েছে।
পুলটির নাম পঙ্খীরাজ পুল। পঙ্খীরাজ খালের ওপর বলে এই নাম।

২১ শে মে, ২০১৮ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এসবের নাম জানায় আপনার জুড়ি নাই

২৯| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: ১৩০৫ বাংলা সন হিসেব করলেন?

সুন্দর ছবি ব্লগ।

২১ শে মে, ২০১৮ রাত ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হুম, বর্তমানে ১৪২৫ সাল ভাইজান। মানে হল ১২০ বছরের প্রাচীন।

৩০| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: ১১ নম্বর ছবিটা দেখে চাদ্গাজী খুব কষ্ট পাবেন।

২১ শে মে, ২০১৮ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই কষ্ট পেয়েছি ভাইজান।

৩১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

মিথী_মারজান বলেছেন: অনেকবার গিয়েছি।
আমার খুব পছন্দের একটা জায়গা।
পেঁচাগুলোর জন্য মন খারাপ লাগছে।
পাশেই তো বিশাল ঘাট বাঁধানো পুকুর আছে।
সেটার একটা ছবিও সাথে দিতে পারতেন।
ছবিগুলো আর পোস্টে অনেক ভালোলাগা রইলো।

২২ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, একটা পুকুরের ঘাটে বসে তো আমরা খাওয়া দাওয়া করলাম, অন্য ঘাটটা মনে হয় আমার চোখে পড়েনি।

৩২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐতিহাসিক ভ্রমণ ফটো ব্লগে অফুরান ভাললাগা :)

আমি গেলেই কেমন যেন হিপনোটাইজ হয়ে যাই! শুধু মনে হয়- সেই সময়ের সব জীভন্ত চিত্র!
কল্পনায় যেন দেখতে পাই- সেই প্রাণ প্রাচুর্যে ভরা সময়, কত স্বপ্ন, কত ভালবাসা, কত হত্যা, কত ইতিহাস!!!
আমাদের ইতিহাস ভিত্তিক শষুভিতো বানায়ইনা! হলে দারুন একটা স্পট ছিল পানাম নগর!

ভাললাগা আবারো।
++++

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যেও আমার ভালোলাগা

৩৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

প্রামানিক বলেছেন: পুকুর পাড়ে বইসা কি খাইলেন ভাই? প্লেটের সাইজ তো সেরকম বড় মনে হইল না।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাই আপনার মতো পেটুক না B:-/

৩৪| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কাওসার চৌধুরী বলেছেন: বাহ, খুবই চমৎকার পানাম নগরের ছবি। প্রতিটা ছবিই চমৎকার হয়েছে।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কাওসার ভাই

৩৫| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

ফাহমিদা বারী বলেছেন: ছবিগুলো দেখতে খুব ভালো লাগলো। লক্ষ্মীপেঁচা গুলোকে এভাবে কারা মেরে রেখেছে, এসব দেখার কি কেউ নেই?
গাছের ফলটাকে বাদাম মনে হলো। হয়ত পাতাটা দেখলে কিছুটা আঁচ করা যেত।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: কোন প্রকার বাদাম কিনা আমি জানিনা, তবে কাঠ বাদাম নয় এটা আমি নিশ্চিৎ, ধন্যবাদ ফাহমিদা আপু, ভালো থাকুন, সব সময়।

৩৬| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




শতবছরের সোঁদা গন্ধ নিয়ে কালের স্বাক্ষী হয়ে আছে যেন পানাম নগরী । এর ইটের গায়ে গায়ে হয়তো লেখা আছে কতো ইতিহাস ! এর সংরক্ষন অবশ্যই জরুরী ।
সামু পাগলা০০৭ বলেছেন - .......... বেশিরভাগ মানুষের দুনিয়াটা ভীষন ছোট হয়। বাড়ি অফিস ক্লাস এরমধ্যেই সীমাবদ্ধ থাকে।
যদিও বাড়ী আর অফিসের মধ্যে আমি সীমাবদ্ধ কিন্তু মনের সীমানাটা অসীম । সারা পৃথিবী ঘুরে বেড়াই আপনাদের সাথে, অন্তর্জালে, বইয়ে আর মনে মনে .......................

২৮ শে মে, ২০১৮ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও দুনিয়াটা এখন অনেক ছোট হয়ে আসছে, ব্যবসা বানিজ্যের খুব চাপে দিন কাটছে, শুভেচ্ছা জানবেন জী এস ভাই।

৩৭| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:০৩

শরীফুর রায়হান বলেছেন: চমৎকার ছবি ব্লগ

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই, অনুপ্রাণিত হলাম।

৩৮| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৩০

পবন সরকার বলেছেন: এগুলা চাঁদগাজীর পেঁচা না তো?

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হোক কিংবা না হোক, ওদের হত্যাকান্ডে আমি খুবই কষ্ট পেয়েছি দাদা।

৩৯| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে। ছবিগুলোও চমৎকার। শুভকামনা রইলো।

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার জন্যও শুভ কামনা অবিরত

৪০| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার ! চমৎকার !

২৩ ও ৩৬ নং মন্তব্যের সাথে একমত। আমিও এমন কিছুই একটা বলতে চেয়েছিলাম।
আপনারা যারা ভ্রমণ পোষ্ট করেন, তারা কি শুধু ছবিই তুলে থাকেন, ভিডিও করেন না ?
ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে আমাদের দেখতে দিলে (মামা বাড়ির আবদার) আরও বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে থাকা যেত!

অনেক ধন্যবাদ সাদা মন ভাই

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: তবে জীবন থেকে কিছুটা সময় নিজের জন্য বের করা যায়, যদি প্রবল ইচ্ছে থাকে.........শুভেচ্ছা জানবেন অনিক ভাই।

৪১| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা! যদি যেতে পারতাম।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা কোথায় ভাই? আরে থুক্কু, মামা :D

৪২| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

লায়নহার্ট বলেছেন: ২য় প্রশ্ন

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: কি প্রশ্ন?

৪৩| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: পোষ্টমোষ্ট দিবেন না খালি লগইন কইরা চাইয়া থাকবেন?

১৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: চোখ মুইন্জা ব্লগ দেখা এখনো শিখতে পারি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.