নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু সিলেট..( রশিদ পুর, স্টেশন নং-৩৭)

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩


ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা সময়ের গন্তব্য

স্টেশনের অবস্থানঃ এটা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একটা স্টেশন।


(২) সাতিয়াজুরী স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চললাম সিলেটের দিকে।


(৩) খাবার খুঁজে বেড়াচ্ছে খঞ্জনা পাখি।


(৪) রেল লাইন পার হচ্ছে একটা ছোট ট্রাক।


(৫/৬) রেল লাইনের পাশের একটা খাল থেকে মাছ ধরছে একটা বালক।



(৭) গরু নিয়ে যাচ্ছে একজন কৃষক।


(৮) দুই পাশে শুধুই ধান ক্ষেত, আর মাঝ খান দিয়ে বয়ে চলা সমান্তরাল রেল লাইন।


(৯) খাবার খুঁজে বেড়াচ্ছে দুটি সাদা বক।


(১০) ব্যস্ত কৃষাণ-কৃষাণী।


(১১) এই ফুলের নাম দাঁতরাঙা।


(১২) ব্রীজ নং ১০৭


(১৩) বিস্তির্ণ এলাকা জুড়ে শুধুই পাকা ধান।


(১৪) ফুলের উপর খেলছে প্রজাপতিরা।


(১৫) একটা সবুজ মেটো পথ।


(১৬) ক্ষেতের আইল ধরে কৃষক ফিরছে বাড়ি।


(১৭) সামনে রেড সিগন্যাল, এবার থামতে হবে।


(১৮) পাশের ডোবায় ফুলে আছে রক্ত কমল।


(১৯) স্টেশনের কাছাকাছি হলেই রেল লাইন কেমন যেন আঁকিবুকি কাটে।


(২০) চলে এলাম রশিদ পুর স্টেশনে।

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শাহিন-৯৯ বলেছেন:


১৫ নং ছবি, সবুজ মেঠপথ, এই পথ দেখলেই মনটা ফিরে যায় ২০ বছর আগে। কত যে স্মৃতি ভরা এসব মেঠপথে।
ধন্যবাদ কোলাহলময় যান্ত্রিক জীবনে একটু মেঠপথ দেখানোর জন্য।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহিন ভাই, আমারও এমন মেটো পথ আর সবুজ গ্রাম দেখলে ঘরে ফিরতে ইচ্ছে করে না।

২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রুপ দেখে তোর যেন আমার নয়ন ভরেনা
তোরে এত ভালবাসী তবু আমার পরান বরে না।!!!

ছবি দেখতে দেখতে গানটাই মনে গনুগনু করলো!

নগরের ইটকাঠ পাথরে এই জীবন সত্যিই অধরা!

বরাবরে মতোই ভাললাগার পোষ্টে +++

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আসেন গলাগলি ধরে গাঁয়ের পথে আমরা গাইতে গাইতে হেটে চলি, হায়রে আমার মন মাতানো দেশ.....................


শুভ কামনা।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:


কি পদব্রজক নাকি আপনারা।

ছবিগুলো খুব ভাল লাগল।

৫/৬ আহা সুখ।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পদব্রজে ভাইজান। দুনিয়ার সবাই আমরা পাগল, একেক পাগল একেক ভাবে সুখ খুঁজে নেয়, ধন্যবাদ।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আলআমিন১২৩ বলেছেন: আপনার কাজটা তো চমৎকার। বয়স কম থাকলে সংগী হতাম।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: এটাই সমস্যা, বয়সটা চলেই যায়। ধন্যবাদ আলআমিন ভাই, ভালো থাকুন, সব সময়।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

তারেক ফাহিম বলেছেন: সন্ধ্যা ফিরলে বাসায় আসতে আসতে তো রাত প্রায় শেষ হয়ে যায়। পরের দিন ক্লান্ত শরীর নিয়ে আবার হাটতে পারেন?

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: পরের দিন আর হাটিনা, পরের সপ্তাহে হাটি, এমনি পরের মাসেও হাটি। এটা নিয়মিত হয়ে উঠে না ফাহিম ভাই। শুভ কামনা জানবেন।

৬| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন:



শুভেচ্ছা জানবেন শাহিন ভাই, আমারও এমন মেটো পথ আর সবুজ গ্রাম দেখলে ঘরে ফিরতে ইচ্ছে করে না।

ভরা পূর্ণিমায় এরকম মেঠপথে বসে বন্ধুর দল কত যে আড্ডা দিয়েছি বলে শেষ করা যাবে না, সন্ধ্যায় পড়তে হত তাই আড্ডা শুরু হত বেশ রাত করে বিশেষকরে মা-বাবা ঘুমিয়ে গেলে। আমাদের গ্রামটা বেশ ছোট তাই বন্ধুদের একসাথে হতে তেমন কষ্ট হত না।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ওহ্ শুনেই আমি রোমাঞ্চিত হচ্ছি............

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! মন ভালো করা ছবি ব্লগ । শুভকামনা আপনার এহেন পদভ্রমণকে ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আপনাদের দেশে যাওয়ার পর এবার ওখানের রেল লাইনগুলো কিছুটা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। ওখানে মনে হয় রেল লাইনে কেউ হাটে না। তাছাড়া উপড়ে ইলেক্ট্রিসিটি থাকায় বিপদের মাত্রাটাও অনেক বেশী। শুভ কামনা সব সময়।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ক্যামেরা ম্যান।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কামাল ভাই, আপনাদের হাঁটাহাটির খবর শুনলে তো ঈর্ষা হয়। এমনিতে সময় করে উঠতে পারি না, সময় হলে পকেট অবস্থা দেখে লজ্জা লাগে।:( আগে সকালবেলা একটু হাঁটতাম, এখন তো সেসবও বাদ।

প্ল্যান করেছি সামনের ঈদে শখ মিটিয়ে ঘুরবো।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: পকেটের ক্ষুধা মিটাতে না পারলে ভ্রমণে বের হওয়াটা সত্যিই বেশ কঠিন হয়। আমার টাকা ওয়ালা বন্ধুদের মাঝে আমি সত্যিই অনেক পিছিয়ে গেছি শুধু এই ভ্রণের জন্যই। একেতো টাকা কামানোর সময়টা নষ্ট হয়, অন্য দিকে আরো কিছু টাকা বেড়িয়ে যায়.....আপনার ঈদ পরবর্তি ভ্রমণের জন্য শুভ কামনা।

১০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আমাদের এখানে সবই প্রায় ইলেকট্রিক লাইন হওয়াই লাইন ধরে হাঁটাটা বেশ বিপদজনক। তবে যেখানে ডাবল লাইন সেখানে আপ ও ডাউন বুঝে হাঁটা যেতে পারে। প্রতিদিন বহু যাত্রী দ্রুত স্টেশনে পৌঁছাতে লাইন ধরে চলাচল করে।


শুভকামনা প্রিয় কামালভাইকে।


১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, বিষয়টা আমাকে ক্লিয়ার করার জন্য।

১১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

তারেক_মাহমুদ বলেছেন: ৫/৬ কিশোরের জাল ফেলা
১৬ কৃষকের গরু নিয়ে বাড়ি ফেরা এই দুটো বেশি ভাল লেগেছে ।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তারেক ভাই.........শুভেচ্ছা নিরন্তর

১২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১১ নং ছবির ফুলটির নাম দিয়েছেন দাঁতভাঙ্গা। আমি এর নাম জানি না। তবে এই ফুল টি (চা) ইনডিকেটর। যে মাটিতে এই ফুলের গাছ জন্মে সে এলাকার মাটি চা চাষের উপযোগী। আমি টবে এ গাছটি লাগাবার চেষ্টা করেছি। বাঁচেনি। মাটিসহ এনে লাগিয়েও সফল হইনি।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: আমি যতটা দেখেছি এই ফুলটা সাধারণত পাহাড়ি এলাকায় জন্মে। তবে টি (চা) ইনডিকেটরের বিষয়টা বেশ চমকপ্রদ........শুভেচ্ছা জানবেন মোস্তফা ভাই।

১৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২

রাকু হাসান বলেছেন:



বাহ! ছবি দেখে যেন গ্রীমন ছোঁয়া পেলাম ভাল লাগছে । +++

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, রেল লাইন গুলো কিছু এমন গ্রাম দিয়া গিয়াছে যে, তেমন গ্রাম এখন খুব একটা আর আমাদের চোখেই পড়ে না।

১৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৬

নিশি মানব বলেছেন: আমার চিটাগাং থেকে ঢাকায় হেটে আসার রেকর্ড আছে একটা।
না কোন রেলপথ বা নৌপথনা, সড়ক পথ। সোজা মহাসড়ক দিয়ে হেটে আসা।
সময় লেগেছিলো প্রায় আটত্রিশ ঘন্টা।
শনিবার দুপুরের পরে রওনা দিয়েছি, পৌছেছি সোমবার ভোরের দিকে।
পথে কোথাও থামি নাই তেমন। কিছু খাই নাই। কিছু করি নাই।
সময়টা দুই হাজার আট সালের।
আজ থেকে দশ বছর আগের কথা।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি ভাই, আপনার এমন দুর্দান্ত ভ্রমণের কথাটা তো আমার জানাই ছিল না। আপনার শক্তি সাহস সত্যিই অনন্য। স্যালুট আপনাকে। ২৪২ কিলোমিটার কোন বিরতি ছাড়াই হাটা সত্যিই বেশ কষ্ট দায়ক, একাই হেটেছেন? নাকি সঙ্গী সাথী কেউ ছিল?

১৫| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৬

মলাসইলমুইনা বলেছেন: যাক আপনার হন্টন শ্রীহট্ট ভ্রমণ ব্লগ এতদিন পরে দেখে বিশ্বাস করতে পারলাম ছাত্র আন্দোলন সরকার দমন করতে পেরেছে I সিলেট থেকে এখন কতদূরে আছেন ? প্রজাপতির ফটোটা আর পাকা ধান ক্ষেতের ফটোগুলো দেখে চোখ জুড়িয়ে গেলো I সব ঝামেলার মধ্যেও এই ধান গলায় থাকুক কৃষকের তাতেই জাতির বেঁচে থাকবার সবচেয়ে বড় অক্সিজেনের সরবরাহটা ঠিক থাকবে I কড্ডা বলতে একটা জায়গা ছিল ঢাকা থেকে টাঙ্গাইল যেতে জয়দেবপুরের চৌরাস্তা পেরিয়ে কিছুদূর যাবার পরেই I সেখানে একটা ব্রিজ ছিল কোনো একটা নদীর ওপরে I এই নামে আখাউড়ার কাছেও যে একটা একটা ব্রিজ আছে সেটা কখনোই শুনিনি I সুন্দর হয়েছে এবারের পর্বও I

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শ্রীমঙ্গল পর্যন্ত পৌছে গেছি, তবে কিছুদিন যাবৎ হাটার সুযোগ পাচ্ছি ন। ধন্যবাদ নাইমুল ভাই, ভালো থাকুন, সব সময়।

১৬| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

জোবাইর বলেছেন: চমৎকার একটা আইডিয়া, রিলাক্সের সাথে হাঁটার জন্য আমাদের দেশে রেলরাস্তা ভালো। গাড়ি-ঘোড়ার ঝামেলা নেই, ধুলাবালি নেই, শব্দদূষণ নেই, অনেকটা নিরিবিলি। তবে ভাই, ট্রেন আসার সময় সাবধানে থাকবেন!
আর ছবিগুলোর কথা কী বলবো, অপূর্ব সুন্দর! আপনার ছবির মাধ্যমে বাংলাদেশের এরকম অনেক দৃশ্য দেখেছি, যা আমার জীবনে এখনো স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। আপনার ঢাকা টু সিলেট মিশন সফল হোক, শুভ কামনা রইল।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ জোবাইর ভাই।

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩১

চাঙ্কু বলেছেন: আপনার হাঁটাহাটি এখনও চলতেছে দেখে ভাল্লাগতেছে। কিছু মনে না করলে, একটা কাজ করতে পারবেন? ঢাকা টু সিলেট হাঁটতে আপনার কত ক্যালরি খরচ হয়, তার একটা হিসাব রাখতে পারবেন?

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আমার আবার খরচ বেড়ে যাবে, ক্যলরী মাপার যন্ত্র কিনতে হবে........শুভেচ্ছা

১৮| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৮

চাঙ্কু বলেছেন: ক্যলরী মাপার জন্য কিন্তু কিনা লাগবে না। শুধু আপনার ফোনে একটা হ্যালথ এপ ইন্সটল করে নিলেই হবে। এন্ড্র্যেডে এই ধরনের ফ্রী বেশ কিছু এপ আছে কিন্তু তাও ঝামেলা হলে, থাক। ক্যালোরির ব্যাপারে আমি শুধু কৌতুহলী!

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: কন কি! কতো ক্যালরী গ্রহণ করলাম, খরচ কতো হলো আর ষ্টকে আছে কতো সবই মেপে দেবে! এটা তো ভালো খবর ভাই।

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৭

পাকাচুল বলেছেন: ঠিক রশিদপুরে একবার আমি গিয়েছিলাম। খুব সুন্দর।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: রশিদ পুরের পর থেকে রেল লাইনটা অসাধারণ সুন্দর জায়গা দিয়ে গিয়াছে, ধন্যবাদ ভাইজান।

২০| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: ১৫নং ছবি দেইখা মনডা বাড়ি যাইতে চাইতেছে। আপনি পুল পার হইয়া খাড়ান আমি আইতেছি।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ভাবীরে আগে ফুন দেন রান্না করার জন্য ;)

২১| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই আপনার এই ব্যাতিক্রমী শখ দেখে আমার সঙ্গী হতে ইচ্ছে হচ্ছে।
চমৎকার সব ছবিগুলো.......

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো সঙ্গী আমিও খুজি ভাইজান

২২| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! দারুণ। ১৪ নম্বর ছবিটা বেশ।কবিতার মত সুন্দর

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর বলেছেন ভাই, আমার দেশের ছবিগুলো সত্যিই একেকটা কবিতা, ধন্যবাদ।

২৩| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: পদভ্রমণের সব ছবিই ভালো লাগলো আর সবথেকে প্রজাপতির ছবিটা ভালো লেগেছে ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

২৪| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফুলের নাম দাঁতরাঙা? (১১ নং ছবি)। আমি প্রথমে দাঁতভাঙা মনে করেছিলাম।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: বয়স হয়েছে এখন তো আপনার দাঁত ভাঙ্গারই সময়, আপনার নে করাটা অস্বাভাবিক কিছু না B-)

২৫| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আখেনাটেন বলেছেন: পদব্রজে সিলেট। বিরাট সংকল্প।

ছবিগুলোও বেশ। যদিও রেজুলেশন কম মনে হচ্ছে।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: শুধু দেশ দেখা আর মজা করার জন্যই এমনটি করা ভাই। ব্লগে দেওয়ার সময় ছবিগুলোর রেজ্যুলেশন কমিয়ে দিয়েছি, ধন্যবাদ।

২৬| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। একেবারে ঝাক্কাস সুন্দর ছবি তুলেছেন কামাল ভাই। ক্যালেন্ডারে দেওয়ার মতো।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ক্যালেন্ডারওয়ালাকে বললে মাইর দিবে, তবে সেটা কাকে দিবে আমি জানিনা। কারণ মুরব্বীদের উপর তো আর হাত তোলা যায় না =p~

২৭| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবি। রেড সিগন্যাল দেখলে না থেমে চলে যাওয়াই তো আমাদের দেশের নিয়ম। আপনি উল্টা কথা বলছেন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সব উল্টাই আপনার কাছ থেকে শেখা।

২৮| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮ নং ছবি। রক্ত কমল, নাকি লাল শাপলা? আপনার পাল্লায় পড়ে অনেক ফুলের ভুল নাম শিখছি। যাক, কী আর করা! ফটু মাস্টার সারা দুনিয়া ঘুরে বেড়ায়। হে যা কইব, হেইডাই ঠিক।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আমি যতদূর জানি লাল শাপলাকেই রক্ত কমল বলে, আপনি জানেন্না কেন??? X(

২৯| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


মনোহর বাংলা মায়ের রূপেরমোহ!! ছুটে বেড়াতে ইচ্ছে জাগে.....

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমার ইচ্ছেটাও এমনই, খালি ছুট লাগাইতে মন চায়, ধন্যবাদ।

৩০| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁটাহাঁটি ঠিক রাখেন। জীবনেও ডায়াবেটিস হবে না। একটা পরামর্শ দিলাম আর কি!

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু ফিস দিতে পারুম না =p~

৩১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

সনেট কবি বলেছেন: দারুণ ভাল লাগার পোষ্ট।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবি।

৩২| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি শিউর আপনার হাতাও কোনোদিন শেষ হবে না আর আপনার ডায়বেট্রিকসের রোগেরও দেখা কোনদিন মিলবেনা। ;)

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হাটার জন্য আমি যতটা পরিকল্পনা করে রেখেছি, সত্যিই তা শেষ হওয়া খুব সময়ের ব্যাপার। যেখানে এখন হাটার সময়ই পাইনা, ধন্যবাদ মামা।

৩৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

রানা আমান বলেছেন: অনেকদিন পর আপনার ঢাকা টু সিলেট হাঁটাহাঁটির পোস্ট পেলাম । ভালো লাগলো ।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: পোষ্ট জমে আছে অনেক, সময় করে দেওয়া হচ্ছে না রানা ভাই, ধন্যবাদ।

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: অপূর্ব আইডিয়া, আহ, যদি আমিও হাটতে পারতাম!

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা কোথায় সাহাদাত ভাই, বেড়িয়ে পরুন না আজই

৩৫| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর সব ছবি।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত সোহেল ভাই

৩৬| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

করুণাধারা বলেছেন: এ পথে আমি-যে গেছি বার বার........এক

একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, আপনারা যেভাবে ব্রিজের উপর রেল লাইন ধরে হাঁটছেন, সেখানে হঠাৎ করে ট্রেন আসলে কি করতেন? আপনারা কি ট্রেনের সময়সূচী জেনে নিয়ে তারপর হাঁটা শুরু করতেন, যেন সেই সময়ে ব্রিজের উপরের রেললাইন ধরে কোন ট্রেন না আসে?

ছবিগুলো অনবদ্য। বেশি ভাল লেগেছে বক, প্রজাপতি আর আঁকা বাঁকা মেঠো পথের ছবি।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

সাদা মনের মানুষ বলেছেন: ট্রেনের সময় সূচি আমাদের জানা থাকে না, তবে প্রতিটা ব্রীজেই ট্রেন আসলেও সরে যাওয়ার যায়গা থাকে, হয়তো কিছুটা ঝুঁকি থাকে। তবে এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে আমাদেরকে পরতে হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.