নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় সুনামগঞ্জের চুনাপাথরের লেক

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮


কেউ কেউ বলেন বাংলার কাশ্মীর, মূলত এটা একটা পরিত্যক্ত লাইম-স্টোন লেক, যা কেয়ারী লাইম স্টোন লেক নামে পরিচিত। এছাড়া কেয়ারী লেক, আবার অনেকে নীলাদ্রি নামে ডেকে থাকেন নীল পানির কারণে। তবে ইদানিং ভ্রমণ পিপাসুরা নীলাদ্রি নামটাকেই মনে হয় বেশী পছন্দ করছেন। তবে জায়গাটাকে যে নামেই ডাকা হোক না কেন সৌন্দর্য্যে যে কেউ জায়গাটার প্রেমে পড়তে বাধ্য।
সিমান্তের উপারের মেঘালয়ে পাহাড়ের সর্বশেষ অংশটা এই লেকের পানিতে এসে ডুবে গেছে। এই লেকটাও এক সময় ঐ পাহাড়েরই একটা অংশ ছিল, কিন্তু বাংলাদেশ অংশের চুনা পাথরগুলো উঠিয়ে ফেলার কারণেই এই লেকের সৃষ্টি হয়েছে, আর অন্য দিকে সিমান্ত ওপারের বিশাল চুনা পাথরের পাহাড়টা এখনো পুরোপুরি অক্ষত। আর আমাদের টাঙ্গুয়ার হাওড়ের শুরুটাও এখান থেকেই বলা চলে।
পাহাড়ের নিচু অংশে রয়েছে ভারতের কাটা তারের বেড়া। লেকের পাড়েই চুনা পাথরের একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, সাথেই আছে ব্রিটিশ আমলের রেলওয়ে সিস্টেম। আর অগনিত লোহা লক্কর আর বিশালাকার পরিত্যক্ত দুটি ক্রেন। এককালে যে এখানে কোলাহলপূর্ণ কর্মযজ্ঞের যৌবন ছিল তার চিহ্ন বর্তমান।


(২) সুনামগঞ্জ থেকে নিলাদ্রী যাওয়ার পথেই দেখা পেলাম কয়েকটি শামুক খোল পাখি।


(৩) যাদুকাটা নদীর তীরে এটা একটা প্রাচীন রাজ্য। যা লাউর রাজ্য নামে পরিচিত ছিল, এখন একটা ছোট্ট সুন্দর গ্রাম যা ভারত বাংলাদেশ সিমান্তে অবস্থিত। যাদুকাটা নদী থেকে তোলা পাথর ব হন করছে শ্রমিকরা।


(৪) ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের উপর মেঘ জমেছে, এপারের সমতলে সবুজ ধান ক্ষেত, দেখলে দৃষ্টি জুড়িয়ে যায়।


(৫) যাদুকাটায় মাছ ধছে জেলেরা।


(৬/৭) যাদুকাটা নদী পারি দিতে হলে বর্ষায় দুটি পথ, বর্ষায় ট্রলার কিংবা বাইকে আর শুকনো মৌশুমে শুধু মাত্র বাইকে।



(৮) যাদুকাটা পারি দিলেই বারিক টিলার উপর ১২০৩ নং সিমানা পিলার। আগে ওপেন ছিল এখন পিলারের গায়ে বাশের বেড়া।


(৯)সিমান্তের ওপারে যাখানটায় শাহ আরেফিনের মাজার বলে লোকজন আমাকে দেখিয়েছিলো ওখানটায় বর্যায় দেখছি ঝর্ণার সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের দোলপূর্ণিমার ১৩ দিন পর লাউড়ের গড়ের অদূরে পূণ্যতীর্থ ধামে হয় বারুণী স্নান ও মেলা। একই দিনে লাউড়ের গড়ে শুরু হয় শাহ আরেফিনের মেলা, চলে ৩ দিন। এই দুই মেলাকে ঘিরে এখানে দেশের দূর-দূরান্ত থেকে আসে লক্ষ লক্ষ মানুষ। ঠিক কত বছর আগে শাহ্ আরেফিনের মেলা শুরু হয়েছিল সঠিকভাবে বলা মুশকিল। এটুকু জানা যায় এই মেলার বয়স ১০০ বছরেরও বেশী। আগে এই মেলার দিনে বিডিআর বিএসএফের সমঝোতায় ভারত-বাংলাদেশের সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হত। দু’দেশের লোক জমায়েত হত তখন এই মেলায়। কিন্তু মেলায় গন্ডগোলের পর থেকে এখন আর সীমান্ত খোলা হয় না।


(১০) ঘোড়ার প্রচলনটাও এই এলাকায় বেশ।


(১১/১২) লাউড়ের গড়, যাদুকাটা আর বারিক টিলা পারিদিয়ে এক সময় আমরা পৌছে যাই কাংখিত চুনাপাথরের লেকএ। কিছু উঁচু ঢিবি মাঝখানে লেক ওপারে সুউচ্চ খাসিয়া পাহাড়, সত্যিই অপরূপ।



(১৩/১৪) স্কুল সবে মাত্র ছুটি হয়েছে, আর শুরু হয়েছে বড় বড় ফোটার বৃষ্টি। বাচ্চারা ছুটছে বাড়ির দিকে।



(১৫/১৬) যখন এখানটার যৌবন ছিল তখনকার কিছু স্মৃতি।



(১৭/১৮) মুলত এই লেকের পাড় থেকেই টাঙ্গুয়ার হাওড় শুরু হয়েছে।



(১৯) এখানে রয়েছে এমন কিছু মুক্তিযুদ্ধের স্মৃতি।


(২০/২১) আর এখানে গেলে গ্রীষ্মের লাল কিংবা বর্ষার সবুজ শিমুল বন দেখতে ভুল করাটা ঠিক হবে না।

মন্তব্য ৪৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাদা মনের ভাই,

বিউটিফুল!! এককথায় মনমুগ্ধকর। ++++ 13 14 নম্বরের ছবিদুটি দেখে ঠিক যেন মুহূর্তের মধ্যে নিজের শৈশবের ছবিগুলি ভেসে উঠলো।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আপনিও আমার আন্তরিক শুভেচছা নেবেন

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মনোমুগ্ধকর একটা পোস্ট :)

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮

মুক্তা নীল বলেছেন:
প্রকৃতির এক অপরুপ চিত্র। খুব ভালো লেগেছে সেই সাথে ছবির বর্নণা অসাধারণ +++

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল, শুভ কামনা জানবেন

৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫১

বলেছেন: ১৩;১৪ তে ১০০ মার্কস

ভালো থাকুন।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য ১৫০ B-)

৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,




বরাবরের মতোই মনকাড়া সব ছবি। এবং বরাবরের মতোই ঈর্ষান্বিত.............................

আর " ঘুরার প্রচলন......." নয় হবে "ঘোড়ার প্রচলন" :(

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২০

সাদা মনের মানুষ বলেছেন: সংশোধন করে দিলাম স্যার, কেমন আছেন আপনি?

৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫

কালো যাদুকর বলেছেন: একবার যেতে দে না....
অনেক সুন্দর পোস্ট। +

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমার ছোট্ট সোনার গায়, যেথা................শুভেচ্ছা

৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: শেষ ছবিটা সবচেয়ে বেশী ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমার ভোট নিলে আমি বলবো শেষের আগের ছবিটা সব থেকে ভালো :D

৮| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৯

অজ্ঞ বালক বলেছেন: আমাদের দেশটা আসলে ফাটাফাটি রকমের সুন্দর। ঠিক মতন ঘুইরা দেখা হইলো না। আফসোস। দারুন পোস্ট।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৩

সাদা মনের মানুষ বলেছেন: সময় তো শেষ হয়ে যায়নি ভাই, ইচ্ছে করলেই কম বেশী সময় নিয়ে বেড়িয়ে পরা যায়

৯| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭

টারজান০০০০৭ বলেছেন: দারুন ! দেশভাগ কেমতে হইয়াছে ! পাহাড় আর ঝর্ণাগুলো সব ওপারে কেন ? পানির উৎসগুলো আমাদের নাই !!
:(

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো সেই একই কথা, আমার ভাগের তালগাছ কই?

১০| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: চমৎকার ছবি তোলেন আপনি!

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি ভাই

১১| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অদ্ভুত সুন্দর ছবি ব্লগ। শুধু আমার না, আমার বেগমেরও পছন্দ হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ভাবীরে বইলেন আমের সিজনে আবার আইতাছি B-)

১২| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০

জাহিদ অনিক বলেছেন: বাহ !অত্যন্ত সুন্দর ও মুগ্ধকর ভ্রমন ব্লগ ----
কত অদেখারে দেখাইলেন হে সাদা মন ভাই !

০১ লা মে, ২০১৯ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: একটা বসন্ত পোষ্ট দেওয়ার জন্য আগামী শনিবার দিন ক্যামেরা নিয়া বের হবো অনিক ভাই........শুভেচ্ছা

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: আহ....সুন্দর।

০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শুভেচ্ছা

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কতো কিছু যে দেখতে পাই আপনার কল্যাণে। অসম্ভব সুন্দর সব ছবি গুলো। ভাল থাকবেন কামাল ভাই।।

০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪২

পুলক ঢালী বলেছেন: দারুন ফটোগ্রাফী। প্রথম ছবিটা স্বচ্ছ পানিতে আকাশের নীল আর সাদা মেঘের প্রতিচ্ছবি সাথে পাড়ে ভিড়ানো নৌকা দারুন শৈল্পীক উপস্থাপনা, খুব সুন্দর হয়েছে।
শিমুল বাগানের ছবি আগে বোধহয় দিয়েছিলেন সেটা আর এটা কি একই নাকি আলাদা ?
এগুলো শামুকখোল পাখী? দেখতে মদনটেকের কাছাকাছি।

ছবিগুলো কার কাছ থেকে মেরে দিয়েছেন সামমা ভাই ? আপনি নাই যে------- ;) =p~

বিঃদ্রঃ জী এস ভাই বলার পরও ঘোড়া কে ঘড়া দিয়ে সংশোধন করলেন ! ? :D =p~ তাড়াতাড়ী চা মিষ্টি হাজির করেন ! না হলে হেনা ভাইকে বলে দেবো। =p~ =p~

০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি এখানে অনেক পুলক ঢেলেছেন.........শুভ কামনা সব সময়।

১৬| ০১ লা মে, ২০১৯ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লগল ছবি ও বিবরণ । কিছু সৌন্দর্য ব্যাখ্যা করা বেশ কঠিন কর্ম, তার পরেও সুনামগঞ্জের ট্যাকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর প্রকল্পের রেশ হসিাবে গড়ে উঠা নিলাদ্রি লেকের সৌন্দর্য মন্ডিত ছবিগুলি সুন্দরভাবে উঠে এসছে ব্লগে । উত্তোলিত চুনাপাথরের গর্তে এখন গভীর লেক। একদিকে টাঙ্গুয়ার হাওর আর অন্যদিকে মেঘালয়ের অপরূপ সৌন্দর্য এ লেককে করেছে অপরূপা। নীল আর সবুজের কম্বিনেশনে এ লেক অনন্যা। নীলাদ্রি লেকের স্বচ্ছ পানি এখন এলাকার রানিং ওয়াটারের সোর্স ও পরিনত হয়েছে একটি আকর্ষনীয় পর্যটন স্পট হিসাবে , বিষয়গুলি উঠে এসেছে সুন্দরভাবে ।

শুভেচ্ছা রইল

১০ ই মে, ২০১৯ বিকাল ৫:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, শুনছিলাম আপনি নাকি অসুস্থ্য, এখন শরীরটা কেমন আপনার?

১৭| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:০৬

হাসান রাজু বলেছেন: আমার দেখা অন্যতম সুন্দর জায়গা এটা। বরাবরের মতই অসাধারন আরও একটা পোস্ট।

১৩ ই মে, ২০১৯ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান, আমি আপনার ভক্ত

১৮| ১০ ই মে, ২০১৯ রাত ১০:০২

ডঃ এম এ আলী বলেছেন: এখন আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি ।
দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

১৩ ই মে, ২০১৯ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো, শুভ কামনা সব সময়।

১৯| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি মাশাআল্লাহ

২১ শে মে, ২০১৯ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নেবেন আপু

২০| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৪

নজসু বলেছেন:



মন ভরলো প্রিয় কামাল ভাই।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুজন ভাই

২১| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি ছবি ব্লগ। + +
প্রথম ও শেষ ছবি দুটো অসাধারণ হয়েছে। বাকীগুলোও খুব সুন্দর।
দু'পায়ে সচল থাকতে থাকতে একবার ওখান থেকে ঘুরে আসার প্রবল ইচ্ছে রয়েছে। আল্লাহ ভরসা!

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আশা করছি আপনি সফল হবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.