![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তুমি থাকো ওই জলে
নীল নীল নোনা জলে
থাকো গাংচিল হয়ে ওই
আমি এই বেলা সেই বেলা
ছুঁয়ে জল ছলছল ভেলা
ভিজে ভিজে খুঁজি, তুমি কই?
তুমি দূর রোদ্দুর হয়ে
চুপি মেঘদল বুকে বয়ে
যাও সীমানা ছাড়িয়ে যাও
আমি ঢেউঢেউ বুকে এই
খুঁজি, তুমি কোথাও নেই
শুধু মেঘ গুড়গুড় নাও...
থাক মেঘ থাক বৃষ্টির জল, থাক থাক গাংচিল
থাক সীমানায় মেঘরোদ্দুর, ঢেউ ঢেউ জল নীল
থাক টলমল জলে ভেজা ভেলা, টুপটাপ বুকে জল
তুমিও থেক, ডুবে ডুবে থেকো, ভালোবাসা ছলছল...
------------------
সাদাত/ ১৮.০২.২০১৩
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
========================
আমি এই বেলা সেই বেলা
ছুঁয়ে জল ছলছল ভেলা
ভিজে ভিজে খুঁজি, তুমি কই?
তুমি দূর রোদ্দুর হয়ে
চুপি মেঘদল বুকে বয়ে
যাও সীমানা ছাড়িয়ে যাও
========================
অনেক সুন্দর।
ভালোলাগা রেখে গেলাম।
++++++++++