নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়ে কই?

২২ শে মে, ২০১৩ রাত ৮:০২

ভোরের হিজল ছুঁয়ে নুপুরের রঙ, দুদ্দার আলো হয়

নেয়ে যায় কিশোরী শরীর। সেই আলো ঝড় তোলে, বান ডাকে

ভাঙে যত এলেবেলে বাঁধ।

বাঁধের ওপর ছিলো হিজলের বন, জারুলের মন

কেয়া আর কদমের অথই জীবন।



আরো ছিলো শেয়ালের দল, থাবার ভেতর নখ

রেশম লোমের কোলে হায়েনার চোখ। দাঁতে দাঁতে কেঁপে ওঠা

মাংসের ঘ্রাণ।

আরো ছিলো, মরে যাওয়া মনের প্রাণ।



একভোরে বরষার ডুবে যাওয়া জলে, এলোমেলো চুলে

সেই মেয়ে ডুবে যায়, ভেসে যায়, কদমের ফুলে।

সময়ের ভুলে।

ক্লান্তি ও কান্নার রাতে, আজো মেয়ে জাগে।



দেয়ালের চুন খসে, ঘুণ খসে, কাঠেদের দেহে

আবছায়া আলো বেয়ে, চুপ করে, বুকের ভেতর থেকে

নিশাচর পাকি ডাকে,- কে-হে?



জবাব কোথাও নেই, তুমি আমি, আমরা সবাই

ভীষণ জড়ায় ডুবি, ডুবে থাকি, রাতেদের রাতে

মরে যাই, মরে যাই বেঁচে থাকা প্রতিটি প্রভাতে



সেই মেয়ে, নাম নেই, ধাম নেই

চিঠি নেই, খাম নেই

তবু দেখো, সে-ই থাকে, আমাদের ঘরে

চেনা আর অচেনা প্রহরে।



কোথায় কেমন যেন, হুট করে, তুমি আমি ডুবে যাই,

সেই ভরা বরষার জলে

সেই কেয়া কদমের ভোর

হিজল আর জারুলে ঘোর

আজও মরে

জেগে ওঠে শেয়ালের ডাক, থাবার ভেতর নখ

সেই মেয়ে, জেগে থাকে, আর হাসে, আড়ালে আড়ালে



পাঁজরে পাঁজরে ঘুণ,

ঘুণপোকা খুট খুট, বুঁদ হয়ে রই।

সেই মেয়ে কই?



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: সাদাত হোসাইন,

বেশ লিখেছেন । ছন্দ আছে , আছে সুনীল গন্ধ শব্দের ।

"সেই মেয়ে, নাম নেই, ধাম নেই
চিঠি নেই, খাম নেই
তবু দেখো, সে-ই থাকে..."


কই থাকে ?

"পাঁজরে পাঁজরে ঘুণ,
ঘুণপোকা খুট খুট, বুঁদ হয়ে রই।
সেই মেয়ে কই?"


আমি যে খুঁজি তাকে ...

২২ শে মে, ২০১৩ রাত ৯:৪১

সাদাত হোসাইন বলেছেন: বাহ! দারুণতো!!
আপনার ছোঁয়াটাও ভালো লেগেছে।
ধনবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.