![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমার একটা বক ছিল, ধবধবে সাদা বক।
(এই কথা শুনে লোকগুলো হেসে উঠলো, ‘আরে ব্যাটা, কুচকুচে কালা বক হয়, এমন কথা বাপের জন্মে শুনেছে কেউ! আর বক আবার পোষা-ও যায় নাকিরে! কি তোর কথার ছিরিরে বাবা!’
আমার কিন্তু সত্যি সত্যি বক ছিল। আমি ঘুমিয়ে গেলে সে চুপচাপ এসে মাথার পাশে দাঁড়াতো। চিমনির ভেতর ফুঁ দিয়ে নিভিয়ে দিত হারিকেনের সলতে।)
আপনি বলছেন, স্বপ্ন ছিল?
মোটেইনা। স্বপ্ন হলে এই পালকটা কোথায় পেলাম! এই এখানে।
বুকের ভেতর।
জানি আপনি ঠোঁট ওলটাবেন, তবুও বলি
আমার কিছু রোদও ছিল। কেবল আমার, আমার একার।
শীতের ভোরে নরম করে আমায় কেমন ছুঁয়ে যেত। সত্যি কথা।
ঠোঁট ওলটালেও শুনে রাখুন, রৌদ্র আমার সত্যি ছিল।
এই যে দেখুন, জুতার ভেতর, আমার পায়ের চকচকে রঙ।
রোদের কারণ।
আমার কিছু জোছনা ছিল
ওহ, বুঝেছি। আপনি এবার কি ভাবছেন।
আমার মাথা খারাপ আছে, নেহাত পাগল?
কিন্তু শুনুন, গভীর রাতে আমার কোলে, ফুলের মতন জোছনা ছিল।
সত্যি কথা। এত্তটুকু তারার মতন। নাম ভুলে যাই, ফুলের মতন।
মিথ্যে বলে লাভ কি আমার! আপনি বলুন?
সত্যি আমার জোছনা ছিল।
এই যে দেখুন চোখের ভেতর, ঠিক দেখা যায়।
না দেখলে আমার কি দোষ! আপনি চোখে চশমা লাগান।
আচ্ছা এবার আসল কথা বলেই ফেলি।
জানি আমি, আমি এখন পুরোই পাগল তোমার কাছে, তাহার কাছে
আপনি এবং উনার কাছে। তবুও বলি সত্য যখন।
আমরা একটা নদীও আছে!
এবার আপনি ক্ষেপেই গেলেন? যান ক্ষেপে যান। বকুন যত।
মারতে এলেও কথা শুনুন। আমার সত্যি নদী আছে। একা আমার। কেবল আমার।
কি হোল ভাই? থমকে গেলেন?
আমার চোখে কি হয়েছে?
ও কিছু নয়। এই দু’চোখে অসুখ আছে।
ময়লা ধুলোয় জল ছুটে যায়। এ কিছু নয়! একফোঁটা জল।
বিন্দু মতন। এ কিছু নয়। সত্যি বলি, এ কিছু নয়।
আপনি এখন সত্যি ভাবছেন?
সত্যি আমার নদী আছে?
বুকের ভেতর?
অথৈ নদী!
অথৈ নোনাজলের নদী?
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ মামুন।
২| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯
রেজোওয়ানা বলেছেন: Khub chomotkar!
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ রেজোওায়ানা।
৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++ রইল
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ২:২১
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ!
৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
এরিস বলেছেন: ওহ, বুঝেছি। আপনি এবার কি ভাবছেন।
আমার মাথা খারাপ আছে, নেহাত পাগল?
কিন্তু শুনুন, গভীর রাতে আমার কোলে, ফুলের মতন জোছনা ছিল।
সত্যি কথা। এত্তটুকু তারার মতন। নাম ভুলে যাই, ফুলের মতন।
মিথ্যে বলে লাভ কি আমার! আপনি বলুন?
সত্যি আমার জোছনা ছিল।
এই যে দেখুন চোখের ভেতর, ঠিক দেখা যায়।
না দেখলে আমার কি দোষ! আপনি চোখে চশমা লাগান।
অসাধারণ। আপনি তো কবিতাও চমৎকার লেখেন!!! আসতে দেরি হয়ে গেলো। একটু অসুস্থ। ভাবছিলাম এরই মাঝে অনেকগুলো পোস্ট দিয়ে ফেলেছেন কিনা!! আশ্বস্ত হলাম, একটাই পোস্ট, তবে ১০ টা পোস্টের সমান মূল্যবান। খুব ভালো লেগেছে তদাসা নইসাহো। প্রিয়তে নিয়ে গেলাম। শুভকামনা নিরন্তর।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সাদাত হোসাইন বলেছেন: এরিস, তীব্রভাবে আপনার উপস্থিতির অপেক্ষায় ছিলাম, কিন্তু সেটা এইমাত্র টের পেলাম। কি যে ভালো লাগছে!
ধন্যবাদ, অশেষ।
৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৪
খেয়া ঘাট বলেছেন: মোহনীয় সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭
সাদাত হোসাইন বলেছেন: আমার রাজ্যে এই হঠাৎ ভ্রমণের জন্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো।
আর নিয়মিত ভ্রমণের নিমত্রন রইলো। ভালো থাক্লেন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩
মামুন রশিদ বলেছেন: অথৈ নোনা জলের নদী ভালো লেগেছে ।