নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক!!

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

কোথাও সত্য নেই, সত্য কোথাও নেই।

ট্রাম বাসে হুটোপুটি, বৃষ্টির লুটোপুটি। তবু রাতে ঘরে ফেরা। শুধু শুধু।

ঠিক জানি, কেউ নেই দরোজায়, কেউ নেই জানালায়।

সব বাতি নিভে গেছে। আলো নেই। ভাত নেই। নুন নেই। জল নেই।

যে চেয়ার ওইখানে, তার এক পায়া নেই।

তবু কেন ঘরে ফেরা? রোজ রোজ?



আসলে সত্য নেই। সত্য কোথাও নেই।



মোড়ের চায়ের ঘরে, বৃষ্টিতে ঠাই নেই।

রিকশায় হুড নেই, নীল পলিথিন নেই।

শেষমেশ আধভেজা বৃষ্টিও, হুট করে আর নেই।

চশমার কাঁচ ভরে কিচ্ছু দেখার নেই। যেন সব বিভ্রম।



আসলে সত্য নেই।



বুড়ো অশত্থের নিচে, এতটুকু ছায়া নেই। খা খা রোদে মেঘ নেই।

কাশবনে একবন। হিম হিম ভয় শুধু। ভয়ে ভয়ে ঘনঘুম।

দুঃস্বপ্নের ধুম। যা-ও ছিল চুপ হাওয়া। আজ শুধু সে-ই নেই।



তবে এক মাঝি আছে, রঙচঙা পাল আছে। তেলতেলে হাল আছে।

''আজ্ঞে মশায়, আর সব ঠিক আছে। নাওখানা শুধু নেই!''



ওপারে স্বপ্ন ছিল। চেয়ে দেখি তাও নেই।





তুই শালা মিথ্যুক!!

আসলে সত্য নেই, শুধুই সত্য নেই।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩

বোকামন বলেছেন:
তবুও আশায় থাকি .....
একদিন হয়তো লেখা হবে- “আসলে মিথ্যে নেই, মিথ্যে কোথাও নেই”

ভাল থাকুন সবসময়।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

সাদাত হোসাইন বলেছেন: একদিন হয়তো লেখা হবে- “আসলে মিথ্যে নেই, মিথ্যে কোথাও নেই”।

"হয়তো"।

আপনিও ভালো থাকুন, সবসময়।

২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

তুই শালা মিথ্যুক!!
আসলে সত্য নেই, শুধুই সত্য নেই।

+++

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

সাদাত হোসাইন বলেছেন: তুই শালা মিথ্যুক!!
আসলে সত্য নেই, শুধুই সত্য নেই।

তবুও আশায় থাকি .....
একদিন হয়তো লেখা হবে- “আসলে মিথ্যে নেই, মিথ্যে কোথাও নেই”

ভাল থাকুন সবসময়।

৩| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর একটা 'লিরিক', সুর দিলেই চমৎকার একটা জীবনমুখি গান হয়ে যাবে ;)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪

সাদাত হোসাইন বলেছেন: এখনতো আমারও তাই মনে হচ্ছে!!

হা হা হা

;)

৪| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

নিষ্‌কর্মা বলেছেন: দেশে ট্রাম কবে থেকে চালু হল ভাই?? B:-) B:-) B:-)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

সাদাত হোসাইন বলেছেন: এইটা কিছু হইলো!

কবিতা পড়তে আসছেন!!

;)

৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিথ্যেই জীবনের সত্য এখন!

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

সাদাত হোসাইন বলেছেন: ঠিক তাই। চার দিকে মিথ্যের বেসাতি। সত্য খুঁজে পাওয়া দায়। কিংবা সত্যই নেই। কিংবা মিথ্যের ভীরে সত্যও মিথ্যে হয়ে যায়।

অথবা, মিথ্যেই জীবনের সত্য এখন!

৬| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩

ভিটামিন সি বলেছেন: হাত ধরে বসে আছি,
তবুও যেন তুমি নেই;
এতো কাছে তুমি থাকো
তবুও বিশ্বাস নেই।
ভালোবাসা ভালোলাগা
তার অবকাশ নেই।

রাজপথ খালি নেই
টক শো থেমে নেই,
গালাগালি চলছেই
দুই দলে দিনে রাতে
হানা-হানি বাড়ছেই।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

সাদাত হোসাইন বলেছেন: মিথ্যেই জীবনের সত্য এখন!

৭| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

মায়াবী ছায়া বলেছেন: চমৎকার একটি কবিতা !বেশ ভালো লাগলো !!
ভালো থাকুন ।।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ।


ভালো থাকুন আপনিও।

৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লাগলো কবিতাটা! :)

আরেকটা কথা, "বুড়ো অশত্থের[/sb] নিচে, এতটুকু ছায়া নেই"

অশত্থের[/sb] মানে কি গাছ বুঝাচ্ছেন?

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

সাদাত হোসাইন বলেছেন: সোহাগ ভাই, অশত্থ তো গাছ-ই। আর কি বোঝাবো।

নাকি, আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি।

আর কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ।

:)

৯| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

এরিস বলেছেন: তুই শালা মিথ্যুক!!
আসলে সত্য নেই, শুধুই সত্য নেই।


চমৎকার একটা লেখা পড়লাম। খুব শীঘ্রই এই লেখার সব কিছু মিথ্যে হয়ে যাক, শুভকামনা।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

সাদাত হোসাইন বলেছেন: আবার হুট করে দীর্ঘ বিরাম। আজকাল কিছুই আর ভালো লাগেনা। না ব্লগ, না ফেসবুক, না অফিস। কিছুইনা। আজ হঠাৎ কি ভেবে ঢুকলাম। আপনাকে দেখে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.