![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
যেথায় থাকিস, ভালো থাকিস
আলোর রেখায়, হাতটা রাখিস
ভালো থাকিস
হিজল ফুলের
একলা ভোরে
বাদলা হাওয়ার
মাতাল ঝড়ে
কে জাগালো?
ঘুম ভাঙালো
অমন করে?
একটু ভাবিস
ভালো থাকিস
ঘোর আধারেও
খুব নীরবে
বুকের ভেতর
সলতেটাকে
জ্বালিয়ে রাখিস
ভালো থাকিস
এমনি করে যাসনা ভুলে
উতল হাওয়ার
কান্নাগুলো
খুব একাকী
আমায় ভাবিস
ভালো থাকিস
ভালোই থাকিস
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ। আর অবশ্যই পড়বো।
শুভকামনা।
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: বেশ লাগলো।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ এহসান।
শুভকামনা।
৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩
মায়াবী ছায়া বলেছেন: উতল হাওয়ার
কান্নাগুলো
খুব একাকী
আমায় ভাবিস
ভালো থাকিস
ভালোই থাকিস
-বেশ ভালো লাগলো !! চমৎকার লিখেছেন।ভালো থাকুন ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও। শুভকামনা।
৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২০
মায়াবী রূপকথা বলেছেন: বেশ ভালোলেগেছে কবিতাটা। তৃতীয় প্যারা থেকে পড়তে বেশ ভালোলেগেছে। প্রথম দুই প্যারা একটু খাপছাড়া লেগেছে আমার কাছে। যাইহোক, অভিমানের কবিতাগুলো সবসময় ভীষনভাবে আকর্ষন করে।
ভালো থাকবেন, ভালোই থাকবেন আশা করি।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
সাদাত হোসাইন বলেছেন: আপনার মন্তব্যটা ভালো লেগেছে। আমি আসলে একটা গল্প বলতে চেয়েছি, যার প্রেক্ষিত ছিল প্রথম ২ টি অংশ। তবে এখন কি মনে হচ্ছে জানেন? এখন মনে হচ্ছে, প্রথম ২ অংশ বাদ দিয়ে দিলেই বোধ করি ভালো হত। সুখপাঠ্য হতো।
আপনিও ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ!
৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪
মায়াবী রূপকথা বলেছেন: আসলে আমি নিজেও কবিতা তেমন একটা বুঝিনা। চলমান পাঠক বলা যেতে পারে। হুট করে ইচ্ছে হলে পড়ে ফেলি, নাহলে কবিতা পোস্ট আমাকে কখনোই টানেনা। এটার শিরোনামটা পড়ে ঢু মারতে ইচ্ছে হল।
এটাকে এমন করা যেতে পারেঃ
যেথায় থাকিস, ভালো থাকিস
আলোর রেখায়, হাতটা রাখিস
ভালো থাকিস
হিজল ফুলের
একলা ভোরে
বাদলা হাওয়ার
মাতাল ঝড়ে
কে জাগালো?
ভাঙালো ঘুম
অমন করে?
একটু ভাবিস
ভালো থাকিস
ঘোর আধারেও
খুব নীরবে
বুকের ভেতর
সলতেটাকে
জ্বালিয়ে রাখিস
ভালো থাকিস
এমনি করে যাসনা ভুলে
উতল হাওয়ার
কান্নাগুলো
খুব একাকী
আমায় ভাবিস
ভালো থাকিস
ভালোই থাকিস
অথবা এমনওঃ
কোথায় যাবি? বুকের ভেতর?
আয় শুনে যা, সেইতো একই...
তবু
যেথায় থাকিস, ভালো থাকিস
আলোর রেখায়, হাতটা রাখিস
ভালো থাকিস
হিজল ফুলের
একলা ভোরে
বাদলা হাওয়ার
মাতাল ঝড়ে
কে জাগালো?
ভাঙালো ঘুম
অমন করে?
একটু ভাবিস
ভালো থাকিস
ঘোর আধারেও
খুব নীরবে
বুকের ভেতর
সলতেটাকে
জ্বালিয়ে রাখিস
ভালো থাকিস
এমনি করে যাসনা ভুলে
উতল হাওয়ার
কান্নাগুলো
খুব একাকী
আমায় ভাবিস
ভালো থাকিস
ভালোই থাকিস
অথবা কবির যেমন ইচ্ছে হয়েছিলো, ঠিক তেমনই হয়তো পারফেক্ট ছিলো। আমার স্থুম মস্তিস্কে সেটা ঢুকতে পারেনি।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৪
সাদাত হোসাইন বলেছেন: চমৎকার ভাবনা। তবে প্রথমটি বেশী ভালো লেগেছে। আমিও এমনই ভাবছিলাম। অভাবেই করার কথা ভাবছি।
অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ভালো থাকবেন।
৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৮
মায়াবী রূপকথা বলেছেন: pleasure is all mine bhaiya. valo theko.
১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৬
সাদাত হোসাইন বলেছেন: আই জাস্ট চেঞ্জড ইট। এন্ড ইটস সাউন্ডস গুড নাউ।
তুমিও ভালো থেকো ভাইয়া। শুভ কামনা।
৭| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২২
শ্রাবণ জল বলেছেন: বেশ লাগল ছন্দ-গল্প।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।
ভালো থাকবেন।
৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন ছন্দ +++
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১১
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
শুভ কামনা।
৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা! ভালো লেগেছে!
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১১
সাদাত হোসাইন বলেছেন: আপনার নিকটিতো দারুণ!!
ধন্যবাদ। ভালো থাকবেন।
১০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৫
নেক্সাস বলেছেন: ছন্দময় কবিতা ভাল লাগলো
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
১১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
এরিস বলেছেন: এমনি করে যাসনা ভুলে
উতল হাওয়ার
কান্নাগুলো
খুব একাকী
আমায় ভাবিস
এমনি করে যাসনা ভুলে.. ঠিক আছে?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
সাদাত হোসাইন বলেছেন: ঠিক আছে
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩
সময়ের কন্ঠস্বর বলেছেন: ছোট্ট ছোট কথা, কিন্তু অনেক সুন্দর!
আমার গল্পটা পড়ার নেমন্তন রইল!
Click This Link