![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
শেষ বিকেলে আমি দাঁড়িয়েছিলাম ধানক্ষেতের আলপথে। পেছনে ডুবে যেতে থাকা লাল সূর্য। ধবধবে সাদা পায়রাটা ঠুকরে খাচ্ছিল সোনালী ধান। তুমি তাকিয়ে ছিলে আমার চোখে। হঠাৎ হাত বাড়িয়ে তুমি অস্ফুট বললে- ‘তোমার হাত ছুঁতে চাই’।
আমি অবাক চেয়ে বললাম, ‘শুধুই ছুঁতে চাও, নাকি ধরতে’?
- ‘ছুঁতে’।
- ‘ধরতে না চাইলে ছুঁয়ো না কিন্তু’।
- ‘কেন’?
- ‘ছুঁয়ে দিলে ভয় হয় যে’?
- ‘কিসের ভয়’?
- ‘তখন মন কেমন করবে। ধরে রাখতে ইচ্ছে হবে যে’!
- ‘ইচ্ছে হলে ধরে রাখবে’।
- ‘কিন্তু তুমি যে ধরতে চাওনা, শুধুই ছুঁয়ে দিতে চাও’।
তুমি ম্লান চোখে তাকালে আলপথে নুয়ে পড়া সোনালী ধানের শীষে। সেখানে ধবধবে সাদা পালকের পায়রাটা টুকটুক খুঁটে খাচ্ছে ধান। তুমি আবার চোখ ফিরিয়ে উদাস তাকালে আমার চোখে। বললে- ‘তাতে কি? তুমি ধরে রাখবে’!
- ‘একা একাতো ধরে রাখা যায় না’।
- ‘চাইলেই যায়’।
- ‘নাহ। একা চাইলে ছুঁয়ে দেয়া যায় কিন্তু একা চাইলে ধরে রাখা যায়না’।
- ‘তাহলে’?
- ‘ধরে রাখতে চাইলে দুটো হাতকেই পরস্পরকে ধরে রাখতে হয়, শক্ত করে’।
তুমি হঠাৎ চুপ করে রইলে। তারপর তোমার বাড়িয়ে দেয়া হাতখানা সরিয়ে নিলে। আমার হাতের উল্টোপিঠের কোষগুলো কেমন দীর্ঘশ্বাস ফেলে নিস্তেজ হয়ে গেলো। ওরা তোমার স্পর্শের অপেক্ষায় উন্মুখ হয়ে ছিল।
তুমি এলোমেলো পায়ে উঠে দাঁড়ালে। তারপর আলতো হেঁটে চলে গেলে সরু আলপথ ধরে। সেখানে লাল সূর্যটা ডুবে যাচ্ছে। তোমার পায়ের শব্দে সোনালী ধান ফেলে উড়ে গেলো ধবধবে সাদা পায়রাটা। ডুবে যেতে থাকা সূর্যের ম্লান আলোয় তুমি ক্রমশই ছায়ামূর্তি হয়ে সরে যাচ্ছো দূরে। আরো দূরে। বহুদূরে।
আমার চোখের বাইরে।
সেখানে কেবল পড়ে ছিল আধখাওয়া উচ্ছিষ্ট কয়েকটা ধান। উড়ে যাওয়া পায়রার ঝরে যাওয়া বিবর্ণ এক রুগ্ন পালক।
আর?
আর আমার বুকের ভেতর কেমন অদ্ভুত এক কান্না। কিংবা ছুঁয়ে যাওয়া অজানা এক ‘না-ছোঁয়া’।
আচ্ছা, '‘সবাই কেবল ছুঁয়ে যেতে চায়, ধরে রাখতে চায়না কেন’'?
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬
এহসান সাবির বলেছেন: সবাই কেবল ছুঁয়ে যেতে চায়,
ধরে রাখতে চায়না
কেন?
++++++++++
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১
সাদাত হোসাইন বলেছেন: কেন?
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০
মদন বলেছেন: +
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১
সাদাত হোসাইন বলেছেন:
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আচ্ছা, '‘সবাই কেবল ছুঁয়ে যেতে চায়, ধরে রাখতে চায়না কেন’'?
ভালো লেগেছে খুব!
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
সাদাত হোসাইন বলেছেন:
ধন্যবাদ।
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মামুন রশিদ বলেছেন: মন ছুঁয়ে যাওয়ার মতই লিখেছেন । কবিতা বা গল্প, হয়ত দুটোই ।
খুব খুব ভাল হয়েছে
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
এরিস বলেছেন: গল্প পড়া হবে না। আপনাকে মাইনাস।
কয়েকদিন এসে খুঁজে গিয়েছি আপনাকে। কোথায় হাওয়া হয়ে যান?? যোগাযোগের কোন মাধ্যম তো রাখেননি। মেজাজ বহুত গরম আছে আপনার উপর। ব্লগে নাই, ফেসবুক আইডি নাই, মেইল আইডি দিন, নেই বলবেন না।
বকাঝকা শেষ আপাতত।
_____________________
আপনার অন্য লেখাগুলোর চেয়ে এটা অনেক আলাদা মনে হয়েছে। কবিতা না, গল্প ও না ঠিক। ছুঁয়ে দেয়ার মতো কিছু কথামালা।
আর আমার বুকের ভেতর কেমন অদ্ভুত এক কান্না। কিংবা ছুঁয়ে যাওয়া অজানা এক ‘না-ছোঁয়া’।
হয়তো কেউ ধরে রাখবেনা বলেই কান্না অভিমান, কিংবা নিজের অক্ষমতার অদৃশ্য জলজ রূপ।
ভাল লাগা জানবেন। আর হুট করে হাওয়া হয়ে যাবেন না। প্রিয় মানুষগুলোকে নড়তে চড়তে না দেখলে ভয় খেয়ে যাই।
মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
সাদাত হোসাইন বলেছেন: এমন একটি মেসেজ পাবো ভাবি ই নি। বুকের ভেতরটা কেমন তিরতির করে ছুঁয়ে গেলো। এমন ভালোবাসা হলে কি করে দূরে থাকা যায়। আমি আছি। থাকবো।
দীর্ঘ ছ'মাস ফেসবুকে ছিলাম না। এখন আছি।
আমার ফেসবুক আইডি
https://www.facebook.com/sadat.hossain2
৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
সাদাত হোসাইন বলেছেন:
৮| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
মোঃ আনিছ বলেছেন: অসম্ভব সুন্দর একটি লেখা। ভাললাগা রইল।
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!