নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

পথ মানেই পথ পেরুবার ইচ্ছে থাকে।

সদর দরোজা ডিঙ্গিয়ে পথ, পথ পেরিয়ে ধুলো, ধুলো মাড়িয়ে ক্ষেত। ক্ষেতের ধারে আলপথ।

আর থাকে বাড়ী ফেরার তাড়া।

সবার অবশ্য থাকে না।

যাদের ঘরে সানকিতে কাচা লংকা আর সাদা ভাত দেয়ার কেউ নেই।

হাত পাখা নেই।

জানালায় আলো নেই। কেরোসিন নেই। নুন নেই। তেল নেই।

দুখানা কাজল টানা চোখ নেই।

তাদের অবশ্য বাড়ী ফেরার তাড়াও নেই।



তাদের আছে আলপথের পরে জলপথ, জলপথের পর কালপথ।

তারা সেসব মাড়িয়ে যায়। তাদের পিছু ফেরার তাড়া নেই।

তারা জানে, কেউ অপেক্ষায় নেই।

সলতে নেই, আলো নেই, চেয়ারের পায়া নেই,

বিছানায় একটা মাত্র বালিশ। সেখানে গল্প নেই।

তারা হেঁটে চলে। তাদের গন্তব্য নেই। মেঠোপথ জুড়ে তীব্র কাঁটা। তাদের কেউ নেই।

তাদের অপেক্ষায় কেউ নেই!

তবুও বুকের ভেতর কোথাও হঠাৎ মনে হয়, কেউ কি সত্যি নেই? সত্যি চেয়ে নেই? নাকি আছে?



হয়তো অপেক্ষায় চেয়ে আছে। আচলের পাখা নাড়ছে। সানকিতে ভাত বাড়ছে।

ভাঙ্গা আয়নায় গভীর যত্নে কাজল আঁকছে চোখে।



তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।





সেখানে কেউ আছে, কেউ নেই।

আসলে, কেউ থাকে, কেউ থাকে না।



কেউ থেকেও থাকেনা।

কিংবা কেউ না থেকেও থেকে যায়।

থেকে যায়, সবটা জুড়ে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭

ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ লিখছেন। কবিতা খুব পছন্দ হইছে।

আরো লিখুন।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

সাদাত হোসাইন বলেছেন: তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।


সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে

ধন্যবাদ।

:)

২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: গদ্যপদ্যে প্রথম প্লাস।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

সাদাত হোসাইন বলেছেন: তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।


সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে

ধন্যবাদ।

:)

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

এরিস বলেছেন: সলতে নেই, আলো নেই, চেয়ারের পয়া নেই,
বিছানায় একটা মাত্র বালিশ। সেখানে গল্প নেই।
তারা হেঁটে চলে। তাদের গন্তব্য নেই। মেঠোপথ জুড়ে তীব্র কাঁটা। তাদের কেউ নেই।


পুরো কবিতার কথা বলবো না। এই কয়েকটা লাইনে আমি জীবনের গল্প পেয়েছি। বেঁচে থাকার জন্যে কি প্রয়োজন, কি না হলে চলবে না।

তবুও বুকের ভেতর কোথাও হঠাৎ মনে হয়, কেউ কি সত্যি নেই? সত্যি চেয়ে নেই? নাকি আছে?

উত্তর এখানেই।

আসলে, কেউ থাকে, কেউ থাকে না।
কিংবা কেউ থেকেও থাকেনা।


২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

সাদাত হোসাইন বলেছেন: সবচেয়ে বড় যেটা, তাহলো ফিল করবার যে অসাধারণ ক্ষমতা আপনার আছে, সেটা দেখে আমি মুগ্ধ হই, বারবার।

ভালোবাসা।

:)

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

সাদাত হোসাইন বলেছেন: তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।


সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে

ধন্যবাদ।

:)

৫| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

সাদাত হোসাইন বলেছেন: তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।


সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে

ধন্যবাদ।

:)

৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

সাদাত হোসাইন বলেছেন: তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।


সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।

কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে

ধন্যবাদ।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.