নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমি ভাবতাম, ভুল ভাবতাম...

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

আমি ভাবতাম

পথ হাঁটলেই পথ ফুরোবে

কাঁটা ডিঙ্গালেই শিশির ভেজা আস্ত গোলাপ

আমি ভাবতাম

রাত পোহালেই সকাল হবে রোজ

জানালা জুড়ে একটা দুটা পাখি থাকবে

আলো থাকবে

কফির কাঁপে ধোয়া থাকবে

তোমার হাতের ছোঁয়া থাকবে

আমি ভাবতাম

ভালবাসলেই তুমি থাকবে

আচল ছুঁতেই এলিয়ে যাবে তৃষ্ণা বুকে

কানের কাছে ফিসফিসানি কাব্য হবে

বৃষ্টি নেমে সন্ধ্যা হবে

রোজ রজনীগন্ধা হবে

আমি ভাবতাম

কান্না শেষে দুপুর রোদে হাসি থাকবে

রাত্রিগুলো জোছনামাখা স্বপ্ন হবে

হাতের মুঠোয় হাত থাকবে

চোখের কোণায় রাত থাকবে

রাত্রি জুড়ে এলোমেলো চুল থাকবে

ঠোঁটের ভেতর ইচ্ছে করে ভুল থাকবে

আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরোবে।

পথের শেষে ঘর থাকবে

গ্লাসভর্তি জল থাকবে

মন খারাপের প্রহরগুলোয় তোমায় ছুঁয়ে মন থাকবে।



এখন দেখি পথ হাঁটলেও পথ থেকে যায়

বুকের ভেতর শুন্য কেমন মাতাল হাওয়ায়!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

হৃদয় রিয়াজ বলেছেন: ভালো লাগল +++

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

:)

২| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

সেজুতি_শিপু বলেছেন:
চমৎকার লিখছেন ।
দারুন লাগল !

৩| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

:)

৪| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২

বোকামন বলেছেন:
কান্না শেষে দুপুর রোদে হাসি থাকবে
রাত্রিগুলো জোছনামাখা স্বপ্ন হবে
হাতের মুঠোয় হাত থাকবে
চোখের কোণায় রাত থাকবে


ভীষণ সুন্দর করে লিখেছেন ! অনেক ভালোলাগালো :-)
শুভেচ্ছা।।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

:)

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আহমাদ জাদীদ বলেছেন: ভালো লিখেছেন ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১

সাদাত হোসাইন বলেছেন: :)

৭| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আমিভূত বলেছেন: ভাবনাগুলো এমন কেন হয়?
ভুল ভাবনায় সাধের সপ্ন ভংগ হয়!!


কবিতায় ভালোলাগ রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

সাদাত হোসাইন বলেছেন: :)

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

রাতুল_শাহ বলেছেন: হবে ভাই।

সুন্দর কবিতা।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.