![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
একদিন ভরা বর্ষায় সমুদ্র দেখার ইচ্ছে ছিল
থইথই জোছনায় নিঃশব্দ নীলগিরি
কুয়াশায় ঘুমভাঙ্গা একলা শহর
আর ইচ্ছে ছিল,
কান্নার রাতে আঙ্গুলের ডগা ছুঁয়ে একফোঁটা বৃষ্টি দেখার।
আমরা অপেক্ষায় ছিলাম।
বৃষ্টি দেখবো, সমুদ্র দেখবো, পাহাড় দেখবো
আর বুকের ভেতর মিশে গিয়ে অচিনপুরের কান্নায়
পরস্পরকে জড়িয়ে ধরে বৃষ্টি ছোঁব।
আমরা অপেক্ষায় ছিলাম।
অপেক্ষায় ছিল পাহাড়, সমুদ্র, বৃষ্টি আর তৃষ্ণার্ত শহরও।
আমরা কড়ে আঙ্গুলে দিন গুনেছি
আমরা ক্লান্তিতে অপেক্ষায় অজস্র রাত গুনেছি
একা একা চুপচাপ জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে থেকেছি
বাইরে বৃষ্টি ছিল, সমুদ্র ছিল, জোছনা ছিল, নীলগিরি ছিল
আমরা আমাদের পৃথক জানালাগুলো নিঃশব্দে বন্ধ করেছি।
আমরা অপেক্ষায় ছিলাম।
আমরা হাতের ভেতর হাত রেখে, চোখের ভেতর চোখ রেখে
একদিন বৃষ্টি ছোঁব, ঢেউ আর কুয়াশা ছোঁব।
জোছনা মেখে পায়ের ছায়ায় পা রাখব বলে
আমরা অপেক্ষায় ছিলাম।
আমাদের অপেক্ষারা এখনো আছে।
আসলে, অপেক্ষারা চিরকালই থাকে।
আমি, তুমি, কিংবা আমরা না থাকলেও।
অপেক্ষারা চিরকাল থাকে। অনন্ত অপেক্ষায়।
হয়তো আমি, তুমি কিংবা আমরাই থাকি না।
----------------------------------------
প্রাগৈতিহাসিক/সাদাত হোসাইন
২৪.০৮. ২০১৩
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
সাদাত হোসাইন বলেছেন: আপনাকে এখানে দেখে ভালো লাগলো.।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০২
ডায়মন্ড বলেছেন: