![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমার একদিন সব হবে
খা খা রোদে তোমার মতন, অমন একটা ছাতা হবে
বাদলা দিনে বৃষ্টি ভেজা, নীল মলাটের খাতা হবে
ভোরের বেলা পা ডুবাতে, ঘাসফুলেদের মেলা হবে
যখন তখন কষ্টগুলো, ঘুমপাড়ানি বেলা হবে
আমার একদিন সত্যি হবে
রোদ পোহানো চাদরখানা, শীত সকালে আমার হবে
নীল যে বোতাম আজ ছিড়ল, সে-ও সেদিন ঐ জামার হবে
উলের ভেতর চুপটি থাকা, অপেক্ষারাও ক্লান্ত হবে
দূরের পথে হাঁটতে থাকা, দুর্ভাবনাও ক্ষান্ত হবে।
ক্লান্ত হাতে একখানা হাত, পস্ট ছুঁয়ে কথা হবে
শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো, সবুজ তরুলতা হবে
আমার একদিন সত্যি হবে
পথের ধারে ধুলোর ঝড়ে, গন্ধমাখা আচল হবে
আয়না জুড়ে চুপিসারে, চোখ ভর্তি কাজল হবে
হঠাৎ নামা সন্ধ্যে বেলায়, আলসেমিতে আদর হবে
বুকের ভেতর লুকিয়ে থাকা, চুপ শিশুটি বাদর হবে
রাত দুপুরে মাথার নিচে, একটা মাত্র বালিশ হবে
পাগলামিতে নাকের ঘসায়, ফিসফিসিয়ে নালিশ হবে
তোমার অমন ওঠার সিঁড়ি, হয়তো সেদিন নামার হবে
কিংবা সেদিন আমি ছাড়া, আর সকলি আমার হবে।
----------------------------------------
সেদিন/সাদাত হোসাইন ©
০২.০৯.২০১৩
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৪
পূরান পাগল বলেছেন: অসাধারন কবিতা,আগে পড়েছিলাম আজ জাভেদ ভাইয়ের পোস্টে দেখে আবার পড়লাম। ওয়ান্ট মোর
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসাধারণ! খুব খুব ভালো লাগলো। একটা বানান, পস্ট এইটা কি পষ্ট হবে?
ভালো ভালো কবিতার অপেক্ষায় রইলাম।