![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
ঘর লাগোয়া, দখিন কোণে
শিউলী ফুলের, গাছটা ছিল
চুপ দুপুরে, মাঝ পুকুরে
ঘুমুতো যেই, মাছটা ছিল
আমের মুকুল, ফুটতো যখন
ওপাড়া সব, আসতো ছুটে
আমরা কেবল, বারান্দাতে
নিচ্ছি তখন, সকাল লুটে
মেহেদী পাতার, বুকের ভেতর
সবুজ টিয়ের, বিয়ে হতো
সন্ধ্যে বেলা, দস্যি ছেলের
গুলতি জুড়ে, ইয়ে হতো
বাঁশ বাগানের, মাথার ওপর
চাঁদখানা যেই, মুখ ওঠালো
অমনি খোকন, ফোকলা দাঁতে
বললো, ও ফুল কে ফোটাল?
ঘর লাগোয়া, শিউলী তলে
রোজ যে ফুলের, মেলা হতো
আজ সেখানে, ইটের কাঁকর
পার হয়েছে বেলা কত!
চুপ দুপুরের পুকুরখানাও
হঠাৎ কোথায় হারিয়ে গেলো
বুকের ভেতর, তৃষ্ণা গুলো
কেমন করে বাড়িয়ে গেলো!
এমন করেই তৃষ্ণা বাড়ে
কান্না বাড়ে, বুকের ভেতর
দিনগুলো যায়, সন্ধ্যা বেলায়
কেউ থাকে না, কে ছিলো তোর?
---------------------
কেউ থাকে না, কে ছিল তোর?/ সাদাত হোসাইন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দের খেলা দারুণ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
সাদাত হোসাইন বলেছেন: অনেক অনেক খুশি.।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
হাসান রেজভী বলেছেন: চমৎকার
++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার