![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
বিচ্ছিন্ন দ্বীপের মতন ছোট্ট ট্রেন স্টেশন
সবুজ ফসলের ঢেউ বেয়ে সেখানে আছড়ে পড়ে অজস্র আগন্তুক!
কুয়াশার শরীর চিড়ে যে ট্রেন থমকাল ক্ষণকাল
তার হুইসাল, আবারো নাড়িয়ে যায় ইস্পাত প্ল্যাটফর্ম
ঢংঢং বেজে ওঠা ঘণ্টায় হুহু করে ক্লান্ত শরীর।
কিংবা অন্য কিছু। কোন এক অচিনপুর।
রেললাইন জুড়ে যে শালিকের খুনসুটি, সেও জানে
এখানে ট্রেন থামে প্রয়োজনে।
কেবল স্টেশন গুনে যায় শরীরের ক্ষত।
হয়তো মন নেই,
তাই ক্ষত গোনে বিবশ শরীরে!
---------------------------------
হয়তো মন নেই!/সাদাত হোসাইন
২৩.০৯.২০১৩
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: বিচ্ছিন্ন দ্বীপের মতন ছোট্ট ট্রেন স্টেশন
সবুজ ফসলের ঢেউ বেয়ে সেখানে আছড়ে পড়ে অজস্র আগন্তুক!
-- চমৎকার কবিতা! ভালো লাগা রইল!