নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

আমিও ছিলাম জ্যান্ত মানুষ।

তোমার মতো, তাহার মতো।

ঠিক তোমাদের সবার মতো।

অমন করে আমরাও দুখান হাত ছিল,

হাতের ভেতর রেখা ছিল

রেখার ভেতর ভাগ্য ছিল। ভাগ্য জুড়ে মৃত্যু ছিল।

মরার আগে জরা ছিল, জরার আগে বাঁচার অনেক ইচ্ছে ছিল।

ইচ্ছে জুড়ে জীবন ছিল। আজ অথবা কালও ছিল।

ক্যালেন্ডারের পাতাভর্তি রঙ বেরঙের তারিখগুলোয়

লাল কলমের লালও ছিল।

আমিও ছিলাম জ্যান্ত মানুষ। দিনের শেষে ক্ষ্যান্ত মানুষ

কারো বুকে চুপটি ভোরে, স্বপ্ন দেখা ক্লান্ত মানুষ।

আমার চোখে দৃষ্টি ছিল, দৃষ্টি জুড়ে বৃষ্টি ছিল

বৃষ্টি জলে ফিসফিসয়ে নতুন দিনের গল্প ছিল

অভিমানের হিসেব নিকেশ, সব মিটিয়েও

দিনের শেষে ঝগড়াঝাঁটি অল্প ছিল।



জ্যান্ত মানুষ আমিও ছিলাম। আমিও ছিলাম গানের সুরে

মৃত্যু থেকে অনেক দূরে। নীল পাহাড়ের গায়ের ভেতর আমিও ছিলাম

ঝর্ণা হয়ে, সপ্তবর্ণা মেঘের ভেতর আমিও ছিলাম আকাশ হয়ে।

ভোরের ভেতর, দোরের ভেতর, আলোর ভেতর, কালোর ভেতর

আমিও ছিলাম তোমরা যেমন। পায়ের ছাপে পা ফেলেই, আমিও যেতাম রোদের দেশে

ধানের শীষে শিশির ছুঁয়ে আমিও নদীর জল খুঁজতাম

তৃষ্ণা পেলে চাতক হয়ে স্বপ্নগুলোয় রোজ জিরোতাম।



জ্যান্ত মানুষ আমিও ছিলাম।

অনেক আগে, সে কতোকাল!



সেসব কথা ভুলেই গেছি, বেশ করেছি।

আমি এখন একলা থাকি,

বৃষ্টি ছুঁয়ে মেঘলা থাকি

বৃত্ত আঁকি, স্বপ্নগুলো ভেঙেচুরে মৃত্যু মাখি

বেশ করেছি।

মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি।

---------------------------------------------

মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি/সাদাত হোসাইন

৩০.১০.২০১৩

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

কুমার মিজান বলেছেন: nice one. keep writing we are waiting to read more from you. thanks. if u have some time plz click here.

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

বৃতি বলেছেন: কবিতাটা বেশ কিছুদিন আগে পড়েছিলাম অফলাইনে, তখন মন্তব্য করা হয়নি। অনেক সুন্দর- আমিও ঠিক এরকম একটা কবিতা লেখার কথা ভাবছিলাম তখন। কাকতালীয়ই বলতে হবে।

প্রিয়তে নিয়ে গেলাম।

৫| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০১

এরিস বলেছেন: আপনার প্রতিটি লেখায় প্রকৃতিকে বারবার খুঁজে পাই।

আমি এখন একলা থাকি,
বৃষ্টি ছুঁয়ে মেঘলা থাকি
বৃত্ত আঁকি, স্বপ্নগুলো ভেঙেচুরে মৃত্যু মাখি
বেশ করেছি।
মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি।

বেশি সুন্দর একটা কবিতা পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.