| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমি একদিন সন্ধ্যা হব
অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন
বটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।
মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতন
আমিও অমন ভেসেই যাবো।
পদ্মপাতায় জলের মতন
শিমুল তুলোর মনের মতন
আমিও সেদিন উবেই যাবো।
আমি একদিন পাখি হবো
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পারি দেব
সঙ্গে নেব গোপন কথা
ছোট্ট বুকের বিশাল ব্যাথা
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব
আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো।
আমি একদিন নিখোঁজ হবো...
----------------------------------
আমি একদিন নিখোঁজ হবো.../ সাদাত হোসাইন
 
১২ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১২:৩৬
সাদাত হোসাইন বলেছেন: ![]()
২| 
১২ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১২:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো
চমৎকার। তারপর দিনকাল কেমন যাছে তোমার?   
 
১২ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১:১১
সাদাত হোসাইন বলেছেন: এইতো যাচ্ছে.। তোমার কি খবর?
৩| 
১২ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।
 
১২ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:০৪
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ![]()
৪| 
১৩ ই নভেম্বর, ২০১৩  রাত ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
বেশ ছন্দময়!!!
আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো।
ভাললাগা +++ 
 
১৩ ই নভেম্বর, ২০১৩  সকাল ১০:৩০
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ![]()
৫| 
০২ রা জুন, ২০১৬  রাত ১২:২৮
স্বপ্নীলবালক বলেছেন: চমৎকার লিখেছেন ।
৬| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৪৫
রিয়াদ ডি ক্রুজ বলেছেন: অসাধারণ কবিতা
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১২:২৭
গিল্টিমিয়া বলেছেন: নিখোজ হয়ে যাও, কেউ কি না করেচে?